Raqi Saifullah Aiyub

Raqi Saifullah Aiyub জীন, যাদু, বদনজর, ওয়াসওয়াসা, শারীরিকর সমস্যার শরঈ সমাধান

24/10/2025

وَالرُّقْيَةُ أَعْظَمُ الْأَدْوِيَةِ
ইবনে তাইমিয়া রহি. বলেন:
রুকইয়াহ হলো সর্বশ্রেষ্ঠ ঔষধ!

23/10/2025

পূজা চলাকালে যাদের শারীরিক ও মানসিক সমস্যা বেড়ে যায় তাদের জন্য এই রুকইয়াহটি কার্যকরী ইনশাআল্লাহ!

22/10/2025

জা/দুকররা এভাবেই জা/দু ছিটিয়ে যায়। খালি চোখে যা কখনই সন্দেহ করার মত না।
এই জাদুর বস্তু যখন ভিকটিম অতিক্রম করে, তারপর থেকেই শুরু হয় তার জীবনের সর্বনাশা। দুনিয়া যেন এক জাহান্নামের টুকরা। স্বাস্থ্য, সৌন্দর্য, রিজিক, পরিবার ও বন্ধুত্ব সব ধ্বংস হতে থাকে একে একে। শারীরিক এবং মানসিক যন্ত্রণার পাহাড় মাথার উপর চেপে বসে। অনেকের ক্ষেত্রে এমন মনে হয়, এই জীবনে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো!
আয় আল্লাহ! আপনি ধ্বংস করুন! সকল জাদুগ্রস্থ ব্যক্তিদের কে সুস্থ করে দিন!

22/10/2025

হারাম বস্তু বা হারাম পদ্ধতি কোনো চিকিৎসা নয়, বরং তা নিজেই একটি রোগ।

16/10/2025

বিয়েতে বাধা থাকলে এই রুকইয়াটি শুনুন

14/10/2025

এই যুগে যে সকল ফিতনা থেকে মনে প্রাণে আশ্রয় চাই, তার মধ্যে অন্যতম হচ্ছে, "নারী ফিতনাহ!" ভয়ংকর! ভয়ংকর! চিন্তা করলেই গা শিউরে ওঠ!

13/10/2025

শরীরে ব্যথা ও যন্ত্রণা থাকলে এই রুকইয়াটি শুনুন

10/10/2025

১০০% কার্যকরী রিংটোন।

একটি সুস্থ উটকে রান্নার পাত্রে আর একজন সুস্থ মানুষকে কবরে পৌঁছে দিতে পারে যে শক্তি—তার নাম 'বদনজর'বদনজরের প্রভাব কতটা বি...
09/10/2025

একটি সুস্থ উটকে রান্নার পাত্রে আর একজন সুস্থ মানুষকে কবরে পৌঁছে দিতে পারে যে শক্তি—তার নাম 'বদনজর'
বদনজরের প্রভাব কতটা বিধ্বংসী হতে পারে, তা বোঝানোর জন্য রাসূলুল্লাহ (ﷺ) এমন কিছু উপমা ব্যবহার করেছেন, যা আমাদের কল্পনার সীমাকেও ছাড়িয়ে যায়।
উপমা-১: পাহাড় থেকে পতন
নবীজি (ﷺ) বলেছেন:
"বদনজর সত্য। এটি সুউচ্চ পাহাড় থেকে (মানুষকে) নীচে ফেলে দেয়।"
(হাদিসটি হাসান, মুসনাদে আহমাদ: ২৪৭৭)
ভেবে দেখুন একবার! একজন মানুষ হয়তো তার স্বাস্থ্য, সাফল্য বা সম্মানের সর্বোচ্চ চূড়ায় অবস্থান করছে। কিন্তু একটি বদনজর তাকে সেখান থেকে হঠাৎ করে অসুস্থতা ও ব্যর্থতার অতল গহ্বরে নিক্ষেপ করতে পারে।
ইমাম আল-মুনাভী (রহঃ) বলেন, এর অর্থ হলো, বদনজর তার শক্তি দিয়ে এমন একজন ব্যক্তিকে ভূপাতিত করতে পারে, যে তার অবস্থার সর্বোচ্চ শিখরে অবস্থান করছিল।
উপমা-২: কবর ও রান্নার পাত্র
অন্য এক হাদিসে নবীজি (ﷺ) এর ভয়াবহতাকে আরও স্পষ্ট করে বলেন:
"বদনজর মানুষকে কবরে প্রবেশ করায় এবং উটকে রান্নার পাত্রে ঢুকিয়ে দেয়।"
(হাদিসটি হাসান, সহিহুল জামি‘: ৪১৪৪)
ইমাম আল-মুনাভী (রহঃ) এর ব্যাখ্যায় বলেন, এর অর্থ হলো:
মানুষকে কবরে: বদনজরের কারণে একজন সুস্থ মানুষ মৃত্যুবরণ করে এবং তাকে কবরে দাফন করা হয়।
উটকে পাত্রে: আরবদের সবচেয়ে মূল্যবান সম্পদ—একটি শক্তিশালী উট—বদনজরে আক্রান্ত হয়ে যখন মৃত্যুর কাছাকাছি চলে যায়, তখন মালিক তাকে জবাই করে রান্না করে ফেলে।
সুবহানাল্লাহ! উভয় ক্ষেত্রেই বদনজর চূড়ান্ত ধ্বংসের কারণ হয়।
এই হাদিসগুলো থেকে আমাদের জন্য শিক্ষা:
বদনজরকে রূপক ভাবা বোকামি: এই শক্তিশালী উপমাগুলো প্রমাণ করে, বদনজর কোনো হালকা বা মানসিক বিষয় নয়। এর বাস্তব, শারীরিক ও বিধ্বংসী প্রভাব রয়েছে, যা আল্লাহর তাকদিরের অধীনেই ঘটে।
সফলতায় সতর্কতা: আপনি যখন আপনার জীবনের কোনো ভালো অবস্থানে থাকেন, তখন সবচেয়ে বেশি সতর্ক থাকুন। কারণ সাফল্যের চূড়াই হিংসুকের দৃষ্টিকে সবচেয়ে বেশি আকর্ষণ করে।
প্রতিরক্ষাই একমাত্র উপায়: যে শক্তি পাহাড় থেকে ফেলে দিতে পারে, তার বিরুদ্ধে মাসনূন দোয়া ও রুকইয়াহর আধ্যাত্মিক বর্ম ছাড়া টিকে থাকা প্রায় অসম্ভব।
আসুন, এই ভয়ানক বাস্তবতা সম্পর্কে সচেতন হই এবং প্রতিদিন আল্লাহর কাছে এর অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করি।

08/10/2025

আপনার কষ্টগুলো শেয়ার করার মত যখন কাউকে না পান-
আমাদের একজন রব্ব আছেন!
জালেমদের কেউ নেই!

06/10/2025

যারা বদনজরের ভয়াবহতা সম্পর্কে উদাসীন তাদের জন্য সতর্ক বার্তা 👇

05/10/2025

আক্রান্ত হওয়ার পূর্বেই নিয়মিত রুকইয়া করা উচিত👇

Address

Noor Tower, Road-01, Block-D, Sector-2, Aftabnagor, Dhaka
Badda

Alerts

Be the first to know and let us send you an email when Raqi Saifullah Aiyub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Raqi Saifullah Aiyub:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram