04/09/2025
🧠 ব্রেন টিউমার: কারণ, লক্ষণ, রোগ নির্ণয় ও চিকিৎসা।
ব্রেন টিউমার হলো মস্তিষ্কে অস্বাভাবিক কোষের বৃদ্ধি। এটি স্নায়ু ও মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রমে গুরুতর প্রভাব ফেলতে পারে।
🔎 কারণসমূহ:
✔️ জেনেটিক বা বংশগত কারণ
✔️ দীর্ঘদিন ধরে রেডিয়েশন এক্সপোজার
✔️ ইমিউন সিস্টেম দুর্বল হওয়া
✔️ কিছু ক্যান্সার শরীরের অন্য জায়গা থেকে মস্তিষ্কে ছড়িয়ে পড়া
💉💉💉💉💉💉💉💉💉💉
⚠️ লক্ষণসমূহ:
✔️ বারবার মাথাব্যথা হওয়া
✔️ চোখে ঝাপসা দেখা বা দৃষ্টি সমস্যা
✔️ কথা জড়িয়ে যাওয়া বা স্মৃতিভ্রংশ
✔️ হাত-পা অসাড় বা দুর্বল হয়ে যাওয়া
✔️ খিঁচুনি বা অজ্ঞান হয়ে যাওয়া
✔️ মানসিক পরিবর্তন বা আচরণগত সমস্যা
🧪 রোগ নির্ণয়:
👉 সিটি স্ক্যান (CT Scan)
👉 এমআরআই (MRI)
👉 বায়োপসি (Biopsy)
👉 রক্ত পরীক্ষা
💊 চিকিৎসা:
✔️ সার্জারি (অপারেশন করে টিউমার অপসারণ)
✔️ রেডিওথেরাপি
✔️ কেমোথেরাপি
✔️ ওষুধের মাধ্যমে উপসর্গ নিয়ন্ত্রণ
✔️ বিশেষজ্ঞ নিউরো-সার্জন ও চিকিৎসকের নিয়মিত পরামর্শ
⏰ মনে রাখবেন: ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণ অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।
---
#ব্রেনটিউমার_সচেতনতা #স্নায়ুবিজ্ঞান #রয়েলএইডহাসপাতাল