Health Attention

Health Attention All disease is cured by Allah. Asst.Prof. Md. Omar Faruk,
DHMS,RHMC,DMA,Advance Training(In)

পেয়ারা পাতার কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার ও উপকারিতা দেওয়া হলো:🩺 স্বাস্থ্য উপকারিতা:1. ডায়রিয়া ও পেটের অসুখে:পেয়ারা পাতা সে...
29/06/2025

পেয়ারা পাতার কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার ও উপকারিতা দেওয়া হলো:

🩺 স্বাস্থ্য উপকারিতা:

1. ডায়রিয়া ও পেটের অসুখে:
পেয়ারা পাতা সেদ্ধ করে সেই পানি খেলে ডায়রিয়া, গ্যাস্ট্রিক ও পেটের ব্যথায় উপকার পাওয়া যায়।

2. রক্তে শর্করার পরিমাণ কমাতে সাহায্য করে:
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সহায়ক। পেয়ারা পাতার নির্যাস ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে।

3. মুখের দুর্গন্ধ ও দাঁতের সমস্যা:
পেয়ারা পাতা চিবালে মুখের দুর্গন্ধ কমে এবং দাঁতের ব্যথা বা মাড়ির সমস্যা উপশম হয়।

4. জ্বর ও সংক্রমণে উপকারী:
এর অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট গুণ ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে।

5. চুল পড়া ও খুশকিতে:
পেয়ারা পাতা সেদ্ধ করে সেই পানি ঠান্ডা করে মাথায় ব্যবহার করলে চুল পড়া কমে ও খুশকি দূর হয়।

6. ত্বকের যত্নে:
এর পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ব্রণ বা ত্বকের ফুসকুড়িতে কার্যকর। পাতা বেটে ত্বকে লাগানো যায়।

ইরান ~ইসরাইল যুদ্ধ১৯৬৭ সালে আরবের ৬ টি দেশ একযোগে আক্রমণ করে ইসরায়েলের সাথে ৬ দিন টিকতে পারে নাই। আরবের অসংখ্য জায়গা ইসর...
24/06/2025

ইরান ~ইসরাইল যুদ্ধ
১৯৬৭ সালে আরবের ৬ টি দেশ একযোগে আক্রমণ করে ইসরায়েলের সাথে ৬ দিন টিকতে পারে নাই। আরবের অসংখ্য জায়গা ইসরায়েল নতুন করে সেসময় দখলে নিয়ে নেয়, যা আরব দেশগুলো আমেরিকার হাতেপায়ে ইসরায়েলের সাথে শান্তিচুক্তি করে স্বীকৃতি দিয়ে উদ্ধার করে আবার।

সেই ইসরায়েলকে ১২ দিন যাবত নাকানিচুবানি খাইয়েছে একা ইরান। ইরানও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু ইসরায়েলকেও নাস্তানাবুদ করে দিয়েছে। তাদের লক্ষ লক্ষ মানুষের আত্মবিশ্বাসে চীড় ধরাতে পেরেছে ইরান। ইসরায়েল ছেড়ে ভাগছে তারা বিভিন্ন দেশে।

ইরান আমাদের মাথা উচু করেছে। আমাদেরকে নতুন রাস্তা দেখিয়েছে। হ্যাঁ, এভাবেও দখলদার বাহিনীর বিরুদ্ধে জবাব দেয়া যায়। গাজার চিত্র ইসরায়েলে ফুটিয়ে তুলেছে এই ইরান।

শিয়া মতবাদের সাথে আকিদাগত বিরোধ ছিল, আছে এবং থাকবে। কিন্তু ইরান মুসলমান জাতিকে আবারো মাথা উচু করে বাঁচতে শিখিয়েছে।

আরবের মুনাফিক রাষ্ট্র গুলো টাকার উপর ভাসে কিন্তু নিজেদের রক্ষা করার দায়িত্ব দিয়ে রেখেছে আমেরিকার কাছে। জ্ঞান -বিজ্ঞান ও সেল্ফ ডিফেন্স সব দিয়ে রেখেছে আমেরিকার হাতে। না তাদের সেনাবাহিনী ডেভলপ করেছে না জ্ঞান -বিজ্ঞানে উন্নতি। পরনির্ভরশীলতার প্রতীক আরবের গাল্ফের প্রতিটি দেশ। অপরদিকে ইরান প্রায় স্বয়ংসম্পূর্ণ। শিয়া আকিদা বাদ দিয়ে ইরানের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।

ইরান এই প্রবাদকে সত্যে পরীনত করে দেখিয়েছে “বিড়ালের মতো হাজার বছর বাঁচার চাইতে সিংহের মতো একদিন বাঁচা অধিক উত্তম, অধিক গর্বের"!

ধন্যবাদ ইরান। জাজাকাল্লাহু খাইরান ❣️💝💝

18/06/2025
শারিরিক মিলন একটি প্রাকৃতিক চাহিদা। বর্তমান সময়ে ১০ বছরের ছেলে মেয়েদের শারিরিক পরিবর্তন হয়ে যায়। তখন থেকেই তারা শারা...
09/06/2025

শারিরিক মিলন একটি প্রাকৃতিক চাহিদা। বর্তমান সময়ে ১০ বছরের ছেলে মেয়েদের শারিরিক পরিবর্তন হয়ে যায়। তখন থেকেই তারা শারারিক মিলন সম্পর্কে একটু একটু জানতে পারে এবং উত্তেজনা ফিল করে।

বর্তমান সময়ে এক জরিপে দেখা যায় যে, ৯০% ছেলে মেয়ের প্রথম যৌন অনুভুতি তৈরি হয় তাদের পরিবার থেকে। বাবা মা যখন সহবাস করেন তখন প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েরা বুঝতে পারেন।

সহবাসের সময় তৃপ্তি জনিত আওয়াজ এবং বাবা মার অসাবধানতার কারনে ছেলে মেয়েরা বুঝে যায় বাবা মা সহবাস করছেন।

তাই বাবা মাকে অবশ্যই সচেতন হতে হবে, ৭ বছরের উপরের ছেলে মেয়েদের আলাদা রুম দিতে হবে।

বাবা মায়ের রুম গুলো একটু দূরে নিতে হবে যাতে তারা অনাকাঙ্ক্ষিত কোন কিছু বুঝতে না পারে ।

সহবাসের সময় বেছে নিতে হবে ছেলে মেয়েদের ঘুমানোর পরে।

প্রত্যেক মায়ের উচিত ছেলের সামনে পোশাকে সংযত থাকা, পর্দা করা।

বড় ছেলে মেয়েদের সামনে ছোট বাচ্চাদের স্তন দান না করা।

মায়ের কাপড় ( পেট.....কোট....,ব্রা....,পেন...,পাজামা) নির্দিষ্ট স্থানে রাখা, যাতে ছেলের নজরে না আসে।

এটি একটি সচেতনতা মূলক পোস্ট।

ইদানীং সুইসাইড(আত্নহত্যা) বেড়ে গিয়েছে এর পিছনে মূল কারণ পারিবারিক চাপ,চাকরি, ব্যবসায় সমস্যা,অর্থনৈতিক সমস্যা থেকে হতাশা।...
29/05/2025

ইদানীং সুইসাইড(আত্নহত্যা) বেড়ে গিয়েছে এর পিছনে মূল কারণ পারিবারিক চাপ,চাকরি, ব্যবসায় সমস্যা,অর্থনৈতিক সমস্যা থেকে হতাশা।
এমন হতাশাগ্রস্ত হলে আত্নহত্যার মতো জঘন্য কাজ করবেন না।যোগাযোগ করবেন,ইনশাআল্লাহ সমাধান পাবেন।

পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে ছোঁ'য়া'চে রো'গ ‘স্ক্যা'বি'স’ (চর্মরোগ)  #স্ক্যাবিস/চর্মরোগস্ক্যাবিস (Scabies) একটি ছোঁয়াচে...
28/05/2025

পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে ছোঁ'য়া'চে রো'গ ‘স্ক্যা'বি'স’ (চর্মরোগ)


#স্ক্যাবিস/চর্মরোগ

স্ক্যাবিস (Scabies) একটি ছোঁয়াচে ত্বকের রোগ। এটি Sarcoptes scabiei নামক ক্ষুদ্র মাকড়সার (mite) কারণে হয়ে থাকে। এই মাকড়সা ত্বকের উপরিভাগে গর্ত তৈরি করে এবং ডিম পাড়ে, যার ফলে ত্বকে তীব্র চুলকানি এবং ফুসকুড়ি দেখা দেয়।

স্ক্যাবিসের প্রধান লক্ষণগুলো হলো:

* তীব্র চুলকানি: বিশেষ করে রাতে চুলকানি বাড়ে।
* ফুসকুড়ি: ছোট ছোট লালচে দানা বা ফোস্কার মতো দেখা যায়।
* গর্তের চিহ্ন: ত্বকের উপর ছোট, আঁকাবাঁকা, ধূসর বা সাদা রঙের সরু রেখা দেখা যেতে পারে, যা মাকড়সার তৈরি করা গর্ত।
স্ক্যাবিস সাধারণত নিম্নলিখিত স্থানগুলোতে বেশি দেখা যায়:
* আঙুল ও পায়ের আঙুলের মাঝে
* কবজি
* কনুই ও হাঁটুর ভাঁজে
* বগলের নিচে
* কোমর
* নিতম্ব

স্ক্যাবিস অত্যন্ত ছোঁয়াচে এবং সরাসরি চামড়ার সংস্পর্শে আসা, অথবা আক্রান্ত ব্যক্তির ব্যবহার করা কাপড়, বিছানা ইত্যাদির মাধ্যমে ছড়াতে পারে।
যদি আপনার মনে হয় আপনার স্ক্যাবিস(চর্মরোগ) হয়েছে, তাহলে একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তার সাধারণত শারীরিক পরীক্ষা এবং প্রয়োজনে ত্বকের নমুনা নিয়ে রোগ নির্ণয় করতে পারেন। স্ক্যাবিসের চিকিৎসার জন্য একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসক কে দেখান,সুস্থ হবেন ইনশাআল্লাহ। পরিবারের সকল সদস্য এবং ঘনিষ্ঠ সংস্পর্শে আসা ব্যক্তিদেরও একই সময়ে চিকিৎসা করানো উচিত, এমনকি তাদের লক্ষণ না থাকলেও। এছাড়া, ব্যবহৃত কাপড় ও বিছানা গরম পানিতে ধুয়ে বা ভালোভাবে পরিষ্কার করে জীবাণুমুক্ত করা জরুরি।

কিডনি রোগের/নষ্টের প্রধান কারণ হলো ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ। এছাড়া অতিরিক্ত লবণ গ্রহণ, পানির অভাব, ধূমপান, স্থূলতা এবং...
23/05/2025

কিডনি রোগের/নষ্টের প্রধান কারণ হলো ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ। এছাড়া অতিরিক্ত লবণ গ্রহণ, পানির অভাব, ধূমপান, স্থূলতা এবং দীর্ঘদিন ধরে ব্যথানাশক ওষুধ সেবন করাও কিডনির ক্ষতি করতে পারে। কিছু ক্ষেত্রে বংশগত কারণেও কিডনি রোগ হতে পারে।

সাবধান হউন। প্রচুর পরিমাণে মিনারেল জাতীয় খাবার খাবেন এবং লেবুর শরবত পান করবেন।
09/05/2025

সাবধান হউন। প্রচুর পরিমাণে মিনারেল জাতীয় খাবার খাবেন এবং লেবুর শরবত পান করবেন।

Address

Badda

Telephone

+8801922616531

Website

Alerts

Be the first to know and let us send you an email when Health Attention posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Health Attention:

Share