05/04/2022
Serum Cholesterol (সিরাম কোলেস্টেরল)
******************************************
Chemical Analysis of Plants Medicine এই দৃষ্টিভঙ্গির গবেষক ও চিন্তাবিদ পন্ডিত ডাঃসমরেশ চন্দ্র রায় সিরাম কোলেস্টেরল বৃদ্ধির কারন ও করনীয় সংক্রান্ত বিষয়সমূহ শারীরবৃত্তীয় অবস্থা (Physiological Condition) পর্য্যালোচনার আলোকে রাসায়নিক বিশ্লেষনের ভিত্তিতে ভেষজ প্রয়োগে আলোকপাত করেছেন।
কোলেস্টেরল হচ্ছে এক ধরনের মেদ বা লিপিড।মেদ বা লিপিড হচ্ছে ঐ সমস্ত বস্তু যা চর্বি দ্রবনে দ্রবনী এক ধরনের হলূদ বর্নের পদার্থ হচ্ছে কোলেস্টেরল।অপ্রস্তুত মাত্রা জীবনের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু বেশি মাত্রায় জীবনের জন্য বিপজ্জনক হয়ে উঠে।
# রক্তপ্রবাহে দুই ধরনের কোলেস্টেরল দেখা যায়ঃ
(১)দেহজাত ।
(২) খাদ্যজাত ( মাংস, ডিম মেটে, দুধ ও মাখন ইত্যাদি খাদ্যের মাধ্যমে অর্জিত হয়)।
√ দেহজাত কোলেস্টেরলঃ দেহের প্রতি কোষে কোলেস্টেরল তৈরি হয়। এর মধ্যে বেশি তৈরি হয় যকৃতে তার পর কিডনী, হৃদযন্ত্র, বিভিন্ন গ্রন্থিসমূহ অন্ডকোষে, ডিম্বাশয় এ্যাড্রিনাল গ্রন্থিসহ অন্যান্য গ্ৰন্থিসমূহে। এছাড়া মেরুমজ্জা ও মস্তিস্ককোষে প্রচুর পরিমান কোলেস্টেরল পাওয়া যায়। লিপিডের প্রকার ভাগের এক প্রকার হচ্ছে স্টেরল,এ থেকে ভেঙ্গে গড়ে তৈরী হয় কোলিক এসিড,ভিটামিন 'ডি', কর্টিকোস্টরল,টেস্টোস্টেরন হরমোন ও এস্টোন ইত্যাদি। ফ্যাটি এসিডের ইস্টারের সাথে স্টেরল মিশে তৈরী হয় কোলেস্টেরল। কোলেস্টেরলের কাজ হচ্ছে স্টেরয়েড তৈরী করা। কিছু বিপাক প্রক্রিয়ায় অংশ গ্রহন করে। উল্লেখ্য দেহজাত থেকে খাদ্যগত (মাংশ, মেটে, দুধ, মাখন,তেলে ভাজা সমস্ত খাবার,চর্বিজাতীয় খাবার ইত্যাদি) কোলেস্টেরল ধমণীসমূহের বিভিন্ন স্থানে গায়ে জমে হলদে রঙের দাগ সৃষ্টি হয়। ধমনীর কোষসমূহ কোলেস্টেরল শোষন করে ভারাক্রান্ত হয়ে উঠে। এক সময় শোষনকৃত কোষসমূহ ফেটে যায় এবং ক্ষত সৃষ্টি হয়।ক্ষত নিরাময়ের জন্য আরও নুতন কোন সৃষ্টি হয়। এর ফলে ধমনীর পথ শরু হয়ে যায় এবং রক্ত প্রবাহ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। মস্তিষ্কে ( Cerebral) ও হৃদপিন্ডের করোনারী সংবহন নালীর ( Vascular Disease) অসুস্থতা সৃষ্টি করে। কোলেস্টরল সিরামে দুই ভাগে পাওয়া যায়,- মুক্ত অবস্থায় ৩০% ও এস্টারের সাথে ৭০%।রক্তের সিরামে কোলেস্টেরল ছাড়া আরও দুই ধরনের লিপিড থাকে।
(১) ট্রাইগ্লিরাসাইড ও
(২) ফসফোলিপিড।
(১) ট্রাইগ্লিরাসাইড শক্তি ধরে রাখে এবং শরীর প্রয়োজনীয় সময় ব্যবহার করে।
২) ফসফোলিপিডের মধ্যে লেসিথিন প্রধান।এতে আছে গ্লিসারল,দুই মলিকুল ফ্যাটি এসিড ও কোলিন। এ থেকে এসেটিল কোলিন জন্মে। লেসিথিন জীব কোষের প্রান। ফ্যাট পরিপাকে বিশেষ ক্রিয়া করে,কোষের কোলয়েড ও অস্মোসিস ক্রিয়া চালু রাখে।
লিপিড পানিতে দ্রবনীয় নয়,সেজন্য রক্তে পরিবহনের জন্য বাহন হিসেবে প্রোটিন কাজ করে। ফলে রক্তে এরা লাইপো প্রোটিন হিসেবে থাকে। আলাদা কাজের কারনে লাইপো প্রোটিন ৪ রকমের হয়। বিভিন্ন রোগের কোন কোনটি উল্লেখযোগ্য ভুমিকা পালন করে থাকে।
# ৪ প্রকার লাইপো প্রোটিনঃ
(১) Chylimicron.
(২) VLDL ( Very Low Density Lipoorotein)
(৩) LDL (Low Density Lipoorotein)
(৪)HDL( High Density Lipoorotein)
উল্লেখিত ৪ প্রকার লাইপো প্রোটিনের মধ্যে HDLও LDL ভুমিকা বেশী।
Lipid Profile এর স্বাভাবিক মানঃ
(১) Total Serum Cholesterol
125 - 250mg/dl
(২) Serum HDL
55.0mg/dl
(৩) Serum LDL
150.0mg/dl
(৪) Serum Triglyceride
10 - 150mg/dl
#যে কারণে সিরাম কোলেস্টেরল এর মান বেড়ে যায়।
(ক)বহুমূত্র রোগ।
(খ)নেফ্রোটিক সিনড্রম (এটি কিডনীর এক প্রকার বিশেষ রোগ।যেখানে প্রস্রাবে অ্যালবুমিন পাওয়া যায়, রক্তে প্রোটিনের পরিমাণ কমে যায় সমস্ত শরীরে ঈডিমা দেখা যায়)
(গ)বাঁধাগ্ৰস্থ জন্ডিস রোগ।
(ঘ) গর্ভাবস্থায়।
(ঙ) পিত্তথলিতে পাথর।
(চ)অথেরোস্কোলোরোসিস।
(ছ)গাউট।
(জ) বংশগত মেদ রোগ।
(ঝ)জাথোমাটোসিস।
(ঞ)হাইপোথাইরয়েডিজম বা ক্রিয়েটিনিজিম।
(ট)সেরিব্রাল থ্রম্বোসিস।
(ঠ)অ্যনজাইনা পেক্টোরিস।
(ড) লিভারের অ্যামিলয়েড।
(ঠ)লাইপয়েড।
(ন)সিরোসিস ।
(ত)মিক্সোডিমা।
#যে কারণে কোলেস্টেরলের মান কমে যায়।
(ক) হাইপারথাইরয়োডিজম।
(খ) রক্তস্বল্পতা।
(গ) তীব্র প্রদাহ।
(ঘ) রক্তকোষনাশী পান্ডুরোগ।
(ঙ)দেহ শীর্নতা।
(চ) জটিল লিভারের রোগ।
# কোলেস্টেরল কমাতে যে সব বিষয়সমূহের উপর গুরুত্ব আরোপ প্রযোজ্যঃ
(১) সরাসরি রক্ত ও ধমনীর কোলেস্টেরল কমিয়ে আনা।
(২) যকৃতের কার্যকর শক্তি বৃদ্ধি করা।
(৩) থাইরয়েড গ্রন্থির স্বাভাবিক কার্যকর শক্তি বৃদ্ধি করা।
(৪) যে সব রোগের কারনে কোলেস্টেরল বৃদ্ধি পায়,সেই সব রোগ নিরাময় করা।
# প্রায়োগিক ভেষজসমূহঃ
******************************-*
১) সরাসরি রক্ত ও ধমনীর কোলেস্টেরল অপসারণে-
√ARCTIUM LAPPA
(আর্কটিয়াম লাপ্পা)
# Botanical Name :
Arctium Lappa
Common Name :
Burdock Root,Niu Bang Zi, Go Bo,Gobo.
#এই ভেষজের গাঠনিক রাসায়নিক উপাদানসমূহঃ
√ Polyphenols.
√ Caffeic Acid.
√ Chlorigenic Acid.
√ Tanin.
√ Lignans (Arctigenin & Arctiin)
√ Aceitic Acid.
√ Alkaloids.
√ Flavonoids
√ Resin.
√Inulin.
√Phenolic Acid.
√ # পুষ্টি উপাদানসমূহঃ
√ Fiber.
√ Amino Acid.
√ Carbohydrate.
√ Fatty Acid.
√ Sugar.
√ Minerals : Chromium, Phosphorus,Sodium,Sulfur,Selenium,Iron,Copper, Calcium,Potassium, Zinc.Cobalt,Iodine, Silicon,Manganes, Magnesium.
√ Vitamins :Vitamin - A, B1, B2, B3,B5,B6,B12,B Complex,C,E,K.P.
√ALLIUM CEPA
(এলিয়াম সেপা)
# Botanical Name :
Allium Cepa.
Name :
Allium Cepa Linn,Bulbus, Onion,Cebolla,Dungli,Purun.
# এই ভেষজের গাঠনিক রাসায়নিক উপাদানসমূহঃ
√ Allicin.
√ Caffeic Acid.
√ Quercetin.
√ Saponin.
√ Arachidonic Acid.
√ Diosgenin.
√ Ferrulic Acid.
√ Phytosterol.
√ Sterol.
√ Stigmasterol.
√ Histone.
√ Myricetin.
√ Phenolic Acid.
√ Fructooligosaccharids.
√ Thiosulfinates.
√ Volatle Oil.
# পুষ্টি উপাদানসমূহঃ
√ Fiber.
√ Amino Acid.
√ Carbohydrate.
√ Fat.
√ Sugar.
√ Minerals : Cheomium, Fluoride,Magnesium, Phosphorus,Sodium,Sulfur,Selenium,Iron,Copper, Calcium,Potassium, Zinc.
√ Vitamins :Vitamin - A, B2, B3,B5,B6,B12,C,E,K.
√ TERMINALIA ARJUNA
(টার্মেনেলিয়া অর্জুনা)
# Botabical Name :
Terminalia Arjuna
Name :
Arjun Tree,Arjun, Dhoorta,Partha,Dhavala, Bhuruha,Pandava.
#এই ভেষজের গাঠনিক রাসায়নিক উপাদানসমূহঃ √Flavonoids(Arjunone, Arjunolone, Luteolin) √Glycosides (Arjunetin, Arjunosides11V, Arjunine, Arjunetein, Arjunolitin, Arjungenin),
√ GallicAcid,
√Ellagic Acid,
√Oligomeric proanthocyanidins,
√Phytosterol (b-Sitosterol),
√Tannin.
√Triterpenoid Saponin (Arjunic Acid, Arjunolic Acid, Arjungenin)
√Mineralz:Calcium, Magnesium, Zinc, Copper.
√CRATAEGUS OXYACANTHA
( ক্র্যাটাগাস অক্সিকানথা)
# Botanical Name:
Crataegus Oxyacanthus.
Name :
May Tree,Hawthorn Oxtcanthus,Hawthron,
Haw,Espino.
****************************
#এই ভেষজের গাঠনিক রাসায়নিক উপাদাসমূহঃ
√ Flavonoid যথা Hyperoside, Vitexin, Rutin & Quercetin.
√ Oligomeric Proanthocyanidins যথা Epicatechin,Catechin & procyanidin B2.
√ Phenolic Acids: Chlorogenic & Caffeic Acid. √ Pantacyclic Triterpenes: Crataegolic, Ursolic & Oleanolic Acid.
√Choline.
√ Lecithin.
√ Vitamins : Vitamin B2,B3,B12, B Complex, Vitamin C.
√ Minarels:Calcium,Iron,
Manganes,Potassium, Chromium,Magnesium,
Phosphorus,Zinc.
√ALLIUM SATIVUM
(এলিয়াম স্যাটাইভাম)
# Botanical Name :
ALLIUM SATIVUM
Name:
Garlic, Poor Man's Treacle, Bauang,Bawang.
------------------------------------------
# এই ভেষজের গঠিত রাসায়নিক ও পুষ্টি উপাদানসমূহঃ
√33 Sulfur Compounds ( Aliin,Allicin,Ajoene, Allylpropyl,Disulfide,Diallyl Trisulfide,Sallylcysteine, Vinyldithiines,
S-Allylmercaptocystein, and others).
√ Several Enzymes (Allinase,Peroxidases, Myrosinase,& Others)
√17 Amino Acids(Arginine & others)
√ Saponin.
√ Anthocyanin.
√ Quercetin.
√ Volatile Oil.
√ Minerals : Iron, Manganese,Phosphorus,
Sulfur,Sodium,Selenium, Potassium, Magnesium, Copper,Zinc,Calcium.
√ Vitamins : Vitamins- A,B1, B2,B3,B5,B6,B12,C,E,K, Folate,Folic Acid.
√ZINGIBER OFFICINALIs
(জিন্জিবার অফিসিনালি)
Name :
Zingiber Officinalis.
Name :
Ginger,Sheng Jiang, Gan Jiang.
# এই ভেষজের গাঠনিক রাসায়নিক উপাদানসমূহঃ
√ Volatile Oils
√ Gingerol Contain Various Substances (3 - Methoxy - 4-Hydroxyphenyl).বিভিন্ন কার্যকরী বিভাগ হল - Gingerols,Shogaols, Paradols,Zingerones, Gingerdiones,
√ Phenolic Compound
√ Phytoestrogen
√ Testosterone.
√ Choline
√ Diarylheptanoids.
√ Variety of Amino Acids
( Glutamate,Aspartic Acid, Serine,Glycine,Threonine, Alanine,Cystine,Valine, Methionine,Isoleucine, Leucine,Tyrosine, Phenylalanine,Lysine, Histidine,Arginine,Proline, Tryptophan.)
√ Sugars.
√Polysaccharides.
√ Organic Acids Contain - Oxalic Acid,Tartaric Acid, Lactic Acid,Acetic Acid,Citric Acid,Succinic Acid,Formic Acid,Malonic Acid.
√ Minerals:-Potassium, Magnesium,Manganes, Phosphorus,Aluminum, Zinc,Iron.Selenium
√ Vitamins : Vitamin - A, B2, B3,B6,B12,Folate,C,E.
√SPIRULINA ( স্পিরুলিনা)
# এই ভেষজে গাঠনিক রাসায়নিক উপাদানসমূহঃ
√Vitamin-AB2,B3,B6,D,E,K, B12, B Complex.
√Minarels-Iron,Calcium, Magnesium,Posphorus, Potasium,Sodium,Selenium, Chromium.
√Beta Carotine.
√chlorophil.
√Amino Acids.
√FattyAcids.
√Enzymes.
√Protien.
√Lipids.
উল্লেখিত পুষ্টি উপাদানের মধ্যে সর্বাধিক মাত্রায় আছে যে সব পুষ্টি উপাদানসমূহঃ
√Iron √Vitamin-B2,B3,B6, B7, B12,,E, √ Beta Carotine.
২) যকৃতের কার্যকর শক্তি বৃদ্ধিতে-
√CARDUUS MARIANUS
( কার্ডুয়াস মেরিনাস)
√Botanical Name:Milk Thistle,Blessed Milk Thistle,Spotted Thistle,Variegated Thistle.
-------------------------------------------
#.এই ভেষজ গঠিত রাসায়নিক উপাদানসমূহঃ
√Flavonoid Active Ingredent Silymarin (Silibinin,Slydianin, Silychristin)
√Other Flavonoids(Taxifolin, Quercetin,Kaempferol, Apigenin)
√Oils(Linoleic,Oleic Acid & Palmitic Acid)
√Plants Sterols (Compesterol, Stigmasteol & Sitosterol)
√Minarels:Calcium, Magnesium,Manganes,Iron,Potassium,Selenium,Zinc, Chromium,Phosphorus.
√Vitamins:Glutathione,E.
√HYDRASTIS CANADENSIS
(হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস)
√Botanical Name:Hydrastis Canadensis
√Synonyms Name:(সমার্থক নাম):Goldenseal,Yellow Root,Eye Root,Wild Curcuma,Ground Raspbery,Yellow Puccon,Turmeric Root,
√Family:N.O.Ranonculace
#গাঠনিক রাসায়নিক উপাদানসমূহঃ
√Isoquinolin Alkoid Including Hydrastine(1.5-5%),Berberine(0.5-6%),Canadine(Tetrahydroberberine 0.5-1.0%), Resin,Cholorogenic Acid, Fatty Acid.
★ভেষজে ধারনকৃত পুষ্টি উপাদান উপাদানসমূহঃ আয়রন,কপার,জিঙ্ক,ম্যাগনেসিয়াম কোবাল্ট, ফসফরাস,পটাসিয়াম, ম্যাঙ্গানিজ,ক্যালসিয়াম, ভিটামিন-এ,সি,ই, বি-কমপ্লেক্স(বি১,বি৩ এফ,বি২),বিটাকেরাটিন।
(৩) থাইরয়েড গ্রন্থির স্বাভাবিক কার্যকর শক্তি বৃদ্ধিতে-
√FUCUS VESICULOSIS
(ফিউকাস ভেসিকিউলোসিস)
# Common Name: Black Tang,Kelp Ware,Cut w**d, Bladdar Fucus, Sea Wrack.
--------------------------------------------
# ফিউকাস ভেষজ গাঠনিক রাসায়নিক ও পুষ্টি উপাদানসমূহঃ
√ ভিটামিনঃ এ,থায়ামিন (বি১), নিকোটিনিক এসিড (বি৩), ফোলিক এসিড, রাইবোফ্লাবিন(বি২), প্যান্টোথেনিক এসিড(বি৫), ভিটামিন বি৬,বি১২,সি,ই।
√ধাতব লবনঃ অ্যালুমিনিয়াম আর্সেনিক, ব্রোমাইন, ক্যালসিয়াম, জিঙ্ক, ক্রোমিয়াম,কোবাল্ট,ফসফরাস, আয়রন, মার্কারি, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ সালফার, সিলিকন, লেড,পটাসিয়াম, সেলিনিয়াম, আয়োডিন,স্ট্রোনটিয়াম,ক্লোরিন, নিকেল,টিটানিয়াম,সোডিয়াম।
উল্লেখিত ধাতব লবণসমূহের মধ্যে-
★সবচেয়ে কার্যকর-পটাসিয়াম ও ম্যাগনেসিয়াম।
★ অধিক উচ্চে কার্যকর - আয়োডিন ও সোডিয়াম
#অন্যান্য উপাদানঃ
√ প্রোটিন।
# সক্রিয় রাসায়নিক উপাদানসমূহঃ
ক) এলজিনিক এসিড(Alginic acid)
খ)ফুকোআইডান ( Fucoidan)
√ASHWAGANDHA (অশ্বগন্ধা)
(Withania Somnifera)
Name(s) : Ashwagandha, Indian Ginseng,Poison Gooseberry,Winter Cherry.
-------
#এই ভেষজের গাঠনিক রাসায়নিক উপাদানসমূহ ঃ
*********-----**********************-*************
√সক্রিয় রাসায়নিক উপাদানসমূহের যৌগ হল Withanolides এর রাসায়নিক উপাদানসমূহ হল- Alkaloids(Isopeetierine, Anaferine,Cuseohygrine,Anahygrine,Etc);Steroidal Lactones (Withanolides, Withaferins);Saponins, Sitoindosides & Acylsterylglucosides
Triterpenoid,Flavonoid, Tannin,Phenols & Resins.
# এই ভেষজে গঠিত পুষ্টি উপাদানসমূহ ঃ
******************************************
√ Minerals : Iron, Calcium, Sulpher.
★অধিক মাত্রায় আছে- Iron
√ Vitamins : A, E.
# অন্যান্য উপাদানসমূহঃ
√ Amino Acid.
√ Tryptophan.
# রক্তের কোলেস্টেরল অপসারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভেষজসমূহঃ
*************-************-****************
√SPIRULINA ( স্পিরুলিনা)
√ZINGIBER OFFICINALIs
(জিন্জিবার অফিসিনালি)
√ALLIUM SATIVUM
(এলিয়াম স্যাটাইভাম)
√ALLIUM CEPA
(এলিয়াম সেপা)
#ধমনীর গাত্রের কোলেস্টেরল অপসারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভেষজসমূহঃ
********************************-********
√CRATAEGUS OXYACANTHA
( ক্র্যাটাগাস অক্সিকানথা)
√ TERMINALIA ARJUNA
(টার্মেনেলিয়া অর্জুনা)
√ALLIUM SATIVUM
(এলিয়াম স্যাটাইভাম)
বিঃদ্রঃ রোগ নিরাময়ে কারনসমূহের মধ্যে যে সব কারণ বা কারসমূহ সনাক্ত হবে তা অপসারণ, ধ্বংশ, নিস্ক্রিয়করন,পরিপূরণ ও নিয়ন্ত্রণে গুরুত্ব আরোপ করতে হবে।কারণ বিষয় ১টি সনাক্ত হলে একই কার্য প্রক্রিয়ায় প্রয়োগিক ভেষজ সমৃদ্ধ ২/৩/৪টি ঔষধ নির্বাচিত হলে প্রয়োগের ক্ষেত্রে একই সময় ১টি বা ২টি অথবা ৩টি ঔষধ প্রয়োগ করা যেতে পারে।কারণসমূহের মধ্যে ২/৩ কারণ সনাক্ত হলে প্রত্যেক কারণের জন্য একটি করে ভেষজ সমৃদ্ধ ঔষধ নিয়ে প্রয়োগ করতে হবে।
# প্রচার ও প্রকাশনায়:
Dipankar Paul