Dr. Dipankar Paul

Dr. Dipankar Paul Decide on the best use of homeopathic remedies to treat a range of conditions. Monitor and evaluate patient progress. advise on lifestyle issues,

Instruct patients about the use and effects of particular remedies and respond to any queries they may have. Diploma in Homoeopathic Medicine & Surgery (Bangladesh Homoeopathic Board, Dhaka)
Registration Number- 36261

Other Qualifications--
B.Sc. (Hons.) 1st class, M.Sc. in Chemistry 1st Class & B.Ed

রিকেটের কারণগুলি ও লক্ষণাবলি লিখ।রিকেটের কারণ-i. ইহা একটি হাড়ের রোগ, এই হাড় তৈরি হয় নির্দিষ্ট অনুপাতে ভিটামিন ডি, ক্যালস...
18/06/2022

রিকেটের কারণগুলি ও লক্ষণাবলি লিখ।
রিকেটের কারণ-
i. ইহা একটি হাড়ের রোগ, এই হাড় তৈরি হয় নির্দিষ্ট অনুপাতে ভিটামিন ডি, ক্যালসিয়াম ও ফসফরাসের সমন্বয়ে। খাদ্যে তথা রক্তে ভিটামিন ডি এর অভাব ঘটলে হাড়ের বাকী উপাদান খাদ্যে মজবুত থাকলেও কোন কাজে আসে না।
ii. যে সব শিশুরা অস্বাস্থ্যকর পরিবেশে বাস করে, অপুষ্টিকর খাবার গ্রহণ করে।
iii. যে সব শিশুরা কৃত্রিম খাবার গ্রহণ করে, তাদের খাবারে যদি ফ্যাট ও প্রোটিনের ঘাটতি থাকে।
iv. নির্দিষ্ট সময় পর্যন্ত শিশুকে মায়ের বুকের দুধ পান না করাইলে।
v. সূর্যের আলোর অভাবে, ইহার সাহায্যে শিশুর ত্বকের নিচে ভিটামিন “ডি” তৈরী হয়।
vi. দৈহিক কোন ত্রুটির ফলে হাড়ের উপাদানগুলি দেহে শোষিত না হলে।
vii. কিডনীর কোন রোগ।
viii. লিভারের কোন ক্রনিক ডিজিজ থাকিলে।

রিকেটের লক্ষণাবলি-
i. রোগ লক্ষণ ধীরে ধীরে প্রকাশ পায়।
ii. চার মাস হতে দুই বছরের মধ্যে লক্ষণ প্রকাশ পেতে থাকে।
iii. অস্থিরতা, ক্রোধপ্রবণ।
iv. রাতে বিরক্ত করে।
v. বার বার শিশু বালিশের উপর মাথা গড়ায়।
vi. অতিরিক্ত ঘাম- নিদ্রার সময় মাথা, কপাল ঘামে।
vii. দাঁত উঠতে দেরি হয়।
viii. দেরীতে হামাগুড়ি দেয়, দাঁড়ায় ও হাঁটে।
ix. শিশু মোটা ও থলথলে।
x. ব্রহ্মতালু দেরীতে জোড়া লাগে, দেরীতে শক্ত হয়।
xi. মাথা বড় ও চারকোণা বিশিষ্ট, কপাল ঢিবির ন্যায় উচু।
xii. হাড় নরম ও বেঁকে যায়।
xiii. শিশু কোলে কোলে বেড়াইতে পছন্দ করে।
xiv. পায়ে কোন ঢাকা রাখতে পারে না, লাথি দিয়ে ফেলে দেয়।

Serum Cholesterol (সিরাম কোলেস্টেরল)******************************************Chemical Analysis of Plants Medicine এই দৃ...
05/04/2022

Serum Cholesterol (সিরাম কোলেস্টেরল)
******************************************
Chemical Analysis of Plants Medicine এই দৃষ্টিভঙ্গির গবেষক ও চিন্তাবিদ পন্ডিত ডাঃসমরেশ চন্দ্র রায় সিরাম কোলেস্টেরল বৃদ্ধির কারন ও করনীয় সংক্রান্ত বিষয়সমূহ শারীরবৃত্তীয় অবস্থা (Physiological Condition) পর্য্যালোচনার আলোকে রাসায়নিক বিশ্লেষনের ভিত্তিতে ভেষজ প্রয়োগে আলোকপাত করেছেন।
কোলেস্টেরল হচ্ছে এক ধরনের মেদ বা লিপিড।মেদ বা লিপিড হচ্ছে ঐ সমস্ত বস্তু যা চর্বি দ্রবনে দ্রবনী এক ধরনের হলূদ বর্নের পদার্থ হচ্ছে কোলেস্টেরল।অপ্রস্তুত মাত্রা জীবনের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু বেশি মাত্রায় জীবনের জন্য বিপজ্জনক হয়ে উঠে।
# রক্তপ্রবাহে দুই ধরনের কোলেস্টেরল দেখা যায়ঃ
(১)দেহজাত ।
(২) খাদ্যজাত ( মাংস, ডিম মেটে, দুধ ও মাখন ইত্যাদি খাদ্যের মাধ্যমে অর্জিত হয়)।
√ দেহজাত কোলেস্টেরলঃ দেহের প্রতি কোষে কোলেস্টেরল তৈরি হয়। এর মধ্যে বেশি তৈরি হয় যকৃতে তার পর কিডনী, হৃদযন্ত্র, বিভিন্ন গ্রন্থিসমূহ অন্ডকোষে, ডিম্বাশয় এ্যাড্রিনাল গ্রন্থিসহ অন্যান্য গ্ৰন্থিসমূহে। এছাড়া মেরুমজ্জা ও মস্তিস্ককোষে প্রচুর পরিমান কোলেস্টেরল পাওয়া যায়। লিপিডের প্রকার ভাগের এক প্রকার হচ্ছে স্টেরল,এ থেকে ভেঙ্গে গড়ে তৈরী হয় কোলিক এসিড,ভিটামিন 'ডি', কর্টিকোস্টরল,টেস্টোস্টেরন হরমোন ও এস্টোন ইত্যাদি। ফ্যাটি এসিডের ইস্টারের সাথে স্টেরল মিশে তৈরী হয় কোলেস্টেরল। কোলেস্টেরলের কাজ হচ্ছে স্টেরয়েড তৈরী করা। কিছু বিপাক প্রক্রিয়ায় অংশ গ্রহন করে। উল্লেখ্য দেহজাত থেকে খাদ্যগত (মাংশ, মেটে, দুধ, মাখন,তেলে ভাজা সমস্ত খাবার,চর্বিজাতীয় খাবার ইত্যাদি) কোলেস্টেরল ধমণীসমূহের বিভিন্ন স্থানে গায়ে জমে হলদে রঙের দাগ সৃষ্টি হয়। ধমনীর কোষসমূহ কোলেস্টেরল শোষন করে ভারাক্রান্ত হয়ে উঠে। এক সময় শোষনকৃত কোষসমূহ ফেটে যায় এবং ক্ষত সৃষ্টি হয়।ক্ষত নিরাময়ের জন্য আরও নুতন কোন সৃষ্টি হয়। এর ফলে ধমনীর পথ শরু হয়ে যায় এবং রক্ত প্রবাহ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। মস্তিষ্কে ( Cerebral) ও হৃদপিন্ডের করোনারী সংবহন নালীর ( Vascular Disease) অসুস্থতা সৃষ্টি করে। কোলেস্টরল সিরামে দুই ভাগে পাওয়া যায়,- মুক্ত অবস্থায় ৩০% ও এস্টারের সাথে ৭০%।রক্তের সিরামে কোলেস্টেরল ছাড়া আরও দুই ধরনের লিপিড থাকে।
(১) ট্রাইগ্লিরাসাইড ও
(২) ফসফোলিপিড।
(১) ট্রাইগ্লিরাসাইড শক্তি ধরে রাখে এবং শরীর প্রয়োজনীয় সময় ব্যবহার করে।
২) ফসফোলিপিডের মধ্যে লেসিথিন প্রধান।এতে আছে গ্লিসারল,দুই মলিকুল ফ্যাটি এসিড ও কোলিন। এ থেকে এসেটিল কোলিন জন্মে। লেসিথিন জীব কোষের প্রান। ফ্যাট পরিপাকে বিশেষ ক্রিয়া করে,কোষের কোলয়েড ও অস্মোসিস ক্রিয়া চালু রাখে।
লিপিড পানিতে দ্রবনীয় নয়,সেজন্য রক্তে পরিবহনের জন্য বাহন হিসেবে প্রোটিন কাজ করে। ফলে রক্তে এরা লাইপো প্রোটিন হিসেবে থাকে। আলাদা কাজের কারনে লাইপো প্রোটিন ৪ রকমের হয়। বিভিন্ন রোগের কোন কোনটি উল্লেখযোগ্য ভুমিকা পালন করে থাকে।
# ৪ প্রকার লাইপো প্রোটিনঃ
(১) Chylimicron.
(২) VLDL ( Very Low Density Lipoorotein)
(৩) LDL (Low Density Lipoorotein)
(৪)HDL( High Density Lipoorotein)
উল্লেখিত ৪ প্রকার লাইপো প্রোটিনের মধ্যে HDLও LDL ভুমিকা বেশী।
Lipid Profile এর স্বাভাবিক মানঃ
(১) Total Serum Cholesterol
125 - 250mg/dl
(২) Serum HDL
55.0mg/dl
(৩) Serum LDL
150.0mg/dl
(৪) Serum Triglyceride
10 - 150mg/dl
#যে কারণে সিরাম কোলেস্টেরল এর মান বেড়ে যায়।
(ক)বহুমূত্র রোগ।
(খ)নেফ্রোটিক সিনড্রম (এটি কিডনীর এক প্রকার বিশেষ রোগ।যেখানে প্রস্রাবে অ্যালবুমিন পাওয়া যায়, রক্তে প্রোটিনের পরিমাণ কমে যায় সমস্ত শরীরে ঈডিমা দেখা যায়)
(গ)বাঁধাগ্ৰস্থ জন্ডিস রোগ।
(ঘ) গর্ভাবস্থায়।
(ঙ) পিত্তথলিতে পাথর।
(চ)অথেরোস্কোলোরোসিস।
(ছ)গাউট।
(জ) বংশগত মেদ রোগ।
(ঝ)জাথোমাটোসিস।
(ঞ)হাইপোথাইরয়েডিজম বা ক্রিয়েটিনিজিম।
(ট)সেরিব্রাল থ্রম্বোসিস।
(ঠ)অ্যনজাইনা পেক্টোরিস।
(ড) লিভারের অ্যামিলয়েড।
(ঠ)লাইপয়েড।
(ন)সিরোসিস ।
(ত)মিক্সোডিমা।
#যে কারণে কোলেস্টেরলের মান কমে যায়।
(ক) হাইপারথাইরয়োডিজম।
(খ) রক্তস্বল্পতা।
(গ) তীব্র প্রদাহ।
(ঘ) রক্তকোষনাশী পান্ডুরোগ।
(ঙ)দেহ শীর্নতা।
(চ) জটিল লিভারের রোগ।
# কোলেস্টেরল কমাতে যে সব বিষয়সমূহের উপর গুরুত্ব আরোপ প্রযোজ্যঃ
(১) সরাসরি রক্ত ও ধমনীর কোলেস্টেরল কমিয়ে আনা।
(২) যকৃতের কার্যকর শক্তি বৃদ্ধি করা।
(৩) থাইরয়েড গ্রন্থির স্বাভাবিক কার্যকর শক্তি বৃদ্ধি করা।
(৪) যে সব রোগের কারনে কোলেস্টেরল বৃদ্ধি পায়,সেই সব রোগ নিরাময় করা।
# প্রায়োগিক ভেষজসমূহঃ
******************************-*
১) সরাসরি রক্ত ও ধমনীর কোলেস্টেরল অপসারণে-
√ARCTIUM LAPPA
(আর্কটিয়াম লাপ্পা)
# Botanical Name :
Arctium Lappa
Common Name :
Burdock Root,Niu Bang Zi, Go Bo,Gobo.
#এই ভেষজের গাঠনিক রাসায়নিক উপাদানসমূহঃ
√ Polyphenols.
√ Caffeic Acid.
√ Chlorigenic Acid.
√ Tanin.
√ Lignans (Arctigenin & Arctiin)
√ Aceitic Acid.
√ Alkaloids.
√ Flavonoids
√ Resin.
√Inulin.
√Phenolic Acid.
√ # পুষ্টি উপাদানসমূহঃ
√ Fiber.
√ Amino Acid.
√ Carbohydrate.
√ Fatty Acid.
√ Sugar.
√ Minerals : Chromium, Phosphorus,Sodium,Sulfur,Selenium,Iron,Copper, Calcium,Potassium, Zinc.Cobalt,Iodine, Silicon,Manganes, Magnesium.
√ Vitamins :Vitamin - A, B1, B2, B3,B5,B6,B12,B Complex,C,E,K.P.
√ALLIUM CEPA
(এলিয়াম সেপা)
# Botanical Name :
Allium Cepa.
Name :
Allium Cepa Linn,Bulbus, Onion,Cebolla,Dungli,Purun.
# এই ভেষজের গাঠনিক রাসায়নিক উপাদানসমূহঃ
√ Allicin.
√ Caffeic Acid.
√ Quercetin.
√ Saponin.
√ Arachidonic Acid.
√ Diosgenin.
√ Ferrulic Acid.
√ Phytosterol.
√ Sterol.
√ Stigmasterol.
√ Histone.
√ Myricetin.
√ Phenolic Acid.
√ Fructooligosaccharids.
√ Thiosulfinates.
√ Volatle Oil.
# পুষ্টি উপাদানসমূহঃ
√ Fiber.
√ Amino Acid.
√ Carbohydrate.
√ Fat.
√ Sugar.
√ Minerals : Cheomium, Fluoride,Magnesium, Phosphorus,Sodium,Sulfur,Selenium,Iron,Copper, Calcium,Potassium, Zinc.
√ Vitamins :Vitamin - A, B2, B3,B5,B6,B12,C,E,K.
√ TERMINALIA ARJUNA
(টার্মেনেলিয়া অর্জুনা)
# Botabical Name :
Terminalia Arjuna
Name :
Arjun Tree,Arjun, Dhoorta,Partha,Dhavala, Bhuruha,Pandava.
#এই ভেষজের গাঠনিক রাসায়নিক উপাদানসমূহঃ √Flavonoids(Arjunone, Arjunolone, Luteolin) √Glycosides (Arjunetin, Arjunosides11V, Arjunine, Arjunetein, Arjunolitin, Arjungenin),
√ GallicAcid,
√Ellagic Acid,
√Oligomeric proanthocyanidins,
√Phytosterol (b-Sitosterol),
√Tannin.
√Triterpenoid Saponin (Arjunic Acid, Arjunolic Acid, Arjungenin)
√Mineralz:Calcium, Magnesium, Zinc, Copper.
√CRATAEGUS OXYACANTHA
( ক্র্যাটাগাস অক্সিকানথা)
# Botanical Name:
Crataegus Oxyacanthus.
Name :
May Tree,Hawthorn Oxtcanthus,Hawthron,
Haw,Espino.
****************************
#এই ভেষজের গাঠনিক রাসায়নিক উপাদাসমূহঃ
√ Flavonoid যথা Hyperoside, Vitexin, Rutin & Quercetin.
√ Oligomeric Proanthocyanidins যথা Epicatechin,Catechin & procyanidin B2.
√ Phenolic Acids: Chlorogenic & Caffeic Acid. √ Pantacyclic Triterpenes: Crataegolic, Ursolic & Oleanolic Acid.
√Choline.
√ Lecithin.
√ Vitamins : Vitamin B2,B3,B12, B Complex, Vitamin C.
√ Minarels:Calcium,Iron,
Manganes,Potassium, Chromium,Magnesium,
Phosphorus,Zinc.
√ALLIUM SATIVUM
(এলিয়াম স্যাটাইভাম)
# Botanical Name :
ALLIUM SATIVUM
Name:
Garlic, Poor Man's Treacle, Bauang,Bawang.
------------------------------------------
# এই ভেষজের গঠিত রাসায়নিক ও পুষ্টি উপাদানসমূহঃ
√33 Sulfur Compounds ( Aliin,Allicin,Ajoene, Allylpropyl,Disulfide,Diallyl Trisulfide,Sallylcysteine, Vinyldithiines,
S-Allylmercaptocystein, and others).
√ Several Enzymes (Allinase,Peroxidases, Myrosinase,& Others)
√17 Amino Acids(Arginine & others)
√ Saponin.
√ Anthocyanin.
√ Quercetin.
√ Volatile Oil.
√ Minerals : Iron, Manganese,Phosphorus,
Sulfur,Sodium,Selenium, Potassium, Magnesium, Copper,Zinc,Calcium.
√ Vitamins : Vitamins- A,B1, B2,B3,B5,B6,B12,C,E,K, Folate,Folic Acid.
√ZINGIBER OFFICINALIs
(জিন্জিবার অফিসিনালি)
Name :
Zingiber Officinalis.
Name :
Ginger,Sheng Jiang, Gan Jiang.
# এই ভেষজের গাঠনিক রাসায়নিক উপাদানসমূহঃ
√ Volatile Oils
√ Gingerol Contain Various Substances (3 - Methoxy - 4-Hydroxyphenyl).বিভিন্ন কার্যকরী বিভাগ হল - Gingerols,Shogaols, Paradols,Zingerones, Gingerdiones,
√ Phenolic Compound
√ Phytoestrogen
√ Testosterone.
√ Choline
√ Diarylheptanoids.
√ Variety of Amino Acids
( Glutamate,Aspartic Acid, Serine,Glycine,Threonine, Alanine,Cystine,Valine, Methionine,Isoleucine, Leucine,Tyrosine, Phenylalanine,Lysine, Histidine,Arginine,Proline, Tryptophan.)
√ Sugars.
√Polysaccharides.
√ Organic Acids Contain - Oxalic Acid,Tartaric Acid, Lactic Acid,Acetic Acid,Citric Acid,Succinic Acid,Formic Acid,Malonic Acid.
√ Minerals:-Potassium, Magnesium,Manganes, Phosphorus,Aluminum, Zinc,Iron.Selenium
√ Vitamins : Vitamin - A, B2, B3,B6,B12,Folate,C,E.
√SPIRULINA ( স্পিরুলিনা)
# এই ভেষজে গাঠনিক রাসায়নিক উপাদানসমূহঃ
√Vitamin-AB2,B3,B6,D,E,K, B12, B Complex.
√Minarels-Iron,Calcium, Magnesium,Posphorus, Potasium,Sodium,Selenium, Chromium.
√Beta Carotine.
√chlorophil.
√Amino Acids.
√FattyAcids.
√Enzymes.
√Protien.
√Lipids.
উল্লেখিত পুষ্টি উপাদানের মধ্যে সর্বাধিক মাত্রায় আছে যে সব পুষ্টি উপাদানসমূহঃ
√Iron √Vitamin-B2,B3,B6, B7, B12,,E, √ Beta Carotine.
২) যকৃতের কার্যকর শক্তি বৃদ্ধিতে-
√CARDUUS MARIANUS
( কার্ডুয়াস মেরিনাস)
√Botanical Name:Milk Thistle,Blessed Milk Thistle,Spotted Thistle,Variegated Thistle.
-------------------------------------------
#.এই ভেষজ গঠিত রাসায়নিক উপাদানসমূহঃ
√Flavonoid Active Ingredent Silymarin (Silibinin,Slydianin, Silychristin)
√Other Flavonoids(Taxifolin, Quercetin,Kaempferol, Apigenin)
√Oils(Linoleic,Oleic Acid & Palmitic Acid)
√Plants Sterols (Compesterol, Stigmasteol & Sitosterol)
√Minarels:Calcium, Magnesium,Manganes,Iron,Potassium,Selenium,Zinc, Chromium,Phosphorus.
√Vitamins:Glutathione,E.
√HYDRASTIS CANADENSIS
(হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস)
√Botanical Name:Hydrastis Canadensis
√Synonyms Name:(সমার্থক নাম):Goldenseal,Yellow Root,Eye Root,Wild Curcuma,Ground Raspbery,Yellow Puccon,Turmeric Root,
√Family:N.O.Ranonculace
#গাঠনিক রাসায়নিক উপাদানসমূহঃ
√Isoquinolin Alkoid Including Hydrastine(1.5-5%),Berberine(0.5-6%),Canadine(Tetrahydroberberine 0.5-1.0%), Resin,Cholorogenic Acid, Fatty Acid.
★ভেষজে ধারনকৃত পুষ্টি উপাদান উপাদানসমূহঃ আয়রন,কপার,জিঙ্ক,ম্যাগনেসিয়াম কোবাল্ট, ফসফরাস,পটাসিয়াম, ম্যাঙ্গানিজ,ক্যালসিয়াম, ভিটামিন-এ,সি,ই, বি-কমপ্লেক্স(বি১,বি৩ এফ,বি২),বিটাকেরাটিন।
(৩) থাইরয়েড গ্রন্থির স্বাভাবিক কার্যকর শক্তি বৃদ্ধিতে-
√FUCUS VESICULOSIS
(ফিউকাস ভেসিকিউলোসিস)
# Common Name: Black Tang,Kelp Ware,Cut w**d, Bladdar Fucus, Sea Wrack.
--------------------------------------------
# ফিউকাস ভেষজ গাঠনিক রাসায়নিক ও পুষ্টি উপাদানসমূহঃ
√ ভিটামিনঃ এ,থায়ামিন (বি১), নিকোটিনিক এসিড (বি৩), ফোলিক এসিড, রাইবোফ্লাবিন(বি২), প্যান্টোথেনিক এসিড(বি৫), ভিটামিন বি৬,বি১২,সি,ই।
√ধাতব লবনঃ অ্যালুমিনিয়াম আর্সেনিক, ব্রোমাইন, ক্যালসিয়াম, জিঙ্ক, ক্রোমিয়াম,কোবাল্ট,ফসফরাস, আয়রন, মার্কারি, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ সালফার, সিলিকন, লেড,পটাসিয়াম, সেলিনিয়াম, আয়োডিন,স্ট্রোনটিয়াম,ক্লোরিন, নিকেল,টিটানিয়াম,সোডিয়াম।
উল্লেখিত ধাতব লবণসমূহের মধ্যে-
★সবচেয়ে কার্যকর-পটাসিয়াম ও ম্যাগনেসিয়াম।
★ অধিক উচ্চে কার্যকর - আয়োডিন ও সোডিয়াম
#অন্যান্য উপাদানঃ
√ প্রোটিন।
# সক্রিয় রাসায়নিক উপাদানসমূহঃ
ক) এলজিনিক এসিড(Alginic acid)
খ)ফুকোআইডান ( Fucoidan)
√ASHWAGANDHA (অশ্বগন্ধা)
(Withania Somnifera)
Name(s) : Ashwagandha, Indian Ginseng,Poison Gooseberry,Winter Cherry.
-------
#এই ভেষজের গাঠনিক রাসায়নিক উপাদানসমূহ ঃ
*********-----**********************-*************
√সক্রিয় রাসায়নিক উপাদানসমূহের যৌগ হল Withanolides এর রাসায়নিক উপাদানসমূহ হল- Alkaloids(Isopeetierine, Anaferine,Cuseohygrine,Anahygrine,Etc);Steroidal Lactones (Withanolides, Withaferins);Saponins, Sitoindosides & Acylsterylglucosides
Triterpenoid,Flavonoid, Tannin,Phenols & Resins.
# এই ভেষজে গঠিত পুষ্টি উপাদানসমূহ ঃ
******************************************
√ Minerals : Iron, Calcium, Sulpher.
★অধিক মাত্রায় আছে- Iron
√ Vitamins : A, E.
# অন্যান্য উপাদানসমূহঃ
√ Amino Acid.
√ Tryptophan.
# রক্তের কোলেস্টেরল অপসারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভেষজসমূহঃ
*************-************-****************
√SPIRULINA ( স্পিরুলিনা)
√ZINGIBER OFFICINALIs
(জিন্জিবার অফিসিনালি)
√ALLIUM SATIVUM
(এলিয়াম স্যাটাইভাম)
√ALLIUM CEPA
(এলিয়াম সেপা)
#ধমনীর গাত্রের কোলেস্টেরল অপসারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভেষজসমূহঃ
********************************-********
√CRATAEGUS OXYACANTHA
( ক্র্যাটাগাস অক্সিকানথা)
√ TERMINALIA ARJUNA
(টার্মেনেলিয়া অর্জুনা)
√ALLIUM SATIVUM
(এলিয়াম স্যাটাইভাম)
বিঃদ্রঃ রোগ নিরাময়ে কারনসমূহের মধ্যে যে সব কারণ বা কারসমূহ সনাক্ত হবে তা অপসারণ, ধ্বংশ, নিস্ক্রিয়করন,পরিপূরণ ও নিয়ন্ত্রণে গুরুত্ব আরোপ করতে হবে।কারণ বিষয় ১টি সনাক্ত হলে একই কার্য প্রক্রিয়ায় প্রয়োগিক ভেষজ সমৃদ্ধ ২/৩/৪টি ঔষধ নির্বাচিত হলে প্রয়োগের ক্ষেত্রে একই সময় ১টি বা ২টি অথবা ৩টি ঔষধ প্রয়োগ করা যেতে পারে।কারণসমূহের মধ্যে ২/৩ কারণ সনাক্ত হলে প্রত্যেক কারণের জন্য একটি করে ভেষজ সমৃদ্ধ ঔষধ নিয়ে প্রয়োগ করতে হবে।

# প্রচার ও প্রকাশনায়:
Dipankar Paul

হোমিওপ্যাথিক ওষুধে মিলল ট্যাকিয়ান কণা------------------------------------জেনেভা, ১এপ্রিল ২০২২: নিজস্ব সংবাদদাতাঃ সার্ণের...
02/04/2022

হোমিওপ্যাথিক ওষুধে মিলল ট্যাকিয়ান কণা
------------------------------------
জেনেভা, ১এপ্রিল ২০২২: নিজস্ব সংবাদদাতাঃ সার্ণের (CERN) বিজ্ঞানীরা আবিষ্কার করে ফেললেন হোমিওপ্যাথির রহস্য। হোমিওপ্যাথি ওষুধে অস্তিত্ব মিলল ট্যাকিয়ান কণার। হিগস-বোসন কণা বা ঈশ্বরকণা আবিষ্কারের পর এই কণার আবিষ্কার পদার্থবিদ্যার ক্ষেত্রে এক যুগান্তকারী ঘটনা। আলোর চেয়েও দ্রুতগামী এই কণার অস্তিত্ব নিয়ে এতদিন সন্দেহ ছিল। কিন্তু সার্ণের বিজ্ঞানীরা লার্জ হেড্রন কোলাইডারে হোমিওপ্যাথিক বিভিন্ন ওষুধের 30C মাত্রা ন্যানোস্প্রে করে এই কণার অস্তিত্ব খুঁজে পেয়েছেন। এই কণার মাধ্যমেই হোমিওপ্যাথিক ওষুধ কোষের ইলেকট্রনের স্পিন-আণ্টিস্পিন পরিবর্তিত জীবদেহকে সুস্থ করে তোলে। এই কণা আলোর চেয়ে দ্রুতগামী বলে এতদিন প্রথাগত পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যার জ্ঞানে ও প্রযুক্তিতে হোমীওপ্যাথির কার্য্যকারিতা ধরা যায়নি। তাই এই আবিষ্কার পদার্থবিদ্যার সঙ্গে সঙ্গে চিকিৎসা বিজ্ঞানেও নবদিগন্ত খুলে দিল। সার্ণের বিজ্ঞানীরা জানিয়েছেন, সমস্ত হোমিওপ্যাথিক ওষুধের ক্ষেত্রে এই পরীক্ষা করা হবে। হোমিওপ্যাথির বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এই আবিষ্কারকে স্বাগত ও
অভিনন্দন
জানিয়েছে।

★ ECHINACEA ANGUSTIFOLIA(ইচিনেসিয়া অ্যাঙ্গাষ্টিফোলিয়া) ঃ√Common Name: Echinacea Purple Conflower.√Botanical Name: Echina...
02/04/2022

★ ECHINACEA ANGUSTIFOLIA
(ইচিনেসিয়া অ্যাঙ্গাষ্টিফোলিয়া) ঃ
√Common Name: Echinacea Purple Conflower.
√Botanical Name: Echinacea Angustifolia.
√Family:Asteraceae.
--------------------------------------------------------------------------
Chemical Analysis of Plant Medicines - এর গবেষক পন্ডিত ডাঃসমরেশ চন্দ্র রায়ের ECHINACEA ANGUSTIFOLIA রাসায়নিক উপাদানসমূহ বিশ্লেষণের আলোকে প্রায়োগিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন।
#এই ভেষজের গাঠনিক রাসায়নিক উপাদানসমূহ অনুসন্ধানের ভিত্তিতে প্রাপ্ত গাঠনিক রাসায়নিক উপাদানসমূহ হল:
#এই ভেষজের গাঠনিক রাসায়নিক উপাদানসমূহঃ
√Polysaccharides:Contituent Groups Includes -Inulin,and Other high Molecular weight Polysaccharides such as heteroxylan, Arabinogalactan and Fucogalactoxyloglucan.
√Glycoprotein.
√Alkylamides:Echinacein and several Isobutylamides
√Caffeic Acid Derivatives:
Echinacoside and other Derivatives include Cichroric,Chlorogenic Acids and Cynarin.
√Phenolic Acids (P-Coumaric,P-Hydroxybezoic,and Protocatechuic Acids)
√Essential Oils Componets:include Humulene,Echinolone, Vanillin,Germacrene,and Borneol.
√Others Alkaloids, Flavonoids(Quercetin , Kampferol,Isorhamnetin, Patuletin-3-Rutinoside),Anthocyanins.
#এই ভেষজের রাসায়নিক উপাদানসমূহের বৈশিষ্ট্যঃ
★টক্সিন নিস্ক্রিয়করনে সক্রিয়তা বৃদ্ধি করে।
★ন্যাচারাল কিলার সেলের সক্রিয়তা বৃদ্ধি করে।
★কোষের কাঠামো গঠনে প্রোটিন বৃদ্ধিতে সহয়তা করে।
★স্থানীয় ও সমগ্র শরীরে এ্যান্টিবায়েটিক হিসেবে ভূমিকা পালন করে।
★হিস্টামিন নাশক।
★এলার্জি নাশক।
★লসিকাবাহী নালীর সক্রিয়তা বৃদ্ধির প্রক্রিয়ায় ফ্লুইড প্রবাহ বজায় রাখে।
★ম্যাক্রোফেজ কনিকাদের (শ্বেতকনিকা) শক্তি ও সামর্থ্যতা বৃদ্ধির প্রক্রিয়ায় জীবানু ধ্বংশের কাজ করে।★ইমিউন পদ্ধতি "টি"এবং"বি"লিম্ফোসাইট উৎপন্ন এবং উদ্দীপনা সৃষ্টির প্রক্রিয়ায় জীবানু এবং এন্টিজেন সনাক্তকরন,ধ্বংশ,নিস্ক্রিয়করন ও প্রতিরোধের কাজ করে।
★Anti-Microbial(জীবানু নাশক) ★Anti-Inflammatory(প্রদাহ নাশক) ★Anti-septic(পচন নিরোধক) ★Insecticidal(কীটের বিষ নাশক)
# মানবদেহের যে সব অংগ ও তন্ত্রসমূহের উপর উল্লেখিত রাসায়নিক উপাদানসমূহ কাজ করে তা উল্লেখ করা হল।
এবার যে বিষয়টি জানা জরুরী তাহল জীবানুসমূহ কোন কোন অংগ ও তন্ত্রসমূহ আক্রান্ত করে রোগ সৃষ্টি করে।
#শ্বাসতন্ত্রের উপরিভাগে সংক্রামিত জীবানুসমূহ হলঃ স্ট্যাফাইলোকক্কাস,স্ট্রেপ্টোকক্কাস,হেমোফাইলাস,করিনি ব্যাকটেরিয়াম ডিপথেরিয়াম,ক্লেবসিয়েলা।
√উল্লেখিত জীবানু সৃষ্ট রোগসমূহ হলঃ
★তীব্র বা দীর্ঘস্থায়ী টনসিলের প্রদাহ।
★দীর্ঘস্থায়ী ফ্যারিনজাইটিস।
★ডিপথেরিয়া।
★ব্রঙ্কাইটিস।
★কর্ণ প্রদাহ।
★হুপিং কাশি।
★ঠান্ডা প্রবনতা।
★সাইনোসাইটিস।
#শ্বাসতন্ত্রে নীচের অংশে সংক্রামিত জীবানুসমূহ হলঃ-নিউমোকক্কাস,ক্লেবসিয়েলা,হেমোফাইলাস, স্ট্রেপটোকক্কাস,স্ট্যাফাইলোকক্কাস।
√উল্লেখিত জীবানু সৃষ্ট রোগসমূহ হলঃ
★শ্বাসতন্ত্রের দীর্ঘস্থায়ী প্রদাহ।
★নিউমোনিয়া।
★ফুসফুসের পূজাঁশয়।
★ব্রংকিয়েকটাসিস।
★যক্ষ্মাজনিত প্রদাহ।
#মুখগহ্বর সংক্রামিত জীবানুসমূহ হলঃ স্ট্রেপটোকক্কাস।
√উল্লেখিতজীবানু সৃষ্ট রোগসমূহ হলঃ
★দাঁতের মাড়ির প্রদাহ।
★মুখগহ্বরের ক্ষত।
★গলকক্ষের ক্ষত।
#মহিলাদের জননতন্ত্রের সংক্রামিত জীবানুসমূহ হলঃ ক্লেবসিয়েলা,নেইসেরিয়া গনোরিয়া,স্ট্রেপটোকক্কাস পায়োজেন,ই কোলাই,ফাংগি,ট্রাইকোমানাস মনিলিয়া,ক্লসট্রিডয়াম।
√উল্লেখিত জীবানু সৃষ্ট রোগসমূহ হলঃ
★যোনী প্রদাহ।
★জরায়ুর মুখের প্রদাহ।
★এন্ডোমেট্রিয়ামের প্রদাহ।
★পেরিটোনিয়ামের প্রদাহ।
★ফ্যালোপিয়ান টিউবের প্রদাহ।
#মূত্রতন্ত্রের অংশে-সংক্রামিত জীবানুসমূহ হল-ক্লেবসিয়েলা,স্ট্যাফাইলোকক্কাস,স্ট্রেপটোকক্কাস,নেইসেরিয়া গনোরি,ছত্রাক(অ্যালবিক্যান ক্যানডাসিস)।√উল্লেখিতজীবানু সৃষ্ট রোগসমূহ হল:-
★মূত্রনালীর প্রদাহ।
★মূত্রথলীর প্রদাহ।
★প্রস্টেট গ্রন্থির প্রদাহ।
★এপিডিডিমিসের প্রদাহ।
★ভেসিকুলাসের প্রদাহ।
★পায়েলো নেফ্রাইটিস(কিডনী প্রদাহ)।
#রক্ততত্ত্ব অংশ।রক্ত দূষণে সংক্রামিত জীবানুসমূহ হলঃ-স্ট্যাফাইলোকক্কাস,স্ট্রেপটোকক্কাস,স্যালমোনেলা,ক্লেবসিয়েলা,ইকোলাই,নিউমোকক্কাস,মেনিনগোকক্কাস,নেইসেরিয়া গনোরি,ব্রুসেলা,অ্যাথ্রাক্স ব্যাসিলাস ইত্যাদি। উল্লেখিত জীবানুসমূহ পায়োমিয়া,সেপ্টিসেমিয়া,খাদ্যে বিষক্রিয়া,টাইফয়েড,ডেঙ্গু জ্বর,উপতীব্র অন্তহৃদ প্রদাহ,গনোরিয়া,সিফিলিস ইত্যাদি প্রক্রিয়ায় রক্ত দূষণ সৃষ্টি করে।
#চর্মের ভিতর এবং বাহিরের অংশ সংক্রামিত জীবানুসমূহ-স্ট্রেপটোকক্কাস,স্ট্যাফাইলোকক্কাস।উল্লেখিত জীবানু সৃষ্ট রোগসমূহ হলঃ
★আঙ্গুলহাড়া।
★বিষ ফোঁড়া।
★প্যারোনিসিয়া।
★ফোঁড়া।
★চোখের ক্ষত।
★দাঁতের গামবয়েল এবং গ্রন্থিতেফোঁড়া।
★ব্রণ।
★ফিশ্চুলা।
★অস্থিভঙ্গের স্থান।
★পোড়া ক্ষত।
★কার্বাংকল।
★একজিমা।
★গ্যাংগ্রিন।
★সোরাইসিস।
★আলসার।
★দদ্রু।
#বিভিন্ন বিষাক্ত জীবজন্তু ও পোকামাকড় দংশনে সৃষ্ট টক্সিন(বিষ) নিস্ক্রিয় করতে সাহায্য করে।
#ফ্যাগোসাইটস কনিকাদের উদ্দীপনা সৃষ্টির প্রক্রিয়ায় কনিকাদের নিঃসৃত এনজাইম ইন্টারফেরনের মাত্রা বৃদ্ধির মাধ্যমে সংক্রামিত জীবানু সৃষ্ট রোগের প্রদাহ নিয়ন্ত্রনে সাহায্য করে।
#গ্রন্থি অংশ সংক্রামিত জীবানুসমূহ হলঃ স্ট্রেপটোকক্কাস,স্ট্যাফাইলোকক্কাস।
√ উল্লেখিত জীবানুসমূহ সৃষ্ট রোগসমূহ হলঃ
★লিম্ফ গ্রন্থি ও লসিকানালীর প্রদাহ।
# ভাইরাস সৃষ্ট রোগসমূহ হলঃ
★এইডস
★জলবসন্ত।
★পোড়ানারাঙ্গা।
★মাম্পস।
★হাম।
-neoplasmetic হিসেবে ক্যান্সার কোষ বিভাজন বন্দ করে।অর্থাৎএই ঔষধের রাসায়নিক উপাদানসমূহ Chemotherapy হিসেবে কাজ করে।
" পন্ডিত ডাঃ সমরেশ চন্দ্র রায়ের গবেষণা প্রনীত ECHINACEA ANGUSTIFOLIA ঔষধের পরবর্তি অংশের কাজসমূহ হল ঃ
# মহিলাদের জননতন্ত্রের অংশ । সংক্রামিত জীবানুসমূহ হল-ক্লেবসিয়েলা, নেইসেরিয়া গনোরিয়া, স্ট্রেপটোকক্কাস পায়োজেন, ই কোলাই, ফাংগি, ট্রাইকোমানাস মনিলিয়া, ক্লসট্রিডয়াম ।
উল্লেখিত জীবানু সৃষ্ট রোগসমূহ হল- ঃ
***********************************
★ যোনী প্রদাহ,
* জরায়ুর মুখের প্রদাহ,
* এন্ডোমেট্রিয়ামের প্রদাহ,
* পেরিটোনিয়ামের প্রদাহ,
* ফলোপিয়ান টিউবের প্রদাহ ।
# মূত্রতন্ত্রের অংশে-সংক্রামিত জীবানুসমূহ হলঃ
★ ক্লেবসিয়েলা, স্ট্যাফাইলোকক্কাস, স্ট্রেপটোকক্কাস, নেইসেরিয়া গনোরি, ছত্রাক (অ্যালবিক্যান ক্যানডাসিস) ।
★উল্লেখিতজীবানু সৃষ্ট রোগসমূহ হল ঃ
* মূত্রনালীর প্রদাহ,
* মূত্রথলীর প্রদাহ,
* প্রস্টেট গ্রন্থির প্রদাহ,
* এপিডিডিমিসের প্রদাহ,
* ভেসিকুলাসের প্রদাহ,
* পায়েলো নেফ্রাইটিস (কিডনী প্রদাহ) ।
# রক্ততত্ত্ব অংশ । রক্ত দূষণে সংক্রামিত জীবানুসমূহ হল ঃ স্ট্যাফাইলোকক্কাস, স্ট্রেপটোকক্কাস, স্যালমোনেলা, ক্লেবসিয়েলা, ইকোলাই, নিউমোকক্কাস, মেনিনগোকক্কাস, নেইসেরিয়া গনোরি, ব্রুসেলা, অ্যাথ্রাক্স ব্যাসিলাস ইত্যাদি। উল্লেখিত জীবানুসমূহ পায়োমিয়া, সেপ্টিসেমিয়া, খাদ্যে বিষক্রিয়া, টাইফয়েড, ডেঙ্গু জ্বর, উপতীব্র অন্তহৃদ প্রদাহ, গনোরিয়া, সিফিলিস ইত্যাদি প্রক্রিয়ায় রক্ত দূষণ সৃষ্টি করে ।
# চর্মের ভিতর এবং বাহিরের অংশ।
সংক্রামিত জীবানুসমূহ- স্ট্রেপটোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস ।
★উল্লেখিত জীবানু সৃষ্ট রোগসমূহ হল ঃ
* আঙ্গুলহাড়া,
* বিষ ফোঁড়া,
* প্যারোনিসিয়া,
* ফোঁড়া,
* চোখের ক্ষত,
* দাঁতের গামবয়েল এবংগ্রন্থিতে ফোঁড়া,
* ব্রণ,
* ফিশ্চুলা,
* অস্থিভঙ্গের স্থান,
* পোড়া ক্ষত,
* কার্বাংকল,
* একজিমা,
* গ্যাংগ্রিন,
* সোরাইসিস,
* আলসার, * দদ্রু ।
# বিভিন্ন বিষাক্ত জীবজন্তু ও পোকামাকড় দংশনে সৃষ্ট টক্সিন (বিষ) নিস্ক্রিয় করতে সাহায্য করে ।
# ফ্যাগোসাইটস কনিকাদের উদ্দীপনা সৃষ্টির প্রক্রিয়ায় কনিকাদের নিঃসৃত এনজাইম ইন্টারফেরনের মাত্রা বৃদ্ধির মাধ্যমে সংক্রামিত জীবানু সৃষ্ট রোগের প্রদাহ নিয়ন্ত্রনে সাহায্য করে ।
# গ্রন্থি অংশ । সংক্রামিত জীবানুসমূহ হল-স্ট্রেপটোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস ।
★উল্লেখিত জীবানুসমূহ সৃষ্ট রোগসমূহ হল-
*******************************************
* লিম্ফ গ্রন্থি ও লসিকানালীর প্রদাহ ।
# ভাইরাস সৃষ্ট রোগসমূহের ক্ষেত্রে।
রোগসমূহ হল-
* এইডস
* জলবসন্ত
* পোড়ানারাঙ্গা
* মাম্পস * হাম ।
# Anti-neoplasmetic হিসেবে ক্যান্সার কোষ বিভাজন বন্দ করে । অর্থাৎএই ঔষধের রাসায়নিক উপাদানসমূহ Chemotherapy হিসেবে কাজ করে ।
প্রচার ও প্রকাশনায়
Dipankar Paul

Address

Bagerhat Town

Telephone

+8801715060073

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Dipankar Paul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Dipankar Paul:

Share

Category