ইউনিক হোমিও চেম্বার Unique Homeo

ইউনিক হোমিও চেম্বার Unique Homeo আল্লাহ শেফা দানকারী।

প্রতিদিনই আমাদের চেম্বার খোলা থাকেসকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ♦️দেশি-বিদেশি সকল প্রকার হোমিও ঔষধ এবং  ঔষধ সামগ্রীর জন্...
01/10/2024

প্রতিদিনই আমাদের চেম্বার খোলা থাকে
সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত

♦️দেশি-বিদেশি সকল প্রকার হোমিও ঔষধ এবং ঔষধ সামগ্রীর জন্য যোগাযোগ করুন 🩺

নিয়মিত রোগী দেখা হয়। নতুন-পুরাতন এবং জটিল রোগের চিকিৎসাপত্র দেয়া হয়।

ডা. মো: আনোয়ারুজ্জামান ডিএইসএমএস (ঢাকা)
ইউনিক হোমিও চেম্বার Unique Homeo
ফকিরহাট বাজার, বাগেরহাট

📱01758413430

গরমে বিভিন্ন রোগ থেকে যেভাবে মুক্ত থাকবেনবিশ্বব্যাপী আবহাওয়া পরিবর্তনের কারণে শুধু শীতকাল ছাড়া বছরের পুরেটা সময়ই অতিরিক্...
28/09/2023

গরমে বিভিন্ন রোগ থেকে যেভাবে মুক্ত থাকবেন

বিশ্বব্যাপী আবহাওয়া পরিবর্তনের কারণে শুধু শীতকাল ছাড়া বছরের পুরেটা সময়ই অতিরিক্ত গরম অনুভূত হয়। এই গরমে বিভিন্ন রোগের উপদ্রব দেখা যায়।
তাই এসব রোগ থেকে কীভাবে মুক্ত থাকবেন তার কিছু উপায় নিম্নে দেয়া হলো।

* প্রচুর পানি পান করুন এবং নিজেকে হাইড্রেটেড রাখতে বাড়িতে এবং ভ্রমণের সময় ডাবের জল এবং লেবুর শরবত পান করুন। সারাদিনে কমপক্ষে ১০-১২ গ্লাস তরল পান করুন।

* ঢিলেঢালা, হালকা রঙের পোশাক পরুন।
* ভ্রমণের সময় বা বহিরঙ্গন কার্যকর্মের সময় ভারী পরিশ্রম এড়িয়ে চলুন; প্রয়োজনে ছায়াস্থানে বিশ্রাম করুন।
* সূর্যের রশ্মির কারণে রোদে পোড়া হলে আরামের জন্য বরফের প্যাক এবং ব্যথা উপশমকারী মলম প্রয়োগ করুন।
* আপনার হাত সঠিকভাবে ধুয়ে নিন এবং খাবার তৈরি এবং পরিবেশন করার সময় সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলুন।
* গরমে আধা-সিদ্ধ খাবার এবং রাস্তার খাবার খাবেন না। তরমুজ, শসা, আখ এবং আমের মতো তাজা রসাল ফল খাওয়ার চেষ্টা করুন।
* দুপুরের রোদের সময় বাড়ির জানালা বন্ধ রাখুন, যাতে তাপ বাড়ির ভিতরে আটকে না যায়।
* খাবার স্যালাইন (ওরাল রিহাইড্রেশন সলিউশন) এর মজুদ হাতে রাখুন।
* চোখের ব্যথা ও অন্যান্য সংক্রমণের বিস্তার এড়াতে, আপনার হাত সঠিকভাবে পরিষ্কার রাখুন। ব্যথা কমাতে পরিষ্কার জল দিয়ে আপনার চোখ বার বার ধুয়ে নিন।
* মশা তাড়ানোর ওষুধ প্রয়োগ করুন এবং মশার প্রজনন স্থান এড়িয়ে চলুন।
* ভ্রমণের সময় বা বহিরঙ্গন কার্যকলাপের জন্য সানগ্লাস ব্যবহার করুন।

সুত্রঃ যুগান্তর

জিহ্বায় এবং মুখের ভিতরের যেকোনো স্থানে ঘা রোগকে এটা অবহেলা করা উচিত নয়। হোমিওপ্যাথিতে এর সুচিকিৎসা করা হয় লক্ষণ ভেদে ওষ...
28/09/2023

জিহ্বায় এবং মুখের ভিতরের যেকোনো স্থানে ঘা রোগকে এটা অবহেলা করা উচিত নয়।
হোমিওপ্যাথিতে এর সুচিকিৎসা করা হয় লক্ষণ ভেদে ওষুধ প্রয়োগ করা হয়।

যেসব অভ্যাসে ঝুঁকি কমে ডায়াবেটিসেরঅনেকেই মনে করে থাকেন বেশি মিষ্টি খেলেই ডায়াবেটিস হয়। কিন্তু এই ধারণা সঠিক নয়। ডায়াবেটি...
13/09/2023

যেসব অভ্যাসে ঝুঁকি কমে ডায়াবেটিসের

অনেকেই মনে করে থাকেন বেশি মিষ্টি খেলেই ডায়াবেটিস হয়। কিন্তু এই ধারণা সঠিক নয়। ডায়াবেটিস ধরা পড়লে চিকিৎসকেরা মিষ্টি খেতে বারণ করেন। কারণ অত্যধিক মিষ্টি খাওয়ার প্রবণতা রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দেয়।

যদিও ডায়াবেটিস একটি বংশগত রোগ তবুও প্রতিদিনের কিছু অভ্যাসের কারণে ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়।
ডায়াবেটিস রোগের ঝুঁকি এড়াতে কোন কোন অভ্যাসের পরিবর্তন আনা জরুরি চলুন জেনে নেই।

১. অনেকেই অফিস যাওয়ার তাড়ায় সকালের খাবার না খেয়েই বাড়ি থেকে বেরিয়ে যায়। দীর্ঘক্ষণ খালি পেটে থাকার কারণে কিন্তু শরীরে ইনসুলিন হরমোনের ক্ষরণ বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে।

তাই সকালে পেট ভরে খেয়ে বের হতে হবে।
২. পর্যাপ্ত ঘুম না হলে ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়। অপর্যাপ্ত ঘুম ডায়াবেটিসের পাশাপাশি নানা ধরনের রোগেরও কারণ। শরীর সুস্থ রাখতে যে পরিমাণ ঘুমের প্রয়োজন, তার চেয়ে কম হলে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থেকে যায়।

পর্যাপ্ত ঘুম হলো কিনা সে দিকে অবশ্যই খেয়াল রাখা জরুরি।
৩. দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করলেও ডায়াবেটিস ঝুঁকি বাড়ে। শরীর সচল রাখলে ডায়াবেটিস দূরে থাকবে। দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করলে রক্তে শর্করার বেড়ে যেতে পারে। তাই শরীর সচল রাখতে হবে।

প্রয়োজনে শরীরচর্চার অভ্যাস করতে হবে।
৪. বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে ধূমপানের ফলে ডায়াবেটিসের ঝুঁকি থাকে। তাই ডায়াবেটিস ঝুঁকি কমাতে ধূমপান পরিহার করতে হবে।

৫. মানসিক চাপের কারণেও ডায়াবেটিস আক্রান্ত হন কেউ কেউ। কর্মক্ষেত্রে চাপ, বাড়িতে সমস্যা এবং চিন্তায় রক্তের শর্করার মাত্রা বেড়ে যায়। তাই মানসিক চাপ কমাতে বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা দিতে পারেন। মন ভালো থাকে এমন কাজ করতে পারেন।

সূত্র : এএআরপি
©️

ভাইরাল জ্বর ঘরে ঘরে, দ্রুত সুস্থ হতে কী খাবেন?এই বৃষ্টি তো এই কাঠফাঁটা রোদ। প্রকৃতির এমন অদ্ভুত আচরণের প্রভাব পড়ছে শরীর...
13/09/2023

ভাইরাল জ্বর ঘরে ঘরে, দ্রুত সুস্থ হতে কী খাবেন?

এই বৃষ্টি তো এই কাঠফাঁটা রোদ। প্রকৃতির এমন অদ্ভুত আচরণের প্রভাব পড়ছে শরীরে। আবহাওয়ার কারণে সক্রিয় হয়ে উঠেছে একাধিক ভাইরাস। ফলে ঘরে ঘরে দেখা দিচ্ছে ভাইরাল ফিভাএই জ্বরের কবলে একবার পড়লে মোটামুটি ৩ থেকে ৭ দিন ভুগতে হয়। জ্বর কমে গেলেও থেকে যাচ্ছে কাশি, শারীরিক দুর্বলতার মতো স্বাস্থ্য সমস্যা। জ্বরে ভুক্তভোগীদের তাই সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তাদের মতে জ্বরে আক্রান্ত হলে খাদ্যতালিকায় এমন কিছু খাবার রাখতে হবে যা খেলে দ্রুত সুস্থ হয়ে ওঠা যাবে। চলুন জেনে নিই কী খাবেন:

চিকেন স্যুপ: দ্রুত সুস্থ হতে চাইলে প্রতিদিন অন্তত একবার চিকেন স্যুপ খেতে হবে। কেননা প্রোটিন, পানি আর ইলেকট্রোলাইটসের ভাণ্ডার এটি। এতে আরও রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি এবং অত্যন্ত উপকারী কিছু অ্যান্টি অক্সিডেন্ট। তাই নিয়মিত চিকেন স্যুপ খেলে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারবেন।

উপকারি আদা :আয়ুর্বেদ শাস্ত্র মতে, আদা মহৌষধি। একাধিক ছোট-বড় রোগের চিকিৎসায় আদা সেবন করার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। এই মসলাটিতে এমন কিছু প্ল্যান্ট কম্পাউন্ড রয়েছে যা ভাইরাসের বিরুদ্ধে দারুণ কাজ করে। এমনকী ইমিউনিটিকে চাঙ্গা রাখার কাজেও এই ভেষজের জুড়ি মেলা ভার। তাই জ্বর থেকে দ্রুত সেরে উঠতে কয়েক টুকরো আদা পানি দিয়ে গিলে খান। উপকার মিলবে।

ভিটামিন ডি’যুক্ত খাবার : ভিটামিন ডি কেবল হাড়ের জোর বাড়ায় না। এটি ইমিউনিটিকেও চাঙ্গা রাখে। শরীরে এই ভিটামিনের অভাব মেটাতে পারলে করোনা, ফ্লু কিংবা ভাইরাসের ফাঁদও এড়িয়ে চলা সম্ভব হবে জানাচ্ছে হেলথলাইন। তাই জ্বর যেন কাবু না করতে পারে সেজন্য খাদ্যতালিকায় রাখুন কড লিভার অয়েল, মাছ, দুধ ও দুগ্ধজাত খাবার, ওটস, আমন্ড এবং সয়াবিন দুধ। তাহলেই উপকার পাবেন হাতেনাতে।

দইয়ের বিকল্প নেই :উপকারী ব্যাকটেরিয়ার ভাণ্ডার দই। এসব ব্যাকটেরিয়া অন্ত্রের বেহাল দশা কাটানোর কাজে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। সে সঙ্গে বাড়ায় ইমিউনিটিও। জ্বরে ভুক্তোভোগীরা অবশ্যই প্রতিদিনের পাতে দই রাখুন। তবে মিষ্টি দই খেলে হবে না। বরং বাড়িতে পাতা টক দই খান। এতেই স্বাস্থ্যের বেহাল দশা কাটিয়ে উঠতে পারবেন দ্রুত।

ভিটামিন সি’যুক্ত খাবার : ভাইরাল ফিভার থেকে দ্রুত সুস্থ হতে চাইলে ইমিউনিটি বাড়াতেই হবে। এই কাজে সাহায্য করতে পারে ভিটামিন সি সমৃদ্ধ কিছু ফল, শাক ও সবজি। খাদ্যতালিকায় রাখুন লেবু, ব্রকোলি, কিউই, পেয়ারা, পলাং শাক, ইত্যাদি। এতেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। ফিরবে স্বাস্থ্যের হাল।

সঠিক ওষুধ অবশ্য খেতে হবে সুস্থ থাকতে হলে

©️

সপ্তাহের ৭ দিনই আমাদের চেম্বার খোলা থাকেসকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ♦️দেশি-বিদেশি সকল প্রকার হোমিও ঔষধ এবং  ঔষধ সামগ্র...
16/03/2023

সপ্তাহের ৭ দিনই আমাদের চেম্বার খোলা থাকে
সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত

♦️দেশি-বিদেশি সকল প্রকার হোমিও ঔষধ এবং ঔষধ সামগ্রীর জন্য যোগাযোগ করুন 🩺

নিয়মিত রোগী দেখা হয়। নতুন-পুরাতন এবং জটিল রোগের চিকিৎসাপত্র দেয়া হয়।

ইউনিক হোমিও চেম্বার Unique Homeo
ফকিরহাট বাজার, বাগেরহাট

📱01758413430

অভিনন্দন সামিয়া জামান!ডাক্তার হবার পথে আরও একটি ধাপ এগিয়ে✌️বাগেরহাট হোমিওপ্যাথি মেডিকেল কলেজ থেকে এ বছর পরীক্ষা দিয়ে প্র...
16/03/2023

অভিনন্দন সামিয়া জামান!
ডাক্তার হবার পথে আরও একটি ধাপ এগিয়ে✌️

বাগেরহাট হোমিওপ্যাথি মেডিকেল কলেজ থেকে এ বছর পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করায় তোমাকে অভিনন্দন। 💐

বাবার আদর্শে, মানবসেবায়
বড় ডাক্তার হও❤️

🥶শীতের শুরুতে এখন ছোট বড় সবার এলার্জি, কাশি, হাঁপানি কাশি রোগ বৃদ্ধি পায় এবং সাথে সাথে শাসকষ্টজনিত রোগ দেখা দেয়।হোমিওপ্য...
16/01/2023

🥶শীতের শুরুতে এখন ছোট বড় সবার এলার্জি, কাশি, হাঁপানি কাশি রোগ বৃদ্ধি পায় এবং সাথে সাথে শাসকষ্টজনিত রোগ দেখা দেয়।
হোমিওপ্যাথিতে সুচিকিৎসা দেওয়া হয়।

👩🧑‍🍼শিশু, মহিলা ও পুরুষ রোগীদের নিয়মিত চিকিৎসা দেয়া হচ্ছে আমাদের চেম্বারে।

😊বাগেরহাট-ফকিরহাট অঞ্চলের সবচেয়ে অভিজ্ঞ হোমিওপ্যাথিক স্পেশালিষ্ট ডা. আনোয়ারুজ্জামান ৪৫ বছর ধরে তার প্রতিষ্ঠিত এই চেম্বারে নিয়মিত রোগী দেখছেন।

👩‍⚕️মহিলাদের চেক আপ এর জন্য আছেন মহিলা ডাক্তার।

♦️দেশি-বিদেশি সকল প্রকার হোমিও ঔষধ এবং ঔষধ সামগ্রীর জন্য যোগাযোগ করুন 🩺

💊নিয়মিত রোগী দেখা হয়। নতুন-পুরাতন এবং জটিল রোগের চিকিৎসাপত্র দেয়া হয়।

🟥ইউনিক হোমিও চেম্বার Unique Homeo
ফকিরহাট বাজার, বাগেরহাট

📱01758413430

💊🩸💉🗜️🧪🔬📃🔎০১. আপনার পাকস্থলী কখন ভীত; যখন আপনি সকালে ব্রেকফাস্ট করছেন না।০২. আপনার কিডনি কখন আতঙ্কিত; যখন আপনি ২৪ ঘন্টায় ...
06/10/2022

💊🩸💉🗜️🧪🔬📃🔎
০১. আপনার পাকস্থলী কখন ভীত; যখন আপনি সকালে ব্রেকফাস্ট করছেন না।

০২. আপনার কিডনি কখন আতঙ্কিত; যখন আপনি ২৪ ঘন্টায় ১০ গ্লাস পানি পান করতে ব্যর্থ হচ্ছেন।

০৩. আপনার গলব্লাডার ভীত; যখন আপনি রাত ১১টার মধ্যে ঘুমাতে এবং সূর্যোদয়ের সাথে সাথে বিছানা ছাড়তে ব্যর্থ হচ্ছেন।

০৪. আপনার ক্ষুদ্রান্ত্র আতঙ্কিত; যখন আপনি ঠান্ডা এবং বাসী খাবার খাচ্ছেন।

০৫. বৃহদান্ত্র আতঙ্কিত; যখন আপনি ভাজা-পোড়া এবং ঝাল মশলাযুক্ত খাবার বেশি খাচ্ছেন।

০৬. ফুসফুস তখন ভীত; যখন আপনি ধোঁয়া, ধুলা এবং বিড়ি ও সিগারেটের বিষাক্ত আবহাওয়ায় থাকছেন।

০৭. লিভার ভীত; যখন আপনি অতিরিক্ত ভাজা, জাঙ্কফুড এবং ফাস্টফুড খাচ্ছেন।

০৮. হৃদপিন্ড ভীত; যখন আপনি বেশি লবণ এবং কোলেস্টরলযুক্ত খাবার খাচ্ছেন।

০৯. প্যানক্রিয়াস আতঙ্কিত; যখন আপনি সহজলভ্য এবং সুস্বাদু বলে প্রচুর মিষ্টিজাত খাবার খাচ্ছেন।

১০. আপনার চোখ আতঙ্কিত; যখন আপনি অন্ধকারে মোবাইলের আলো এবং কম্পিউটার স্ক্রীনের আলোয় কাজ করছেন।

১১. আপনার মস্তিষ্ক ভীত; যখন আপনি নেতিবাচক চিন্তাকে প্রশ্রয় দেয়া শুরু করেছেন।

সুতরাং আপনার শরীরের অঙ্গ প্রতঙ্গসমূহের যত্ন নিন।

১৯৮৩ সাল থেকে আমরা আছি চিকিৎসা সেবায়। আলহামদুলিল্লাহ 🌞প্রতিদিন আমাদের চেম্বার খোলা থাকে আল্লাহর রহমতে।💐শুক্র-শনিবার অনেক...
14/09/2022

১৯৮৩ সাল থেকে আমরা আছি চিকিৎসা সেবায়। আলহামদুলিল্লাহ

🌞প্রতিদিন আমাদের চেম্বার খোলা থাকে
আল্লাহর রহমতে।

💐শুক্র-শনিবার অনেক দূর থেকে রোগী এসে চিকিৎসাপত্র নিয়ে যান।

🤒জ্বর থেকে ক্যান্সার - সব রোগের সুচিকিৎসার ব্যবস্থা আছে হোমিওপ্যাথিক ওষুধে।

♦️দেশি-বিদেশি সকল প্রকার হোমিও ঔষধ এবং ঔষধ সামগ্রীর জন্য যোগাযোগ করুন 🩺

📕 ফকিরহাট ও এর আশেপাশের অনেক হোমিওপ্যাথিক ডাক্তার নিজের চেম্বারের জন্য আমাদের ফার্মেসী থেকে ঔষধ নেন।

👉নিয়মিত রোগী দেখা হয়। নতুন-পুরাতন এবং জটিল রোগের চিকিৎসাপত্র দেয়া হয়।

🖋️ইউনিক হোমিও চেম্বার Unique Homeo
ফকিরহাট বাজার, বাগেরহাট

📱01758413430

Address

Fakirhat Bazar
Bagerhat

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801758413430

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইউনিক হোমিও চেম্বার Unique Homeo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category