Ruqyah & Hijma Bagerhat রুকইয়াহ & হিজামা বাগেরহাট।

  • Home
  • Bangladesh
  • Bagerhat
  • Ruqyah & Hijma Bagerhat রুকইয়াহ & হিজামা বাগেরহাট।

Ruqyah & Hijma Bagerhat  রুকইয়াহ & হিজামা বাগেরহাট। রুকইয়াহ শরইয়্যাহ এন্ড হিজামাহ সেবা প?

23/04/2025

ইমাম ইবনে কুদামাহ রাহিমাহুল্লাহ [মৃত্যু : ৬২০ হি.] বলেছেন —

আগে ধার্মিকদের স্ত্রীরা এমন ছিল যে তাদের স্বামীরা ঘর থেকে বের হওয়ার সময় বলতেন,

“হারাম উপার্জন থেকে দূরে থাকুন। অবশ্যই, আমরা অনাহারে থাকতে পারি, কিন্তু জাহান্নামের আগুনে যেতে পারি না!”

[মিনহাকুল-কাসিদীন, ২/৬২]

11/04/2024

🌙ঈদ মুবারাক🌙

💟তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম💟

সতর্ক হোন।আপনার কাছে এটা কন্সপিরেসি থিউরি মনে হতে পারে। কিন্তু হিব্রু বর্ষ ৫৭৮৪ অন্য কথা বলছে। ই/হুদি ক্যালেন্ডার অনুসার...
30/03/2024

সতর্ক হোন।
আপনার কাছে এটা কন্সপিরেসি থিউরি মনে হতে পারে। কিন্তু হিব্রু বর্ষ ৫৭৮৪ অন্য কথা বলছে। ই/হুদি ক্যালেন্ডার অনুসারে আগামী ২৯ মার্চ শুক্রবার তাদের শবে বরাত। যা শুক্রবার সূর্যাস্তের সময় থেকে ৩০ মার্চ শনিবার রাত পর্যন্ত চলবে।

ই/হুদি ধর্মগ্রন্থের মতে এই দিন (শবেবৎ পরাহ) ই/হুদি এবং কোহানিম সম্প্রদায়ের লোকেরা লাল গাভীর বলিদানের মাধ্যমে নিজেদেরকে পরিশুদ্ধ করেছিলো।

এবার মূল আলাপে আসা যাক। ই/হুদিরা লাল গাভীর খোঁজ করছে এটা আরো কয়েক যুগ আগের কথা এবং তারা টেক্সাস এবং ক্যালিফোর্নিয়ার থেকে লাল গাভী সংগ্রহ করেছে এটাও কয়েক বছর আগের কথা।

কিন্তু রিসেন্ট তারা জেরুজালেমে একটি বিশাল বলিদানের বেদি তৈরি করেছে যাতে তারা থার্ড টেম্পলে (সলোমনের তৃতীয় মন্দির) প্রবেশের জন্য ‘রেড হেইফার্স' তথা লাল গাভী বলিদান করতে পারে।

এবার হিসাব নিজেই মিলিয়ে নিতে পারেন। সামনে তাদের লাল গাভীর ঐতিহাসিক বলিদানের দিন আসতেছে। পাশাপাশি লাল গাভী সংগ্রহ এবং বেদিও প্রস্তুত এবং চলমান যু*দ্ধে আল-আকসা মসজিদ তাদের পূর্ণ নিয়ন্ত্রণে।

আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ধারনা করছেন এই বলিদান হতে পারে মার্চ থেকে এপ্রিলের মধ্যেই এবং সেটা হতে পারে প্রকাশ্যেই অথবা আল আকসার মাটির নিচে।

তাই দাজ্জালী ফিতনা ও জ্বীন জাদু বাঁচতে সূরা কাহাফ অন্তত প্রথম দশ আয়াত বেশি বেশি পড়ুন, মুখস্থ করুন, প্রতি শুক্রবারে পুরো সূরা কাহাফ একবার পড়ুন।

26/09/2023

যাদের অন্তরে আল্লাহর স্মরণ নেই, তারা আত্মবিস্মৃত।
نَسُوا اللَّهَ فَأَنْسَاهُمْ أَنْفُسَهُمْ
'তারা আল্লাহকে ভুলে গিয়েছে, ফলে আল্লাহ তাদেরকে আত্মবিস্মৃত বানিয়ে দিয়েছেন'।

26/09/2023

শিক্ষা মানুষকে ১০ বছরে যা শেখায়,
অভিজ্ঞতা ১০ দিনে তার থেকে বেশি শেখাতে পারে!!!

23/09/2023

আমার আচরণ - তোমার আচরণেরই প্রতিফলন… 😊
কথাটা একজন পোস্ট করেছেন।

কথাটা কিন্তু একদম ঠিক , আপনি ছায়ার সাথে যেমন যেমনটি করবেন ছায়াও আপনার সাথে হুবহু তেমনটিই করবে। অর্থ্যাৎ আপনি অন্যের কাছ থেকে যেমন আচরণ ও ব্যবহার পাওয়ার আশা ঠিক তেমনিই আচরণ করুন অন্যের সাথে।

21/09/2023

হযরত আলী রদ্বিয়াল্লাহু আনহু বলেন,
"কারো মাঝে পাঁচটি জিনিস থাকলে সে সৌভাগ্যবান:

• সদালাপী ও বাধ্য‌ স্ত্রী।
• নেককার সন্তান।
• দ্বীনদার বন্ধু।
• সৎ প্রতিবেশী।
• স্বদেশে অবস্থান করে উপার্জন।"

[আল‌ মাতালিবুল‌ আলিয়াহ‌:১৩/৩০৬; সালাফদের‌ আখলাক:৪২]

এগুলোর আপনার কয়টি আছে?
লিখেছেন: সালেহ আহমদ ভাই

13/09/2023

বিপদে প্রয়োজনের অতিরিক্ত চিন্তা না করে, ইস্তেগফার করতে থাকা বুদ্ধিমানের কাজ। দুশ্চিন্তা নয়, ইস্তেগফারই মুক্তির দরজা খুলে দিবে।

24/08/2023

শয়তান এভাবেই ধোঁকা দেয়!!
(লেখাটি সংগৃহিত)

চিটাগাং থেকে এপোয়েনমেন্ট নিসেন,প্রতিমাসে অনিয়মিত পিরিয়ড।
যেদিন বাসে উঠসে,ঢাকায় আসবেন,হিজামা করবেন।তখনই পিরিয়ড হয়ে গেসে।একেবারে কারেক্ট ডেটে।লেট হয়নি।

রুকিয়াহ সাজেশন দিয়ে দিসি,কয়েকদিন পর খোজ নিচ্ছি,সেল্ফ রুকইয়াহ শুরু করসেন?

"আপু হুট করে পিরিয়ড হয়ে গেসে।রুকইয়াহ শুরু করতে পারিনি।নরমালি তো ডেটের আরো কয়েকদিন পরে হয়!"
কন্টিনিউয়াসলি কয়েকদিন ধরে প্রচন্ড মাথা ব্যাথা নিয়ে এপোয়েনমেন্ট নিসেন,মাইগ্রেনের ব্যাথা,ইমার্জেন্সি হিজামা করবেন।এপোয়েনমেন্ট নেয়ার পর থেকে কোনো রকমের কসরত ছাড়াই ব্যাথা গায়েব।গায়েব মানে একেবারেই গায়েব।একদম সুস্থ।
এরকম শতশত কাহিনী, একজন দুইজনের না।এসব দেখলে এখন হাসি পায়।শয়তানের চাল যে বুঝে যায়,সে ঠিক ই প্রপার ট্রিটমেন্ট নেয়া শুরু করে।

কিন্তু যে বুঝেনা,সে দিন দিন এসব থেকে আরো দূরে সরে যায়।

অনেককেই আমি একটা কথা বলি,আপনি জানেন না হিজামা কি!কিন্তু আপনার ভিতর থাকা জিন শয়তান ঠিক ই জানে হিজামা কি‼️

আমি এটার নাম দিসি,সিউডো শিফা 😂

এই সিউডো শিফায় শয়তান আপনারে সাময়িক বুঝ দেয়,"তোমার কিচ্ছু হয়নি সোনা!হিজামা করতে যাওয়া লাগবেনা।"

আপনারা এই ঘটনা গুলোকে কিভাবে দেখেন?রিলেট করতে পারেন?

© Women's Hijama Therapy

26/07/2023

অতিরিক্ত
হাই তোলা, দূর্বল লাগা ও অলসতা কাজ করা
বদনজর ও হাসাদ এর লক্ষণ।

10/07/2023

শত্রুর অনিষ্ট থেকে বাঁচার আমল

(১)
اَللَّهُمَّ إِنَّا نَجْعَلُكَ فِي نُحُورِهِمْ وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ

উচ্চারণঃ আল্লা-হুম্মা, ইন্না- নাজ’আলুকা ফী নু’হূরিহিম ওয়া না’ঊঝুবিকা মিং শুরূরিহিম

হে আল্লাহ্‌, আমরা আপনাকে তাদের কণ্ঠদেশে রাখছি এবং আপনার আশ্রয় গ্রহণ করছি তাদের অকল্যাণ থেকে।
আবী দাঊদ— হাদীস নং ১৫৩৭ । মুসনাদু আহমাদ— হাদীস নং ১৯৭২০ ।

(২)
اَللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ، وَمُجْرِيَ السَّحَابِ، وَهَازِمَ الْأَحْزَابِ، اِهْزِمْهُمْ وَانْصُرْنَا عَلَيْهِمْ.

উচ্চারণঃ আল্লা-হুম্মা মুনযিলাল কিতা-ব, ওয়া মুজরিআস্‌ সাহাব, ওয়া হাযিমাল্‌ আহ্‌যাব, ইহ্‌যিম্‌হুম ওয়ান্‌স্বুর্‌না- আলাইহিম।

হে আল্লাহ, (আসমান থেকে) কিতাব (কোরআন) অবতীর্ণকারী, মেঘমালা সঞ্চালনকারী, (শয়তান) বাহিনীকে পরাজিতকারী, আপনি এই শক্রদের পরাজিত করুন। তাদের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন। বুখারী- হাদীস নং - ২৯৬৬

(৩) সূরা কাওছার

(৪) সূরা লাহাব

এ আমল করার নির্দিষ্ট কোন সময়সীমা বা সংখ্যা নেই । শত্রুর অনিষ্ট ও অকল্যাণ থেকে বাঁচার নিয়তে যখন, যতক্ষণ সম্ভব এবং যত সংখ্যক বার সম্ভব পড়বেন।
M***i Dilawar Hussain

08/07/2023

'মহান আল্লাহ যখন বান্দার কল্যাণ চান, তখন তার অবস্থা অনুযায়ী বিপদ-আপদে ফেলেন, পরীক্ষা নেন; আর এগুলো দেন বান্দার ঔষুধ হিসেবে।'

— ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.)
[যাদুল মাআদ: ৪/১৭৯]

Address

Dona, Kalikabarihat
Bagerhat
9320

Telephone

+8801946233678

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ruqyah & Hijma Bagerhat রুকইয়াহ & হিজামা বাগেরহাট। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ruqyah & Hijma Bagerhat রুকইয়াহ & হিজামা বাগেরহাট।:

Share