24/08/2023
শয়তান এভাবেই ধোঁকা দেয়!!
(লেখাটি সংগৃহিত)
চিটাগাং থেকে এপোয়েনমেন্ট নিসেন,প্রতিমাসে অনিয়মিত পিরিয়ড।
যেদিন বাসে উঠসে,ঢাকায় আসবেন,হিজামা করবেন।তখনই পিরিয়ড হয়ে গেসে।একেবারে কারেক্ট ডেটে।লেট হয়নি।
রুকিয়াহ সাজেশন দিয়ে দিসি,কয়েকদিন পর খোজ নিচ্ছি,সেল্ফ রুকইয়াহ শুরু করসেন?
"আপু হুট করে পিরিয়ড হয়ে গেসে।রুকইয়াহ শুরু করতে পারিনি।নরমালি তো ডেটের আরো কয়েকদিন পরে হয়!"
কন্টিনিউয়াসলি কয়েকদিন ধরে প্রচন্ড মাথা ব্যাথা নিয়ে এপোয়েনমেন্ট নিসেন,মাইগ্রেনের ব্যাথা,ইমার্জেন্সি হিজামা করবেন।এপোয়েনমেন্ট নেয়ার পর থেকে কোনো রকমের কসরত ছাড়াই ব্যাথা গায়েব।গায়েব মানে একেবারেই গায়েব।একদম সুস্থ।
এরকম শতশত কাহিনী, একজন দুইজনের না।এসব দেখলে এখন হাসি পায়।শয়তানের চাল যে বুঝে যায়,সে ঠিক ই প্রপার ট্রিটমেন্ট নেয়া শুরু করে।
কিন্তু যে বুঝেনা,সে দিন দিন এসব থেকে আরো দূরে সরে যায়।
অনেককেই আমি একটা কথা বলি,আপনি জানেন না হিজামা কি!কিন্তু আপনার ভিতর থাকা জিন শয়তান ঠিক ই জানে হিজামা কি‼️
আমি এটার নাম দিসি,সিউডো শিফা 😂
এই সিউডো শিফায় শয়তান আপনারে সাময়িক বুঝ দেয়,"তোমার কিচ্ছু হয়নি সোনা!হিজামা করতে যাওয়া লাগবেনা।"
আপনারা এই ঘটনা গুলোকে কিভাবে দেখেন?রিলেট করতে পারেন?
© Women's Hijama Therapy