কোদালিয়া রক্তদান ও অক্সিজেন ফাউন্ডেশন࿐

  • Home
  • Bangladesh
  • Bagerhat
  • কোদালিয়া রক্তদান ও অক্সিজেন ফাউন্ডেশন࿐

কোদালিয়া রক্তদান ও অক্সিজেন ফাউন্ডেশন࿐ প্রতিযোগী নয় সহযোগী হয়ে এগিয়ে যেত?

⃟ কোদালিয়া রক্তদান ও অক্সিজেন ফাউন্ডেশন࿐ এর সদস্য হওয়ার নিয়মাবলী.......

১. যেহেতু আমরা স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করব, নিজ স্বার্থ হাসিল করার জন্যে কোদালিয়া রক্তদান ফাউন্ডেশনের সাথে যুক্ত হওয়া যাবে না।

২. কোন প্রকার ব্যক্তিগত, রাজনৈতিক, ধর্মীয় প্রভাব বিস্তার করা যাবে না।

৩. কোদালিয়া রক্তদান ও অক্সিজেন ফাউন্ডেশনের কাজে বাধা সৃষ্টি করে এমন কর্মকান্ড ঘটানো যাবে না।

৪. নিজ নিজ দায়িত্ব ও সময়ের সঠিক ব্

যবহার করতে হবে।

৫. নিজেদের ভিতর কোন বিষয় নিয়ে গ্রুপিং করা যাবে না।

৬. নিজেদের কোন ব্যক্তিগত সমস্যা নিয়ে টিমে প্রভাব ফেলা যাবে না।

৭. কোনো স্বেচ্ছাসেবক যদি অন্য যে কোন সংগঠনের সদস্য হয়, তবে তার প্রভাব কোদালিয়া রক্তদান ও অক্সিজেন ফাউন্ডেশন সংগঠন এ বিস্তার করা যাবে না।

৮. কোন স্বেচ্ছাসেবক আইন বিরোধী কাজে লিপ্ত থাকলে, তার দায়ভার কোদালিয়া রক্তদান ফাউন্ডেশন অথবা অন্যান্য স্বেচ্ছাসেবক গ্রহণ করবে না।

৯. সকল স্বেচ্ছাসেবকই একে-অপরের ভাই-বোন সমতুল্য, নিজেদের ভিতর একাত্মতা ও সুসম্পর্ক বজায় রাখতে হবে, আচার-আচারণ মার্জিত ও রুচিশীল হতে হবে।

১০. নির্বাহী পরিষদ যে সিদ্ধান্ত গ্রহণ করবে তা সকল সদস্যকে অবশ্যই মানতে হবে। তবে ঐ সিদ্ধান্তের বিরুদ্ধে যদি কোন স্বেচ্ছাসেবকের কোন অভিমত থাকে, তাহলে সে তার অভিমত প্রকাশ করতে পারবে। যৌক্তিক হলে তা অবশ্যই ভেবে দেখা হবে।

১২. যেকোন ইভেন্ট বা মিটিং-এ অবশ্যই উপস্থিত হতে হবে এবং প্রোগ্রামে অব্যশই প্রতিটি সদস্য অার্থিক সহযোগিতা বা চাঁদা প্রদানের মন মানিসিকতা থাকতে হবে।

১৩.আপনাকে অসহায় মানুষের পাশে কাজ করতে হবে।

১৪.নিয়মিত রক্তদান ও রক্তদানে অন্যকে উৎসাহ প্রদান করতে হবে।

১৫.কেন্দ্রীয় কমিটি কতৃক আপনার উপর অর্পিত দ্বায়িত্ব পালন করতে হবে।

উপরের নিয়মাবলী মানতে পারলে কোদালিয়া রক্তদান ওঅক্সিজেন ফাউন্ডেশনে যোগদিন।

Address

Vill+Post: Kodalia, Thana: Mollahat
Bagerhat
9380

Telephone

+8801713262584

Website

Alerts

Be the first to know and let us send you an email when কোদালিয়া রক্তদান ও অক্সিজেন ফাউন্ডেশন࿐ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to কোদালিয়া রক্তদান ও অক্সিজেন ফাউন্ডেশন࿐:

Share

Category