
25/09/2024
রক্তদানই হোক আপনার জীবনের শ্রেষ্ঠ উপহার।
💁রোগীর সমস্যা: এনেমিয়া সমস্যা
🔴রক্তের গ্রুপ: ও পজেটিভ
💉রক্তের পরিমাণ: ১ ব্যাগ
⌛হিমোগ্লোবিন : ৭
⛔প্লাটিলেট : জানা নেই
📆রক্তদানের তারিখ: ২৫-০৯-২০২৪ (আজকেই)
⌚রক্তদানের সময়ঃ- যে কোন সময়
🏥রক্তদানের স্থান: শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল, মহাখালী, ঢাকা।
☎ যোগাযোগ: 01515295999, 01521700413
👨👨👧👦রেফারেন্স: শামীম।
📣ব্লাড রিকুয়েস্ট পোস্টের যোগাযোগের নাম্বারে যে কোন সময় প্রতারক চক্র ফোন দিয়ে টাকা চাইতে পারে ভুলে ও দিবে না টাকা।
এই বিষয়ে সবাই সচেতন থাকবেন।