07/10/2025
৪০ বছরের এক মানুষ এলেন হাসপাতালে
বললেন, “পেট ব্যথা করছে, কয়েকদিন পায়খানা হয়নি।”
এক্সরে হাতে নিয়ে আমরা হতবাক…
ভেতরে দেখা গেল কাঠের টুকরো আটকে আছে! সে কোনভাবেই স্বীকার করলোনা এটা সে ঠুকায়ছে
অপারেশন করে বের হলো সুন্দর করে ঘষে বানানো একটা কাঠের অংশ।
এটা দুর্ঘটনা না।
এটা অজ্ঞতা + শরীরকে না বোঝার ফল।
এমন কাজে হতে পারে
অভ্যন্তরীণ ছিদ্র ও রক্তক্ষরণ
মারাত্মক সংক্রমণ
মল ধরে রাখতে না পারা
এমনকি জীবনহানিও!
লজ্জা নয়, সচেতনতা দরকার।
শরীর কৌতূহলের জায়গা নয়, দায়িত্বের জায়গা।
ব্যথা, রক্তপাত বা ফোলাভাব হলে দেরি না করে ডাক্তারের কাছে যান।
গুগল নয়
প্রফেশনাল হেল্প নিন।
এই মানুষটা বেঁচে গেছে সময়মতো অপারেশনের জন্য,
কিন্তু সবাই এতটা ভাগ্যবান হয় না।
একটা কাঠের টুকরো নয়
এটা আমাদের সমাজের “চুপচাপ থেকে বিপদ ডেকে আনার” প্রতীক। সমাজটা কোথায় যাচ্ছে ভেবে অবাক। এ ধরনের যৌন বিকৃতি থেকে নিরাপদে থাকুন, নয়তো জীবন সংকটে পড়বে।
শেয়ার করুন, সচেতন হোক সমাজের আশেপাশের মানুষ।
Dr_Abdur Rahman