16/07/2025
ফরিদপুর থেকে ৭১ বছর বয়সী ভদ্রলোক আসছেন কোমরে ব্যথা নিয়ে। ২০২৩ সালে কোমরে ব্যথার জন্য অপারেশন করেছেন। কিন্তু কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে কোমর থেকে টনটন করে ব্যথা করে দুই পায়ের দিকে নেমে যায়। হাঁটতে পারেন না। আগের অভিজ্ঞতা ভালো না হওয়ায় অপারেশন করতে ভয় পান। ডায়াবেটিস আছে , হাই প্রেসার আছে। দুই হাঁটুতে ও ব্যথা আছে। কোমরের এমআরআই করে দেখা যায় L4/5, L3/4 এ ডিস্ক সরে গিয়ে রগে চাপ দিয়েছে। তবে L4/5 এ সমস্যা বেশি। দু পায়ের হাঁটুর নিচের মাংসপেশীতে প্রচন্ড ব্যথা। কিডনির ফাংশন ভালো না থাকায় ব্যথার ওষুধ খেতে পারছেন না। আমরা অপারেশন এড়াতে ইন্টারভেনশন দেই।
বিস্তারিত জানতে কল 01742-983629 বা 01831-494949, ধন্যবাদ।
----------
ডাঃ মোঃ জোবায়ের হোসেন
MBBS, MD (BSMMU), FIPM (India)
Consultant, Dhaka Pain & Spine Center.
চেম্বার:
শনি থেকে বৃহস্পতিবার ঢাকার বনানীতে অবস্থিত ঢাকা পেইন এন্ড স্পাইন সেন্টারে। ঠিকানা: বাসা নং ৩৫, রোড নং ১৭, ব্লক ই, ফ্ল্যাট নং এ/১ ও বি/১, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর অফিসের উল্টা পাশের বিল্ডিং, বনানী কাচাবাজার, বনানী, ঢাকা। মোবাইল: 01894-090644 বা 01742-983629 বা 01831-494949 ধন্যবাদ।
চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ক্লিক করুন:
/
ফেসবুক পেইজ: / jobayer.pain.doctor
#হাড়ক্ষয় #নার্ভ
চিকিৎসক পরিচিতি:
ডা. মো. জোবায়ের হোসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। তিনি বিএসএমএমইউ (সাবেক পিজি হাসপাতাল) হতে ২০১৬ সালে এমডি এবং এর পর ভারত থেকে ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্টে সাফল্যের সাথে ফেলোশিপ সম্পন্ন করেন। তিনি দীর্ঘস্থায়ী ব্যথার চিকিত্সার জন্য অ্যাডভান্সড মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসাউন্ড, সি-আর্ম ও ইউএসজি গাইডেড প্রসিডিওরে বিশেষভাবে প্রশিক্ষিত।
প্রকাশনা ও অভিজ্ঞতা:
বিভিন্ন দেশি ও বিদেশি ইনডেক্স জার্নালে তার বেশ কয়েকটি প্রকাশনা রয়েছে।জার্নাল অব রিসেন্ট অ্যাডভান্স ইন পেইন মেডিসিন এবং বিএসএসপি জার্নালের সাথে তার পেশাদার অধিভুক্তি রয়েছে।
তিনি আন্তর্জাতিক হেডেক সোসাইটির (আইএইচএস) সহযোগী সদস্য। এছাড়াও বিএসএ-সিসিপিপি এবং বাংলাদেশ সোসাইটি অফ স্টাডি অফ পেইনের সক্রিয় সদস্য।
ডাঃ মোঃ জোবায়ের হোসেন ঢাকাস্থ আজগর আলী হাসপাতালে অ্যাসোসিয়েট কনসালট্যান্ট হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন এবং নিয়মিত পেইন ক্লিনিকে রুগীদের সেবা প্রদান করতেন।
সিঙ্গাপুর ও থাইল্যান্ড হতে ইন্টারভেনশনাল পেইন মেডিসিনের উপর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত।