13/10/2025
বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৫ উদযাপিত:
গতকাল (১২ ই অক্টোবর) ছিল বিশ্ব বাত বা আর্থ্রাইটিস দিবস।
এ বছরের প্রতিপাদ্য ছিলো—অ্যাচিভ ইওর ড্রিমস (তোমার স্বপ্ন অর্জন করো)। একজন আর্থ্রাইটিস বা বাতের রোগী চেষ্টা করলে তাঁর স্বপ্ন পূরণ করতে পারবেন, লক্ষ্য জয় করতে পারবেন। শারীরিক কোনো বাধা তাঁর প্রতিবন্ধকতা হতে পারবে না—এটিই এই বছরের বার্তা।
আসলেই তাই আপনি চাইলে অবশ্যই সুস্থ থাকতে পারবেন। প্রয়োজন সঠিক সময় সঠিক সিদ্ধান্ত এবং
সঠিক চিকিৎসা নেয়া। একজন বিশেষজ্ঞ চিকিৎসক এক্ষেত্রে আপনাকে সহযোগিতা করতে পারেন।