Sumaya Health Centre-Hospital & Pharma

Sumaya Health Centre-Hospital & Pharma Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sumaya Health Centre-Hospital & Pharma, Medical and health, Banani Model Town.

ভয়ংকর এক নারী প্রজন্মের অপেক্ষায় আমরা!!৭৫% উচ্চ শিক্ষিত মেয়ে ২৭ থেকে ৩০ বয়সেও বিয়েহীন। ক্যারিয়ার গড়তে গিয়ে এরা এমন এক ...
02/06/2024

ভয়ংকর এক নারী প্রজন্মের অপেক্ষায় আমরা!!
৭৫% উচ্চ শিক্ষিত মেয়ে ২৭ থেকে ৩০ বয়সেও বিয়েহীন। ক্যারিয়ার গড়তে গিয়ে এরা এমন এক সংকট তৈরী করেছে যে আগামী ৫ বছরে লাখ লাখ মেয়ে বিয়েহীন থাকবে৷

তাদের যৌবনের চাহিদা, আবেগ,ভালোবাসা হারানোর ফলে। স্বামীর মন জয় করার পরিবর্তে স্বামীর প্রতিদ্বন্দ্বী হয়েই সংসারে দরকষাকষি করবে৷ আর স্বামীও তাদের মাঝে আনুগত্য, কোমলত্ব,নারীত্ব না পেয়ে অসহ্য হয়ে উঠবে। তখন সংসার টিকানো অসম্ভব হয়ে পড়বে। কারণ তার স্ত্রী ৩০ টা বছর পুরুষের ফিতনাতে টেক্কা দিয়ে সে নিজেই পুরুষে বিবর্তিত হয়ে গেছে। তার আস্ত দেহটাই নারীর বৈশিষ্ট্য হলেও সে মানসিকভাবে পুরুষ। স্বামী তাকে দৈহিক ভাবে নারী পেলেও সে মেন্টাল ভাবে পুরুষ।এমন একটা দিন আসতে যাচ্ছে। মেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যৌবন থেকে যেমন বঞ্চিত হবে। বঞ্চিত হবে সংসার থেকেও। বঞ্চিত হবে আখিরাতের মুক্তি থেকেও।

©️ ডাঃ জাকিয়া সুলতানা, গাইনোকোলজিস্ট

14/04/2024

বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌছে দিচ্ছে সুমাইয়া ডিজিটাল ক্লিনিক !

বাংলাদেশের প্রত্যন্ত গ্রামীন জনগোষ্ঠীর জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে সুমাইয়া ডিজিটাল ক্লিনিক। সে উদ্দেশ্যকে সফল করার জন্য আমরা স্থানীয় ফার্মেসীতে স্থাপন করছি সুমাইয়া ই-ক্লিনিক। যার মাধ্যমে স্থানীয় ফার্মেসী এলাকার মানুষজনকে টেলিমেডিসিন প্রযুক্তির দ্বারা অভিজ্ঞ এবং দক্ষ ডাক্তারের সাথে যুক্ত করতে পারছে। তাই গ্রামে বসেই মানুষ পাচ্ছে মান সম্মত স্বাস্থ্যসেবা এবং ফার্মেসী পাচ্ছে নিজেদের আয় এবং সুনাম বৃদ্ধির সুজোগ।

07/09/2022
কিডনী রোগের লক্ষন ও করনীয়…ডায়াবেটিস ও কিডনি রোগ হচ্ছে নীরব ঘাতক।  বিভিন্ন কারণে কিডনির কার্যকারিতা কমে গেলে একজন মানুষ ন...
15/08/2022

কিডনী রোগের লক্ষন ও করনীয়…

ডায়াবেটিস ও কিডনি রোগ হচ্ছে নীরব ঘাতক। বিভিন্ন কারণে কিডনির কার্যকারিতা কমে গেলে একজন মানুষ নানাবিধ শারীরিক জটিলতায় পড়েন।*কিডনি একেবারে অকার্যকর হয়ে গেলে মৃত্যু নিশ্চিত!

মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো কিডনি (বাংলায় বৃক্ক )।রক্তের দূষিত পদার্থগুলো পরিশোধন করে এবং মূত্র তৈরি করে দেহ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করে কিডনী। একটি অসুস্থ বা অকার্যকর কিডনির কারণে একজন মানুষ দীর্ঘমেয়াদি শারীরিক জটিলতায় আক্রান্ত হয়ে ধুকে ধুকে মৃত্যুর দিকে ধাবিত হয়। এজন্য অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ সুস্থ রাখার পাশাপাশি কিডনি সুস্থ রাখা অত্যন্ত জরুরি।

# কিডনি রোগের লক্ষণ…

প্রাথমিক পর্যায়ে কিডনি রোগের তেমন কোনো লক্ষণ প্রকাশ পায় না। ধীরে ধীরে কিডনির কার্যক্রম ক্ষমতা কমতে থাকলে লক্ষণগুলো প্রকাশ পেতে শুরু করে।
*ক্ষুধামন্দা
*ওজন হ্রাস পাওয়া
*হাত, পা, মুখে পানি জমে ফুলে যাওয়া
*প্রস্রাবের পরিমাণ হ্রাস পাওয়া বা প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া
*ক্লান্তিভাব আসা
*ঘুম কম হওয়া
*অসুস্থ বোধ করা
*শরীরের বিভিন্ন অংশে চুলকানি হওয়া
*মাঝে মাঝেই মাথাব্যথা হওয়া ইত্যাদি লক্ষণ ক্রনিক কিডনি ডিজিসের শেষ পর্যায়ে প্রকাশ পেতে শুরু করে।

# কিডনি রোগের ঝুঁকির কারণ….

*ডায়াবেটিস
*উচ্চরক্তচাপ
*হৃদরোগ
*কিডনি রোগের পারিবারিক ইতিহাস
*শরীরের অতিরিক্ত ওজন
*ধূমপান
*কিডনির জন্য ক্ষতিকর এমন ওষুধ সেবন *জন্মগত কিডনির সমস্যা
*৬০ বছরেরবেশী বয়স কিডনি রোগের ঝুঁকির জন্য অন্যতম।

# প্রতিরোধে করণীয়….

কিডনি রোগের অন্যতম ঝুঁকির অন্যতম কারণ ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ। সুতরাং যাদের দীর্ঘদিন ধরে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ আছে, তাদের নিয়মিত ডাক্তারের পরামর্শ মোতাবেক নিয়ন্ত্রিত জীবনযাপন ও ওষুধ সেবন করা বাধ্যতামূলক, যেন ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ সবসময় নিয়ন্ত্রণে থাকে।

নিয়মিত শারীরিক পরিশ্রম (ব্যায়াম) করতে হবে এবং শরীরের অতিরিক্ত ওজন দ্রুত কমিয়ে ফেলতে হবে। ধূমপান ত্যাগ করতে হবে।অতিরিক্ত লবণ খাওয়ার অভ্যাস ত্যাগ করতে হবে। রক্তে কলস্টেরল স্বাভাবিক মাত্রায় রাখতে হবে।প্রতিদিন বেশি পরিমাণে শাকসবজি ও ফলমূল খাওয়ার অভ্যাস করতে হবে।
তবে যাদের কিডনি রোগ আছে তাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ না নিয়ে ফলমূল খাওয়া যাবে না।
কিডনি রোগীদের ক্ষেত্রে নিয়মিত ওষুধ সেবন এবং রুটিন চেকআপ করানো আবশ্যক।

Address

Banani Model Town

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sumaya Health Centre-Hospital & Pharma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share