03/12/2021
কোমরে ব্যথায় পরীক্ষা নিরীক্ষা পর্ব- ৯ঃ কোন টেস্ট ছাড়াই PLID ডায়াগনোসিস।
কোন পরীক্ষা নিরীক্ষা ছাড়া কিভাবে বুঝব যে আমার পিএলআইডি হয়েছে। (১) তীব্র কোমরে ব্যথা হোক বা হালকা কোমরে ব্যথা হোক বা কোমরে ব্যথার নাই থাক, কিন্তু ব্যাথাটা যদি ছড়িয়ে যায় পায়ের দিকে, পায়ের পাতা পর্যন্ত তাহলে এটা হল পিএলআইডি চেনা এক নম্বর উপায় কোন টেস্ট ছাড়াই।
(২) পায়ের দিকে ব্যথা যদি হাঁটাহাঁটি করলে হাঁচি দিলে কাশি দিলে বেড়ে যায় এবং শুয়ে থাকলে বা বিশ্রাম নিলে কমে যায় বা একেবারেই থাকে না তাহলে সেটা পিএলআইডি। আমরা জানি ডায়াবেটিস হলে ও পায়ের দিকে ব্যথা বা অবশ থাকে কিন্তু সে ক্ষেত্রে হাঁটাহাঁটি করলেও যা, শুয়ে থাকলেও তা।
সেগুলো নিয়ে আজকের এই ভিডিও।
Youtube Link: https://youtu.be/f9j1q6ZYPgA