14/06/2025
Happy World Blood Donation Day-2025
যাদের ডায়াবেটিস আছে তারা রক্ত দিতে পারবে কিনা একেবারে সাধারন জিজ্ঞাসা।
সাধারনত যদি ডায়াবেটিস নিয়ন্ত্রিত থাকে তবে তিনি সাধারন রক্ত দাতার মতই রক্ত দিতে পারবেন। এমনটাই বলা হয় বিশ্বে প্রতিষ্ঠিত গাইডলাইন গুলোতে। আরও সুচারুভাবে বললে কারও HbA1C যদি ৯ এর নীচে থাকে তবে তার রক্তদানে বাধা নেই। যদি না
- ৪ সপ্তাহের ভিতরে severe hypoglycemia (low blood sugar episodes) থাকে
- Diabetic ketoacidosis (DKA) থাকে (বিগত ৩ মাসের ভিতরে)
- Diabetes-Related Complications যেমন Severe neuropathy (nerve damage এর দ্বারা balance ক্ষতিগ্রস্থ হয়), Poor wound healing or infections riskier. Advanced kidney disease (বিশেষ করে যিনি metformin খাচ্ছেন)থাকে।
- Unstable blood sugar levels (ঘনঘন high, অথবা low হওয়া).
- Advanced kidney disease or heart complications.
রক্ত দেওয়ার পর কি কোনও সতর্কতা অবলম্বন করতে হয়?
যারা insulin or sulfonylureas (e.g., glipizide, glyburide) নিচ্ছেন তাদের রক্ত দানের পর পানিশূন্যতা তৈরির ঝুঁকি থাকে তাই সেদিকে নজর রাখা উচিত তাদের।
আবার এই ওষুধ গুলার পিক টাইম ২-৪ ঘণ্টা থাকে বিধায় যিনি ইন্সুলিন নিচ্ছেন তিনি রক্তদানের দুই ঘণ্টা আগে ইন্সুলিন নিতে পারবেন না এবং যিনি sulfonylureas নিচ্ছেন তিনি ওষুধ গ্রহনের চারঘন্টার মাঝে রক্ত দিতে পারবেন না।
রক্তদানের সময় খালি পেটে থাকা যাবেনা। যেহেতু রক্তদানের সময় ১০% এর মত শরীর থেকে চলে যায় তার ফলে Hypoglycemia হওয়ার ঝুঁকি থাকে। তাই স্বল্প আকারে হলেও খাওয়া উচিত।
কি খাওয়া যাবেনা?
Fried/fatty foods (burgers, fries) যেগুলো digestion কে স্লো করে দেয় ফলে nausea হতে পারে।
Caffeine পান করলে/ খেলে Dehydrates হয় অনেক ক্ষেত্রে dizziness হতে পারে।
আবার প্রশ্ন আসতে পারে ডায়াবেটিসের ওষুধ খাচ্ছে এমন কারও রক্ত নিলে রোগীর ক্ষতি হবে কিনা।
আসলে রক্তের ব্যাগে রক্ত থাকে ৪৫০ মিলি। সেই রক্ত যদি শরিরে ঢুকে তাহলে সেটি dilution হয়ে যায়। ধরলাম একজন রক্তদাতা যদি metformin গ্রহন করে তবে তার Peak blood concentration হয় প্রায় 1–2 µg/mL। রোগীর শরীরে যদি প্রবেশও করে (সাধারনত করেনা কারন এটি রক্তে থাকেনা,সেলের ভিতরে চলে যায়) তবে dilution হয়ে 0.1 µg/mL হয়। সাধারনত Metformin এর blood sugar কমানোর জন্য Therapeutic dose প্রয়োজন হয় >0.5 µg/mL। অর্থাৎ ঝুঁকি থাকেই না বলতে গেলে।
সারাবিশ্বেই রক্তদাতা সংকট রয়েছে। আমরা যদি একটা একটা ইস্যু তৈরি করে রক্তদানে বাধার সৃষ্টি করি তবে একমাত্র ৩০ বছরের নিচের জনগোষ্ঠীই রক্ত দিতে পারবে, এর বাইরে রক্তদাতা আর খুঁজে পাওয়া যাবেনা। সেটা হলে রক্তের সংকট কখনই পূরণ হবেনা।
( সংগৃহীত ও পরিমার্জিত)