
22/05/2025
Iron Deficiency আমাদের দেশে নারীদের মধ্যে অত্যন্ত সাধারণ সমস্যা।
মূল কারণ:
★মাসিক রক্তক্ষরণ
★গর্ভধারণ ও স্তন্যদান
★কম আয়রনযুক্ত খাদ্য গ্রহণ
নারীদের দৈনিক আয়রনের চাহিদা কত?
(National Institutes of Health, USA অনুযায়ী)
★19-50 বছর বয়সী নারীদের: ১৮ মি.গ্রা. / দিন
★গর্ভবতী নারীদের: ২৭ মি.গ্রা. / দিন
★স্তন্যদানকালীন নারীদের: ৯-১০ মি.গ্রা. / দিন
★পুরুষদের জন্য মাত্র ৮ মি.গ্রা.
আয়রনের ঘাটতির লক্ষণসমূহঃ
সবসময় দুর্বল লাগা, মাথা ঘোরা, নিঃশ্বাসে কষ্ট, চুল ঝরা, নখ ভেঙে যাওয়া, মুখে ফাটা বা জ্বালাপোড়া
★আয়রন শোষণে ভিটামিন "সি" দরকার। তাই শাকসবজির সাথে লেবু বা আমলকী রাখা ভালো।
★চা-কফি খাবারের সাথে না খাওয়া উত্তম, কারণ এটি আয়রন শোষণ কমিয়ে দেয়।
**** -লোহার হাড়িতে (cast iron pan) রান্না করলে খাবারে আয়রনের পরিমাণ ১৬-২০% পর্যন্ত বাড়তে পারে।
- বিশেষ করে টমেটো বা লেবু জাতীয় অ্যাসিডিক খাবার রান্না করলে শোষণ বেশি হয়।
(Source: American Dietetic Association)