Dr. Dolilur Rahman

Dr. Dolilur Rahman Prof ( MPT Course), NIPS (Kolkata)

* Clinician, Educator, Researcher & Biomechanical Disorders Specialist * World class Consultation & Treatments for Pain & Sports Injury >19 years, * Sr.Consultant, CARe Med College Hospital & BPH (Gulshan), Asso.

সাধারণ মাস্ক ও অক্সিজেন/কার্বন ডাই অক্সাইড এবং  স্বাস্থ্য ঝুঁকি --------------------------------------------------------...
17/05/2020

সাধারণ মাস্ক ও অক্সিজেন/কার্বন ডাই অক্সাইড এবং স্বাস্থ্য ঝুঁকি
-----------------------------------------------------------------

করোনাভাইরাসের বিস্তার রোধে এখন সবাই মাস্ক পরি, মাস্ক পরা কি আসলে অক্সিজেন গ্রহণ কমিয়ে দিচ্ছে বা নিজস্ব কার্বন ডাই অক্সাইডে শ্বাস নিতে বাধ্য করছে ? অক্সিজেন এর স্বল্পতায় বা উচ্চ স্তরের কার্বন ডাই অক্সাইড এর কারণে বমি বমি অনুভুত হওয়া, কানে শো শো শব্দ হওয়া, খিঁচুনি, মাথা ঘোরা বা মাথা হাল্কা বা মাথা ভার বা মাথা ঝিম ঝিম মনে হতে পারে এমনকি অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড গ্রহণ স্বাস্থ্যের উপর বিরুপ প্রভাব ফেলতে পারে ।

মাস্ক পরার কারনে বেশি কার্বন ডাই অক্সাইড তৈরি হতে পারে এবং কম অক্সিজেন পাওয়া যেতে পারে এবং উচ্চ স্তরের কার্বন ডাই অক্সাইড ইনহেল করা বেশ বিপজ্জনক এমনকি কিছু ক্ষেত্রে প্রাণঘাতীও হতে পারে। (এনআইএইচ) । "ক্ষতির কারণ হতে সক্ষম হয়ে ওঠার জন্য এটি বেশ উচ্চতর ঘনত্ব হতে হবে।" কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে ২.০৪% এর স্তরে আছে। এটি যখন প্রায় ১০% এর চেয়ে বেশি হয় তখন এটি একটি পরিবেশে বিপজ্জনক।

"আপনি যখন খুব তাড়াতাড়ি বা খুব ঘন ঘন শ্বাস ছাড়েন তখন খুব কম কার্বন ডাই অক্সাইড থাকাও সম্ভব। আবার আপনি যদি দম ধরে থাকেন, তখন খুব বেশি কার্বন ডাই অক্সাইড বাড়ে। (অধ্যাপক বিল ক্যারল)। মূল বিষয়টি হল কার্বন ডাই অক্সাইড রক্তের পিএইচ নিয়ন্ত্রণ করে – ইহা খুব বেশি হলে রক্ত খুব অ্যাসিডযুক্ত হয় এবং খুব সামান্য হলে রক্ত খুব ক্ষারীয় হয়ে যায়।

মাস্ক কার্বন ডাই অক্সাইড স্তরকে কতটা প্রভাবিত করতে পারে তা নির্ভর করে এটি কীভাবে তৈরি হয়েছে এবং নাক মুখ ঢেকে এটি কতটা শক্তভাবে লাগানো থাকে । ডঃ ক্যারল বলেন, "আপনি যদি নিজের মাথার উপরে একটি প্লাস্টিকের ব্যাগ দিয়ে মাথার উপর থেকে গলা পর্যন্ত শক্ত করে বেঁধে রাখেন তবে কোনও করোনভাইরাস প্রবেশ করতে পারে না, কিন্তু কোনও অক্সিজেনও ঢুকতে পারবেনা এবং আপনার দমবন্ধ হতে পারে, তাই ইহা অগ্রহণযোগ্য ।

কাপড়ের মাস্কঃ

যখন আপনি শ্বাস ছাড়ছেন বা শ্বাস প্রশ্বাস নেবেন তখন বাতাস কাপড়ের মাস্ক এর ছিদ্রগুলির মধ্য দিয়ে যেতে পারে। এ কারণেই কাপড়ের মাস্ক আপনাকে ভাইরাস নিঃশ্বাস থেকে সম্পূর্ণরূপে রক্ষা করে না, তবে আপনার শ্বাস-প্রশ্বাসের প্রবাহকে বিরক্ত করে এটি আপনার শ্বাসের অ্যারোসোলগুলি থেকে আপনার চারপাশের লোকদের রক্ষা করতে পারে ” । কিন্তু কাপড়ের মাস্ক নাক, মুখ ঢেকে খুব শক্তভাবে লাগানো থেকে অক্সিজেন এর অভাব তৈরি হয় এবং অস্বস্তিকর বা শ্বাসকষ্ট হতে পারে । এক্ষেত্রে অবশ্যই মাস্ক লুজ করতে হবে ।

- যাদের কোমর আছে, তাদের জীবনে একবার বা ততধিকবার কোমর ব্যথা হওয়ার সম্ভাবনা ৮০% ---তাই কোমর ব্যথার বিজ্ঞান ভিত্তিক গুরুত্ব...
14/05/2020

- যাদের কোমর আছে, তাদের জীবনে একবার বা ততধিকবার কোমর ব্যথা হওয়ার সম্ভাবনা ৮০% ---
তাই কোমর ব্যথার বিজ্ঞান ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্যগুলো করোনায় লকডাউনে জানতে পারেন ।

কোমর ব্যথায় সাধারণত কেউ মারা যায় না। কিন্ত ভুল চিকিৎসায় মারাত্মক ক্ষতি খুবই স্বাভাবিক, এমনকি মৃত্যুও হচ্ছে প্রতি...

14/05/2020

https://www.thedailystar.net/the-myth-about-low-back-pain-60504

The prevalence of back pain has not changed, but unhelpful ideas about it have increased; for example, if you have got back pain, you have damaged your back; if your back hurts, don't move; and if you have got back pain, a disc is out of place.

বয়সের সাথে সাথে হাঁটুরও বয়স হবে, ক্ষয় হবে, ব্যথা হবে- হাঁটা চলাফেরায় কষ্ট হবে ও দৈনন্দিন কাজকর্মে সমস্যা হবে - কিন্তু এই...
13/05/2020

বয়সের সাথে সাথে হাঁটুরও বয়স হবে, ক্ষয় হবে, ব্যথা হবে- হাঁটা চলাফেরায় কষ্ট হবে ও দৈনন্দিন কাজকর্মে সমস্যা হবে -

কিন্তু এই ধরনের হাঁটুর অসুবিধার কারন নির্ণয়পূর্বক অপারেশন ছাড়াও সঠিক চিকিৎসার মাধ্যমে ব্যথা, কষ্ট ও সমস্যা লাঘব করে সুস্থ থাকা যায় ।

যেমন মিসেস রিতা খান, বয়স ৭৫ বছর । শুনুন তার কথা । ধন্যবাদ ।

রোগীর কাছ থেকেই শুনুন ।

Address

Banani Model Town

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 15:00 - 21:00
Wednesday 15:00 - 17:00
Thursday 15:00 - 21:00
Friday 15:00 - 17:00
Saturday 15:00 - 21:00
Sunday 15:00 - 17:00

Telephone

+8801790267359

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Dolilur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Dolilur Rahman:

Share

Category