29/06/2025
মোছাঃ বৃষ্টি আক্তারের গল্প…
👉মোছাঃ বৃষ্টি আক্তার -
একজন কর্মজীবী নারী। প্রতিদিন সকালেই অফিসে যেতে হয়, ব্যস্ত জীবন, নানান দায়িত্ব।
কিন্তু ওনার সবচেয়ে বড় দায়িত্ব আর সবচেয়ে বড় টেনশন—বাসায় থাকা অসুস্থ মা।
👉ওনার মা শারীরিকভাবে এতটাই দুর্বল যে, নিজের কাজগুলো নিজে করতে পারেন না। খাবার খাওয়ানো, গোসল করানো, ওষুধ খাওয়ানো, সময়মতো চেকআপ—সবই (বৃষ্টি আক্তার) নিজেই করেন যখন বাসায় থাকেন।
কিন্তু সকাল হলে যখন অফিসের জন্য বের হতে হয়, তখন মা’কে একা রেখে যেতে মন মানে না। মনে চিন্তা কাজ করে,
“মা যদি ঠিকমতো খেতে না পারেন?”
“ওষুধের সময় কে মনে রাখবে?”
“হঠাৎ যদি কিছু হয়ে যায়?”
🧑⚕️এই দুশ্চিন্তার মাঝে একদিন জানতে পারলেন Nursing Home Care Service এর কথা।
যেখানে প্রশিক্ষিত নার্স / কেয়ারগীভার গন বাসায় গিয়ে ওনার মায়ের যত্ন নেন, ঠিকমতো খাওয়ানো, ওষুধ দেওয়া, প্রয়োজনীয় সেবাসহ সব কাজ করেন।
এখন ওনি অফিসে থাকলেও মাকে নিয়ে টেনশন করতে হয়না ।
কারণ,
মায়ের পাশে রয়েছে একজন দায়িত্বশীল নার্স।
ওনার মতো ই মায়ের সেবা যত্ন করেন।
আপনার বাড়িতেও কি এমন কেউ আছেন যার নিয়মিত যত্নের প্রয়োজন?
আমরা Home Care Service আপনার পাশে আছি।
👉 অভিজ্ঞ নার্স এবং কেয়ারগিভার
👉 বাসায় গিয়ে ৮,১২ এবং ২৪ ঘন্টা সেবা করা।
👉 অসুস্থ, বয়স্ক এবং চলাফেরায় অক্ষম রোগীর জন্য বিশেষ যত্ন।
আজই যোগাযোগ করুন।
✅পরিবার থাকুক নিশ্চিন্ত, সেবায় থাকুক বিশ্বস্ততা।
#নার্সিং_হোম_কেয়ার