Ma Home care bd

Ma Home care bd Ma Home Care BD,
A door-to-door home care nursing facility ensures 24/7 world-class nursing home care

স্বাস্থ্য সেবার জয় ❓
মা হোম কেয়ার ই হয়।

We provide quality care with a loving approach to our patients- by our skilled, experienced, and certified nursing specialists. Aside from our nursing services, we also deliver emergency medical equipment at your doorstep and every possible home deliverable testing services nationwide. To know more about our services feel free to contact us at +8801738944482. We ensure your safe and healthy life.

06/07/2025

🧑‍⚕️আপনার শরীর কি কুঁজো হয়ে যাচ্ছে?অথবা- ব্যাক পেইনে ভোগছেন?

অনেক সময় ভুল পজিশনে, দীর্ঘক্ষণ বসা, বা অতিরিক্ত কাজের কারণে আমাদের Body বাঁকা বা কুঁজো হয়ে যায়। সেই সাথে দেখা দেয় ভয়ংকর কোমর ও পিঠের ব্যথা। এই সমস্যার সহজ সমাধান হতে পারে Posture Correction Belt বা ব্যাক সাপোর্ট বেল্ট।

এই বেল্ট কীভাবে কাজ করে?
✅ শরীরকে সোজা রাখে
✅ কুজো বা বাঁকা হওয়া ঠিক করে
✅ ব্যাক পেইন কমায়
✅ স্পাইন বা মেরুদণ্ডকে সঠিক অবস্থানে ধরে রাখে
✅ অফিস, পড়াশোনা বা ঘরের কাজে সহায়ক।
#ব্যাক_পেইন_


মোছাঃ বৃষ্টি আক্তারের গল্প…👉মোছাঃ বৃষ্টি  আক্তার - একজন কর্মজীবী নারী। প্রতিদিন সকালেই অফিসে যেতে হয়, ব্যস্ত জীবন, নানান...
29/06/2025

মোছাঃ বৃষ্টি আক্তারের গল্প…

👉মোছাঃ বৃষ্টি আক্তার -
একজন কর্মজীবী নারী। প্রতিদিন সকালেই অফিসে যেতে হয়, ব্যস্ত জীবন, নানান দায়িত্ব।
কিন্তু ওনার সবচেয়ে বড় দায়িত্ব আর সবচেয়ে বড় টেনশন—বাসায় থাকা অসুস্থ মা।

👉ওনার মা শারীরিকভাবে এতটাই দুর্বল যে, নিজের কাজগুলো নিজে করতে পারেন না। খাবার খাওয়ানো, গোসল করানো, ওষুধ খাওয়ানো, সময়মতো চেকআপ—সবই (বৃষ্টি আক্তার) নিজেই করেন যখন বাসায় থাকেন।
কিন্তু সকাল হলে যখন অফিসের জন্য বের হতে হয়, তখন মা’কে একা রেখে যেতে মন মানে না। মনে চিন্তা কাজ করে,
“মা যদি ঠিকমতো খেতে না পারেন?”
“ওষুধের সময় কে মনে রাখবে?”
“হঠাৎ যদি কিছু হয়ে যায়?”

🧑‍⚕️এই দুশ্চিন্তার মাঝে একদিন জানতে পারলেন Nursing Home Care Service এর কথা।
যেখানে প্রশিক্ষিত নার্স / কেয়ারগীভার গন বাসায় গিয়ে ওনার মায়ের যত্ন নেন, ঠিকমতো খাওয়ানো, ওষুধ দেওয়া, প্রয়োজনীয় সেবাসহ সব কাজ করেন।

এখন ওনি অফিসে থাকলেও মাকে নিয়ে টেনশন করতে হয়না ।
কারণ,
মায়ের পাশে রয়েছে একজন দায়িত্বশীল নার্স।
ওনার মতো ই মায়ের সেবা যত্ন করেন।

আপনার বাড়িতেও কি এমন কেউ আছেন যার নিয়মিত যত্নের প্রয়োজন?
আমরা Home Care Service আপনার পাশে আছি।

👉 অভিজ্ঞ নার্স এবং কেয়ারগিভার
👉 বাসায় গিয়ে ৮,১২ এবং ২৪ ঘন্টা সেবা করা।
👉 অসুস্থ, বয়স্ক এবং চলাফেরায় অক্ষম রোগীর জন্য বিশেষ যত্ন।

আজই যোগাযোগ করুন।
✅পরিবার থাকুক নিশ্চিন্ত, সেবায় থাকুক বিশ্বস্ততা।
#নার্সিং_হোম_কেয়ার


মা হোম কেয়ার - এর পক্ষ থেকে সবাই কে জানায় ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক ২০২৫ োবারক
06/06/2025

মা হোম কেয়ার - এর পক্ষ থেকে সবাই কে জানায়
ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক ২০২৫

োবারক

31/05/2025

ইউরিন কালেক্টর 👉সম্পর্কে আপনাদের কমন ৩ টি প্রশ্ন এবং উত্তর ❓

#ইউরিনকালেকশন_ব্যাগ


17/05/2025

কুর্মিটোলা জেনারেল🏥 হাসপাতালে আসলে কি কি সুবিধা পাবেন?

13/05/2025

কুর্মিটোলা জেনারেল🏥 হাসপাতালে কিভাবে আসবেন এবং চিকিৎসা নিবেন জেনে নিন?

❤️ যত্নে থাকুক পৃথিবীর প্রতিটি মা।তিনি আমাদের পৃথিবীতে আনার প্রথম কারণ। তাঁর হাসি, মমতা আর নিরন্তর ত্যাগেই আমরা বড় হয়েছি...
10/05/2025

❤️ যত্নে থাকুক পৃথিবীর প্রতিটি মা।

তিনি আমাদের পৃথিবীতে আনার প্রথম কারণ। তাঁর হাসি, মমতা আর নিরন্তর ত্যাগেই আমরা বড় হয়েছি।
আজ সময় তাঁর পাশে থাকার, যত্ন নেওয়ার।
আমাদের অভিজ্ঞ নার্সিং ও কেয়ারগিভার সেবার মাধ্যমে আমরা নিশ্চিত করি প্রতিটি মায়ের সুস্থতা, স্বাচ্ছন্দ্য ও ভালো থাকা।
★ প্রয়োজন যখন পরম মমতার।
পাশে থাকবে 👉 মা হোম কেয়ার।
#মা_দিবস

একটি হুইলচেয়ার 🧑‍🦽 কাদের জন্য প্রয়োজন?যারা—• বয়সের ভারে চলতে পারেন না,• প্যারালাইসিস বা স্ট্রোকে চলাচল হারিয়েছেন,• দুর্ঘ...
05/05/2025

একটি হুইলচেয়ার 🧑‍🦽 কাদের জন্য প্রয়োজন?

যারা—
• বয়সের ভারে চলতে পারেন না,
• প্যারালাইসিস বা স্ট্রোকে চলাচল হারিয়েছেন,
• দুর্ঘটনায় আহত হয়ে বিছানায় বন্দী,
• বিশেষভাবে সক্ষম বা দীর্ঘমেয়াদি অসুস্থতায় ভুগছেন —
তাদের জন্য একটি হুইলচেয়ার হয়ে ওঠে জীবনের নতুন ভরসা।

হুইলচেয়ার ব্যবহারে যেসব উপকার হয়:
✔️ প্রিয়জন স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন
✔️ অন্যের উপর নির্ভরতা কমে যায়
✔️ আত্মবিশ্বাস ও মানসিক শক্তি ফিরে আসে
✔️ সহজে হাসপাতাল, ঘর বা বাহিরে যাওয়া যায়
✔️ কেয়ারগিভারদের দায়িত্ব অনেকটা হালকা হয়

একটি হুইলচেয়ার মানে শুধু একটি যন্ত্র নয় — এটা একজন মানুষের ‘নিজে চলার সাহস’।

আমরা দিচ্ছি:
✔️ আরামদায়ক ও মানসম্পন্ন হুইলচেয়ার
✔️ দ্রুত হোম ডেলিভারি
✔️ কাস্টমার সাপোর্ট ও পরামর্শ
#হুইলচেয়ার
#হুইলচেয়ার_এর_দাম

29/04/2025

🧑‍🦽একটি হুইলচেয়ার কাদের জন্য প্রয়োজন?

👉হুইলচেয়ার — কেবল একটি বসার জায়গা নয়, এটা একটি নতুন জীবন শুরু।

👉আপনার বৃদ্ধ মা, বাবা অথবা অসুস্থ প্রিয়জন যখন চলতে কষ্ট পান, তখন তাদের মুখে এক টুকরো হাসি ফেরাতে পারে একটি সঠিক হুইলচেয়ার।
👉স্বাধীনভাবে চলার শক্তি পেলে তারা আবার ফিরে পাবে পুরনো আত্মবিশ্বাস, আনন্দ আর জীবনের স্বাদ।

#হুইলচেয়ার


তাদের কঠিন জীবন টা সহজ করতে
এখন ই অর্ডার করুন 🧑‍🦽হুইলচেয়ার।
📲01738944482

কাদের জন্য একটি * অক্সিজেন কনসেনট্রেটর প্রয়োজন ?✅ সিওপিডি (COPD) রোগী✅ এজমা বা শ্বাসকষ্টের রোগী✅ নিউমোনিয়া বা লাং ইনফেকশ...
16/03/2025

কাদের জন্য একটি * অক্সিজেন কনসেনট্রেটর প্রয়োজন ?

✅ সিওপিডি (COPD) রোগী
✅ এজমা বা শ্বাসকষ্টের রোগী
✅ নিউমোনিয়া বা লাং ইনফেকশন আক্রান্ত ব্যক্তি
✅ কোভিড-১৯ বা করোনা পরবর্তী চিকিৎসার জন্য
✅ সিনিয়র সিটিজেন বা বয়স্ক ব্যক্তিরা, যাদের অক্সিজেন ঘাটতি হয়
✅ ফুসফুসের দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত রোগী

🏥 অক্সিজেন কনসেনট্রেটর কিভাবে কাজ করে ❓

অক্সিজেন কনসেনট্রেটর একটি চিকিৎসা সরঞ্জাম যা বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করে এবং বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করে। এটি মূলত শ্বাসকষ্ট বা অক্সিজেন ঘাটতিজনিত রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য ব্যবহার করা হয়। বিশেষ করে সিওপিডি (COPD), অ্যাজমা, নিউমোনিয়া, ফুসফুসের রোগ, করোনাভাইরাস সংক্রমণ ইত্যাদিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

🏥 ✔ অবিরাম অক্সিজেন সরবরাহ: যতক্ষণ বিদ্যুৎ থাকে, অক্সিজেন তৈরি করতে পারে।
✔ সহজ বহনযোগ্য: কিছু মডেল ছোট ও ব্যাটারি চালিত, যা বাইরে ব্যবহার করা যায়।
✔ নিরাপদ: অক্সিজেন সিলিন্ডারের মতো বিস্ফোরণের ঝুঁকি নেই।
✔ স্বল্প খরচে দীর্ঘমেয়াদী ব্যবহার: সিলিন্ডারের মতো বারবার রিফিলের প্রয়োজন হয় না।
📲 01738944482



25/02/2025

🏡নার্সিং হোম সার্ভিস এবং কেয়ার গীভার সম্পর্কে🏥 ডঃ ইউনুস স্যার এর বক্তব্য।

বুদ্ধিমান মানুষের
বুদ্ধিমান চিন্তা ভাবনা ❤️



19/02/2025

যে ৫ টি কারণে আপনার এই Urine collector টি ব্যাবহার করা উচিৎ।

✔️ ডায়াপার এর ঝামেলা থেকে মুক্তি পাবেন।
✔️ ক্যাথেটার এর ঝামেলা থেকে মুক্তি পাবেন।
✔️ আপনার অনেক গুলো টাকা সেইভ হবে।
✔️ প্রিয়জনের ত্বকের সমস্যা দূর হবে।
✔️ অনেক গুলো কাপড় নষ্ট হবে না।
তাই এখন ই অর্ডার করুন।
অর্ডার করার জন্য আপনার
নাম-
ঠিকানা -
ফোন নাম্বার -
পুরুষ / মহলিা -
তথ্য গুলো দিন ধন্যবাদ।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Ma Home care bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ma Home care bd:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram