21/07/2025
আমাদের শ্রদ্ধেয় উপাচার্য **প্রফেসর ড. রকীব আহমেদ** আজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি সোমবার, *২১ জুলাই ২০২৫*, ভোর আনুমানিক **৩:৩০ মিনিটে**, **এভারকেয়ার হাসপাতাল, ঢাকা**-তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
ড. রকীব আহমেদ ছিলেন একজন শ্রদ্ধেয় শিক্ষাবিদ, গবেষক ও প্রশাসক, যিনি তার জ্ঞান, বিচক্ষণতা ও নেতৃত্বের মাধ্যমে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে একটি উচ্চমাত্রায় পৌঁছে দিয়েছেন।
Fareast International University পরিবার তার এই অপূরণীয় ক্ষতিতে গভীরভাবে শোকাহত।
আল্লাহ্ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের এই শোক সহ্য করার শক্তি দেন।
সকলের কাছে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করছি
**শোকবার্তা**
ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (FIU) পরিবার গভীর শোকের সাথে জানাচ্ছে যে, আমাদের শ্রদ্ধেয় উপাচার্য **প্রফেসর ড. রকিব আহমেদ** আজ ২১ জুলাই ২০২৫, সোমবার ভোর আনুমানিক ৩.৩০ মিনিটে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ড. রকীব আহমেদ ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ, দক্ষ প্রশাসক এবং নিবেদিতপ্রাণ মানবিক গুন সম্মত ব্যাক্তিত্ব। তিনি দেশের উচ্চশিক্ষা খাতে অসামান্য অবদান রেখেছেন এবং ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন। তাঁর মৃত্যুতে এফআইইউ পরিবার এক অপুরণীয় ক্ষতির সম্মুখীন হলো।
মহান আল্লাহ্ রাব্বুল আ'লামীনের দরবারে আমাদের দোয়া এই যে—তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন এবং তাঁর সকল গুনাহ ক্ষমা করে দেন। আমীন।
আমরা মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।
আমরা সকলের কাছে মরহুমের রুহের মাগফিরাতের জন্য দোয়া প্রার্থনা করছি।
**ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিবার**