MZN Love & Life Motivations Club

MZN Love & Life Motivations Club happy living i want

happy living you want

The one-stop to pick yourself up n get inspirations in your day to get relaxed n peace in living...

Written n Presents by Consoler. Jack Denver, Realism Philosopher,

an Inspirational Writer n Orator of MZN Love & LIfe Motivations Club, Inventor n Consoler of WhitePigeon

যারা যতো আশায় করে বেড়ায় বাছাই; ছকেটে প্লাগ ইন হলেই আউটে লাথি পাছায়!✍️ Consoler. Jack Denver
28/08/2025

যারা যতো আশায় করে বেড়ায় বাছাই; ছকেটে প্লাগ ইন হলেই আউটে লাথি পাছায়!✍️ Consoler. Jack Denver

22/08/2025

নারী কর্মক্ষেত্রে আগাতে
গিয়ে
চর্মক্ষেত্রে ডুবে যাচ্ছে! কাজ-কাম দুটোই চলছে‼️🔞✍️Consoler. Jack Denver

🔞বয়সের চেয়ে যাদের হাত বদল ডাবল, বিছানাও বদল তাদের শত ডাবল ট্রিপল!🛏️ ✍️Consoler. Jack Denver
17/08/2025

🔞বয়সের চেয়ে যাদের হাত বদল ডাবল, বিছানাও বদল তাদের শত ডাবল ট্রিপল!🛏️ ✍️Consoler. Jack Denver

৪ ব্যাটারী টর্চ যেমন ১ ব্যাটারী কম হলে জ্বলেনা,🔦১২ ঘাটের নারী তেমন ১ খাটে ঘুমালে চলেনা! 🛏️চায় সদা নতুনত্ব,🍆 খায় চো🍌; হার...
15/08/2025

৪ ব্যাটারী টর্চ যেমন ১ ব্যাটারী কম হলে জ্বলেনা,🔦
১২ ঘাটের নারী তেমন ১ খাটে ঘুমালে চলেনা! 🛏️
চায় সদা নতুনত্ব,🍆 খায় চো🍌; হারায় সতিত্ব!🔞
✍️Consoler. Jack Denver 🇺🇲🌎🇧🇩

বিশ্বাসঘাতকতা সবাই করতে পারে না। যারা করে, তারা অত্যন্ত চতুর, ঠাণ্ডা মাথার মানুষ। তাদের দেখলে মনে হবে যেন আসমান থেকে নেম...
09/08/2025

বিশ্বাসঘাতকতা সবাই করতে পারে না। যারা করে, তারা অত্যন্ত চতুর, ঠাণ্ডা মাথার মানুষ। তাদের দেখলে মনে হবে যেন আসমান থেকে নেমে আসা এক ফেরেশতা। তারা এমনভাবে নিজেকে উপস্থাপন করবে, যেন আপনি ভাববেন, "একজন মানুষ এত ভালো কীভাবে হতে পারে?" তাদের আচরণে এমন মাধুর্য থাকবে যে, আপনি চাইলেও তাদের প্রতি আকৃষ্ট না হয়ে পারবেন না। আপনি হয়তো ভুল করে তাদের ভালোবাসতেও বাধ্য হবেন।

কিন্তু, এই ভালো মানুষির মুখোশটা আসলে একটা সাজানো ফাঁদ। আপনি যতই তাদের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা দেখাবেন, ততটাই তাদের জালে আটকে যাবেন। যখন সেই ফাঁদে পুরোপুরি আটকে যাবেন, তখনই তাদের আসল রূপ আপনার সামনে উন্মোচিত হবে।

ততদিনে, আপনি তাদের প্রতি এমনভাবে আসক্ত হয়ে যাবেন যে, তারা যা-ই করুক, আপনার কিছুই করার থাকবে না। তারা আপনাকে জীবনের খেলায় ফুটবলের মতো ব্যবহার করবে, আর তারা হবে সেই খেলার মেসি। আপনি একসময় টের পাবেন, এই খেলায় আপনি একমাত্র বল নন; আরও অনেক বল রয়েছে তাদের জন্য।

একটা সময়ে তাদের অবহেলার বিষে আপনার মন বিষণ্ণ হয়ে পড়বে। ভেতরে ভেতরে আপনি পুড়তে থাকবেন অদৃশ্য এক আগুনে। যখন আপনি সেই ঝলসানো হৃদয় নিয়ে তাদের কাছে যাবেন সামান্য সহানুভূতি বা ভালোবাসার জন্য, তখনই তারা আপনাকে চূড়ান্ত আঘাত দিয়ে সম্পর্কের ইতি টেনে চলে যাবে।

তাদের বিদায়ের পর আপনি বুঝতে পারবেন, এই পৃথিবীতে কেউ আসলে কারও হয় না। সবাই স্বার্থের জন্য কাছে আসে, স্বার্থ ফুরিয়ে গেলে তারা চলে যায়। সেই মুহূর্তে আপনি শিখবেন, নিজের মূল্য নিজেকেই দিতে হয়; অন্ধবিশ্বাস বা অযাচিত ভালোবাসা শুধুই কষ্টের কারণ হয়ে দাঁড়ায়।

পোশাকের মতো সঙ্গী বদলানো মানুষ গুলো বিপদজনক না হলেও ভয়ংকর! দুর্গন্ধ না হলেও পরিত্যক্ত বর্জ্য!! প্রেমে সামান্য উৎকৃষ্ট হল...
05/08/2025

পোশাকের মতো সঙ্গী বদলানো মানুষ গুলো বিপদজনক না হলেও ভয়ংকর! দুর্গন্ধ না হলেও পরিত্যক্ত বর্জ্য!! প্রেমে সামান্য উৎকৃষ্ট হলেও, প্রণয়ে অসামান্য নিকৃষ্ট!!!✍️Consoler. Jack Denver

28/07/2025

☠️Stay away from NARCISSISTIC PERSONALITY around you!
👁️🧠👁️
They will love & give you emotions with everything, but will make your life HELL🔥
✍️ Consoler. Jack Denver

হাতের পরে হাতবদল হয়েছে যার শত; না জানি তার রাত বদল রয়েছে হাজার কত!✍Consoler. Jack Denver
21/07/2025

হাতের পরে হাতবদল হয়েছে যার শত; না জানি তার রাত বদল রয়েছে হাজার কত!✍Consoler. Jack Denver

নিউইয়র্কে সাম্প্রতিক একটা শো-রুম চালু করা হয়েছে, যেটার নাম হলো "Husband for Sale"।এখানে বিভিন্ন ধরনের পুরুষরা রয়েছেন, মে...
26/06/2025

নিউইয়র্কে সাম্প্রতিক একটা শো-রুম চালু করা হয়েছে, যেটার নাম হলো "Husband for Sale"।
এখানে বিভিন্ন ধরনের পুরুষরা রয়েছেন, মেয়েরা এখান থেকে নিজের পছন্দ অনুযায়ী স্বামী পছন্দ করতে পারবে।
সেখানের নিয়ম হলো--
(১) যেকোনো মহিলা সেখানে একবারই মাত্র প্রবেশাধিকার পাবেন।
(২) এখানে ৬টি ফ্লোর আছে এবং মহিলারা যেকোনো ফ্লোর থেকে নিজের স্বামী নির্বাচন করতে পারবেন।
তবে ২য় ফ্লোর অতিক্রম করে ৩য় ফ্লোরে গিয়ে যদি স্বামী পছন্দ না হয়, তাহলে ঐ মহিলা তার উপরের ফ্লোরে যেতে পারবেন, কিন্তু যে ফ্লোর তিনি ইতিমধ্যে অতিক্রম করে চলে গেছেন সেখান থেকে আর স্বামী নির্বাচন করতে পারবেন না। অর্থাৎ উপরের ফ্লোরের স্বামী পছন্দ না হলে পুনরায় নিচের ফ্লোরে এসে স্বামী পছন্দ করা যাবে না।
এক মহিলা নিজের জন্য স্বামী পছন্দ করতে গিয়ে দেখলেন...
১ম ফ্লোরে লেখা আছে- এখানের পুরুষরা চাকুরীজীবী ও তারা ঈশ্বরে বিশ্বাসী।
মহিলাটি তারপর দ্বিতীয় ফ্লোরে গেলেন...
২য় ফ্লোরে লেখা আছে- এখানের পুরুষরা চাকুরিজীবী, ঈশ্বর বিশ্বাসী ও শিশু প্রেমিক।

মহিলাটি ধীরে ধীরে ৩য় ফ্লোরের দিকে অগ্রসর হলেন...
৩য় ফ্লোরে লেখা আছে- এখানের পুরুষরা চাকুরিজীবী, ঈশ্বর বিশ্বাসী, শিশু প্রেমিক ও খুব রুপবান।
মহিলাটি আরেকটু ভালো স্বামী নির্বাচনের আশায় ৪র্থ ফ্লোরে গেলেন...
সেখানে লেখা রয়েছে- এখানের পুরুষরা চাকুরিজীবী, ঈশ্বর বিশ্বাসী, শিশু প্রেমিক, রুপবান এবং তারা স্ত্রীকে গৃহ কর্মে সাহায্য করতেও আগ্রহী।

যতই উপরের দিকে যাচ্ছেন গুণধর স্বামীদের সন্ধান মিলছে দেখে উচ্ছ্বসিত হয়ে মহিলা ৫ম ফ্লোরের দিকে পা বাড়ালেন...
সেখানে লেখা রয়ছে-
এখানের পুরুষরা চাকুরিজীবী, ঈশ্বর বিশ্বাসী, শিশু প্রেমিক, রুপবান, তারা স্ত্রীকে গৃহ কর্মে সাহায্য করতেও আগ্রহী আর তারা খুব রোমান্টিক ভাবনার পুরুষ।
এখানেই মহিলাটির শেষ গন্তব্য হওয়া উচিত ছিল, কিন্তু তবু তিনি ৬নং ফ্লোরে গেলেন আরো গুণধর স্বামীর সন্ধানের আশায়।

সেখানে লেখা রয়েছে- দুঃখিত এখানে কোনো স্বামী পাওয়া যায় না। এখানে নির্বাচন করার মতো কোনো পুরুষ নেই। এই ফ্লোরটা আমাদের শো-রুমের কোনো অঙ্গ নয়। এই ফ্লোরটা রাখা হয়েছে শুধু এটা প্রমাণ করার জন্য যে মেয়েদের সন্তুষ্ট করাটা কতো বড় একটা অসম্ভব ব্যাপার সেটা প্রমাণ করার জন্য!

মনে রাখবেন,,,
জীবনের চাহিদাকে যতো সীমিত রাখবেন....
জীবন ততোই শান্তিময় হবে....💞

লুকোচুরি, মিথ্যা, হিংসা, নীতিহীনতা ও হিংস্রতা এবং নেশা ইত্যাদি কোন ভালো বংশেরমানুষের আচরণ নয়।✍️জ্যাক ডেনভার Consoler. Ja...
13/06/2025

লুকোচুরি, মিথ্যা, হিংসা, নীতিহীনতা ও হিংস্রতা এবং নেশা ইত্যাদি কোন ভালো বংশেরমানুষের আচরণ নয়।✍️জ্যাক ডেনভার Consoler. Jack Denver

নারীরা সবসময় মুখে বলে না, কিন্তু তাদের নীরবতা অনেক কথা বলে। সন্দেহ নয়, ভালোবাসা ও যত্ন তাদের সবচেয়ে বড় প্রয়োজন।আপনার স্...
10/06/2025

নারীরা সবসময় মুখে বলে না, কিন্তু তাদের নীরবতা অনেক কথা বলে। সন্দেহ নয়, ভালোবাসা ও যত্ন তাদের সবচেয়ে বড় প্রয়োজন।

আপনার স্ত্রী, মা, বোন বা কন্যার দিকে একটু মনোযোগ দিন — হয়তো তাদের নীরবতার ভেতর লুকিয়ে আছে অনেক না বলা কষ্ট।

নারীকে সন্দেহ নয় একটি হৃদয় ছোঁয়া গল্প
রাত ১১টা বাজে। রফিক বাসায় ফিরলেন। দরজা খুলে দেখলেন, স্ত্রী আয়েশা সোফায় চুপচাপ বসে আছে। চোখে লালচে ছাপ, মুখে কোনও অভিব্যক্তি নেই।

রফিক একটু বিরক্ত হয়ে বললেন,
“আবার কী হয়েছে? সারাদিন কোথায় ছিলে? ফোন ধরো না, খাবারও বানাও না!”

আয়েশা কিছু না বলে মাথা নিচু করলো।

রফিক রাগে উঠে ঘরে চলে গেল। পরদিন সকালে আয়েশা ঘুম থেকে উঠল না। রফিক ডাকলো, সাড়া নেই। তখন হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার জানালেন:

“তিনি কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। অবহেলা, মানসিক চাপ এবং একা থাকার কারণে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে।”

রফিক স্তব্ধ হয়ে গেল।
সে কখনো জানতে চায়নি আয়েশা কেমন আছে। কেমন করে সে তার দিন কাটায়। শুধু সন্দেহ করেছে, কখনো যত্ন করেনি।

হাসপাতালের বিছানায় আয়েশার হাত ধরে রফিক ফিসফিস করে বললো,
“ক্ষমা করে দিও। আর কখনো তোমার চুপচাপের ভাষা না বুঝে ভুল করব না।”

গল্পের শিক্ষা
নারীরা সবসময় মুখে বলে না, কিন্তু তাদের নীরবতা অনেক কথা বলে। সন্দেহ নয়, ভালোবাসা ও যত্ন তাদের সবচেয়ে বড় প্রয়োজন।

আপনার স্ত্রী, মা, বোন বা কন্যার দিকে একটু মনোযোগ দিন — হয়তো তাদের নীরবতার ভেতর লুকিয়ে আছে অনেক না বলা কষ্ট।

ছেলেকে বলা বাবার হৃদয়ছোঁয়া কথা!🗣️🤵‍♂️ বাবা ছেলেকে বললেনঃআগে নতুন বউকে গরুর গাড়ি নয়, পালকিতে করে আনা হতো — জানিস কেন?যাতে...
10/06/2025

ছেলেকে বলা বাবার হৃদয়ছোঁয়া কথা!🗣️

🤵‍♂️ বাবা ছেলেকে বললেনঃ

আগে নতুন বউকে গরুর গাড়ি নয়, পালকিতে করে আনা হতো — জানিস কেন?
যাতে সবাই বুঝে নেয়, একজন রাজরানিকে আনা হচ্ছে, সাধারণ কাউকে নয়।
পালকি থেকে নামার পরেও সে যেন সারাজীবন এই সম্মানেই থাকে —
এটা তোর দায়িত্ব।

তুই জানিসঃ নতুন বউ পালকিতে উঠে কী করে?
সে কাঁদে।

কার জন্য কাঁদে?
শুধু ফেলে আসা মা-বাবার জন্য না,
সে কাঁদে অজানা ভবিষ্যতের ভয়ে।

তোর কাজ হলো —
এই কান্নাই তার জীবনের শেষ কান্না হয়, সেটা নিশ্চিত করা।

এরপর সে কাঁদবে মাত্র দুইবারঃ
১. মা হওয়ার আনন্দে,
২. তুই মারা গেলে, তোর শোকে।

মাঝখানে যত দুঃখ আসবে,
তুই হোবি তার চোঁখের অশ্রুমুছানো হাত।

🗣️ জানিস, বউ সবচেয়ে বেশি কষ্ট পায় কিসে?
স্বামীর খারাপ ব্যবহারে।

আমি খুব রাগী,
তবু কখনও তোর মায়ের সঙ্গে উঁচু গলায় কথা বলিনি।
বিয়ে মানে একটা মেয়ের জীবনের ভার নিজের কাঁধে তুলে নেওয়া।
এ দায়িত্ব ভুলে গেলে, সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করতেই হবে।

আরেকটা কথা মনে রাখিসঃ
তোর বউয়ের মা-বাবাকে কখনো ‘শ্বশুর-শাশুড়ি’ বলিস না,
মা-বাবা বলিস।
তুই যেমন বলবি, তোর বউ তেমনই শিখবে।
ভালোবাসা শেখানো শুরু হয় নিজের ব্যবহার দিয়ে।”

🕋সৃষ্টিকর্তা সবকিছু দেখেন।
তোর পাল্লায় তুই যা দিবি,
তিনি তাঁর পাল্লায় ঠিক তাই দিবেন।

বিয়ে মানে শুধু দু’জন মানুষের বন্ধন নয়,
এটা একেঅপরের চোঁখের জল মুছে ফেলার চুক্তি।

Address

Banani Model Town
1213

Telephone

+8801966699938

Website

Alerts

Be the first to know and let us send you an email when MZN Love & Life Motivations Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to MZN Love & Life Motivations Club:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram