
30/12/2023
আজ ৩০ শে ডিসেম্বর/২৩ তারিখ থেকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ cell counter machine চালু হয়েছে। এর সাথে electrolyte machine ও চালু হয়েছে।
আজ থেকে কোন রোগীর আর বাইরে প্যাথলজিক্যাল পরীক্ষার জন্য যেতে হবেনা।
কৃতজ্ঞতা বর্তমান UH&FPO ডা. মো. আবুল খায়ের মাহমুদ স্যার সহ উর্দ্ধতন কর্তৃপক্ষের প্রতি। বর্তমান UH&FPO স্যার বানারীপাড়া বাসির স্বাস্থ্য সেবায় যে স্বপ্ন দেখেছিলেন তার বিশাল একটা অংশ পূর্ণ হলো। বর্তমান UH&FPO স্যার উন্নত সেবার স্বপ্ন দেখার পাশাপাশি তা বাস্তবায়নে করতে আরো বেশি ভালবাসেন। এটা যেন বানারীপাড়া বাসির জন্য ২০২৪ সালের নতুন ও উন্নত স্বাস্থ্য সেবার এক অসাধারন উপহার।