15/09/2023
থামেন ভাই আর নেওয়া যাচ্ছে না
নিউজফিডে শুধু উপজাতি উপজাতি আর উপজাতি 🙂
প্রথমে বলি আমরা উপজাতি নারে ভাই আমরা আদিবাসী।
আমরা ও মানুষ। আর একজন মানুষ হয়ে কিভাবে মানুষের মাং*স খেতে পারবে বলে আপনাদের মনে হয় ? জ্বি মানলাম যে রাউজানের ঘটনাটি সত্য। তাকে পাহাড়ি কয়েকজন ছেলে মে*রে ফেলেছে । কিন্তু সেই ছেলের মাং*স যে খেয়েছে সেইটা তো বলেনি আর পুলিশের কাছেও জানা যায়নি যে ছেলেটার মাং*স খেয়ে ফেলেছে। যারা এই কাজ করেছে তারা বলেছে যে ছেলেটাকে মা*রার পর টুকরো টুকরো করে কে*টে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে। আর পাওয়া গেছে ১৩ দিন পর তাহলে চিন্তা করেন যে কে*টে ফেলা লা*সের মাং*স ১৩ দিন ধরে জঙ্গলে পরে আছে । জঙ্গলে কত হিং*স্র প্রাণী রয়েছে প্রাণী গুলো কি সেইটাকে যত্ন করে রেখে দিবে?
সব কিছু না জেনে একটা জাতি কে নিচু করতে উঠে পড়ে লেগেছেন । কেনো ? আপনাদের থেকে দেখতে আলাদা বলে, ধর্ম ভিন্ন বলে? কিছু মানুষ তো কোটা নিয়েও আলোচনা শুরু করে দিয়েছে । এত হিং*সা কিসের?
পাহাড়ে ঘুরতে আসেন পাহাড়িদের সাথে খাওয়া দাওয়া করেন কখন কি দেখছেন কোনো বাঙালি পাহাড়িদের কাছে হেনস্থা হতে? তাদের সাথে খারাপ হতে ?
কখনো কি শুনেছেন পাহাড়ি ছেলে কোনো বাঙালি মেয়ে কে ধ*র্ষণ করেছে?
কিন্তু আমরা শুনেছি আমাদের পাহাড়ি মেয়েকে আপনাদের বাঙ্গালী জাতি ধ*র্ষণ করতে । ধ*র্ষণ এর পর ও রেহাই পায়নি গ*লা কে*টে হ*ত্যা করেছে।
বনের হিং*স্র প্রা*ণী থেকে ও ভয়ং*কর। দেশে যতো ঘটনা ঘটেছে ৯৯% দেখবেন আপনাদের বাঙ্গালী জাতিদের ঘটেছে । মা'কে গ*লা কেটে হত্যা, ছোট বাচ্চা কে মে*রে টুকরো করে কে*টে ফেলে দেওয়া, নিজের ব উ কে টুকরো করে কে*টে ফ্রিজে রাখা, নিজের মেয়েকে ধ*র্ষণ,মা কে ধ*র্ষণ, ৪বছরের বাচ্চা কে ধ*র্ষণ, জায়গা সম্পত্তি লোভে নিজের বাবাকে হ*ত্যা । আরো অনেক ঘটনা আছে। সেই গুলো নিয়ে তো কখনো দেখিনি যে পোস্ট করতে ভিডিও দিতে। তখন তোধামা চাপা দেওয়ার জন্য উঠেপড়ে লাগেন।
হাতের পাঁচ আঙুল যেমন সমান না তেমনি মানুষের মন মানসিকতা ও এক না । সেই জন্য বলি একজন এর জন্য পুরো জাতিকে দোষারোপ করবেন না ।
আমার কথায় যদি কারোর খারাপ লাগে আমাকে ক্ষমা করবেন ।
Copy By Tw Îñ Kï