রউফ সার্জিক্যাল ব্রেস

রউফ সার্জিক্যাল ব্রেস ''Rouf-SurgicalBarishal'' is an authentic company which is one of the best online medical product se

ক্যন্সার এর পরিমান বেড়ে যাওয়ার অন্যতম কারন এগুলো.... এ থেকে বের হবার রাস্তা আমাদের বের করতে হবে। একটি আত্মবিধ্বংসী জাতির...
08/05/2025

ক্যন্সার এর পরিমান বেড়ে যাওয়ার অন্যতম কারন এগুলো.... এ থেকে বের হবার রাস্তা আমাদের বের করতে হবে।

একটি আত্মবিধ্বংসী জাতির ধ্বংসের উপাখ্যানঃ
◑ দুধে: ফরমালিন।
◑ গরুর দুধ বৃদ্ধিতে: পিটুইটারী গ্ল্যান্ড ইনজেকশন।
◑ মাছে: ফরমালিন।
◑ শাকসবজি টাটকা রাখতে: কপার সালফেট।
◑ আম, লিচু জাম পাকাতে: কারবাইড।
◑ আম, লিচু, জাম সংরক্ষণে: ফরমালিন।
◑ ফল গাছে থাকতেই: হরমোন ও কীটনাশক।
◑ তরমুজে সিরিন্জ দিয়ে দেয়: পটাশিয়াম পার ম্যাঙ্গানেট।
◑ কলা পাকানো হয়: ক্যালসিয়াম কারবাইড।
◑ কফি পাউডারে: তেঁতুলের বিচির গুড়া।
◑ মসলায়: ইটের গুড়া।
◑ হলুদে: লেড ক্রোমেট/ লেড আয়োডাইড।
◑ মুড়িকে ধবধবে সাদা ও বড় করতে: হাইড্রোজ ও ইউরিয়া।
◑ দীর্ঘক্ষন মচমচে রাখার জন্য জিলিপি, চানাচুরে: পোড়া মবিল।
◑ আকর্ষণীয় করতে আইসক্রিম, বিস্কুট, সেমাই, নুডলস ও মিষ্টিতে: কাপড় ও চামড়ায় ব্যবহৃত রং।
◑ ফলের রস তৈরী: ক্যামিকেলস দিয়ে।
◑ বিদেশী মেয়াদোত্তীর্ণ খাদ্য/ঔষধ/ক্যামিকেলস: নতুন মেয়াদের স্টিকার লাগিয়ে।
◑ চাল চকচক করতে: ইউরিয়া।
◑ পিয়াজু, জিলাপিতে: এমোনিয়া।
◑ পানি-২০ লিটার (২ টাকা গ্লাস) অধিকাংশই অটোমেশিনে নয় হাতে ঢালা হয়। পারক্সাইড দিয়ে নয় নাম মাত্র পানিতে ধুয়া হয়।
◑ ফলে হরমোন প্রয়োগ করা হয়।
◑ সবুজ ফল ও শাকশব্জিতে কাপড়ের সবুজ রঙ ব্যাবহার হয়, সসেও তাই।
◑ খামারের মুরগিতে বিশাক্ত ক্রোমিয়াম, লেড আর এন্টিবায়োটিক তো আছেই, চাষের মাছেও তাই।
◑ জুস, লাচ্ছি তো উচ্চ মাত্রার প্রিজারভেটিভ।
◑ রুহ আফজাহ আর হরলিক্স তো প্রমানে অপারগ যে এতে আসলে কল্যাণকর কিছু আছে।
◑ মসল্লায় আলাদা রঙ (মেটালিক অক্সাইড)।
◑ সরিষার তেলে ঝাঁজালো ক্যামিকেল।
◑ সয়াবিনে পামওয়েল।
◑ শুটকিতে কিটনাশক।
◑ কসমেটিক্সে ক্যান্সারের উপাদান লেড, মারকারি ও ডাই।

কি খাবেন? কিভাবে খাবেন? একটু ভাবেন! অন্যকেও ভাবতে দিন। বাঙালির আরো অনেক আবিষ্কার আছে যা আমরা হয়তো জানি না। আমরা এক রাতে ধনী হতে চাই এই জাতিকে ধ্বংস করার বিনিময়ে। আসুন আমরা সবাই মিলে এই চক্রকে প্রতিহত করি। জাতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাই...!

জামরুলের উপকারিতা জানলে অবাক হবেন আপনিও! কেউ বলে জামরুল আবার কেউ বলে লকট। হয়তো আরও অনেক নাম আছে এই ফলের, তবে আমার তা জান...
05/05/2025

জামরুলের উপকারিতা জানলে অবাক হবেন আপনিও!

কেউ বলে জামরুল আবার কেউ বলে লকট। হয়তো আরও অনেক নাম আছে এই ফলের, তবে আমার তা জানা নাই। তা যাই হোক, যে, যে নামে-ই ডাকুক না কেন, উপকারিতা কিন্তু এক-ই থাকে।

জেনে নিন জামরুলের উপকারিতা সম্পর্কে :-

১. কোষ্ঠকাঠিন্য দূর করে :
জামরুলে আছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার ফলে জামরুল খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়।

২. পেশির ব্যথা দূর করে :
জামরুলে আছে পটাশিয়াম। এটি পেশিকে শক্তিশালী করে এবং পেশির ব্যথা দূর করে।

৩. ডায়াবেটিস নিয়ন্ত্রণ :
জামরুলে অ্যান্টিহাইপারগ্লিসেমিক উপাদান থাকে, যা রক্তের গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে।

৪. ক্যানসারের ঝুঁকি কমায় :
জামরুলে ভিটামিন সি ও ফ্লাবিনয়েড থাকায় ক্যানসার ও হৃদরোগের ঝুঁকি কমায়।

৫. জামরুলে আছে অ্যান্টিঅক্সিডেন্ট দেহের দূষিত পদার্থ দূর করে।
৬. হজমশক্তি বাড়ায় :
নিয়মিত জামরুল খেলে পাকস্থলীর হজমশক্তি বাড়ে এবং শরীরের ওজন নিয়ন্ত্রনে থাকে।

৭. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় :
জামরুল খেলে দেহের রোগ প্রতিরোধক্ষমতা বাড়ে। এটি ঠাণ্ডাজনিত রোগ থেকে রক্ষা করে।

৮. ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায় :
জামরুলে আছে নিয়াসিন। যা রক্তে ভালো এইচডিএল কোলেস্টেরল বাড়ায় এবং খারাপ ট্রাইগ্লিসারাইড কমায়।

৯. লিভারের রোগ সারায় :
জামরুলে এক ধরনের হেপাটোপ্রটেক্টিভ উপাদান থাকে, যা লিভারের কোষ ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা করতে অত্যন্ত কার্যকর।

উপকারিতা তো জানলেন। এবার বলুন,
আপনার এলাকায় ওই ফলের নাম কি?

রোদ থেকে ফিরেই ঠান্ডা পানি পান করলে কি হয় জানেন? হঠাৎ করে শরীরে ঠান্ডা পানি প্রবেশ করার ফলে রক্তনালীগুলো সঙ্কুচিত হয়ে প়...
04/05/2025

রোদ থেকে ফিরেই ঠান্ডা পানি পান করলে কি হয় জানেন?

হঠাৎ করে শরীরে ঠান্ডা পানি প্রবেশ করার ফলে রক্তনালীগুলো সঙ্কুচিত হয়ে প়ড়ে। যার ফলে ঠান্ডা লেগে যাওয়া এবং শ্বাসযন্ত্রজনিত বিভিন্ন সংক্রমণের আশঙ্কা তৈরি হয়।

তাই বাইরে থেকে এসে-ই সাথে সাথে ঠান্ডা পানি পান না করে প্রথমে এক গ্লাস সাধারণ তাপমাত্রায় থাকা পানি পান করুন। পরেশরীর ঠান্ডা হলে তখন চাইলে নরমাল পানির সাথে অল্প কিছু ঠান্ডা পানি মিশিয়ে পান করতে পারেন

তবে কোনোভাবেই কখনো-ই অতিরিক্ত ঠান্ডা পানি পান করা উচিৎ নয়।

অপ্রোয়জনে স্যালাইন খাওয়া খুবই বিপদজনক। স্যালাইন একটি ওষুধ। এবং এটি চিকিৎসকের পরামর্শে গ্রহণ করবো৷ নিজের ইচ্ছামত নয়।
03/05/2025

অপ্রোয়জনে স্যালাইন খাওয়া খুবই বিপদজনক। স্যালাইন একটি ওষুধ। এবং এটি চিকিৎসকের পরামর্শে গ্রহণ করবো৷ নিজের ইচ্ছামত নয়।

⚠️ তরুনেরা সাবধান ⚠️বয়স্কদের ক্ষেত্রে কোমর ব্যাথা একটি সাধারণ ঘটনা। কিন্তু তরুনেরা যখন কোমর ব্যাথায় আক্রান্ত হন তখন সেটি...
02/05/2025

⚠️ তরুনেরা সাবধান ⚠️

বয়স্কদের ক্ষেত্রে কোমর ব্যাথা একটি সাধারণ ঘটনা। কিন্তু তরুনেরা যখন কোমর ব্যাথায় আক্রান্ত হন তখন সেটি কিন্তু খুব একটা সাধারনত ঘটনা বলে মনে হয় নাহ।

এই ব্যাথার মূল কারণ খতিয়ে দেখা জরুরি। এক্ষেত্রে অ্যাংকাইলোজিং স্পনডাইলাইটিস (Ankylosing Spondylitis ) এ আক্রান্ত হওয়ার হার-ই বেশি। কারন এই রোগ তরুনদের কে ই বেশি আক্রান্ত করে।

অ্যাংকাইলোজিং স্পনডাইলাইটিস ( Ankylosing Spondylitis ) একটি প্রদাহজনিত বাতরোগ। এটি সাধারণত মেরুদণ্ড কে ক্ষতিগ্রস্ত করে। তবে হাত-পায়ের গিরা, গোড়ালি, রগ অথবা রগ ও হাড়ের সংযোগস্থলও আক্রান্ত হতে পারে।

এই রোগ ২০ থেকে ৩০ বছরের তরুনদের কেই বেশী আক্রান্ত করে। এই আক্রান্তের ক্ষেত্রে নারী ও পুরুষের অনুপাত ৩:১।

*অ্যাংকাইলোজিং স্পনডাইলাইটিস ( Ankylosing Spondylitis ) রোগের লক্ষণ গুলো কি কি?

এ রোগের প্রধান লক্ষন হলো কোমরে ব্যাথা। এই ব্যাথা সারাদিন ব্যাপি হয় না । ঘুম থেকে ওঠার পর সবচেয়ে বেশি থাকে এবং সারাদিন কাজকর্ম চলাফেরা করতে করতে আস্তে আস্তে কমে যায়।রাতে ব্যাথা বাড়তে পারে। ব্যাথায় ঘুমও ভেঙে যেতে পারে। সকালে ব্যাথার জায়গাটা নাড়াতে পারবেন নাহ।

*রোগ নির্নয়

এ রোগের লক্ষণ শুনেই চিকিৎসক রোগ নির্ণয় করে ফেলতে পারবেন। তবে পুরোপুরি নিশ্চিত হতে এমআরআই বা এক্স-রে বা এইচ , এল, এ বি ২৭ পরীক্ষা করে দেখা যেতে পারে।

*চিকিৎসা

ব্যায়াম, ব্যথানাশক এবং বাতের কিছু ওষুধ। চিকিৎসক রোগের ধরন ও মাত্রা বুঝে প্রোয়োজনিয় চিকিৎসা প্রদান করবেন।

*সতর্কতা

এই রোগের সঠিক সময়ে সঠিক চিকিৎসা না করানো হলে ভবিষ্যতে পঙ্গুত্বের ঝুঁকি থাকে। এছাড়াও মেরুদণ্ড শক্ত হয়ে যেতে পারে। হিপ জয়েন্ট অকার্যকর ( AVN Hip ) হয়ে যাওয়ায় আশঙ্কাও রয়েছে। তাই তরুনদের এই ব্যাথা কে অবহেলা নয়।

ধূমপানের কারনে মুখ,গলা,ফুসফুস,খাদ্যনালী, অগ্ন্যাশয়,পাকস্থলী লিভার,মুত্রথলি, বৃহদান্ত্র ও মলাশয়, আরও অনেক রকম ক্যান্সার হ...
29/04/2025

ধূমপানের কারনে মুখ,গলা,ফুসফুস,খাদ্যনালী, অগ্ন্যাশয়,পাকস্থলী লিভার,মুত্রথলি, বৃহদান্ত্র ও মলাশয়, আরও অনেক রকম ক্যান্সার হতে পারে।

আপনি কি জানেন?সকালে ঘুম থেকে উঠে পানি না খেলে কি হয়?সকালে ঘুম থেকে উঠে  খালি পেটে পানি পান না  করলে রক্তের দূষিত পদার্থ ...
24/04/2025

আপনি কি জানেন?
সকালে ঘুম থেকে উঠে পানি না খেলে কি হয়?

সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পানি পান না করলে রক্তের দূষিত পদার্থ বের হতে পারেনা।

সকালে খালি পেটে পানি পান না করার ফলে শরীর সহজেই নতুন করে খাবার থেকে পুষ্টি গ্রহণ করতে পারেনা।

অনেকেই আছেন যাদের সকালে ঘুম থেকে উঠলে মাথাব্যথা করে। যারা সকালে খালি পেটে পানি পান করেনা তাদের এই ব্যথাটা দীর্ঘসময় ধরে থেকে যায়।

তাই সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে অন্তত ১ গ্লাস পানি পান করুন।

ব্যথার ওষুধ খেলে হতে পারে হার্ট অ্যাটাক!!! ঘাড়, কোমর, হাঁটুসহ শরীরের যেকোনো ব্যাথায় বেশিরভাগ মানুষের একমাত্র ভরসা ব্যথান...
23/04/2025

ব্যথার ওষুধ খেলে হতে পারে হার্ট অ্যাটাক!!!

ঘাড়, কোমর, হাঁটুসহ শরীরের যেকোনো ব্যাথায় বেশিরভাগ মানুষের একমাত্র ভরসা ব্যথানাশক ওষুধ। কিন্তু আমরা কি জানি ব্যথার ওষুধ কতটা ক্ষতিকর! ব্যথার ওষুধ গ্যাস্ট্রিক আলসার তৈরি করে অথবা কিডনির উপর খারাপ প্রভাব ফেলে এটা প্রায় সবার জানা। এছাড়াও সবচেয়ে সহনশীল ব্যথানাশকও হার্ট এটাকের জন্য দায়ী হতে পারে। অন্যান্য শক্তিশালী ব্যথানাশকের বেলায় ঝুঁকি আরও অনেক অনেক বেশি। তাই ব্যথা হলেই ব্যথানাশক নয়।

ব্যাথানাশকের বিকল্প কি হতে পারে?

পৃথিবী যত উন্নত হচ্ছে মানুষ তত পার্শ্বপ্রতিক্রিয়াহীন চিকিৎসার দিকে ঝুঁকছে। সামান্য ব্যথা সারাতে কিডনি বা হৃদযন্ত্রকে আঘাত করতে কেউই চাইবেন না। তাই সারা বিশ্বে ব্যথার ওষুধবিহীন ব্যথার চিকিৎসা দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে। পুঙ্খানুপুঙ্খভাবে কারণ নির্ণয় করে পার্শ্বপ্রতিক্রিয়াহীন ব্যথার চিকিৎসা করা যায়। কিছু সাধারণ শারীরিক ও কিছু প্যাথলজিক্যাল পরীক্ষার মাধ্যমেই খুব সহজেই ব্যথার প্রকৃত কারণ নির্ণয় করা সম্ভব। আর সেই অনুযাই ব্যবস্থা নিলে বেশিরভাগ শারীরিক ব্যথার চিকিৎসা ব্যথানাশক ওষুধ ছাড়াই করা সম্ভব। যেমন ধরুন, আপনি ফ্রোজেন সোল্ডারে আক্রান্ত। মাসের পর মাস ব্যথানাশক সেবনেও আপনার কাঁধ ব্যথা ভালো নাও হতে পারে। অথচ ব্যথা শুরুর সাথে সাথে কিছু থেরাপিউটিক এক্সারসাইজ বা ইলেক্ট্রোথেরাপির শুরু করলে খুব সহজেই এই রোগ নির্মূল করা যায়। এ ক্ষেত্রে রোগীকে খুব সচেতন হতে হবে। ব্যথা হলেই ব্যথার ওষুধ সেবন না করে ব্যথার কারণ নির্ণয় করুন, বিশেষজ্ঞের পরামর্শ নিন।

সচেতন হন, সুস্থ থাকুন

সকালের নাস্তায় খেতে পারেন পাকা পেঁপে।এতে আছে ভিটামিন এ,সি,কে,ম্যাগনেসিয়াম,পটাসিয়াম,প্রোটিন ও ফাইবার।
22/04/2025

সকালের নাস্তায় খেতে পারেন পাকা পেঁপে।এতে আছে ভিটামিন এ,সি,কে,ম্যাগনেসিয়াম,পটাসিয়াম,প্রোটিন ও ফাইবার।

অতিরিক্ত লবন সমৃদ্ধ খাবার বাড়ায় হাড় ক্ষয়ের ঝুঁকি।এছাড়াও এটি উচ্চ রক্তচাপ,কিডনি রোগ,হৃদরোগ,গ্যাস্ট্রিক ক্যান্সারের ঝুঁকি ...
21/04/2025

অতিরিক্ত লবন সমৃদ্ধ খাবার বাড়ায় হাড় ক্ষয়ের ঝুঁকি।এছাড়াও এটি উচ্চ রক্তচাপ,কিডনি রোগ,হৃদরোগ,গ্যাস্ট্রিক ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।

অতিরিক্ত কফি খেলে হাড়ে ক্যালসিয়াম শোষণে বাধা দেয়। ফলে হাড়ের ঘনত্ব হাস্র পায় এবং বিভিন্ন রকম হাড় জনিত অসুখ দেখা দেয...
20/04/2025

অতিরিক্ত কফি খেলে হাড়ে ক্যালসিয়াম শোষণে বাধা দেয়। ফলে হাড়ের ঘনত্ব হাস্র পায় এবং বিভিন্ন রকম হাড় জনিত অসুখ দেখা দেয়।

যে লক্ষণগুলো দেখলে ডায়াবেটিস রোগের পরিক্ষা করাতে হবে ডায়াবেটিক বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে ডায়াবেটিক আক্রান্তদের ৫০ শতা...
18/04/2025

যে লক্ষণগুলো দেখলে ডায়াবেটিস রোগের পরিক্ষা করাতে হবে

ডায়াবেটিক বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে ডায়াবেটিক আক্রান্তদের ৫০ শতাংশের বেশি মানুষ বুঝতেই পারেন না যে তারা এই রোগে আক্রান্ত হয়েছেন। অন্য কোনো রোগের পরিক্ষা করাতে গিয়ে জানতে পারেন যে তিনি ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন।

মনে রাখবেন ডায়াবেটিস হচ্ছে সকল রোগের মা। তাই এ রোগ সম্পর্কে আমাদের অনেক বেশি সচেতন হতে হবে।

যেসব লক্ষণ দেখলে ডায়াবেটিস রোগের পরিক্ষা করাবেন--

১. ঘনঘন প্রস্রাব হওয়া ও পিপাসা লাগা

২. দুর্বল লাগা' ঘোর ঘোর ভাব আসা

৩. ক্ষুধা বেড়ে যাওয়া

৪. সময়মতো খাওয়া-দাওয়া না হলে রক্তের শর্করা কমে হাইপো হওয়া

৫. মিষ্টি জাতীয় জিনিসের প্রতি আকর্ষণ বেড়ে যাওয়া

৬. কোন কারণ ছাড়াই অনেক ওজন কমে যাওয়া

৭. শরীরে ক্ষত বা কাটাছেঁড়া হলেও দীর্ঘদিনেও সেটা না সারা

৮. চামড়ায় শুষ্ক, খসখসে ও চুলকানি ভাব

৯. বিরক্তি ও মেজাজ খিটখিটে হয়ে ওঠা

১০. চোখে কম দেখতে শুরু করা

Address

শের-ই-বাংলা মেডিকেল কলেজ লেন , দক্ষিণ আলেকান্দা, বরিশাল।
Barishal
8200

Opening Hours

Monday 08:00 - 22:00
Tuesday 08:00 - 22:00
Wednesday 08:00 - 22:00
Thursday 08:00 - 22:00
Friday 08:00 - 22:00
Saturday 08:00 - 22:00
Sunday 08:00 - 22:00

Alerts

Be the first to know and let us send you an email when রউফ সার্জিক্যাল ব্রেস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to রউফ সার্জিক্যাল ব্রেস:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram