Dr. Aman's Maxillofacial Surgery and Dental care

Dr. Aman's Maxillofacial Surgery and Dental care All kind of dental,facial and oral treatment

√√√
12/11/2025

√√√

সঠিক চিকিৎসার প্রত্যয়ে,  আমরা আছি আপনার পাশে।
27/08/2025

সঠিক চিকিৎসার প্রত্যয়ে, আমরা আছি আপনার পাশে।

সিংগেল ভিজিট রুট ক্যানেল ট্রীটমেন্টএক রোগী বাংলাদেশ পুলিশ এ কর্মরত আছেন। প্রচন্ড ব্যথা নিয়ে আমাদের কাছে আসলেন এবং আমরা দ...
23/05/2025

সিংগেল ভিজিট রুট ক্যানেল ট্রীটমেন্ট
এক রোগী বাংলাদেশ পুলিশ এ কর্মরত আছেন। প্রচন্ড ব্যথা নিয়ে আমাদের কাছে আসলেন এবং আমরা দেখলাম রোগীর রুট ক্যানেল চিকিৎসা করানো দরকার। তিনি বললেন তার ছুটি নাই, একদিনেই যদি সম্ভব হয় তাহলে রুট ক্যানেল চিকিৎসা করে দিতে। আমরাও এক ভিজিটেই রুট ক্যানেল সম্পন্ন করলাম।
রোগীও বেশ খুশি। আলহামদুলিল্লাহ।

কোক, মোজো,  সেভেন আপ 🙁
17/05/2025

কোক, মোজো, সেভেন আপ
🙁

We are here,  to serve you better....  ❤️ for you all
05/10/2024

We are here, to serve you better.... ❤️ for you all

দাঁত ব্রাশের সঠিক পদ্ধতি-১. ভালো ব্র্যান্ডের নরম ব্রিসলের ব্রাশ ব্যবহার করুন। ব্রাশ ভিজিয়ে তাতে টুথপেস্ট লাগান। ফ্লোরাইড...
30/01/2023

দাঁত ব্রাশের সঠিক পদ্ধতি-

১. ভালো ব্র্যান্ডের নরম ব্রিসলের ব্রাশ ব্যবহার করুন। ব্রাশ ভিজিয়ে তাতে টুথপেস্ট লাগান। ফ্লোরাইড টুথপেস্ট সবচেয়ে ভালো। এটি ক্যাভিটি থেকে রক্ষা করে এবং দাঁতের ক্ষয়রোধ করে। তবে বেশিমাত্রায় টুথপেস্ট ব্যবহার না করাই ভালো। অল্প টুথপেস্ট ব্যবহার করলেই উপকার পাওয়া যায়। ব্রাশ করতে হবে ওপর-নিচে।

২. ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে ব্রাশ করুন। ওপরের পাটি ও নিচের পাটির দাঁতগুলো একসঙ্গে করুন এবং ব্রাশটা ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে ওপরের পাটির দাঁত ওপর থেকে নিচে এবং নিচের পাটির দাঁত নিচ থেকে ওপরে করে দাঁত মাজলে বেশি উপকার পাবেন।

৩. ছোট ছোট বৃত্তাকার আকারে ব্রাশ করতে হবে। দাঁতের ভেতরের দিকে দাঁত ও মাড়ির সংযোগস্থলে বৃত্তাকার আকারে আলত করে ব্রাশ করতে হবে। এভাবে ২-৩ মিনিট ব্রাশ করুন।

৪. দাঁতের পেছনের দিক বা আপার মোলারে, মুখের একপাশে ব্রাশ করুন। একটা দিক হয়ে গেলে মুখের অন্যদিকেও একইভাবে ব্রাশ করুন। দাঁতের সামনের দিকের পাশাপাশি পেছনের দিকটাও সমানভাবে পরিষ্কার করতে হবে।

৫. লোওয়ার মোলারে ব্রাশ করুন। মুখের একপাশে লোওয়ার মোলারে ২-৩ মিনিটের জন্য ব্রাশ করুন। তার পর মুখের অন্যদিকে শিফট করুন এবং এটির পুনরাবৃত্তি করুন।

৬. দাঁতের ভেতরে ব্রাশ করতে হবে। অনেকেই ব্রাশ করার সময় দাঁতের সামনের দিকটা শুধু পরিষ্কার করলেও ভেতরের দিকটা করেন না। ফলে সেসব জায়গায় ব্যাকটেরিয়া জমতে শুরু করে।

৭. জিহ্বা ও গালের ভেতরে ব্রাশ করুন। জিহ্বা ও গালের ভেতরেও পরিষ্কার করতে হবে। কারণ এগুলোতে ময়লা জমে মুখকে দুর্গন্ধযুক্ত করে তোলে।

৮. ব্রাশ শেষ হলে মুখ ও টুথব্রাশ ধুয়ে নিন। এর পর মুখে পানি নিন ও ভালো করে কুলকুচি করে ফেলে দিন।
৯. দাঁত মাজার পর ভালো করে ব্রাশ ধুয়ে নিন। যেন ব্রাশে কোনো ধরনের ব্যাকটেরিয়া জমে থাকতে না পারে। আর ৩-৬ মাস পর পর ব্রাশ পরিবর্তন করুন।

বছরে অন্তত একবার একজন দাঁতের ডাক্তারের কাছে যান ও পরামর্শ নিন।

"হরমোন এবং মেসির গল্প"মেসির বয়স যখন ১০ বছর তখন তার জীবন থমকে গিয়েছিল একটি হরমোনজনিত সমস্যার কারণে। বয়স বাড়লেও উচ্চতা বাড়...
20/12/2022

"হরমোন এবং মেসির গল্প"

মেসির বয়স যখন ১০ বছর তখন তার জীবন থমকে গিয়েছিল একটি হরমোনজনিত সমস্যার কারণে। বয়স বাড়লেও উচ্চতা বাড়ছিলনা মেসির। বাবা মা খেয়াল করলেন মেসির সহপাঠীদের উচ্চতা তরতর করে বেড়ে গেলেও মেসির উচ্চতা আটকে আছে একটি বিন্দুতে।
চিকিৎসক দেখানোর পর জানা গেলো মেসির গ্রোথ হরমোনের অভাব ( Dwarfism due to Growth hormone deficiency) রয়েছে।

গ্রোথ হরমোনের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। প্রতি মাসে প্রায় এক লাখ টাকার মতো খরচ হয়। মেসির বাবার হেলথ ইন্সুইরেন্স দিয়ে দুই বছর অনেক কষ্টে চিকিৎসা খরচ চললো। এরপর টাকার অভাবে তার চিকিৎসা প্রায় অনিশ্চিত হয়ে পড়ে।
স্থানীয় ফুটবল ক্লাব রিভার প্লেট মেসির প্রতি তাদের আগ্রহ দেখালেও তার চিকিৎসা খরচ বহন করতে অপারগতা প্রকাশ করে।
বার্সেলোনার তৎকালীন ক্রিড়া পরিচালক কার্লেস রেক্সাস মেসির প্রতিভা দেখে মুগ্ধ হোন এবং বার্সেলোনা মেসির সমস্ত চিকিৎসা খরচ বহন করতে রাজি হয়। মেসির পরিবার পাড়ি জমান বার্সেলোনায়।
তারপর থেকে মেসিকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
অনেকে মনে করেন মেসির খেলা বান্ধব বিশেষ দৈহিক গঠন
এবং নৈপূন্যের অন্যতম প্রধান কারণ গ্রোথ হরমোন চিকিৎসা।

ডা. এম এ হালিম খান
সহকারী অধ্যাপক (এন্ডোক্রাইনোলজি)
ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা।

এপেক্স লোকেটর,  এন্ডোমটর, আর.ভি.জি.,  এক্স - রে মেশিন সহ সব আধুনিক যযন্ত্রপাতি সম্বলিত আমাদের প্রতিটি শাখা।  আসুন এবং সঠ...
18/09/2022

এপেক্স লোকেটর, এন্ডোমটর, আর.ভি.জি., এক্স - রে মেশিন সহ সব আধুনিক যযন্ত্রপাতি সম্বলিত আমাদের প্রতিটি শাখা। আসুন এবং সঠিক সেবা গ্রহণ করুন।

03/05/2022
রোগের নাম Oral Ulcer ( মুখের ঘা) 🟢আমাদের মধ্যে অনেক ই আছেন যাদের মুখে কিছু দিন পর পর ই ঘা হয়, খেতে পারেন না |   যা কিছু ...
27/02/2022

রোগের নাম Oral Ulcer ( মুখের ঘা) 🟢

আমাদের মধ্যে অনেক ই আছেন যাদের মুখে কিছু দিন পর পর ই ঘা হয়, খেতে পারেন না | যা কিছু ই খান তাতে ই ঝাল লাগে, কারো কারো আবার মুখে ব্যথা করে। আবার কেউ বা গালের ভিতরে, জিহবা, মাড়ি / তালু তে সাদা দাগের মতো দেখতে পান।

অনেক ক্ষেত্রে ই এটা হতে পারে মুখের ঘা রোগ Apthous Ulcer / Lichen Planus / Herpetic Gingivostomatitis / Burning Mouth Disease এর লক্ষণ। পৃথিবীর প্রায় ৭ -১০ % মানুষ এই রোগে আক্রান্ত। সঠিক রোগ নির্ণয় আর চিকিৎসা ই পারে এই মুখের ঘা রোগ থেকে মুখের ক্যান্সার হওয়ার ভয়াবহতা থেকে রক্ষা করতে।

আজকের রোগী একজন ৫০ + মহিলা, যার মেয়ে ও একজন ডাক্তার, যিনি চট্টগ্রাম থেকে ঢাকায় আমাদের সেন্টারে এসেছিলেন চিকিৎসার জন্য। তিনি প্রায় ৩ মাস যাবত মুখের ঘা নিয়ে ভুগছিলেন। রোগ নির্ণয় (Herpetiform Apthous Ulcer) থেকে শুরু করে সম্পূর্ণ ঘা মুক্ত হতে সময় লেগেছে মাত্র ৭ দিন।

Dr Sarwer Biplob
BDS, MCPS, MSc ( course)
FCPS ( part 2) , MS ( Phase B)
Oral & Maxillofacial Surgery

01/12/2021

আসসালামু আলাইকুম ☺️
অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানের মুখ ও দন্ত চিকিৎসা এখন বরগুনায়।

🌹🌹বিজয়ের মাস ডিসেম্বর মাস। আর এই বিজয়ের মাসে থাকছে সমস্ত ট্রিটমেন্টের উপরে 30% ছাড়। এছাড়াও গরিব, এতিম এবং অসহায় রোগীদের থাকছে 50 পার্সেন্ট ছাড় এবং বিনামূল্যে ঔষধ প্রদান।পুরো ডিসেম্বর মাস জুড়েই এই সেবাটি চালু থাকবে। 🌹🌹

আমাদের সেবাসমূহঃ
**ননসার্জিক্যাল**
১। মুখ ও জিহ্বার ক্যান্সার, টিউমার সহ সকল প্রকার রোগের চিকিৎসা করা হয়।
২।দাঁতের মাড়ি ফোলা, ঘা ক্ষত ও রক্ত পড়া রোগের সুচিকিৎসা।
৩।দাঁতের লাইট কিউর সহ সকল প্রকার আধুনিক ফিলিং করা হয়।
৪।এনডো মোটরের সাহায্যে রুট-ক্যানেল চিকিৎসা করা হয়।
৫।আঁকা-বাঁকা ও ফাঁকা দাঁতের চিকিৎসা (অর্থোডন্টিকস )চিকিৎসা করা হয়।
৬।স্কেলিং, পলিশিং,ও ব্লিচিং করা হয়।
৭।পোস্ট ও ক্রাউন করা হয়।
৮।কমপ্লিট ও পারশিয়াল ডেনচার করা হয়।

**সার্জিক্যাল **
১।এপিসেকটমি।
২।সার্জিক্যাল টুথ এক্সট্রাকশন।
৩।ইমপ্লান্ট সার্জারী।
৪।বায়োপসি।
৫।বোন গ্রাফটিং।
৬।এক্সিডেন্টাল ফ্রাকচার অফ ফেইস।
৭।ওরাল ক্যান্সার ও টিউমার সার্জারি।
৮।সিস্ট অপারেশন।
৯।আর্চ বার ওয়্যারিং।
১০।অপারকুলেকটমি।

**তাই, মনোরম পরিবেশে শীতাতপ নিয়ন্ত্রিত চেম্বারে, আমাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম।

বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
চেম্বারঃ ডাঃ আমান'স ডেন্টাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী।

🌹🌹বরিশাল শাখা -
47/48 সদর রোড, তৃতীয় তলা শুভ ডায়াগনস্টিক ল্যাব, বরিশাল।

🌹🌹বরগুনা শাখা -
কলেজ রোড,বায়ান মঞ্জিল,(ডক্টর'স কেয়ারের বিপরীতে)বরগুনা।

মোবাইলঃ ০১৭১০০৬৪২৮৪/০১৭১৫৩০৯০৬২

Address

47/48 Sadar Road
Barisal
8200

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:30
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Friday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Telephone

01715309062

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Aman's Maxillofacial Surgery and Dental care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Aman's Maxillofacial Surgery and Dental care:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category