
23/05/2025
সিংগেল ভিজিট রুট ক্যানেল ট্রীটমেন্ট
এক রোগী বাংলাদেশ পুলিশ এ কর্মরত আছেন। প্রচন্ড ব্যথা নিয়ে আমাদের কাছে আসলেন এবং আমরা দেখলাম রোগীর রুট ক্যানেল চিকিৎসা করানো দরকার। তিনি বললেন তার ছুটি নাই, একদিনেই যদি সম্ভব হয় তাহলে রুট ক্যানেল চিকিৎসা করে দিতে। আমরাও এক ভিজিটেই রুট ক্যানেল সম্পন্ন করলাম।
রোগীও বেশ খুশি। আলহামদুলিল্লাহ।