মেহেন্দিগঞ্জ সেবা মেডিকেল সার্ভিস Mehendiganj SEBA medical service

  • Home
  • Bangladesh
  • Barisal
  • মেহেন্দিগঞ্জ সেবা মেডিকেল সার্ভিস Mehendiganj SEBA medical service

মেহেন্দিগঞ্জ সেবা মেডিকেল সার্ভিস Mehendiganj SEBA medical service Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মেহেন্দিগঞ্জ সেবা মেডিকেল সার্ভিস Mehendiganj SEBA medical service, Medical Lab, Hospital road, patar hat, Mehendiganj, Barisal.

সোমবার ৪/৮/২৫ ডাক্তার চেম্বারঃ
03/08/2025

সোমবার ৪/৮/২৫ ডাক্তার চেম্বারঃ

১/৮/২৫ শুক্রবারের ডাক্তার চেম্বারঃ
31/07/2025

১/৮/২৫ শুক্রবারের ডাক্তার চেম্বারঃ

জ্বর নিয়ে সচেতনতা প্রয়োজনঃ১. যেকোনো ভাইরাস জ্বর ৩ থেকে ৫দিন টানা ১০২/১০৩°f আসতে পারে এবং কমলে, ১০১ এর নিচে নাও নামতে পার...
30/07/2025

জ্বর নিয়ে সচেতনতা প্রয়োজনঃ
১. যেকোনো ভাইরাস জ্বর ৩ থেকে ৫দিন টানা ১০২/১০৩°f আসতে পারে এবং কমলে, ১০১ এর নিচে নাও নামতে পারে। কাজেই জ্বর শুরু হওয়ার পরের বেলাতেই বা পরের দিন জ্বর কেনো কমছে না, অস্থির হওয়া যাবে না।

২. একদিনে জ্বর কমিয়ে দেয়ার কোনো মেডিসিন বা ম্যাজিক ডাক্তারদের জানা নাই। ভাইরাস জ্বরে এন্টিবায়োটিক কোনো কাজে লাগে না যদি না কোন ইনফেকশনের সোর্স পাওয়া যায় যা অনেকসময় প্রকাশ পেতে ৩ থেকে ৫ দিনও লেগে যায়।

৩. জ্বর হলে বাচ্চা খাওয়া দাওয়া ছেড়ে দিবে, বড়রাও দেয়। এই অরুচির প্রাথমিক কোনো চিকিৎসা নাই। সবার মতো আপনাকেও বুঝিয়ে শুনিয়ে অল্প অল্প করে পানি তরল জাউ স্যুপ শরবত বা বাচ্চা যেটা খেতে চায় ( এমন কিছু দিবেন না যা আবার বমি, পাতলা পায়খানা ঘটায়) তাই খাওয়াবেন। পেশাব যেন অন্তত ৪ বার হয়। মুখে একদমই খেতে না পারলে, পেশাব কমে গেলে, বমি বন্ধ না হলে বা খিচুনি হলে বাচ্চাকে হাসপাতালে নিয়ে যাবেন।

৪. হালকা জ্বরে ( ১০০ থেকে ১০২°) গা মুছে দিবেন, মুখে ঔষধ খাওয়াবেন। একবার ঔষধ খাওয়ানোর পর আবার সিরাপ দিতে অন্তত ৪/৬ ঘন্টা অপেক্ষা করতে হবে। আর সাপোসিটারী দিতে হলে অন্তত ৪ ঘন্টা অপেক্ষা করতে হবে।

৫. বেশী জ্বরে ( ১০২° F বা এর উপরে গেলে) তাড়াতাড়ি জ্বর কমানোর প্রয়োজন হলে সাপোসিটার ব্যবহার করতে পারেন (যদিও এটা বাচ্চাদের জন্য অস্বস্তিকর), এতে জ্বর সাময়িকভাবে হয়তো ১০২ এর নিচে নামতে পারে তবে পুরোপুরি যাওয়ার সম্ভাবনা ১ম তিনদিনে কমই। একটা সাপোসিটারী দেয়ার ৬ ঘন্টার মধ্যে আরেকটা সাপোসিটারী দিতে পারবেন না।৬ ঘন্টা পর পর দিনে ৪টা পর্যন্ত সাপোজিটরি দেয়া যেতে পারে।

৫. জ্বরের ঔষধ ডাবল ডোজে বা ঘন ঘন খাওয়ালে, এন্টিবায়োটিক দিলেই জ্বর ভালো হয়ে যাবে এমন না। ভাইরাসের পরিমানের উপর, কতদিন এরা এক্টিভ থাকে তার উপর জ্বরের স্থায়ীত্ব নির্ভর করে।

৬. জ্বরের ঔষধ খাওয়ানোর চেয়ে বাচ্চার যত্ন নিন, ভিজা গামছা বা সুতি কাপড় দিয়ে গা মুছে দিন, গরম ও নরম খাবার খাওয়ানোর চেষ্টা করুন, সবচেয়ে বড় কথা বাচ্চাকে বিশ্রাম নিতে দিন। ভালো ঘুমাতে দিন, ঘুমের মধ্যে জ্বর থাকলেও তাকে ঘুম ভাঙিয়ে জ্বরের ঔষধ খাওয়ানোর দরকার নাই।

৭. থার্মোমিটার দিয়ে মেপে জ্বর ১০০ বা বেশী পেলেই জ্বরের ঔষধ খাওয়াবেন। গায়ে হাত দিয়ে গরম লাগা, জ্বর ৯৮, ৯৯° ; জ্বরের আগে শীত শীতভাব, অস্থির করা জ্বরের ঔষধ খাওয়ানোর কোন কারণ হতে পারে না।

৮. বাচ্চাদের এসিডিটি কম হয়, তাই একদম সম্ভব না হলে, খালিপেটে জ্বরের ঔষধ দিতে পারবেন।

৯. জ্বর হলে বাচ্চা এক আধটু বমি হতে পারে, কিছু জ্বরের ঔষধেও বাচ্চাদের বমি হয়। এসব ক্ষেত্রে বমির ঔষধ লাগে না, প্রয়োজনে জ্বরের ঔষধ পাল্টান। ঔষধ খাওয়ার ১০/১৫ মিনিটের মধ্যে বমি করলে ১৫/২০ মিনিট পর আবার ঔষধটটুকু খাওয়াতে হবে।

ডেঙ্গু সিজন এখন।চিকুনগুনিয়ার পাশাপাশি করোনার প্রকোপ আবার বাড়ছে।কাজেই সন্দেহ হলেই আশেপাশে শিশু বিশেষজ্ঞ দেখিয়ে টেস্ট করে নিবেন।
আপনার শিশুকে সাবধানে রাখুন ও সবাই সুস্থ থাকুন।

ডাঃ অসীম সিকদার।

স্কেবিস (Scabies) – ছোট এক পরজীবীর বড় যন্ত্রণার নাম! 🐛🔥 চিকিৎসা ও সঠিক নিয়মে না মানলে মুক্তি নেই।মূল লক্ষণসমূহ:১) প্রচণ...
29/07/2025

স্কেবিস (Scabies) – ছোট এক পরজীবীর বড় যন্ত্রণার নাম! 🐛🔥 চিকিৎসা ও সঠিক নিয়মে না মানলে মুক্তি নেই।

মূল লক্ষণসমূহ:

১) প্রচণ্ড চুলকানি, বিশেষ করে রাতে 🌙
আপনার এই রোগ হয়েছে আর কারো হয়নি চিন্তা করছেন? খোঁজ নিলে জানতে পারবেন অন্য সদস্যদের স্কিনের তেমন সমস্যা হয়নি কিন্তু রাতে অনেক বেশি চুলকায়
২) ছোট ছোট লাল দানা বা ফুসকুড়ি 🔴
৩) আঙুলের ফাঁকে, কবজি, বগল, কোমর, নাভি, স্তন, ও গোপনাঙ্গের আশেপাশে বেশি হয় 🤲🧍‍♀️ শিশুদের ক্ষেত্রে মুখ এবং মাথা সহ পুরো শরীরে ছড়াতে পারে 👶

স্কেবিস কীভাবে ছড়ায়?

১) আক্রান্ত ব্যক্তির সঙ্গে সংস্পর্শে 🧑‍🤝‍🧑
২) একসাথে ব্যবহার করা জামা-কাপড়, তোয়ালে, বিছানার চাদর 🛏️👕 ছোট শিশুদের ক্ষেত্রে খোঁজ নিলে জানা যায় কোন বাড়িতে বেড়াতে গিয়েছে কিছু সময়ের জন্য এবং বিছানায় শোয়ানো হয়েছে
৩) পরিবারের একজন আক্রান্ত হলে সহজেই অন্যদের মধ্যেও ছড়াতে পারে ⚠️

প্রতিরোধ ও যত্ন:

১) চিকিৎসা নিন: ডাক্তারে পরামর্শ অনুযায়ী স্কেবিসের চিকিৎসা নিবেন। যদি ছবির মতো শরীরে ইনফেকশন ছড়িয়ে যায় এই ক্ষেত্রে আগে এন্টিবায়োটিক মাধ্যমে ইনফেকশন ঠিক করতে হবে। না হলে ক্রিম অথবা লোশন কাজ করবে না

২) ক্রিম/ লোশন: ইনফেকশন না থাকলে / ঠিক হয়ে গেলে ২ মাস বয়স থেকে Lorix plus/ Unix C/ Elimate plus লোশন গলা থেকে পা পর্যন্ত সারা শরীরে বিশেষ করে আঙ্গুলের চিপা, রানের ভাঁজ ভালো করে লাগাতে হবে কমপক্ষে ৮-১২ ঘন্টার জন্য। তারপর গোসলের মাধ্যমে পরিষ্কার করতে হবে। দুই বছরের কম শিশুদের ক্ষেত্রে যদি মুখে এবং মাথায় আক্রান্ত হয় সেই ক্ষেত্রে ওই অংশে লাগাতে পারবেন , তবে চোখ - নাক ও মুখে কাছাকাছি জায়গা দেওয়া যাবে না। যদি কোন কারনে হাত পা ধুতে হয় (ওযু) সেই ক্ষেত্রে পুনরায় লাগাতে হবে। তাই সবচেয়ে ভালো হয় রাতে ঘুমানোর আগে ব্যবহার করলে। সাত দিন পর আবার একবার ব্যবহার করতে হবে। তবে কারো কারো ক্ষেত্রে তিন সপ্তাহ ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায়। কোন কোম্পানির ওষুধের দাম সবচেয়ে কম এবং গর্ভবতী মহিলাদের জন্য কোনটা ব্যবহার করতে হবে জানতে কমেন্ট চেক করুন।

৩) পরিবারসহ চিকিৎসা: একজন আক্রান্ত হলেও পরিবারের সবাইকে অবশ্যই অবশ্যই একসাথে চিকিৎসা করাতে হবে 👨‍👩‍👧‍👦 যে সকল বাচ্চা সুস্থ্য ঠিক হয় না তাদের ক্ষেত্রে খোঁজ দিলে জানা যায় পরিবারের কোন সদস্যা নিজকে সুস্থ মনে করে এই লোশন অথবা ক্রিম ব্যবহার করেন না।

৪) জামাকাপড় পরিষ্কার রাখুন: ব্যবহার করা পোশাক, বিছানার চাদর, তোয়ালে গরম পানিতে ধুয়ে রোদে শুকান ☀️🧺 চিকিৎসা শুরু করার পর কোন ধরনের পুরাতন অপরিষ্কার জামা কাপড় ব্যবহার করলে সমস্যা সমাধান হবে না

৫) পরিচ্ছন্ন থাকুন: নিয়মিত গোসল করুন, পরিষ্কার পোশাক পরুন 🛁 নিজের জিনিসপত্র অন্যের সঙ্গে শেয়ার করবেন না।

চুলকানি শুরু হতেই চিকিৎসা নিন – দেরি করলে পরিবারসহ সবাই আক্রান্ত হতে পারেন।

শুক্রবার ২৫/৭/২৫ ডাক্তার চেম্বারঃ
24/07/2025

শুক্রবার ২৫/৭/২৫ ডাক্তার চেম্বারঃ

ডা :কিসমত আরা ম্যাডাম কৃতিত্বের সাথেএফ.সি.পি.এস. ডিগ্রি সম্পন্ন করায় মেহেন্দিগঞ্জ সেবা মেডিকেল সার্ভিস Mehendiganj SEBA...
24/07/2025

ডা :কিসমত আরা ম্যাডাম কৃতিত্বের সাথে
এফ.সি.পি.এস. ডিগ্রি সম্পন্ন করায় মেহেন্দিগঞ্জ সেবা মেডিকেল সার্ভিস Mehendiganj SEBA medical service পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন থেকে নিয়মিত প্রতি শুক্রবার ম্যাডাম চেম্বার করবেন।

😭😭
22/07/2025

😭😭

আগামীকাল শুক্রবার ডাক্তার চেম্বার :
17/07/2025

আগামীকাল শুক্রবার ডাক্তার চেম্বার :

আজ সোমবার ডাক্তার চেম্বার :এলার্জি চর্ম-যৌন রোগের ডাক্তার আজ চেম্বার করবেন
13/07/2025

আজ সোমবার ডাক্তার চেম্বার :
এলার্জি চর্ম-যৌন রোগের ডাক্তার আজ চেম্বার করবেন

শুক্রবার ১১/৭/২৫ ডাক্তার চেম্বার :
10/07/2025

শুক্রবার ১১/৭/২৫ ডাক্তার চেম্বার :

আগামীকাল সোমবারের ডাক্তার চেম্বার :এলার্জি, চর্ম-যৌন ও শিশু রোগে অভিজ্ঞ
06/07/2025

আগামীকাল সোমবারের ডাক্তার চেম্বার :
এলার্জি, চর্ম-যৌন ও শিশু রোগে অভিজ্ঞ

আগামীকাল ৬/৭/২৫ রবিবার সকাল থেকে চেম্বার করবেন
05/07/2025

আগামীকাল ৬/৭/২৫ রবিবার সকাল থেকে চেম্বার করবেন

Address

Hospital Road, Patar Hat, Mehendiganj
Barisal

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801718339480

Website

Alerts

Be the first to know and let us send you an email when মেহেন্দিগঞ্জ সেবা মেডিকেল সার্ভিস Mehendiganj SEBA medical service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category