Pet Care Barishal

Pet Care Barishal বরিশালের প্রথম প্রাইভেট পেট ক্লিনিক।

Pet Care Barishal এ প্রায় প্রতিদিনই সার্জারি থাকে আলহামদুলিল্লাহ। ছবি তুলতেও মনে থাকে না আর পোষ্টও দেয়া হয় না।আপনার আ...
12/07/2025

Pet Care Barishal এ প্রায় প্রতিদিনই সার্জারি থাকে আলহামদুলিল্লাহ। ছবি তুলতেও মনে থাকে না আর পোষ্টও দেয়া হয় না।

আপনার আদরের পোষা প্রাণীর সার্জারি হোক দক্ষ ও নিরাপদ হাতে ❤️❤️

ওর নাম হিরামনি! মরণঘাতী FIP তে আক্রান্ত।আজকে নিয়ে ৭ দিন হলো ট্রিটমেন্ট চলতেছে। পেটের পানি অনেকটা কমেছে, খাওয়া দাওয়া ও...
07/07/2025

ওর নাম হিরামনি! মরণঘাতী FIP তে আক্রান্ত।
আজকে নিয়ে ৭ দিন হলো ট্রিটমেন্ট চলতেছে। পেটের পানি অনেকটা কমেছে, খাওয়া দাওয়া ও এক্টিভিটি অনেকটা বেড়েছে আলহামদুলিল্লাহ।
আরো ৭৭ দিন ওর ট্রিটমেন্ট চলবে।
হিরামনি সহ আরো ৫ টা বিড়ালের FIP ট্রিটমেন্ট চলতেছে আমাদের ক্লিনিকে। এর মধ্যে ৩ টা বিড়ালের ট্রিটমেন্ট শেষের দিকে। ওরা আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থতার পথে।
সবার জন্য দোয়া করবেন।

02/07/2025

বিড়ালের প্যারাসিটামল পয়জনিং বা প্যারাসিটামল বিষক্রিয়া

প্যারাসিটামল হচ্ছে সবচেয়ে পরিচিত ও বহুল ব্যবহৃত একটি ঔষধ। যেটা আমাদের প্রত্যেকের বাসায় সচরাচর থাকে। একটু জ্বরজ্বর ভাব আমরা প্যারাসিটামল খাই, মাথা ব্যাথা বা ঠান্ডা লাগলে প্যারাসিটামল খাই। মোটকথা প্যারাসিটামল আমাদের নিত্য সঙ্গী!

বিড়ালের জ্বর ও ঠান্ডা লাগাটা কমন সমস্যা, টুকটাক ব্যাথা পাওয়াটাও খুবই স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিক সমস্যা গুলোকে আমরা জটিল করে ফেলি যখন ব্যাক্তি উৎসাহে অথবা কারো পরামর্শে প্যারাসিটামল দিয়ে চিকিৎসা করি!

স্বাভাবিকভাবে প্যারাসিটামল জ্বর ও ব্যাথার বিরুদ্ধে কাজ করলেও বিড়ালের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। বিড়ালের পরিপাকতন্ত্রে প্যারাসিটামল হজম করার এনজাইম থাকে না, যার ফলে এটা বিড়ালের পেটে যাওয়ার পরে ঔষধ হিসেবে কাজ করার পরিবর্তে বিষ হিসেবে কাজ করে!

আর এই বিষক্রিয়ার কারনে রক্তের অক্সিজেনের পরিমাণ কমে যায়, মিউকাস মেমব্রেন বিশেষ করে দাঁতের মাড়ি ও মুখের ভিতরের অংশ নীলাভ রং ধারণ করে, হৃদযন্ত্রের ক্রিয়া বৃদ্ধি পায়,মুখ ও পা ফুলে ওঠে, কলিজা নষ্ট করে দেয়, শ্বাসকষ্ট দেখা দেয়, স্নায়ুবিক সমস্যা তৈরি হয়। বিড়াল বমি করে, পাতলা পায়খানা করে এবং মারা যায়।

তাই বিড়ালের জন্য কখনোই প্যারাসিটামল নয়। বিড়ালের যে কোন সমস্যায় নিকটস্থ ভেটেরিনারি চিকিৎসকের সাথে যোগাযোগ করুন।নিজে ভালো থাকুন, বিড়ালকে ভালো রাখুন।

10/06/2025

আমাদের ক্লিনিকের কার্যক্রম আজকে থেকেই শুরু হয়েছে।
আপনার আদরের পোষা প্রাণীর যে কোনো সমস্যার সমাধানের জন্য ক্লিনিকে চলে আসুন।

আমতলী পৌরসভা ৫নং ওয়ার্ড টিএনটি রোড এলাকা মোঃসানাউল্লাহ এর বাসা থেকে মা বিড়ালটি হারিয়ে যায়।সদ্য জন্ম নেওয়া ৭ টি বাচ্চা রে...
20/04/2025

আমতলী পৌরসভা ৫নং ওয়ার্ড টিএনটি রোড এলাকা মোঃসানাউল্লাহ এর বাসা থেকে মা বিড়ালটি হারিয়ে যায়।সদ্য জন্ম নেওয়া ৭ টি বাচ্চা রেখে নিখোঁজ হয়ে গেছে ৭ টি বাচ্চা কে বাঁচাত হলেও ওদের মাকে প্রয়োজন।শহরজুড়ে চলছে মাইকিং বিড়ালটিকে পেতে আমতলীর মানুষ সহযোগীতা করুন।
লিং'ক কমেন্টে।

10/04/2025

আসসালামুআলাইকুম প্রিয় পেট প্যারেন্টস
আগামীকাল থেকে Pet Care Barishal সপ্তাহে ৭ দিনই খোলা থাকবে ইনশাআল্লাহ 😊😊

সময়সূচীঃ
শনিবার- বৃহস্পতিবার সকাল ১০.০০ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত।
শুক্রবার: সকাল ১০.০০টা- দুপুর ১২.০০টা, বিকেল ৪.০০টা- রাত ৮.০০ টা।

বিঃদ্রঃ আমাদের ক্লিনিকে নেটওয়ার্ক জনিত সমস্যা আছে, ফোন বন্ধ পেলেও চলে আসবেন। এই শিডিউল অনুযায়ী ক্লিনিক খোলা থাকবে।

DR.PETZ Ultivite Gel 😻এমন একটি জেল যেটি বিড়াল,কুকুরের ক্ষুধা বাড়ায়।বিড়াল,কুকুরের লোম ঝরা কমায়।রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।...
10/04/2025

DR.PETZ Ultivite Gel 😻
এমন একটি জেল যেটি বিড়াল,কুকুরের ক্ষুধা বাড়ায়।বিড়াল,কুকুরের লোম ঝরা কমায়।রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

উপাদান সমূহ
ওমেগা ৩,৬,ভিটামিন ই,প্রিবায়োটিকস,টৌরিন, ফ্যাটি অ্যাসিড, মাল্টিভিটামিন, খনিজ লবন।

যারা বড় প্যাকেটের মাল্টিভিটামিন নিতে চাচ্ছে না"
তারা বিকল্প হিসেবে সিঙ্গেল পিসের আশ্রয়ী মাল্টিভিটামিন গুলো নিতে পাড়েন আপনার প্রিয় পোষা প্রাণীর জন্য 😊

অর্ডার করতে ইনবক্সে করুন 📩
অথবা কল করুন: ☎️ 01786712510

📍 লোকেশন: চৌমাথা গোলপাতা রেস্টুরেন্টের পাশের গলির ভিতরে Per Care Barishal ক্লিনিক এর"ভিতরে 🏠

🚀 বিড়ালের যত্নে বিশ্বস্ত নাম – “Barishal Cat’s Corner”! 🐾💖

📢 আরও পণ্য দেখতে ভিজিট করুন আমাদের পেজে! 🌟🐾

বাংলাদেশে এই সর্বপ্রথম নিজেদের তৈরী করা ড্রাই ক্যাটফুড নিয়ে এলো Chonk 😻 যারা আপনার প্রিয় বিড়াল এর জন্য কোয়ালিটি সম্পন্ন ...
09/04/2025

বাংলাদেশে এই সর্বপ্রথম নিজেদের তৈরী করা ড্রাই ক্যাটফুড নিয়ে এলো Chonk 😻
যারা আপনার প্রিয় বিড়াল এর জন্য কোয়ালিটি সম্পন্ন ক্যাটফুড, রিজনেবল প্রাইজে নিতে চান নিতে চান তারা Chonk ক্যাটফুড নিতে পারেন 😺😇

আমাদের থেকে নিতে পাড়েন।

অর্ডার করতে ইনবক্সে করুন 📩
অথবা কল করুন: ☎️ 01786712510
📍 লোকেশন: চৌমাথা গোলপাতা রেস্টুরেন্টের পাশের গলির ভিতরে Per Care Barishal ক্লিনিক এর"ভিতরে 🏠

🚀 বিড়ালের যত্নে বিশ্বস্ত নাম – “Barishal Cat’s Corner”! 🐾💖

📢 আরও পণ্য দেখতে ভিজিট করুন আমাদের পেজে! 🌟🐾

05/04/2025

আসসালামুআলাইকুম প্রিয় পেট প্যারেন্টস!

Pet Care Barishal সপ্তাহে ৭ দিন খোলা থাকলে কেমন হয় বলুন তো?

অপারেশন করে যখন বের হই তখন ইফতারের বাকি মাত্র ১২ মিনিট। Syed Imran Ony ভাই এসে বাইকে করে না নিয়ে গেলে ইফতার রাস্তায় ই ...
21/03/2025

অপারেশন করে যখন বের হই তখন ইফতারের বাকি মাত্র ১২ মিনিট।
Syed Imran Ony ভাই এসে বাইকে করে না নিয়ে গেলে ইফতার রাস্তায় ই করতে হতো 😊
৭ টা বাচ্চা ছিল। একটা ভেতরে মৃত ছিল। বাকি বাচ্চারা ও মা সুস্থ আছে আলহামদুলিল্লাহ ❤️❤️

Alhamdulillah!Successful urinary catheterization of Saffron!Saffron was suffering from complete ureteral obstruction for...
19/03/2025

Alhamdulillah!
Successful urinary catheterization of Saffron!
Saffron was suffering from complete ureteral obstruction for 3 days!
Pray for complete recovery.

বাচ্চাটা জন্মগতভাবে বামন (dwarf)। হাঁটাচলা বন্ধ করে দিয়েছিল। ডাক্তার দেখানোর পরেও উপকার হচ্ছিল না। সর্বশেষ আমাদের ক্লিন...
10/03/2025

বাচ্চাটা জন্মগতভাবে বামন (dwarf)। হাঁটাচলা বন্ধ করে দিয়েছিল। ডাক্তার দেখানোর পরেও উপকার হচ্ছিল না। সর্বশেষ আমাদের ক্লিনিকে আসে।
৩ সপ্তাহ ধরে চিকিৎসা চলতেছে। আলহামদুলিল্লাহ সে এখন ছোট ছোট পায়ে দৌড়াতেও পারে। ❤️❤️

Address

Barisal

Telephone

+8801303386995

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pet Care Barishal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Pet Care Barishal:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category