Dr.Subrata Paul, FCPS মেডিসিন ও গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ

  • Home
  • Bangladesh
  • Barisal
  • Dr.Subrata Paul, FCPS মেডিসিন ও গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ

Dr.Subrata Paul, FCPS মেডিসিন ও গ্যাস্ট্রোলিভার   বিশেষজ্ঞ health

27/06/2025

হরেক রকম ওষুধ অনেক রকম সাইড ইফেক্ট। যত পারুন ওষুধ কম খান। বিভিন্ন রকম স্পেশালিস্ট দেখিয়ে একই ওষুধ বারবার খাচ্ছেন না তো???

24/06/2025

কোলোনোস্কোপি একটি গুরুত্বপূর্ণ রোগ নির্ণয় এবং স্ক্রিনিং পরীক্ষা যা বৃহদন্ত্রের বা খাদ্যেনালীর নিচের অংশের টিউমার ঘা আলসার, ক্যান্সার নির্ণয় করে।
রোগীদের মধ্যে এই পরীক্ষা নিয়ে হয়েতক ভয়-ভীতি কাজ করা। এই রোগের মুখে শুনেন বাস্তব অভিজ্ঞতা। এবং কোলোনোস্কপি সম্পর্কে অহেতুক ভয়-ভীতিকে না বলুন।

06/06/2025

লিভার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ।লিভার সিরোসিস একটি ভয়াবহ রোগ। লিভার সিরোসিস সম্পর্কে প্রতিটি মানুষের ধারণা থাকা অতীব জরুরী,,, 📢📢📢⛑️🧭

08/04/2025

জন্ডিস হলে কি খাবেন কি খাবেন না।

30/03/2025

20/03/2025
19/03/2025
25/02/2025

ভালো লাগে রোগী যখন ভালো রিভিউ দেয়। আসলে রোগ না ধরে একের পর এন্টিবায়োটিক সহ অন্য ওষুধ খাওয়া ঠিক নয়। যেকোনো ওষুধের সাইড ইফেক্ট দেখা দিতে পারে। ড্রাগ রিঅ্যাকশন হতে পারে। ওই ওষুধগুলো পরবর্তীতে আর কাজ নাও করতে পারে যা ড্রাগ রেজিস্ট্যান্স নামে পরিচিত।

স্বপ্নের ডাবল এফসিপিএস মোটেই সহজলভ্য ছিল না। এফ সি পি এস (মেডিসিন) ডিগ্রী  করতেই শরীরের রস কষ শুকিয়ে গেছিল। তারপরে যেই ...
01/02/2025

স্বপ্নের ডাবল এফসিপিএস
মোটেই সহজলভ্য ছিল না। এফ সি পি এস (মেডিসিন) ডিগ্রী করতেই শরীরের রস কষ শুকিয়ে গেছিল। তারপরে যেই দেখলাম এদেশের মানুষ মেডিসিন বিশেষজ্ঞ চিনে না সবাইকেই মেডিসিনের ডাক্তার মনে করে তাই ভাবলাম ব্রাঞ্চে ডিগ্রী করা প্রয়োজন। ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল। বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস্ট্রোলিভার হাসপাতাল, জাতীয় হাসপাতাল সকাল আটটায় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢোকা, মর্নিং সেশন, গ্রান্ড রাউন্ড, রিসার্চ মেথাডোলজি, ক্লিনিকাল ক্লাস, পেসেন্ট রিসিভ প্রসিডিওর রুমে কাজ করা রোগীর ছুটি লেখা, বরিশালের চেম্বার রাতে গিয়েই সকালে অফিস বাচ্চাদের স্কুল পরিবার বাপের বাড়ি, শ্বশুরবাড়ি সব মিলিয়ে নাভিশ্বাস। আমার এসব পরিশ্রমের পাশাপাশি আমার ইনস্টিটিউটের সকল মেনটর ও বড় ভাইয়েরা আন্তরিকভাবে গভীর ভালোবাসার ছোঁয়া দিয়ে পথ দেখানোর চেষ্টা করেছে বলেই আজকের এই বিশেষ অর্জন স্বপ্নের গ্যাস্ট্রোএন্টারলজিস্ট হওয়া মেডিসিন বিশেষজ্ঞের পাশাপাশি। যে কোন বিপদে সব সময় পেয়েছি তাদের কথা না বললেই নয় আমার স্ত্রী ডাক্তার পিংকি মজুমদার মা বাবা ভাই বোন শাশুড়ীমা,রিন্টু ইভা। তাদের আপোসহীন সহযোগিতা আমাকে মানসিকভাবে সবসময় সক্রিয়
রেখেছে। সৃষ্টিকর্তার প্রতি চির কৃতজ্ঞ আমারে এ বিশেষ অর্জনের জন্য। সবার ভালোবাসাই একান্ত কাম্য।

ডাঃ সুব্রত পাল
এফসিপিএস (মেডিসিন)
এফ সি পি এস (গ্যাস্ট্রোএন্টারোওলজি) ❤️♥️
মেডিসিন বিশেষজ্ঞ ও
ইন্টারভেনশন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ❤️

Address

Barisal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Subrata Paul, FCPS মেডিসিন ও গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category