Physio Fit Physiotherapy - PPRC

Physio Fit Physiotherapy - PPRC Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Physio Fit Physiotherapy - PPRC, Medical and health, Barishal.

 #প্রয়োজনের থেকে বেশি  #ব্যায়াম (Overexercise বা Overtraining) করলে শরীরে ও মানসিক স্বাস্থ্যে বেশ কিছু ক্ষতিকর প্রভাব পড়...
24/07/2025

#প্রয়োজনের থেকে বেশি #ব্যায়াম (Overexercise বা Overtraining) করলে শরীরে ও মানসিক স্বাস্থ্যে বেশ কিছু ক্ষতিকর প্রভাব পড়তে পারে। নিচে এর কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো:

🧠 মানসিক ক্ষতিকর দিক:

1. মুড সুইংস ও বিষণ্নতা – অতিরিক্ত ব্যায়ামে কর্টিসল (স্ট্রেস হরমোন) বেড়ে যায়, যার ফলে মানসিক অস্থিরতা, রাগ বা হতাশা দেখা দিতে পারে।

2. ঘুমের সমস্যা – অতিরিক্ত ব্যায়াম ঘুমের গুণমান খারাপ করে, ইনসমনিয়া বা ঘুম না হওয়ার সমস্যা দেখা দেয়।

🦴 শারীরিক ক্ষতিকর দিক:

1. পেশি ক্ষয় (Muscle Breakdown) – বিশ্রাম ছাড়া বারবার ব্যায়াম করলে পেশির পুনর্গঠন (recovery) হয় না, বরং ক্ষয় হতে পারে।

2. জয়েন্ট ও লিগামেন্ট ইনজুরি – বারবার একই অংশে ব্যায়াম করলে জয়েন্ট, লিগামেন্ট বা টেন্ডনে ইনজুরি হওয়ার ঝুঁকি বাড়ে (যেমন টেন্ডিনাইটিস, bursitis)।

3. ইমিউন সিস্টেম দুর্বল হওয়া – অতিরিক্ত ব্যায়াম শরীরকে দুর্বল করে, ফলে ঠান্ডা-জ্বর বা ইনফেকশন সহজেই হয়।

4. হরমোনের ভারসাম্য নষ্ট – বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে অতিরিক্ত ব্যায়ামে হরমোনের পরিবর্তন হয়ে মাসিক বন্ধ হয়ে যেতে পারে (amenorrhea)।

5. হৃদস্পন্দন অনিয়মিত হওয়া – রেস্টিং হার্ট রেট অস্বাভাবিক হয়ে যেতে পারে।

🩺 অন্যান্য লক্ষণ:

সবসময় ক্লান্ত লাগা

খাওয়ার ইচ্ছা কমে যাওয়া

ব্যায়াম করার ইচ্ছা হারিয়ে ফেলা

ফোকাস কমে যাওয়া

ওজন কমে যাওয়া বা এক জায়গায় আটকে যাওয়া

✅ প্রতিকার ও পরামর্শ:

পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিশ্চিত করুন।

সপ্তাহে অন্তত ১–২ দিন বিশ্রামের দিন রাখুন।

শরীরের সংকেত শুনুন – ব্যথা, ক্লান্তি বা মানসিক চাপ উপেক্ষা করবেন না।

পুষ্টিকর খাবার খাওয়ার অভ্যাস গড়ুন।

প্রয়োজনে একজন ফিজিওথেরাপিস্ট বা ফিটনেস এক্সপার্টের পরামর্শ নিন।

22/07/2025
একজন দহ্ম ফিজিওথেরাপিষ্ট শুধু ব্যথা কমায় না! বরং  রোগীর জীবনে নতুন আশার আলো জ্বালায়।👉✅ ব্যথা কমায়✅ চলাফেরার ক্ষমতা ফিরিয়...
07/07/2025

একজন দহ্ম ফিজিওথেরাপিষ্ট শুধু ব্যথা কমায় না!
বরং রোগীর জীবনে নতুন আশার আলো জ্বালায়।
👉
✅ ব্যথা কমায়
✅ চলাফেরার ক্ষমতা ফিরিয়ে আনে
✅ দৈনন্দিন কাজে স্বাভাবিকতা আনে
✅ অপারেশন ছাড়াই অনেক সমস্যা সমাধানে সাহায্য করে
✅ স্ট্রোক, আঘাত, প্যারালাইসিসের পর পুনরায় হাঁটা-চলার সুযোগ তৈরি করে
✅ ওষুধের উপর নির্ভরতা কমিয়ে আত্মবিশ্বাস ফেরায়

জীবন মানেই শুধু টিকে থাকা নয় — ভালোভাবে বাঁচার নামই আসল জীবন।
আর সেই জীবনের মান উন্নয়নে ফিজিওথেরাপির অবদান অনন্য! 💪

🧠 আপনার শরীরকে সময় দিন, যত্ন নিন, ফিজিওথেরাপিকে পাশে রাখুন।

#ফিজিওথেরাপি #স্বাস্থ্যসচেতনতা #ব্যথামুক্তজীবন #রিহ্যাবিলিটেশন

 #ইউটিউব দেখে  #ব্যায়াম করা অনেকের জন্য সহজ ও সাশ্রয়ী উপায় হতে পারে, তবে এতে কিছু ঝুঁকি বা ক্ষতির দিকও রয়েছে। নিচে কিছু ...
25/05/2025

#ইউটিউব দেখে #ব্যায়াম করা অনেকের জন্য সহজ ও সাশ্রয়ী উপায় হতে পারে, তবে এতে কিছু ঝুঁকি বা ক্ষতির দিকও রয়েছে। নিচে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হলো:

ইউটিউব দেখে ব্যায়াম করার ক্ষতিকর দিক:

1. #ভুল ফর্ম বা টেকনিক:

ভিডিও দেখে ব্যায়াম করলে আপনি হয়তো সঠিকভাবে বুঝতে পারবেন না শরীরের কোন অংশে কেমন চাপ পড়ছে। এতে পেশি, জয়েন্ট বা লিগামেন্টে আঘাত লাগতে পারে।

2. #ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী ব্যায়াম না হওয়া:

সবার শরীর ও সমস্যার ধরন ভিন্ন। ইউটিউব ভিডিও সাধারণভাবে তৈরি হয়, যা আপনার নির্দিষ্ট সমস্যার জন্য উপযুক্ত নাও হতে পারে।

3. #ওভার ট্রেইনিং বা অতিরিক্ত ব্যায়াম:

ভিডিও দেখে কেউ কেউ অতিরিক্ত অনুশীলন করে ফেলেন, যা ক্লান্তি, ব্যথা কিংবা ইনজুরি তৈরি করতে পারে।

4. #সঠিক গাইডেন্সের অভাব:

ফিজিওথেরাপিস্ট বা প্রশিক্ষকের তত্ত্বাবধান না থাকলে আপনি নিজের ভুল বুঝতে পারবেন না এবং বারবার একই ভুল করতে থাকবেন।

5. #মেডিকেল কন্ডিশন উপেক্ষা করা:

কারও যদি হাড়ের সমস্যা, ব্যাক পেইন, ডিস্ক প্রল্যাপ্স, আর্থ্রাইটিস ইত্যাদি থাকে, তখন সাধারণ ভিডিও দেখে ব্যায়াম করলে সমস্যা আরও বেড়ে যেতে পারে।

করণীয়:

>দি সম্ভব হয়, প্রথমে একজন ফিজিওথেরাপিস্ট বা ফিটনেস বিশেষজ্ঞের পরামর্শ নিন।
>নিজের শরীরের সীমাবদ্ধতা বুঝে ব্যায়াম বেছে নিন।
>সহজ ও নিরাপদ ব্যায়াম দিয়ে শুরু করুন এবং ধীরে ধীরে উন্নতি করুন।
>ব্যথা বা অস্বস্তি হলে ব্যায়াম বন্ধ করুন এবং বিশেষজ্ঞের পরামর্শ নিন।

👩‍🦽 এবারের প্রতিপাদ্য👩‍🦽কোমর ব্যথায় ফিজিওথেরাপি গুরুত্বপূর্ণ  চিকিৎসা পদ্ধতি।
07/09/2024

👩‍🦽 এবারের প্রতিপাদ্য👩‍🦽
কোমর ব্যথায় ফিজিওথেরাপি গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি।

হে রব! বন্যা প্লাবিত মানুষদের কষ্টকে সহজ করে দাও।আসুন আমরা যে যা সাধ্যমত তাদের পাশে দাঁড়াই।
22/08/2024

হে রব! বন্যা প্লাবিত মানুষদের কষ্টকে সহজ করে দাও।
আসুন আমরা যে যা সাধ্যমত তাদের পাশে দাঁড়াই।

কম খরচে ফিজিওথেরাপি  সেবা পেতে যোগাযোগ করুন আমাদের ঠিকানায়।
13/07/2024

কম খরচে ফিজিওথেরাপি সেবা পেতে যোগাযোগ করুন আমাদের ঠিকানায়।

হাঁটু ব্যথা কি?হাঁটু মূলত একটি জটিল অস্থিসন্ধি, যা ফিমার, প্যাটেলা এবং টিবিয়া নামক ৩টি হাঁড়ের সমন্বয়ে গঠিত। এছাড়াও এই জয়...
03/07/2024

হাঁটু ব্যথা কি?

হাঁটু মূলত একটি জটিল অস্থিসন্ধি, যা ফিমার, প্যাটেলা এবং টিবিয়া নামক ৩টি হাঁড়ের সমন্বয়ে গঠিত। এছাড়াও এই জয়েন্ট অনেক মাংশপেশি ও সন্ধিবন্ধনীর সাহায্যে সংযুক্ত। হাঁটুর জয়েন্টের ভেতরটা সায়নোভিয়াল মেমব্রেন বা ঝিল্লি দিয়ে ঢাকা থাকে। এই সায়নোভিয়াল মেমব্রেন সায়নোভিয়াল ফ্লুইড তৈরি করে, যা হাঁটুর ঘর্ষণজনিত ক্ষয় রোধ করে। হাঁটুর জয়েন্টের চারপাশে থাকে সূক্ষ্ম নার্ভের জালিকা যা হাঁটুতে তৈরি হওয়া ব্যথার অনুভূতি ব্রেইনে পাঠিয়ে দেয় এবং আমরা হাঁটুতে ব্যথা অনুভব করি।

হাঁটু ব্যথার লক্ষণ বা উপসর্গঃ-
১. হাঁটু ভেঙ্গে বসা যায় না।
২. টয়লেটে বা বসে নামাজ পড়তে কষ্ট হয়।
৩. হাঁটুর উপরের পায়ের মাংসপেশি শুকিয়ে বা চিকন হয়ে যায়।
৪. তীব্র ব্যথা হয়।
৫. হাঁটু বার বার ফুলে যায়।
৬. বসা থেকে উঠলে বেশি ব্যথা হয়।
৭. চলা ফেরার সময় দুই জয়েন্টের মাঝখানে ঘর্ষণের ফলে এক ধরনের কট কট শব্দ অনুভব হয়।
৮. সিঁড়ি দিয়ে উপরে উঠতে এবং নামতে ব্যথা অনুভব হয়।
৯. সকালে ঘুম থেকে ওঠার পর দেখা যায় হাঁটুর জয়েন্ট শক্ত হয়ে আছে,ফলে তীব্র ব্যথা অনুভব হয়।
১০. হাঁটুর মধ্যে গরম গরম অনুভব হওয়া ও হাঁটতে গিয়ে ভারসাম্য রাখতে না পারা।

হাঁটু ব্যথা কেন হয়?

হাঁটু ব্যথার অনেক কারণ রয়েছে, এর মধ্যে অন্যতম কারণ হলো, বয়সজনিত কারণ বা অস্টিও আর্থ্রাইটিস।
এ ছাড়াও রয়েছে আঘাত জনিত, বাত ব্যথা এবং লিগামেন্ট, মিনিস্কাস ও টেন্ডন ইনজুরি, অস্থিসন্ধির মাঝে দূরত্ব কমে যাওয়া, অতিরিক্ত শারীরিক ওজন, মাংসপেশির দুর্বলতা, পেশা জনিত কারণ, জয়েন্ট ইনফেকশন, হাড়ের ক্ষয়, এসি এল ইনজুরি, টেন্ডোনাইটিস ইত্যাদি।

হাঁটু ব্যথায় করণীয়ঃ-

১. ব্যথা অবস্থায় হাঁটুকে বিশ্রাম দিতে হবে।
২. দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা বা বসে থাকা যাবে না।
৩. সিঁড়ি দিয়ে ওঠানামা কম করতে হবে।
৪. ব্যথা অবস্থায় হাইকমোড ব্যবহার করতে হবে।
৫. ব্যথা অবস্থায় বসে নামাজ পড়তে হবে।
৬. বসা থেকে ওঠার সময় সাপোর্ট নিয়ে উঠতে হবে।
৭. হাঁটার সময় হাঁটুর সাপোর্ট হিসাবে- নি ক্যাপ, নি ব্রেস, ওয়াকিং এইড ইত্যাদি ব্যবহার করা যেতে পারে।

চিকিৎসাঃ-
ফিজিওথেরাপিঃ-
ব্যথা নিরাময় এবং জয়েন্টের স্বাভাবিক মুভমেন্ট ফিরিয়ে আনার জন্য ফিজিওথেরাপি একটি আধুনিক ও পার্শ্বপ্রতিক্রিয়াবিহীন চিকিৎসা পদ্ধতি।
এই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এখন দেশ-বিদেশের হাজার হাজার রোগী সুস্থ হয়ে উঠছেন।
এখনো যারা দীর্ঘদিন যাবত হাঁটু ব্যথায় ভুগছেন আর দেরি না করে সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা নিন, দেখবেন হাঁটু ব্যথা আর নেই।

জেনে নিন, জানিয়ে দিন। স্ট্রোক কি ?  স্ট্রোক কেন হয় ? স্ট্রোকের সঠিক চিকিৎসা কি ? স্ট্রোক বা প্যারালাইসিসঃআমাদের শরীরের র...
02/07/2024

জেনে নিন, জানিয়ে দিন। স্ট্রোক কি ?

স্ট্রোক কেন হয় ?

স্ট্রোকের সঠিক চিকিৎসা কি ?

স্ট্রোক বা প্যারালাইসিসঃ

আমাদের শরীরের রক্তচাপ যখন হঠাৎ বেরে যায় তখন মস্তিষ্কের রক্তনালীগুলো সরু ও পাতলা হওয়ায় তা ছিড়ে গিয়ে মস্তিষ্কে রক্ত ক্ষরন হয় ফলে মস্তিষ্কের কিছু কোষ নষ্ট হয়ে যায়,

আবার অনেক সময় রক্ত চলাচল কোন কারনে বাধাপ্রাপ্ত হলে মস্তিষ্কের অক্সিজেন কমে যায় ফলে কিছু কোষ নষ্ট হয়, এই প্রক্রিয়াকে বলা হয় স্ট্রোক।

স্ট্রোকের প্রকারভেদ ঃ-
স্ট্রোক সাধারণত তিন প্রকারঃ

১. ইসকেমিক স্ট্রোক বা মস্তিষ্কে অক্সিজেনের অভাব জনিত স্ট্রোক।
২. হেমোরেজিক স্ট্রোক বা মস্তিষ্কে রক্ত ক্ষরন জনিত স্ট্রোক।
৩. মিনি স্ট্রোক।

স্ট্রোকের কারনঃ
১. উচ্চ রক্তচাপ।
২. ডায়বেটিস।
৩. শরীরে চর্বি বেড়ে যাওয়া।
৪. শরীরে ওজন বেড়ে যাওয়া।
৫. ধুমপান বা মদ্যপান।
৬. অলস জীবন যাপন।
৭. অতিমাত্রায় দুশ্চিন্তা।
৮. স্ট্রোকের পারিবারিক ইতিহাস থাকলে।
৯. মাথায় আঘাত পাওয়ার কারনে।
১০. দীর্ঘদিন জন্মনিয়ন্ত্রণের ঔষধ সেবনে মস্তিস্কে আঘাতের কারনে।

স্ট্রোকের লক্ষন সমূহঃ
১. শরীরের একপাশ প্যারালাইসিস হয়ে যায়।
২. মুখ বাঁকা হয়ে যায়।
৩. কথা বলায় জড়তা তৈরি হয়।
৪. আক্রান্ত পাশে চোখ বন্ধ করতে সমস্যা হয় বা হতে পারে।
৫. মাংসপেশি শক্ত হয়ে যায়।
৬. মুভমেন্ট বা নড়াচড়া কমে যায়।
৭. মাংসপেশির শক্তি কমে যায়।
৮. শরীর ভারসাম্যহীন হয়ে যায়।
৯. হাঁটার সময় খুড়িয়ে খুড়িয়ে হাঁটে।
১০. মাঝে মাঝে অনেক মাথা ব্যাথা করে।

স্ট্রোকের চিকিৎসাঃ
স্ট্রোক জনিত প্যারালাইসিসের বিজ্ঞান সম্মত, যুগোপযোগী, কার্যকরী ও আধুনিক চিকিৎসা হলো

" ফিজিওথেরাপি "

একজন দক্ষ ফিজিওথেরাপিস্ট একজন স্ট্রোক আক্রান্ত রোগীকে পুনর্বাসন চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।

বছর ঘুরে আবারো আমাদের মাঝে চলে এসেছে পবিত্র ঈদুল আযহা ঈদুল আযহা মানে ত্যাগের উৎসব আসুন ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ...
15/06/2024

বছর ঘুরে আবারো আমাদের মাঝে চলে এসেছে পবিত্র ঈদুল আযহা ঈদুল আযহা মানে ত্যাগের উৎসব আসুন ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে নিজেকে আত্মনিয়োগ করি ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে দেশ ও দেশের মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করি সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন ঈদ মোবারক।

সচেতনতাই পারে, হীট স্ট্রোক প্রতিরোধ করতে
20/04/2024

সচেতনতাই পারে,
হীট স্ট্রোক প্রতিরোধ করতে

Address

Barishal
8200

Telephone

+8801771538287

Website

Alerts

Be the first to know and let us send you an email when Physio Fit Physiotherapy - PPRC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram