S S medical care.com

S S medical care.com S S Medical care is a Business

30/08/2025

এমন অনেক মানুষ দেখছি মুখে অনেক ভালোবাসা দেখায় কিন্তু বাস্তবে ভিতরে অনেকে নষ্ট 💔

30/08/2025

হিংসা করে কেউ কখনো সফল হতে পারেনি।
সবাই আমার জন্য দুয়া করবেন।

29/08/2025

সাদিক নাকি আবিদ ?

29/08/2025
29/08/2025

আমাদের পেইজে কে কোন জেলা থেকে যুক্ত আছেন?
"আমি ঢাকা "
আপনি? 🤍

স্বার্থের জন্য কারো সাথে চলি না,যাদের সাথে চলি নিঃস্বার্থে নিঃসন্দেহে বুকে হাত রেখে বলতে পারবো ❤️
29/08/2025

স্বার্থের জন্য কারো সাথে চলি না,
যাদের সাথে চলি নিঃস্বার্থে নিঃসন্দেহে বুকে হাত রেখে বলতে পারবো ❤️

29/08/2025

রাতে না ঘুমালে আর দিনে ঘুমালে শরীরে কী কী ধরনের সমস্যা হতে পারে জানার উপায় আছে ইচ্ছে কারো জানার?

ইসলামিক উপায়ে দুশ্চিন্তা দূর করতে আল্লাহর উপর ভরসা রাখা, কোরআন তেলাওয়াত করা, ইস্তিগফার ও দুরুদ পাঠ করা, নির্দিষ্ট দুয়া প...
29/08/2025

ইসলামিক উপায়ে দুশ্চিন্তা দূর করতে আল্লাহর উপর ভরসা রাখা, কোরআন তেলাওয়াত করা, ইস্তিগফার ও দুরুদ পাঠ করা, নির্দিষ্ট দুয়া পাঠ করা (যেমন, "হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া" ও "লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ"), ও নবুয়তের দুয়া "আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন আলহাম্মি ওয়াল হুজনি..." পাঠ করা, এবং ইতিবাচক ধারণা রাখা ও দুশ্চিন্তা দূর করতে রাসুল (সা.)-এর শেখানো পথ অনুসরণ করা

29/08/2025

দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে নিয়মিত ব্যায়াম করুন, যেমন হাঁটা বা যোগব্যায়াম। গভীরভাবে শ্বাস নেওয়া, পছন্দের শখের চর্চা করা, এবং ভালো ও পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা জরুরি। পাশাপাশি, মানসিক চাপ কমাতে ঈশ্বর আরাধনা করা বা ধর্মীয় কাজে মনোনিবেশ করার মাধ্যমেও শান্তি লাভ করা যেতে পারে।

29/08/2025

কেমন আছেন সবাই ❤️

29/08/2025

জন্মানোর পর থেকে আপন অনেক মানুষ আমি ভাবি আমারে ভাবে কেউ।
বিসয় এইটা ভাইয়া 😊

29/08/2025

গরমকালে সুস্থ থাকতে প্রচুর পানি ও ফলের রস পান করুন, হালকা রঙের সুতির পোশাক পরুন, সরাসরি রোদ এড়িয়ে চলুন এবং ছাতা ব্যবহার করুন। পাশাপাশি, চা-কফি এড়িয়ে চলুন এবং শরীর ঠান্ডা রাখে এমন খাবার যেমন তাজা ফল ও সবজি খাদ্যতালিকায় যোগ করুন। বাইরে বের হলে অবশ্যই টুপি বা ছাতা ব্যবহার করুন এবং যতটা সম্ভব ছায়াযুক্ত স্থানে থাকুন।
খাবার ও পানীয়:
প্রচুর পানি ও তরল:
শরীরকে পানিশূন্যতা থেকে বাঁচাতে পর্যাপ্ত পরিমাণে পানি, শরবত, এবং লেবুর পানি পান করুন।
ফল ও সবজি:
মৌসুমি রসালো ফল ও তাজা সবজি খান, যা ভিটামিন ও খনিজ সরবরাহ করে শরীরকে ঠান্ডা রাখে।
যা এড়িয়ে চলবেন:
অতিরিক্ত চা ও কফি পান করা থেকে বিরত থাকুন, কারণ এগুলো শরীরকে পানিশূন্য করে।
হালকা খাবার:
হালকা এবং সহজে হজম হয় এমন খাবার খান।
পোশাক ও সুরক্ষামূলক ব্যবস্থা:
হালকা ও ঢিলেঢালা পোশাক:
হালকা রঙের সুতির পোশাক পরুন, যা শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে।
সূর্যরশ্মি থেকে সুরক্ষা:
বাইরে বের হলে ছাতা, চওড়া কিনারাযুক্ত টুপি বা কাপড় ব্যবহার করুন।
ছায়াযুক্ত স্থান:
সরাসরি রোদ এড়িয়ে যথাসম্ভব ছায়াযুক্ত বা বাড়ির ভেতরে থাকুন।
অন্যান্য টিপস:
পর্যাপ্ত বিশ্রাম:
শরীরকে বিশ্রাম দিন এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন।
হালকা ব্যায়াম:
হালকা ব্যায়াম করুন, তবে খুব বেশি গরমে শরীরচর্চা না করাই ভালো।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা:
শরীরের তাপমাত্রা বেড়ে গেলে বা অতিরিক্ত দুর্বল লাগলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

Address

Barisal

Website

Alerts

Be the first to know and let us send you an email when S S medical care.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram