Dr. Tapas Mandal Orthopadic Care

Dr. Tapas Mandal Orthopadic Care Frist do no harm - Hippocrates

গত সপ্তাহে ঠিক একই ধরনের ভাঙা নিয়ে দুইজন রোগীর প্লাস্টার করেছিলাম।এই শুক্রবার আবারও ৭০ বছর বয়সী এক বৃদ্ধ আমার চেম্বারে...
30/11/2025

গত সপ্তাহে ঠিক একই ধরনের ভাঙা নিয়ে দুইজন রোগীর প্লাস্টার করেছিলাম।
এই শুক্রবার আবারও ৭০ বছর বয়সী এক বৃদ্ধ আমার চেম্বারে আসেন। রোগীর শ্বাসকষ্ট ও হার্টের সমস্যা থাকায় অপারেশন করা বেশ ঝুঁকিপূর্ণ।

যদিও আগে একবার প্লাস্টার করা হয়েছিল, কিন্তু তখন ভাঙা হাড় তেমন ভালো পজিশনে আসেনি। তার ওপর ভাঙা ছিল প্রায় ৮ দিনের পুরাতন—আর ভাঙা যত পুরাতন হয়, ততটাই সঠিক অবস্থানে আনা কঠিন হয়ে যায়।

তবুও আমরা পুনরায় চেষ্টা করলাম।
এবং আলহামদুলিল্লাহ, আমাদের চেষ্টা অনেকটাই সফল হয়েছে—ভাঙা হাড় প্রায় পুরোপুরি সঠিক পজিশনে চলে এসেছে।

রোগীর সুস্থতাই আমাদের সবচেয়ে বড় সাফল্য। 🙏🩺

🩺 অর্থোপেডিক বিশেষজ্ঞ ও সার্জন
ডা. তাপস মন্ডল
এমবিবিএস, বিসিএস, এমএস (অর্থোপেডিক সার্জারি)
অর্থোপেডিক • শিশু অর্থোপেডিক্স • ইলিজারভ • ট্রমা সার্জারি

📍 চেম্বার:
আগৈলঝাড়া দুঃস্থ মানবতার হাসপাতাল

🕒 চেম্বার সময়:
প্রতি শুক্রবার সকাল ৯টা – রাত ১০টা

📞 ফোন:
01792210356 (হাসপাতাল)
01797600240 (বাসু – সহকারী)

29/11/2025

🌟 আজকের একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা 🌟

স্থানঃ মৌরি ক্লিনিক, গৌরনদী | দিনঃ বৃহস্পতিবার

আজ চেম্বার করার সময় মাত্র ১০ বছরের একটি শিশুকে নিয়ে তার পরিবার ছুটে আসে। শিশুটির কুনুইয়ের হাড় মারাত্মকভাবে ভেঙে গিয়েছিল।

👉 এ ধরনের ভাঙা হাড় দ্রুত সময়ের মধ্যে অপারেশন করা অত্যন্ত জরুরি।
👉 এই আধুনিক অপারেশনে কোনো কাটাছেঁড়া লাগে না—
শুধু X-ray মেশিনে পজিশন ঠিক করে বাইরে থেকে দুটি চিকন ‘তার’ দিয়ে হাড়টিকে স্থির করে দেওয়া হয়।

গৌরনদীতে এমন মেশিন না থাকায় রোগীটিকে দ্রুত বরিশালে রেফার করি।
চেম্বার শেষ করে রাতে বরিশালে গিয়ে সি-আর্ম/ওটি এক্স-রে মেশিনের সাহায্যে খুব অল্প সময়ে এবং নিরাপদভাবে হাড়টিকে সঠিক জায়গায় এনে তার দিয়ে ফিক্স করে দিই।

শিশুটি এখন ভালো আছে। 🙏

রোগীর প্রতি পরিবারের আস্থা এবং আমার প্রতি তাদের বিশ্বাসের জন্য ধন্যবাদ।

24/11/2025

🌟 মুগুর পা (Club Foot) কোনো অভিশাপ নয়! সম্পূর্ণ চিকিৎসাযোগ্য একটি অবস্থা। 🌟

শিশুর জন্মের পর যদি ক্লাব ফুট ধরা পড়ে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। আধুনিক চিকিৎসায়—বিশেষ করে Ponseti Method—এর মাধ্যমে বেশিরভাগ শিশুই সম্পূর্ণ স্বাভাবিকভাবে হাঁটা-চলা করতে সক্ষম হয়।

🇧🇩 দেশের প্রায় প্রতিটি বড় জেলা শহরেই এখন ক্লাব ফুটের মানসম্মত চিকিৎসা হয়। অনেক ক্ষেত্রে অর্থোপেডিক চিকিৎসকরা সরাসরি চেম্বারেই এই সিরিজ কাস্টিং (plaster) করে থাকেন।

🤝 আমরাও আগৈলঝাড়া দু:স্থ মানবতার হাসপাতালে নিয়মিতভাবে ক্লাব ফুট রোগীর প্লাস্টার প্রদান করছি— যাতে প্রত্যন্ত এলাকার শিশুরাও সহজে ও বিনামূল্যে চিকিৎসা পায়।

👶 আপনার শিশু বা পরিচিত কারো শিশুর ক্লাব ফুট থাকলে দেরি না করে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন।
ঠিক সময়ে চিকিৎসা হলে শিশু পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে।

✨ ক্লাব ফুট—অভিশাপ নয়, চিকিৎসাযোগ্য। সচেতনতা বাড়ুক, সুস্থ থাকুক আমাদের শিশু।

22/11/2025

🌟 হাঁটুর নিচে পা ভাঙা – দুই রোগী, এক সিদ্ধান্ত 🌟

এই সপ্তাহে আমার চেম্বারে দু’জন রোগী এলেন— একজন ৯০ বছরের, আরেকজন ৩০। দু’জনেরই হাঁটুর নিচে খারাপ ধরনের ভাঙা, যেগুলো বেশিরভাগ সময় অপারেশন করে ঠিক করতে হয়।

কিন্তু বয়স, শারীরিক অবস্থা ও আর্থিক দিক বিবেচনায় তারা অপারেশন করতে রাজি হলেন না। তাই সিদ্ধান্ত নিলাম— একবার চেষ্টা করে দেখি রিডাকশন করা যায় কিনা।

স্থানীয় অ্যানেস্থেসিয়া ( Local Anaesthesia) দিয়ে ব্যথা কমিয়ে আমারা চেষ্টা করলাম…

🙏 খুব ভালো ফল পেলাম।

প্লাস্টারের পর দেখা গেল ভাঙা অংশ সুন্দর পজিশনে এসেছে।

এভাবে থাকলে আশা করা যায়— ৪–৬ মাসে হাড় ভালোভাবে জোড়া লাগবে।

যদিও অপারেশন করলে রোগী আরও দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরতে পারেন।

21/11/2025

🌿 বয়স্কদের হাড় ভাঙা — আধুনিক সমাধান এখন আরও সহজ 🌿

বয়স্কদের ক্ষেত্রে হাড় ক্ষয় বেশি, তাই ভাঙলে জোড়া লাগতেও সময় লাগে। এজন্য ভাঙা হাড়কে নিখুঁতভাবে পজিশনে এনে ফিক্স করা খুব গুরুত্বপূর্ণ।

✨ এখন আর বড় কাটাছেঁড়া নয়!
সি-আর্ম ও আধুনিক কম্পিউটার–গাইডেড টেকনোলজির সাহায্যে
মাত্র ছোট্ট একটি ফুটো করেই ভাঙা হাড় ঠিক জায়গায় বসিয়ে ফিক্স করা যায়।

👨‍⚕️ আজ আমরা একজন বয়স্ক রোগীর কোমরের ভাঙা হাড় বড় কোনো কাটা ছাড়াই, শুধু ফুটো করে রড দিয়ে সফলভাবে ফিক্স করেছি। এ ধরনের অপারেশনের সুবিধা অনেক -

🔹 কম ব্যথা
🔹 কম রক্তক্ষরণ
🔹 দ্রুত সুস্থ হওয়ার সুযোগ

আধুনিক অর্থোপেডিক্স—আরও নিরাপদ, আরও কার্যকর। 💙

20/11/2025

🌟 পূর্ণাঙ্গ হিপ প্রতিস্থাপন — নতুন জীবনের পথে এক তরুণীর যাত্রা 🌟

মাত্র ২৫ বছর বয়সেই এক তরুণী দীর্ঘদিন ধরে হিপ জয়েন্ট ক্ষয়জনিত তীব্র ব্যথায় ভুগছিলেন। ব্যথার কারণে স্বাভাবিক হাঁটাচলা, দৈনন্দিন কাজ—সবই ছিল কষ্টকর।

হিপ জয়েন্ট সম্পূর্ণ ক্ষয় হয়ে গেলে আধুনিক চিকিৎসায় সবচেয়ে কার্যকর সমাধান হলো “পূর্ণাঙ্গ হিপ প্রতিস্থাপন (Total Hip Arthroplasty)”।

💠 অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, আমরা রোগীটির সফলভাবে পূর্ণাঙ্গ জয়েন্ট প্রতিস্থাপন সম্পন্ন করেছি।
💠 অপারেশনের পরের দিনই তিনি হালকা সাপোর্ট নিয়ে হাঁটাচলা শুরু করেছেন।
💠 আশা করছি, মাত্র দুই সপ্তাহের মধ্যেই তিনি কোনো সাপোর্ট ছাড়াই ব্যথামুক্তভাবে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।

19/11/2025

গৌরনদী মৌরি ক্লিনিকে সৌদি প্রবাসী উদয় ভাইয়ের হাঁটুর 'রড এবং তার' খুলে দেওয়া হল।

🌟🌟 সুখবর! সুখবর! সুখবর! 🌟🌟প্রিয় এলাকাবাসী,আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি —💉 ফ্রি মেডিকেল ক্যাম্প 💉🩺 হেলথ পয়েন্ট ডায়াগনস্...
31/10/2025

🌟🌟 সুখবর! সুখবর! সুখবর! 🌟🌟

প্রিয় এলাকাবাসী,
আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি —

💉 ফ্রি মেডিকেল ক্যাম্প 💉

🩺 হেলথ পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টর চেম্বার-এর উদ্যোগে
নভেম্বর ও ডিসেম্বর – এই দুই মাসব্যাপী
📅 প্রতি রবিবার অনুষ্ঠিত হবে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প!

👨‍⚕️ চিকিৎসা প্রদান করবেন ঢাকা মেডিকেল কলেজ থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দঃ

🔹 ডা. মোঃ শফিকুল ইসলাম
নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ

🔹 ডা. শোয়েব ইবনে ইউসুফ
চর্ম (স্কিন ও এলার্জি) ও যৌন রোগ বিশেষজ্ঞ

🔹 ডা. সুদীপ্ত দেবনাথ
মেডিসিন, বক্ষব্যাধি ও গ্যাস্ট্রোএন্টেরোলজি বিশেষজ্ঞ

📍 স্থান: হেলথ পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টর চেম্বার
📌 ঠিকানা: ছবিখারপাড় বাইপাস মোড়

🕘 সময়: প্রতি রবিবার (নভেম্বর ও ডিসেম্বর মাসজুড়ে)
💊 চিকিৎসা ও পরামর্শ – সম্পূর্ণ বিনামূল্যে!
💥 ক্যাম্প উপলক্ষে সকল পরীক্ষায় বিশেষ ছাড়!

💬 আসুন, আমরা সবাই সুস্থতার পথে একসাথে হাঁটি।
👉 নিজে আসুন, প্রিয়জনদেরও জানিয়ে দিন —
সুস্বাস্থ্যই সুখী জীবনের মূল। 🌿

#সুস্বাস্থ্য_সবার_অধিকার

19/10/2025

রোগীর ভালোবাসা ❤️জাকির ভাই একজন প্রবাসী। বছর তিনেক আগে তার মেরুদণ্ডের ডিস্ক (PLID) সমস্যার জন্য আমি অপারেশন করেছিলাম। কি...
18/10/2025

রোগীর ভালোবাসা ❤️

জাকির ভাই একজন প্রবাসী। বছর তিনেক আগে তার মেরুদণ্ডের ডিস্ক (PLID) সমস্যার জন্য আমি অপারেশন করেছিলাম। কিছুদিন আগে তিনি দেশে এসেছেন। দুর্ভাগ্যবশত, এবার একটি ছোট দুর্ঘটনায় তার পায়ের হাড় ভেঙে যায় — এবারও তার অপারেশন আমারই হাতে হয়।

এখন তিনি সম্পূর্ণ সুস্থ। কয়েকদিন পরই আবার বিদেশে ফিরে যাবেন।
বিদেশ যাওয়ার আগে চেম্বারে এলেন নিজ বাড়ির ফল নিয়ে।

রোগীর এমন ভালোবাসাই একজন চিকিৎসকের সবচেয়ে বড় প্রাপ্তি। 🩺🍎

06/10/2025

MIROS (minimally invasive reduction osteosynthesis)

ভাঙ্গা হাড়ের অপারেশনের এক নতুন প্রযুক্তি। অল্প কিছুদিন হয় বিশ্বে এই প্রযুক্তির অপারেশন শুরু হয়েছে। এই প্রযুক্তির উদ্ভাবক ইতালিয়ান চিকিৎসক মারিও টাঙ্গারি। আর এই প্রযুক্তিকে বিশ্বব্যাপী সহজে ছড়িয়ে দিতে সহযোগিতা করেছেন ভারতীয় চিকিৎসক লক্ষণ প্রকাশ।

এই প্রযুক্তির মাধ্যমে কোন রকম কাটাছেঁড়া ছাড়াই, বাইরে থেকে চিকন রড দিয়ে হাড় জোড়া লাগানো হয়।
তবে এখানে কোনরকম রিং ( Ilizarov) লাগানো হয় না। যার ফলে রোগীর সহজেই এটা নিয়ে চলাফেরা করতে পারে। এবং ব্যাথা হয় না বললেই চলে।

আমরা বাংলাদেশী কয়েকজন চিকিৎসক দুই বছর আগে ভারতের কলকাতায় এই ধরনের অপারেশনের বিষয়ে একটি কর্মশালয় অংশগ্রহণ করেছিলাম। কিন্তু যন্ত্রপাতির অপ্রতুলতার কারণে আমরা খুব একটা সুযোগ তৈরি করতে পারিনি। এখন বাংলাদেশে প্রাপ্ত যন্ত্রপাতিগুলোর কিছু পরিবর্তন এনে আমরা বাংলাদেশেই এই অপারেশন শুরু করেছি।

05/10/2025

আগৈলঝাড়াতে প্রথমবারের মতো পায়ের রগ তথা শরীরের সবচেয়ে বড় রগ ( Tendo Achilles) অপারেশন করা হলো

Address

Barisal

Telephone

+8801841670577

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Tapas Mandal Orthopadic Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Tapas Mandal Orthopadic Care:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram