04/02/2021
#সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি,
একটা সংগঠনে ফোন দিলাম পোষ্ট দিলাম, রক্ত পাইলাম না। কিযে খারাপ লাগতেছে বলতে পারছিনা।
রোগি ওটিতে, রক্ত পাই কই।
খারাপ লাগার কিছু নেই শান্ত হন,, সংগঠনে ফোন / পোষ্ট দিয়েছেন রক্ত পাননি এই নিয়ে সমালোচনা করছেন কেন?
সংগঠন কি রক্ত উৎপাদনের কারখানা..??
~ আপনাকে কিছু প্রশ্ন করি-
* এই সংগঠন গুলা কি আপনার কাছ থেকে কিছু চায়,,??
* টাকা বা রক্তের বদলে অন্য কিছু,,?
আরেকটি বিষয়ে কখনও কি ভেবে দেখেছেন?
ওরা আর ৫টা পাচটা ছেলেদের মতো টং এর দোকানে আড্ডা দেয়?? নাকি পড়ে থাকে হাসপাতালের করিডোরে মানুষ কে সাহায্য করার জন্য? এরা কি খারাপ কিছু করে? আপনি রক্ত না পেলে ক্ষেপে যান,, রক্ত পাইনি সংগঠন ভালো না।।
একটু ভাবেন তো তারা তো রক্ত উপাদান বা ফ্রিজিং করে রাখেনা, তারপরেও আপনাকে না দিক অন্য কাউকে তো রক্ত দিয়েছে।। সে রক্ত কই পেলো?
আরে ভাই রক্ত গুলা ম্যানেজ করতে এক এক জন সদস্যের ২০-৫০ টা ফোন খরচ হয়,, মানুষ কে বুঝায় তারপর রক্ত ম্যানেজ করে, নিজের বা অপর ভাইয়ের রক্তটা আপনাকে বা আমাকে দিচ্ছে,,, তারপরে এতো সমালোচনা কিসের....??
রক্ত পাওয়ার পরে কোনো দিন একটা ফোন দিয়ে খোঁজ নিয়েছেন? বিবেক দিয়ে একটু চিন্তা করুন।।
ভাই সেচ্ছাসেবী রা কারো গোলাম না।।
তারা সেচ্ছায় কাজ করে।।
সাধ্যমত মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করে,,
** কথা গুলা খারাপ লাগলে ক্ষমা সুন্দর দৃষ্টি তে দেখবেন....।।**
#মানবতার_সেবায়_সর্বদা_প্রস্তুত🩸❣️
উজিরপুর ব্লাড ডোনার্স ক্লাব (UBDC)❣️❣️