উজিরপুর ব্লাড ডোনার্স ক্লাব

উজিরপুর ব্লাড ডোনার্স ক্লাব Blood Donate

আলহামদুলিল্লাহ ❤️❤️
15/10/2021

আলহামদুলিল্লাহ ❤️❤️

🛑 ্শ_স্বেচ্ছাসেবকের_য_সকল_গুনাবলী_থাকা_দরকার🛑🩸 যাবতীয় ইগােমুক্ত হতে হবে।🩸 পদপদবী বাহবার জন্য কাজ করবেন না।🩸 মানবিক হতে ...
12/04/2021

🛑 ্শ_স্বেচ্ছাসেবকের_য_সকল_গুনাবলী_থাকা_দরকার🛑

🩸 যাবতীয় ইগােমুক্ত হতে হবে।
🩸 পদপদবী বাহবার জন্য কাজ করবেন না।
🩸 মানবিক হতে হবে।
🩸 ধৈর্যশীল হতে হবে।
🩸 ক্ষমা করতে পারার মানসিকতা থাকতে হবে।
🩸দায়িত্ব নেয়ার সাহস থাকতে হবে।
🩸 উদার মানসিকতার হতে হবে।
🩸 স্বজনপ্রীতি থাকতে পারবেন না।
🩸 অহংকারী হবেন না।
🩸. বিনিময় বা প্রতিদানের আশায় কখনাে কাজ করবেন
না।
🩸 কখনাে লাভ ক্ষতি হিসাব করবেন না।
🩸 নির্লোভ হতে হবে।
🩸 কথা ও কাজে এক হতে হবে।
🩸 কমনসেন্স থাকতে হবে।
🩸সহ্যশীল হতে হবে।
🩸 ক্রেডিটের জন্য কাজ করবেন না।
এই গুনাবলি গুলো নিজের আমলে রাখার চেষ্টা করব সর্বদা।

সর্বোপরি একটি কথা হল।যারা মানবতার সেবায় কাজ করে তারা হলো মহান মানুষ।। তাদের হৃদয় হলো মহান।। তাদের কোন রাগ থাকে না, তাদের কোন অভিমান থাকে না।
তাদের থাকে না কোনো অহংকার
তাদের থাকে না কোন জেদ। কেননা জিৎ এবং অহংকার এর জন্য ইবলিশ কে জান্নাত থেকে বের করে দিয়েছিল আল্লাহতায়ালা। ভালো মানের মানুষ ছাড়া কখনো মানবতার সেবায় আসা সম্ভব না আর আপনারা যারা এই মানবতার সেবায় অংশগ্রহণ করছেন সবাই হলেন দুনিয়ার ফেরেস্তা।।। আল্লাহতায়ালা অবশ্যই আপনাদের জন্য অনেক অনেক ভালো কিছু রাখছেন।। মনে রাখবেন আপনার জন্য যদি কারো মুখে একটুখানি হাসি ফোটে এর অবদান অনেক বেশি যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না

প্রচার বিভাগঃ

উজিরপুর ব্লাড ডোনার্স ক্লাব (UBDC)🩸❤️

বরিশালের ১১টি সংগঠন এর প্রতিনিধিদের সমন্বয়ে আয়োজিত   #বরিশাল_যুব_সংগঠন_সমন্বয়_পরিষদ৷ এর প্রতিনিধি সভা  অনুষ্ঠিত হয়মানবতা...
04/02/2021

বরিশালের ১১টি সংগঠন এর প্রতিনিধিদের সমন্বয়ে আয়োজিত #বরিশাল_যুব_সংগঠন_সমন্বয়_পরিষদ৷ এর প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়

মানবতার আরেক নাম 💖
#উজিরপুর_ব্লাড_ডোনার্স_ক্লাব(UBDC)😍 পরিবারের পক্ষ থেকে আপনাদের সাথে আছি।
আমার মানবতার সেবায় সর্বদা প্রস্তুত 💪
রক্তদান সহ যেকোনো মানবতার সেবার আমর কাজ করার চেষ্টা করি। 😍
সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন।🤲

ধন্যবাদ #দৈনিক_ভোরের_অঙ্গিকার❣️
#আজকের_পরিবর্তন

 #সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি,একটা সংগঠনে ফোন দিলাম পোষ্ট দিলাম, রক্ত পাইলাম না। কিযে খারাপ লাগতেছে বলতে পারছিনা। রোগি ...
04/02/2021

#সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি,

একটা সংগঠনে ফোন দিলাম পোষ্ট দিলাম, রক্ত পাইলাম না। কিযে খারাপ লাগতেছে বলতে পারছিনা।
রোগি ওটিতে, রক্ত পাই কই।
খারাপ লাগার কিছু নেই শান্ত হন,, সংগঠনে ফোন / পোষ্ট দিয়েছেন রক্ত পাননি এই নিয়ে সমালোচনা করছেন কেন?
সংগঠন কি রক্ত উৎপাদনের কারখানা..??
~ আপনাকে কিছু প্রশ্ন করি-
* এই সংগঠন গুলা কি আপনার কাছ থেকে কিছু চায়,,??
* টাকা বা রক্তের বদলে অন্য কিছু,,?

আরেকটি বিষয়ে কখনও কি ভেবে দেখেছেন?
ওরা আর ৫টা পাচটা ছেলেদের মতো টং এর দোকানে আড্ডা দেয়?? নাকি পড়ে থাকে হাসপাতালের করিডোরে মানুষ কে সাহায্য করার জন্য? এরা কি খারাপ কিছু করে? আপনি রক্ত না পেলে ক্ষেপে যান,, রক্ত পাইনি সংগঠন ভালো না।।
একটু ভাবেন তো তারা তো রক্ত উপাদান বা ফ্রিজিং করে রাখেনা, তারপরেও আপনাকে না দিক অন্য কাউকে তো রক্ত দিয়েছে।। সে রক্ত কই পেলো?
আরে ভাই রক্ত গুলা ম্যানেজ করতে এক এক জন সদস্যের ২০-৫০ টা ফোন খরচ হয়,, মানুষ কে বুঝায় তারপর রক্ত ম্যানেজ করে, নিজের বা অপর ভাইয়ের রক্তটা আপনাকে বা আমাকে দিচ্ছে,,, তারপরে এতো সমালোচনা কিসের....??
রক্ত পাওয়ার পরে কোনো দিন একটা ফোন দিয়ে খোঁজ নিয়েছেন? বিবেক দিয়ে একটু চিন্তা করুন।।

ভাই সেচ্ছাসেবী রা কারো গোলাম না।।
তারা সেচ্ছায় কাজ করে।।
সাধ্যমত মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করে,,

** কথা গুলা খারাপ লাগলে ক্ষমা সুন্দর দৃষ্টি তে দেখবেন....।।**

#মানবতার_সেবায়_সর্বদা_প্রস্তুত🩸❣️

উজিরপুর ব্লাড ডোনার্স ক্লাব (UBDC)❣️❣️

🗣 #সচেতনতার_জন্য_শেয়ার_করো🔴 #শেয়ার_করো_ভবিষ্যত_প্রজন্মকে_রক্ষা_করো🔴বিয়ে করেছ মনের মানুষটিকেই। সুখের সংসার তোমাদের। এমনকি...
04/02/2021

🗣 #সচেতনতার_জন্য_শেয়ার_করো

🔴 #শেয়ার_করো_ভবিষ্যত_প্রজন্মকে_রক্ষা_করো🔴

বিয়ে করেছ মনের মানুষটিকেই। সুখের সংসার তোমাদের। এমনকি সন্তান নেয়ার কথা চিন্তা কর ছ। কিন্তু হয়ত জানোই না যে, দুজনেই থ্যালাসেমিয়ার ক্যারিয়ার কিনা।
তোমাদের অজ্ঞতার কারণেই তোমাদের অনাগত সন্তানের জীবন থ্যালাসেমিয়া নামক এক জীবনঘাতী রোগের কারনে হয়ে যেতে পারে অভিষপ্ত।

হ্যা তোমরাই দায়ী। তাই আর দেরী না করে যারা বিয়ে করে সন্তান নেবার কথা ভাবছ এমনকি অনেকে হয়ত প্রেগন্যান্ট অবস্থায় আছ তারা নিজেদের সাথে সাথে তোমাদের অনাগত শিশুর থ্যালাসেমিয়া টেস্ট করিয়ে নাও।

তোমাদের আজকের সঠিক পদক্ষেপেই আগামী দিনে জন্ম নেবে এক সুস্থ শিশু আর আমরা পাব একটি থ্যালাসেমিয়া মুক্ত বাংলাদেশ।

জেনে রেখো যে, বাংলাদেশি জনসংখ্যার শতকরা প্রায় ৪.৮ শতাংশ অর্থাৎ ৭০ লাখ মানুষ থ্যালাসেমিয়া রোগের বাহক। বাংলাদেশে প্রায় ২ লাখ শিশু থ্যালাসেমিয়ায় আক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে থ্যালাসেমিয়া আক্রান্ত মানুষের সংখ্যা হবে ৫০,০০০ প্রতি বছর।
একটু সচেতনতা আর একটি সময় উপযোগী পদক্ষেপ বাঁচাতে পারে আমাদের ভবিষ্যত প্রজন্মকে।
তাই দেরী নয়।
প্রতিরোধ এখনি!

#থ্যালাসেমিয়া
#থ্যালাসেমিয়া_সচেতনতা
#থ্যালাসেমিয়া_প্রতিরোধ_এখনি

সচেতনতায় ঃ #উজিরপুর_ব্লাড_ডোনার্স_ক্লাব (UBDC)🩸❣️

🗣️সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে  #উজিরপুর_ব্লাড_ডোনার্স_ক্লাব সর্বদা প্রস্তুত থাকে মানবতার সেবা করার জন্য।  এই মানব...
25/12/2020

🗣️সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে

#উজিরপুর_ব্লাড_ডোনার্স_ক্লাব সর্বদা প্রস্তুত থাকে মানবতার সেবা করার জন্য।

এই মানবতার কাজকে আরো গতিশীল করার জন্য #উজিরপুর_ব্লাড_ডোনার্স_ক্লাব(UBDC)এর পক্ষ থেকে #জানুয়ারি_মাসের ১ তারিখ থেকে কিছু সংখ্যক #সেচ্ছাসেবক_নেওয়া_হবে।
যারা আমাদের সাথে কাজ করতে আগ্রহি তারা ইনবক্স অথবা

📲 ফোনে যোগাযোগ করুনঃ 01768289352

ধন্যবাদ।
প্রচারেঃ উজিরপুর_ব্লাড_ডোনার্স_ক্লাব (UBDC)❤️

 #উজিরপুর_ব্লাড_ডোনার্স_ক্লাব (UBDC) কে  #সম্মাননা_স্মারক প্রদান,,❤️❤️আলহামদুলিল্লাহ!আলোকিত পরিবার ফাউন্ডেশন (এস এস সি ব...
25/12/2020

#উজিরপুর_ব্লাড_ডোনার্স_ক্লাব (UBDC) কে #সম্মাননা_স্মারক প্রদান,,❤️❤️

আলহামদুলিল্লাহ!
আলোকিত পরিবার ফাউন্ডেশন (এস এস সি ব্যাচ - ২০১৩) এর শীতবস্ত্র বিতরণ ও মতবিনিয় সভা উপলক্ষে সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় #উজিরপুর_ব্লাড_ডোনার্স_ক্লাব (UBDC) কে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক গ্রহণ করেন #উজিরপুর-ব্লাড_ডোনার্স_ক্লাব ( UBDC) এর #প্রতিষ্ঠাতা_পরিচালক ``ইমরান নাজির (শান্ত) , এবং সেচ্ছাসেবক "ইমন হোসেন (অনি) ।

সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করায় এপিএফ এর পরিচালক জনাব কে এম সজল ও অনুষ্ঠানের সভাপতি জনাব রাশেদুল আলম সহ সংগঠনের সকল কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

#উজিরপুর_ব্লাড_ডোনার্স_ক্লাব (UBDC) পরিবারের পক্ষ থেকে আলোকিত পরিবার ফাউন্ডেশন (এস এস সি ব্যাচ - ২০১৩) এর সফলতা এবং শুভকামনা এবং শুভেচ্ছা ও অভিনন্দন।❤️❤️❤️

শুভেচ্ছান্তেঃ উজিরপুর_ব্লাড_ডোনার্স_ক্লাব (UBDC)
আমাদের সাথে কাজ করতে সাথে থাকুন ঃhttps://www.facebook.com/groups/804198730001149/

ইনশাআল্লাহ আবারো হবে❤❤❤
23/12/2020

ইনশাআল্লাহ আবারো হবে❤❤❤

Address

Wazirpur
Barisal

Telephone

+8801768289352

Website

Alerts

Be the first to know and let us send you an email when উজিরপুর ব্লাড ডোনার্স ক্লাব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to উজিরপুর ব্লাড ডোনার্স ক্লাব:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category