ESSO-Educational Scientific & Social Organization

ESSO-Educational Scientific & Social Organization Youth Voluntary Organization
Slogan: Devoted to Humanity

Slogan: Devoted to Humanity

Whole-hearted youth of different Schools, Colleges and Universities who have a common passion to work for the Human beings are engaged with this Organization.

বরগুনা সদর উপজেলার ৬ নং বুড়িরচর ইউনিয়নের ছাত্র/ছাত্রীদের জন্য শিক্ষাবৃত্তি/উপকরণ প্রাপ্তির আবেদন-২০২৫শর্তাবলি :১. বরগুনা...
11/08/2025

বরগুনা সদর উপজেলার ৬ নং বুড়িরচর ইউনিয়নের ছাত্র/ছাত্রীদের জন্য শিক্ষাবৃত্তি/উপকরণ প্রাপ্তির আবেদন-২০২৫

শর্তাবলি :
১. বরগুনা সদর উপজেলার ৬ নং বুড়িরচর ইউনিয়নের যেকোন স্কুলের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর অস্বচ্ছল ও মেধাবী ছাত্র/ছাত্রী ।
২. প্রতি শিক্ষাবর্ষে নূন্যতম ৭৫% ক্লাশে উপস্থিত থাকা।
৩. অভিভাবক / পিতা-মাতার বাৎসরিক আয় এক লাখ টাকার বেশী হবে না ।

প্রয়োজনীয় কাগজপত্র :
১. শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষরসহ পূরণকৃত আবেদন ফর্ম
২. এক কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি।
৩. ছাত্র/ছাত্রীর জন্মনিবন্ধনের ফটোকপি।

আবেদনের শেষ সময়: ৩১ আগষ্ট, ২০২৫
আবেদন ফরম পেতে যোগাযোগ করুন: ০১৫২১-৫৪৯৫২০

১ যুগের গর্বিত পথচলাশিক্ষা, বিজ্ঞান ও সামাজিক সংস্থা ‘এসো’আজ আমাদের ১২ বছরের দীর্ঘ যাত্রার গর্বিত এক মুহূর্ত।২০১৩ সালের ...
02/08/2025

১ যুগের গর্বিত পথচলা
শিক্ষা, বিজ্ঞান ও সামাজিক সংস্থা ‘এসো’

আজ আমাদের ১২ বছরের দীর্ঘ যাত্রার গর্বিত এক মুহূর্ত।
২০১৩ সালের ০২ আগষ্ট থেকে শুরু করে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে চলছি আমরা।

প্রতিটি মাইলফলকই আপনাদের সাথে পেরিয়ে এসেছি।
এই দীর্ঘ পথে যাঁরা পাশে ছিলেন—প্রত্যেক স্বেচ্ছাসেবক, সদস্য ও শুভানুধ্যায়ীকে জানাই কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।

📢 চলুন, নতুন স্বপ্নে আবার জেগে উঠি—
এসো, আলোর পথে হাঁটি একসাথে।

#এসো
#১যুগ_এসো
#স্বেচ্ছাসেবী_সংগঠন
#আলোকিত_সমাজ

এসো'র ম্যাগাজিন প্রত্যয় ৩য় সংখ্যা হাতে পেয়েছি।  শনিবার থেকে দেয়া যাবে।
30/07/2025

এসো'র ম্যাগাজিন প্রত্যয় ৩য় সংখ্যা হাতে পেয়েছি। শনিবার থেকে দেয়া যাবে।

**********লেখা আহ্বান *********অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, শিক্ষা বিজ্ঞান ও সামাজিক সংস্থা “এশো” এর ১ যুগপূর্তি উপ...
12/07/2025

**********লেখা আহ্বান *********
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, শিক্ষা বিজ্ঞান ও সামাজিক সংস্থা “এশো” এর ১ যুগপূর্তি উপলক্ষে 'প্রত্যয়' ম্যাগাজিনের ৩য় সংখ্যা প্রকাশের জন্য লেখা আহবান করা হচ্ছে। আপনার লেখা গল্প, কবিতা, ছড়া, কৌতুক, রম্য রচনা, বিজ্ঞানভিত্তিক-শিক্ষামূলক-খেলাধুলা বিষয়ক লেখা, ছোটবেলার স্মরণীয় ঘটনা, সাফল্য বা ইতিবাচক ঘটনার সংবাদ আপনার নাম, প্রাতিষ্ঠানিক ঠিকানা (শ্রেণি এবং স্কুল) ও মোবাইল নম্বরসহ পাঠিয়ে দিন ১৮ জুলাই, ২০২৫ এর মধ্যে esso.org@gmail.com মেইলে বা আমাদের ফেসবুক পেইজে। প্রয়োজনে যোগাযোগ করুন ০১৫২১-৫৪৯৫২০ নাম্বারে।

**********লেখা আহ্বান *********অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, শিক্ষা বিজ্ঞান ও সামাজিক সংস্থা “এশো” এর ১ যুগপূর্তি উপ...
05/07/2025

**********লেখা আহ্বান *********
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, শিক্ষা বিজ্ঞান ও সামাজিক সংস্থা “এশো” এর ১ যুগপূর্তি উপলক্ষে 'প্রত্যয়' ম্যাগাজিনের ৩য় সংখ্যা প্রকাশের জন্য লেখা আহবান করা হচ্ছে। আপনার লেখা গল্প, কবিতা, ছড়া, কৌতুক, রম্য রচনা, বিজ্ঞানভিত্তিক-শিক্ষামূলক-খেলাধুলা বিষয়ক লেখা, ছোটবেলার স্মরণীয় ঘটনা, সাফল্য বা ইতিবাচক ঘটনার সংবাদ আপনার নাম, প্রাতিষ্ঠানিক ঠিকানা (শ্রেণি এবং স্কুল) ও মোবাইল নম্বরসহ পাঠিয়ে দিন ১৫ জুলাই, ২০২৫ এর মধ্যে esso.org@gmail.com মেইলে বা আমাদের ফেসবুক পেইজে। প্রয়োজনে যোগাযোগ করুন ০১৫২১-৫৪৯৫২০ নাম্বারে।

**********লেখা আহ্বান *********অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, শিক্ষা বিজ্ঞান ও সামাজিক সংস্থা “এশো” এর ১ যুগপূর্তি উপ...
17/06/2025

**********লেখা আহ্বান *********
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, শিক্ষা বিজ্ঞান ও সামাজিক সংস্থা “এশো” এর ১ যুগপূর্তি উপলক্ষে 'প্রত্যয়' ম্যাগাজিনের ৩য় সংখ্যা প্রকাশের জন্য লেখা আহবান করা হচ্ছে। আপনার লেখা গল্প, কবিতা, ছড়া, কৌতুক, রম্য রচনা, বিজ্ঞানভিত্তিক-শিক্ষামূলক-খেলাধুলা বিষয়ক লেখা, ছোটবেলার স্মরণীয় ঘটনা, সাফল্য বা ইতিবাচক ঘটনার সংবাদ আপনার নাম, প্রাতিষ্ঠানিক ঠিকানা (শ্রেণি এবং স্কুল) ও মোবাইল নম্বরসহ পাঠিয়ে দিন ৩০ জুন, ২০২৫ এর মধ্যে esso.org@gmail.com মেইলে বা আমাদের ফেসবুক পেইজে। প্রয়োজনে যোগাযোগ করুন ০১৫২১-৫৪৯৫২০ নাম্বারে।

স্বাবলম্বী নং - ৪নাম: পিয়ারা বেগম স্বামী: মৃত আঃ সোবহান গ্রাম : খাজুরতলা, ২ নং গৌরীচন্না ইউনিয়ন, বরগুনা সদর। সহায়তায়: এড...
13/04/2025

স্বাবলম্বী নং - ৪
নাম: পিয়ারা বেগম
স্বামী: মৃত আঃ সোবহান
গ্রাম : খাজুরতলা, ২ নং গৌরীচন্না ইউনিয়ন, বরগুনা সদর।
সহায়তায়: এডুকেশনাল সায়েণ্টিফিক এণ্ড সোস্যাল অর্গানাইজেশন ( এশো)

**********লেখা আহ্বান *********অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, শিক্ষা বিজ্ঞান ও সামাজিক সংস্থা “এশো” এর ১ যুগপূর্তি উপ...
08/04/2025

**********লেখা আহ্বান *********
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, শিক্ষা বিজ্ঞান ও সামাজিক সংস্থা “এশো” এর ১ যুগপূর্তি উপলক্ষে 'প্রত্যয়' ম্যাগাজিনের ৩য় সংখ্যা প্রকাশের জন্য লেখা আহবান করা হচ্ছে। আপনার লেখা গল্প, কবিতা, ছড়া, কৌতুক, রম্য রচনা, বিজ্ঞানভিত্তিক-শিক্ষামূলক-খেলাধুলা বিষয়ক লেখা, ছোটবেলার স্মরণীয় ঘটনা, সাফল্য বা ইতিবাচক ঘটনার সংবাদ আপনার নাম, প্রাতিষ্ঠানিক ঠিকানা (শ্রেণি এবং স্কুল) ও মোবাইল নম্বরসহ পাঠিয়ে দিন ৩০ মে, ২০২৫ এর মধ্যে esso.org@gmail.com মেইলে বা আমাদের ফেসবুক পেইজে। প্রয়োজনে যোগাযোগ করুন ০১৫২১-৫৪৯৫২০ নাম্বারে।

07/04/2025

এশো'র আয়োজনে বরগুনা সদর উপজেলার পুরাকাটা বাজারে Global Strike for Gaza, Stop Genocide in Gaza সমর্থনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

০৭ এপ্রিল,২০২৫ বিকাল ৫ টায় পুরাকাটা বাজারের কর্মসূচিতে অংশগ্রহনের অনুরোধ করছি।
06/04/2025

০৭ এপ্রিল,২০২৫ বিকাল ৫ টায় পুরাকাটা বাজারের কর্মসূচিতে অংশগ্রহনের অনুরোধ করছি।

19/01/2025

রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী

11/01/2025

১১/০১/২০২৫ রোজ শনিবার
ব্লাড গ্রুপিং ক্যাম্প-৩
রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচী
স্থান: পশ্চিম বুড়ির চর (কামরাবাদ) বরগুনা সদর।

Address

Barguna
Barishal
8710

Telephone

+8801710019516

Website

Alerts

Be the first to know and let us send you an email when ESSO-Educational Scientific & Social Organization posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ESSO-Educational Scientific & Social Organization:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram