04/05/2025
প্লেনে কান বন্ধ হওয়ার সমস্যা
আসসালামু আলাইকুম।
যারা বিমানে চড়েন/ চড়বেন তাদের জন্য,
বিশেষত হজ্জ যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ।
প্লেনে চেপে হজ্জে যাচ্ছেন; যেই মাত্র প্লেন আকাশে উঠতে শুরু করল বা টেক অফ করল আপনার দুটো কানেই তালা লেগে গেল। সাধারণত প্লেনে উঠলে কানে যেমন তালা লাগে আবার প্লেন নেমে গেলে তা ছেড়েও যায়। কিন্তু চব্বিশ ঘন্টা হয়ে গেলেও কানের তালা না ছাড়লে, সময় মতো সচেতন না হলে ঘটে যেতে পারে কোনও বিপত্তি।
প্রথমেই বলি প্লেনে উঠলে কানে কেন তালা লাগে। আমাদের কানের মধ্যে একটি অংশ আছে যাকে মধ্যকর্ণ বলা হয়। এই মধ্যকর্ণে বাতাস থাকে। নাক (ও মুখ) দিয়ে নিশ্বাস নেওয়ার সময় অডিটরি (বা ইউস্টেশিয়ান) টিউবের মাধ্যমে বাতাস মধ্যকর্ণে প্রবেশ করে মধ্যকর্ণের ভেতরে থাকা বাতাসের চাপ নিয়ন্ত্রিত হয়। । আমরা ঠিকভাবে শুনতে পাই এবং আমাদের কান স্বাভাবিক কাজ করে।
আমরা যখন সমুদ্রপৃষ্ঠ থেকে অনেকটা উঁচুতে উঠি কিংবা হঠাৎ করে নিচে নামি এই ভারসাম্যের তারতম্য ঘটে । এর ফলেই গন্ডগোলটা হয়। এখানে একটা কথা বলি কতটা উচ্চতায় উঠলে কানে তালা পড়তে পারে সেটা একেক জনের একেক রকম, কারণ এমন অনেক মানুষ আছেন যারা আট কিংবা দশতলার উপর গেলেই কানে তালা পড়ে যেতে পারে।
তাই খুব উঁচুতে বা হঠাৎ খুব নিচে নামলে বায়ুর চাপের পরিবর্তনের ফলে কানে তালা লেগে যায়। হটাৎ করে কানে তালা ধরে, কানে তীব্র যন্ত্রনা হয় এবং অনেক সময় কান থেকে অল্প পানির সঙ্গে রক্ত বেরোতে পারে। দ্রুত পদক্ষেপ না নিলে কানের ভেতরে পানি জমে কানের পর্দা ফুটো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এর ফলে কানের পর্দার ক্ষতি হয়ে যায়।
সাধারণ কয়েকটি নিয়ম মেনে চলেই এই সমস্যার হাত থেকে রেহাই পাওয়া যেতে পারে।
১. প্লেনে ওঠার আগে যাইলোমেটাজোলিন/ অক্সিমেটাজোলিন ( Antazol 0.1%/ Afrin. 05% nasal drop) জাতীয় ওষুধ দুই নাকে ৩-৪ ফোঁটা করে দিয়ে প্লেনে উঠুন। প্লেনে ওঠার কিছুক্ষন ( ৫-৩০ মিনিট) আগে এই ড্রপটি ব্যবহার করুন। তারপর প্লেনে উঠে যদি আবার অসুবিধা হয় (, বিশেষত লম্বা ভ্রমনের ক্ষেত্রে,) তাহলে আবার ৩-৪ ফোঁটা করে দুই নাকে ড্রপটি দিতে হবে।
২. ঠান্ডা/ সর্দি থাকলে অল্পতেই কান বন্ধ হওয়ার প্রবণতা থাকে; প্রয়োজন অনুযায়ী ঠান্ডার ঔষধ খেতে হবে।
৩. প্লেনে উঠেই কানে কিছুটা নরম তুলা/ ইয়ার প্লাগ/ হেডফোন দিয়ে রাখতে পারেন।
৪. একটি চুইংগাম চিবোতে থাকুন বা লজেন্স মুখে রেখে ক্রমাগত চুষতে থাকুন। এর ফলে নাকের টিউবটি খোলে এবং বন্ধ হয়। কান বন্ধভাব না হওয়া অথবা দূর করার দ্রুত এবং সহজতম উপায়। তবে এহরাম অবস্থায় (সুগন্ধিযুক্ত) চুইংগাম চিবানো ঠিক হবেনা।
৫. এছাড়াও মাঝে মাঝে নাক -মুখ বন্ধ করে হালকা করে ঢোক গিলতে পারেন; তবে খুব জোরে ঢোক গিলতে যাবেন না।
৬.ছোট ছোট চুমুক দিয়ে পানি পান করতে পারেন।
৭. প্লেন ওঠা বা নামার সময় ঘুমানো উচিত না।
৮. এরপর ও যদি দেখেন কান বন্ধ হয়েছে এবং ২৪ ঘন্টা পার হয়ে গেছে অথচ সমস্যাটি রয়ে গেছে সেই ক্ষেত্রে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।
আল্লাহ তাআলা সব হাজীদেরকে সুস্হতার সাথে হজ্জের হুকুম আহকাম মেনে সুষ্ঠুভাবে হজ্জ করার তাওফিক দান করুন।
ডা. মোস্তফা কামাল আরেফিন
এফসিপিএস, এমসিপিএস,
এমবিবিএস ( ঢামেক, ২০০৩-০৪ সেশন)
নাক, কান, গলা বিশেষজ্ঞ