Dr. Tanbir Pain & Palliative Care Centre

Dr. Tanbir Pain & Palliative Care Centre This centre is a dedicated pain clinic with worldwide recent Pain treatment facilities!

@ Medifast diagnostic centre, Karnaphully Shopping Complex (2nd floor), Sadar road, Bhola

কিছুদিন আগে ছবির ভদ্রলোক তার স্ত্রীকে দেখাতে নিয়ে এসেছিলো সাথে করে আমার জন্য বড় একটি ইলিশ মাছ এবং দই নিয়ে, আমাকে তাদের স...
20/06/2025

কিছুদিন আগে ছবির ভদ্রলোক তার স্ত্রীকে দেখাতে নিয়ে এসেছিলো সাথে করে আমার জন্য বড় একটি ইলিশ মাছ এবং দই নিয়ে, আমাকে তাদের সন্তানসম চিন্তা করে। আজ উনার স্ত্রী এসেছে আমাকে দেখাতে সাথে তার ছেলেকে নিয়ে। আমি উনাদের দিকে তাকিয়ে হাসিমুখে জানতে চাইলাম, চাচা কি বাহিরে বসে আছে? তারা দুজনেই কেঁদে দিলো ! আমি কিছুটা বিচলিত হয়ে কাঁদার কারণ জানতে চাইলাম, যার উত্তর আমার কাছে ছিলো অপ্রত্যাশিত। চাচা আমার কাছে আসার পরের সপ্তাহে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। আমি কিছুটা সময় চুপ করে বসে রইলাম। আমার প্রতি তার স্নেহময় কথাগুলো কানে বাজতে লাগলো। উনার স্ত্রীকে দেখে বিদায় দেবার সময় তার ছেলে আমাকে জানালো,স্যার বাবা আপনাকে দেখতে চেয়েছিলো। আমি তাকে জানালাম, আমি তার কবর জিয়ারত করতে যাবো। আল্লাহ চাচাকে জান্নাতবাসী করুন, আমীন।
ভালো থাকুক আমার প্রতিটি রুগী, তাদের দোয়া এবং ভালোবাসাই আমার পাথেয়।

06/06/2025

সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক।

আমার হাজার হাজার বাবা-মা আছে। বয়স্ক এই মানুষগুলোর মাঝেই আমার প্রকৃত বাবা-মা এর প্রতিচ্ছবি আমি খুঁজে পাই। এদের ভালোবাসাই ...
23/05/2025

আমার হাজার হাজার বাবা-মা আছে। বয়স্ক এই মানুষগুলোর মাঝেই আমার প্রকৃত বাবা-মা এর প্রতিচ্ছবি আমি খুঁজে পাই। এদের ভালোবাসাই আমার প্রেরণা ! ক্ষুদ্র মানুষ আমি অগনিত রুগীর ভালোবাসা পেয়েছি চিকিৎসক জীবনে। এরচেয়ে আর কি চাই! এই বয়স্ক ভদ্রলোক তার স্ত্রী নিয়ে আমার কাছে দীর্ঘদিন পর এসেছে, হাতে একটি ইলিশ মাছ এবং নিজের বাসায় বানানো মহিষের দই নিয়ে। আমি কিছুটা লজ্জিত হয়ে জিজ্ঞেস করলাম- কেন নিয়ে আসলেন কষ্ট করে? উনি উত্তর দিলেন, সব বাবা-মা এরই ইচ্ছে হয় সন্তানের জন্য কিছু না কিছু নিয়ে আসতে। আহা, এই নগন্য একজন চিকিৎসকের জীবনে আর কি চাওয়া থাকতে পারে !!

প্লেনে কান বন্ধ হওয়ার সমস্যাআসসালামু আলাইকুম।যারা বিমানে চড়েন/ চড়বেন তাদের জন্য,বিশেষত হজ্জ যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ।...
04/05/2025

প্লেনে কান বন্ধ হওয়ার সমস্যা

আসসালামু আলাইকুম।
যারা বিমানে চড়েন/ চড়বেন তাদের জন্য,
বিশেষত হজ্জ যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ।

প্লেনে চেপে হজ্জে যাচ্ছেন; যেই মাত্র প্লেন আকাশে উঠতে শুরু করল বা টেক অফ করল আপনার দুটো কানেই তালা লেগে গেল। সাধারণত প্লেনে উঠলে কানে যেমন তালা লাগে আবার প্লেন নেমে গেলে তা ছেড়েও যায়। কিন্তু চব্বিশ ঘন্টা হয়ে গেলেও কানের তালা না ছাড়লে, সময় মতো সচেতন না হলে ঘটে যেতে পারে কোনও বিপত্তি।

প্রথমেই বলি প্লেনে উঠলে কানে কেন তালা লাগে। আমাদের কানের মধ্যে একটি অংশ আছে যাকে মধ্যকর্ণ বলা হয়। এই মধ্যকর্ণে বাতাস থাকে। নাক (ও মুখ) দিয়ে নিশ্বাস নেওয়ার সময় অডিটরি (বা ইউস্টেশিয়ান) টিউবের মাধ্যমে বাতাস মধ্যকর্ণে প্রবেশ করে মধ্যকর্ণের ভেতরে থাকা বাতাসের চাপ নিয়ন্ত্রিত হয়। । আমরা ঠিকভাবে শুনতে পাই এবং আমাদের কান স্বাভাবিক কাজ করে।
আমরা যখন সমুদ্রপৃষ্ঠ থেকে অনেকটা উঁচুতে উঠি কিংবা হঠাৎ করে নিচে নামি এই ভারসাম্যের তারতম্য ঘটে । এর ফলেই গন্ডগোলটা হয়। এখানে একটা কথা বলি কতটা উচ্চতায় উঠলে কানে তালা পড়তে পারে সেটা একেক জনের একেক রকম, কারণ এমন অনেক মানুষ আছেন যারা আট কিংবা দশতলার উপর গেলেই কানে তালা পড়ে যেতে পারে।

তাই খুব উঁচুতে বা হঠাৎ খুব নিচে নামলে বায়ুর চাপের পরিবর্তনের ফলে কানে তালা লেগে যায়। হটাৎ করে কানে তালা ধরে, কানে তীব্র যন্ত্রনা হয় এবং অনেক সময় কান থেকে অল্প পানির সঙ্গে রক্ত বেরোতে পারে। দ্রুত পদক্ষেপ না নিলে কানের ভেতরে পানি জমে কানের পর্দা ফুটো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এর ফলে কানের পর্দার ক্ষতি হয়ে যায়।

সাধারণ কয়েকটি নিয়ম মেনে চলেই এই সমস্যার হাত থেকে রেহাই পাওয়া যেতে পারে।

১. প্লেনে ওঠার আগে যাইলোমেটাজোলিন/ অক্সিমেটাজোলিন ( Antazol 0.1%/ Afrin. 05% nasal drop) জাতীয় ওষুধ দুই নাকে ৩-৪ ফোঁটা করে দিয়ে প্লেনে উঠুন। প্লেনে ওঠার কিছুক্ষন ( ৫-৩০ মিনিট) আগে এই ড্রপটি ব্যবহার করুন। তারপর প্লেনে উঠে যদি আবার অসুবিধা হয় (, বিশেষত লম্বা ভ্রমনের ক্ষেত্রে,) তাহলে আবার ৩-৪ ফোঁটা করে দুই নাকে ড্রপটি দিতে হবে।
২. ঠান্ডা/ সর্দি থাকলে অল্পতেই কান বন্ধ হওয়ার প্রবণতা থাকে; প্রয়োজন অনুযায়ী ঠান্ডার ঔষধ খেতে হবে।

৩. প্লেনে উঠেই কানে কিছুটা নরম তুলা/ ইয়ার প্লাগ/ হেডফোন দিয়ে রাখতে পারেন।

৪. একটি চুইংগাম চিবোতে থাকুন বা লজেন্স মুখে রেখে ক্রমাগত চুষতে থাকুন। এর ফলে নাকের টিউবটি খোলে এবং বন্ধ হয়। কান বন্ধভাব না হওয়া অথবা দূর করার দ্রুত এবং সহজতম উপায়। তবে এহরাম অবস্থায় (সুগন্ধিযুক্ত) চুইংগাম চিবানো ঠিক হবেনা।
৫. এছাড়াও মাঝে মাঝে নাক -মুখ বন্ধ করে হালকা করে ঢোক গিলতে পারেন; তবে খুব জোরে ঢোক গিলতে যাবেন না।
৬.ছোট ছোট চুমুক দিয়ে পানি পান করতে পারেন।
৭. প্লেন ওঠা বা নামার সময় ঘুমানো উচিত না।

৮. এরপর ও যদি দেখেন কান বন্ধ হয়েছে এবং ২৪ ঘন্টা পার হয়ে গেছে অথচ সমস্যাটি রয়ে গেছে সেই ক্ষেত্রে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।

আল্লাহ তাআলা সব হাজীদেরকে সুস্হতার সাথে হজ্জের হুকুম আহকাম মেনে সুষ্ঠুভাবে হজ্জ করার তাওফিক দান করুন।

ডা. মোস্তফা কামাল আরেফিন
এফসিপিএস, এমসিপিএস,
এমবিবিএস ( ঢামেক, ২০০৩-০৪ সেশন)
নাক, কান, গলা বিশেষজ্ঞ

28/02/2025

এই রোজায় পরিমিত খান এবং অতিরিক্ত ওজন ঝেড়ে ফেলুন। সবাই সবাইকে ক্ষমা করে দিন। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।

30/05/2024

নিজের কাছে সৎ থাকতে পারাটা গর্বের বিষয় ! ব্যক্তিত্বহীন কারো এবং ঠুনকো কথায় নিজেকে ছোট ভাববেন না।
(সংগৃহীত)

26/05/2024

মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১০নং বিপদ সংকেত এবং কক্সবাজার ও চট্রগ্রামকে ৯ নং বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

21/05/2024

আপনি যত পর নিন্দা করবেন, পর সমালোচনা করবেন - আপনি ততটা মানসিক অশান্তিতে ভুগবেন আত্মসমালোচনা করুন - মানসিক প্রশান্তি পাবেন।

20/05/2024

কোন অনুষ্ঠানে কিংবা পরিবারের সদস্যরা যখন এক সাথে খেতে বসবেন তখন অবশ্যই নিজের প্লেটে খাবার আগে নিবেন না এবং নিজের পছন্দসই মাছ মাংসের পিচ বেছে বেছে নিবেন না, এটা খবারের শিষ্টাচারের মধ্যে পরে না।

19/05/2024

যদি সুস্থ থাকতে চান তবে সূর্যোদয় দেখুন এবং রাত গভীর হবার পূর্বেই বিছানায় চলে যান। মনে রাখবেন আপনার শরীরের খুব জরুরী হরমোনগুলো এই নিয়ম মেনেই তার দৈনিক কার্যক্রম চালিয়ে যায়।

18/05/2024

সুন্দরভাবে বাঁচতে চাইলে -
√ কম কথা বলুন √ কম আহার করুন √ কম আশা করুন √ বেশি প্রার্থনা করুন √ বেশি পরিশ্রম এবং হালাল আয় করুন √ বেশি দান করুন। জীবন সুন্দর..

17/05/2024

শারীরিক এবং মানসিক ভাবে ফিট থাকতে প্রতিদিন ব্যায়াম করুন, কারন ব্যায়ামের মাধ্যমে আপনার শরীরে "এন্ডোরফিন" রিলিজ হয় - যা স্ট্রেস হরমোন কমিয়ে দেয় এবং হাসিখুশি রাখতে সহায়তা করে।।

Address

Barisal

Opening Hours

Monday 15:00 - 21:00
Tuesday 15:00 - 21:00
Wednesday 15:00 - 21:00
Thursday 15:00 - 21:00
Friday 09:00 - 18:00
Sunday 15:00 - 21:00

Telephone

+8801797025272

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Tanbir Pain & Palliative Care Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Tanbir Pain & Palliative Care Centre:

Share