Apex Homoeopathic Medical College & Hospital,Barisal.

Apex Homoeopathic Medical College & Hospital,Barisal. It`s old & Popular Homoeopathic Medicale College in Barisal. and it has free homeopathic treatment s

১৩-১২-২০২৫ হতে ২৮-১২-২০২৫ তারিখ পর্যন্ত সকল বর্ষের তাত্ত্বিক পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।
07/12/2025

১৩-১২-২০২৫ হতে ২৮-১২-২০২৫ তারিখ পর্যন্ত সকল বর্ষের তাত্ত্বিক পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।

 #২০২৫-২৬ শিক্ষাবর্ষে ডিএইচএমএস কোর্সের ১ম বর্ষে ছাত্র/ছাত্রী ভর্তির সময়সীমা আগামী ৭-১২-২০২৫ তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়...
26/11/2025

#২০২৫-২৬ শিক্ষাবর্ষে ডিএইচএমএস কোর্সের ১ম বর্ষে ছাত্র/ছাত্রী ভর্তির সময়সীমা আগামী ৭-১২-২০২৫ তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

ডি এইচ এম এস পরীক্ষা -২০২৫ এর সময়সূচী।
26/11/2025

ডি এইচ এম এস পরীক্ষা -২০২৫ এর সময়সূচী।

২০২৫- ২০২৬ শিক্ষাবর্ষে DHMS কোর্সের প্রথম বর্ষে ভর্তির সময়সীমা বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা ও শিক্ষা কাউন্সিল কর্তৃক ন...
24/11/2025

২০২৫- ২০২৬ শিক্ষাবর্ষে DHMS কোর্সের প্রথম বর্ষে ভর্তির সময়সীমা বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা ও শিক্ষা কাউন্সিল কর্তৃক নির্ধারিত ২৬ -১১-২০২৫ তারিখ শেষ হবে, উক্ত তারিখের ভিতরে ভর্তি না হলে পরবর্তীতে আর ভর্তি হওয়ার সুযোগ থাকবে না।যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ভর্তির সুযোগ পেয়েছেন তারা উক্ত তারিখের ভিতরে কলেজ অফিসে গিয়ে ভর্তির কার্যক্রম সম্পন্ন করুন।

২০২৫- ২০২৬ শিক্ষাবর্ষে DHMS কোর্সের প্রথম বর্ষে ভর্তির সংক্রান্ত তথ্যসমূহ:-
13/11/2025

২০২৫- ২০২৬ শিক্ষাবর্ষে DHMS কোর্সের প্রথম বর্ষে ভর্তির সংক্রান্ত তথ্যসমূহ:-

05/11/2025

ডিএইচএমএস ভর্তি নির্দেশনা ২০২৫ : হোমিওপ্যাথি শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা

বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল সম্প্রতি ২০২৫ শিক্ষাবর্ষে “ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি (DHMS)” কোর্সের ভর্তি নির্দেশিকা ও নিয়মাবলী প্রকাশ করেছে।

📅 সময়সূচি সংক্ষেপে
▪️ভর্তি প্রক্রিয়া শুরু ; ১৬ নভেম্বর ২০২৫
▪️ভর্তি প্রক্রিয়া শেষ ; ২৬ নভেম্বর ২০২৫
💰 রেজিস্ট্রেশন ফি ; ৫০০ টাকা
⏳ যাচাই ও নথি জমা ; ভর্তি চলাকালীন সময়।
📄ভর্তির জন্য নিম্নোক্ত কাগজপত্র লাগবে...
১)এসএসসির সার্টিফিকেট
২)এসএসসির মার্কশীট
৩)ভোটার আইডি কার্ড এর ফটোকপি / জন্ম নিবন্ধ এর ফটোকপি
৪) কাউন্সিলর থেকে নাগরিকত্ব সনদপত্র
৫)পাসপোর্ট সাইজের ৫ কপি ছবি+ভর্তি ফি

নির্ধারিত সময়ের মধ্যে প্রযোজ্য সকল নথি ও ফি জমা দিয়ে ভর্তি সম্পন্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

২০২৫-২৬ শিক্ষাবর্ষের ডিএইচএমএস ১ম বর্ষের ভর্তির নির্দেশনাবলী।
04/11/2025

২০২৫-২৬ শিক্ষাবর্ষের ডিএইচএমএস ১ম বর্ষের ভর্তির নির্দেশনাবলী।

ই-নোটিশ : বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের অধীন পরিচালিত ৪ বছর ৬ মাস মেয়দী ডিএইচএমএস (ডিপ্লোমা) কোর্সে ভর...
02/11/2025

ই-নোটিশ :
বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের অধীন পরিচালিত ৪ বছর ৬ মাস মেয়দী ডিএইচএমএস (ডিপ্লোমা) কোর্সে ভর্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে প্রকাশ করা হল।
উক্ত ফলাফল স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ ( www.mefwd.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড ( bhmec.teletalk.com.bd) এর ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য, নির্দেশনা ও নিয়মাবলি সরকার কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সমূহে প্রেরন হবে।
বিষয়টি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো গেল।

ডা.মো.জাহাঙ্গীর আলম
রেজিস্ট্রার,
বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল

ডা: সামন্ত লাল সেন মাননীয় মন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

ডিএইচএমএস কোর্সে ভর্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল।
02/11/2025

ডিএইচএমএস কোর্সে ভর্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল।

01/11/2025
30/10/2025

ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি( ডি এইচ এম এস) ভর্তি পরীক্ষা-২০২৫ এ অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের প্রতি কিছু নির্দেশনা
ক) সকল ছাত্র-ছাত্রীকে নির্ধারিত সময়ে প্রবেশপত্র সহ নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
খ) পরীক্ষায় উত্তরপত্র (ওএমআর) সম্পর্কিত নির্দেশনা

১। রোল নম্বর নির্দিষ্ট স্থানে ইংরেজিতে লিখে তারপর সংশ্লিষ্ট বৃত্তগুলো তদনুযায়ী যথাযথভাবে ভরাট করতে হবে। কোন প্রকান ঘষামাজা বা কাটাকাটি করলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।

২। উত্তর দেয়ার জন্য অবশ্যই বল-পয়েন্ট কলম ব্যবহার করতে হবে।

৩। বৃত্তাকার ঘরগুলো এমনভাবে ভরাট করতে হবে যাতে এগুলোর ভিতরের লেখাটি দেখা না যায় (সঠিক পদ্ধতির নমুনা

৪। অভরাটকৃত বৃত্তাকার ঘরে কোনরকম ফোটা, দাগ, টিক, ক্রস বা অন্য কোন চিহ্ন দেয়া যাবে না।

৫। প্রতিটি প্রশ্নের জন্য চারটি সম্ভাব্য উত্তরের বৃত্ত রয়েছে যার মধ্য হতে কেবলমাত্র সঠিক উত্তরের বৃত্তটি ভরাট করতে হবে। একই প্রশ্নের জন্য একাদিক বৃত্ত ভরাট করলে সেই উত্তরটি ভুল বলে গণ্য হবে।

৬। উত্তরপত্রে কোন অবাঞ্ছিত দাগ দেয়া যাবে না।

৭। উত্তরপত্রটি কোন অবস্থাতেই ভাঁজ করা যাবে না

৮। পরীক্ষা চলাকালে মোবাইল ফোন সাথে রাখা নিষিদ্ধ, অন্যথায় মোবাইল ফোন জব্দ ও পরীক্ষা বাতিল করা হবে।

বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল

26/10/2025

ডিএইচএমএস ভর্তি ২০২৫ — প্রবেশপত্র ডাউনলোড শুরু!
বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল কর্তৃক ঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্বীকৃত বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজগুলোতে ৪ (চার) বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারী (ডিএইচএমএস) কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।

যারা ইতোমধ্যে অনলাইনে আবেদন করেছেন —
তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট 👇
আজ থেকে প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড করা যাচ্ছে!

📥 এখনই আপনার প্রবেশপত্র ডাউনলোড করে রঙিন প্রিন্ট করে রাখুন। পরীক্ষার দিন এটি সাথে রাখা আবশ্যক।

বি:দ্র: যারা দোকান থেকে আবেদন করেছেন তারা দোকান থেকে সংগ্রহ করবেন, যারা কলেজ থেকে আবেদন করেছেন তার কলেজ থেকে সংগ্রহ করবেন।

📅 গুরুত্বপূর্ণ তারিখসমূহ
প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা:
🗓️ ২৬ অক্টোবর থেকে ৩০ অক্টোবর ২০২৫ খ্রিঃ পর্যন্ত
ভর্তি পরীক্ষার তারিখ:
🗓️ পরীক্ষা :- ৩১ অক্টোবর ২০২৫ খ্রিঃ (শুক্রবার), সকাল ১০টা

Address

Gora Chaddas Road
Barisal
8200

Opening Hours

Monday 11:00 - 14:00
Tuesday 11:00 - 14:00
Wednesday 11:00 - 14:00
Thursday 11:00 - 14:00
Saturday 11:00 - 14:00
Sunday 11:00 - 14:00

Telephone

+8801771776199

Website

Alerts

Be the first to know and let us send you an email when Apex Homoeopathic Medical College & Hospital,Barisal. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Apex Homoeopathic Medical College & Hospital,Barisal.:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category