Health care and Medical tips

Health care and Medical tips Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Health care and Medical tips, Medical and health, Barishal, shodor, Barisal.

21/08/2025
22/07/2025

দেশের যেকোনো দুর্যোগপূর্ণ অবস্থায় আমাদের নার্সরা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে পাশে থেকেছে ✊

It's late at night, everyone is asleep — but we are awake next to a patient who is on the verge of life and death. As a ...
20/07/2025

It's late at night, everyone is asleep — but we are awake next to a patient who is on the verge of life and death. As a senior staff nurse, our only goal is to work by understanding the signals of his life every second. Because our one moment of unawareness can exhaust someone forever.

"রাত গভীর, সবাই ঘুমিয়ে — কিন্তু আমরা জেগে থাকি একজন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা রুগীর পাশে।
একজন সিনিয়র স্টাফ নার্স হিসেবে আমাদের একমাত্র লক্ষ্য—প্রতি সেকেন্ডে তার প্রাণের সংকেত বুঝে কাজ করা।
কারণ আমাদের এক মুহূর্তের অসচেতনতা কাউকে চিরতরে নিঃশেষ করতে পারে।

ব্যাথা যে কতটা ভয়ানক হতে পারে তা এ রোগীর চেয়ে ভালো কেউ বলতে পারবে না!এই ছবিতে ৬০ বছর বয়সী এক মহিলার  3D rendered CT scan...
12/07/2025

ব্যাথা যে কতটা ভয়ানক হতে পারে তা এ রোগীর চেয়ে ভালো কেউ বলতে পারবে না!

এই ছবিতে ৬০ বছর বয়সী এক মহিলার 3D rendered CT scan দেখানো হয়েছে, যিনি প্যারোটিড গ্রন্থির ক্যান্সারে ভুগছেন।দূর্ভাগা এ রোগীর ক্যান্সার ছড়িয়ে পরে হাড়ে ( Bone metastasis)। ছবিতে নিতম্বের ইলিয়াম হাড়ে বড় বড় ক্ষত দেখা যাচ্ছে।এ ক্ষত গুলো প্রচন্ড যন্ত্রণাদায়ক এবং অবিরত হাড় ভেঙে যাওয়ার ব্যাথার মত ব্যাথার সৃষ্টি করে।মেরুদণ্ডে ও ক্যান্সার ছড়িয়ে পড়ায় একটি Compression fracture (চাপজনিত ভাঙন) হয়েছে।এ ধরনের রোগী ব্যথার চোটে প্রতিক্ষণে সৃষ্টিকর্তার কাছে মৃত্যু কামনা করে দোয়া করে।

“আসআলুল্লাহাল আযিম, রব্বাল আরশিল আযিমি আন ইয়াশফিয়াক।”
অর্থ:
“আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, যিনি মহান আরশের অধিপতি, যেন তিনি আপনাকে আরোগ্য দান করেন।”

#ক্যান্সার #ক্যান্সারযোদ্ধা
#স্বাস্থ্যসচেতনতা
#মানবিকতা #কমপ্রেশনফ্র্যাকচার

#সহানুভূতি

চিকিৎসা বিজ্ঞানের নতুন বিস্ময়! তেলাপিয়া মাছে স্কিন ব্যবহার করে সফলভাবে পোড়া রোগীদের স্কিন পুনর্গঠন করেছেন ব্রাজিলের চিকি...
30/06/2025

চিকিৎসা বিজ্ঞানের নতুন বিস্ময়!
তেলাপিয়া মাছে স্কিন ব্যবহার করে সফলভাবে পোড়া রোগীদের স্কিন পুনর্গঠন করেছেন ব্রাজিলের চিকিৎসকরা। মোট ৭০ জন রোগীর উপর এই চিকিৎসা প্রয়োগ করে চমকপ্রদ সাফল্য পেয়েছেন তারা।

👉 শ্রীলঙ্কার ৬২ বছরের এক ব্যক্তি দীর্ঘদিন ভাবতেন, তার পেটব্যথা আর প্রস্রাবে জ্বালাপোড়া স্রেফ গ্যাস্ট্রিকের সমস্যা।কিন্তু...
20/06/2025

👉 শ্রীলঙ্কার ৬২ বছরের এক ব্যক্তি দীর্ঘদিন ভাবতেন, তার পেটব্যথা আর প্রস্রাবে জ্বালাপোড়া স্রেফ গ্যাস্ট্রিকের সমস্যা।

কিন্তু ডাক্তাররা খুঁজে পেলেন এমন কিছু, যা দেখে সবাই চমকে উঠলেন!

👉 কিডনিতে জমেছিল এক দৈত্যাকার পাথর — যার ওজন ৮০০ গ্রাম আর দৈর্ঘ্য ১৩ সেন্টিমিটার!

এটি সাধারণ কিডনি স্টোন নয়, প্রায় একটা বড় বেদানার সমান!

👉 এই বিশাল কিডনি স্টোনটি বের করা হলো শ্রীলঙ্কার কলম্বোর নাভালোকা হাসপাতালে, ডা. বান্দারানায়েকের তত্ত্বাবধানে ওপেন সার্জারির মাধ্যমে। আর এই ঘটনার সাথেই লেখা হলো ইতিহাস — এটি বিশ্বরেকর্ড হিসেবে গিনেস বুকে নাম তুলতে যাচ্ছে!

❓ এত বড় কিডনি স্টোন কিভাবে হলো?

✅ পর্যাপ্ত পানি না খাওয়া

✅ অতিরিক্ত মাংস, লবণ আর উচ্চ অক্সালেট সমৃদ্ধ খাবারের অভ্যাস

✅ শরীরের বিপাকক্রিয়ার সমস্যা

👨‍⚕️ শিখতে পারি আমরা?

☑️ প্রতিদিন অন্তত ২.৫ লিটার পানি খাবেন

☑️ লবণ, মাংস, বাদাম, পালং শাক খাও পরিমিতভাবে

☑️ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাবেন

💚 মনে রাখবেন — প্রতিরোধই সেরা চিকিৎসা!

সচেতন থাকো, ভালো থাকো!

(সংগৃহীত)

জাপান এক যুগান্তকারী কাজ করে ফেলেছেএকটি কৃত্রিম গর্ভাশয় তৈরি হয়েছে, এমন একটি ব্যাগ যেখানে ভ্রূণ গর্ভের মতো পরিবেশে বেড়...
19/06/2025

জাপান এক যুগান্তকারী কাজ করে ফেলেছে
একটি কৃত্রিম গর্ভাশয় তৈরি হয়েছে, এমন একটি ব্যাগ যেখানে ভ্রূণ গর্ভের মতো পরিবেশে বেড়ে উঠতে পারে

এটা গল্প নয়, বাস্তব
ছাগলের ভ্রূণ নিয়ে পরীক্ষায় দেখা গেছে, ব্যাগের ভেতরেই স্বাভাবিকভাবে বড় হচ্ছে
অক্সিজেন সরবরাহ, পুষ্টি, বর্জ্য অপসারণ সব কিছুই সেখানে নিখুঁতভাবে নিয়ন্ত্রিত

প্রথম শুনতে চমৎকার লাগতে পারে
বিশেষ করে প্রিম্যাচিউর শিশুর জীবনে এটি আশীর্বাদ হতে পারে
তবে ভাবনার বিষয়ও আছে
যদি একদিন মানুষও সম্পূর্ণরূপে ব্যাগেই জন্ম নেয়

না থাকবে মা, না থাকবে গর্ভ, না থাকবে হৃদয়ের শব্দ
থাকবে শুধু নিঃশব্দ প্লাস্টিক আর নিখুঁত যন্ত্র

জীবন বাঁচানো যাবে ঠিকই
কিন্তু জীবনটা কি অনুভব করা যাবে

এই আবিষ্কার আমাদের সামনে এক নতুন প্রশ্ন রেখে যাচ্ছে
জন্ম কি শুধু শরীর গঠনের প্রক্রিয়া
নাকি আদর, ছোঁয়া আর ভালোবাসার মিশেলে তৈরি এক অনুভবের নাম

প্রযুক্তি অনেক কিছু পারে
বাচ্চা বানাতে পারে
কিন্তু মা হতে পারে না!

✳️Cutaneous larva migrans (চামড়ার নীচের কৃমি )এই ব্যক্তির পায়ের পাতায় আকাবাকা যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা কি বলতে পারেন?...
15/06/2025

✳️Cutaneous larva migrans (চামড়ার নীচের কৃমি )
এই ব্যক্তির পায়ের পাতায় আকাবাকা যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা কি বলতে পারেন? অবাক করার মতো ব্যাপার হলেও এটা হচ্ছে কৃমি!!

বাথরুমে খালি পায়ে হাটলে অথবা উঠানে/মাঠে খালি পায়ে হাটলে পায়ের পাতায় এই কৃমি ঢুকতে পারে।এ অবস্থায় প্রচন্ড চুলকানি হতে পারে।

আশার কথা হলো চিকিৎসা নিলে এ রোগ ভাল হয়।

সতর্কতা :
ওয়াশরুমে অবশ্যই জুতা পড়ে যাবেন।যারা শখের বাগান করেন তারাও জুতা পড়েই কাজ করবেন।

মা হওয়া সহজ নয় ।মা হতে গেলে নিজেকে বিলীন করে মা হতে হয় । নরমাল ডেলিভারি কিংবা সিজারিয়ান ডেলিভারি দুটো ক্ষেত্রেই মাকে জীব...
15/06/2025

মা হওয়া সহজ নয় ।মা হতে গেলে নিজেকে
বিলীন করে মা হতে হয় । নরমাল ডেলিভারি কিংবা সিজারিয়ান ডেলিভারি দুটো ক্ষেত্রেই মাকে জীবনের সাথে লড়তে হয় ।কিন্তু সিজারিয়ান সার্জারী ডেলিভারিকে যারা সহজ ভাবে তাদের জন্য এ পোষ্ট টি ।

সিজারিয়ান একমাত্র সার্জারি যেখানে সাতটি স্তর টিস্যু খোলা হয় এবং মা ছয় ঘণ্টা পরে উঠে দাঁড়াবে বলে আশা করা হয়, আরও একজনের দায়িত্ব গ্রহণ, তীব্র জরায়ু সংকোচন উল্লেখ না করা হয়, স্টিমের পণ্য ম্যামারি গ্রন্থির উলেশন, অক্সিটোসিন মুক্তি।আরো অনেক প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয় ।

আপনি যদি সিজারিয়ানের মাধ্যমে একজন মা হন, তাহলে আপনি আপনার ভাবনার চেয়েও শক্তিশালী। নিজেকে নিয়ে গর্ববোধ করুন।
কারন নিজের জীবন বাজি রেখেই আপনি একজন সন্তান জন্মদান করেছেন ।

এখানে দুজন বাচ্চা,এখানে দুইটাই স্বাস্থ্যকর বাচ্চা, তিন মাস বয়সী, দুজনকেই শুধুমাত্র  বুকের দুধ ফিড করানো হয় এবং বিশ্বাস ...
14/06/2025

এখানে দুজন বাচ্চা,
এখানে দুইটাই স্বাস্থ্যকর বাচ্চা,
তিন মাস বয়সী,
দুজনকেই শুধুমাত্র বুকের দুধ ফিড করানো হয় এবং বিশ্বাস করেন বাম দিকের মোটা নয়, ডানদিকের শিশুও অপুষ্ট নয়।

এগুলি স্বাভাবিকতার ভিন্নতা!

সম্ভবত, যখন তারা ক্রলিং বা হামাগুড়ি শুরু করবে তখন বাম দিকের বাচ্চাটা কিছুটা শুকিয়ে যাবে এবং ডানদিকের জন একটু মাসল ম্যাস গেইন করবে।

আপনার সন্তানের তুলনা অন্য শিশুদের সাথে করবেন না।

প্রত্যেকেই আলাদা।

ওয়েট বেশি মানেই ভাল হয় আবার শুকনা মানেই পুস্টিহীন নয়।

14/06/2025

এইতো জীবন,ছোট্ট এক টুকরো জীবন।

জীবন কি অদ্ভুত তাই না, ফ্যামিলি, নিজের ভবিষ্যৎ, নিজের স্বপ্ন, একটা সুন্দর দিনের অপেক্ষা, এইসব ভাবতে ভাবতেই শত শত নির্ঘুম রাত পেরিয়ে যায় কিন্তু একটা সুন্দর সকাল আর আসে না হয়তো জীবন এরকমই! 🖤

Address

Barishal, Shodor
Barisal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Health care and Medical tips posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram