ডাঃ বলছিলাম আপনাদের

ডাঃ বলছিলাম আপনাদের verry good.

12/07/2024
20/03/2024

বুয়েট পাস এমন একজনকে চিনি, যার বিবাহিত জীবনের ১৩টা বছর শুধু একটা বাচ্চা নেয়ার চেষ্টায় কাটিয়ে দিচ্ছে। তার জীবনে সফলতা আছে কিন্তু পূর্ণতা নাই।

#ব্যাংকের এ,জি,এম এমন একজনকে চিনি, যার বউ দুইটা বাচ্চা রেখে আরেকজনের সাথে পালিয়ে গেছে। তার জীবনে সফলতা-পূর্ণতা সবই ছিলো, কিন্তু ভালোবাসাটা কপালে জুটেনি।

#এম,বি,এ পাশ করা একজনকে চিনি, পড়ালেখা শেষ করে ভালো কিছু করার জন্যে চলে যান দেশের বাহিরে , তারপর বিবাহের প্রস্তাব দেন ১৪ বছরের ভালোবাসার মানুষটির পরিবারে। শুধুমাত্র ছেলে প্রবাসী বলে বিবাহ দেননি। ভালো চাকুরী মানেই কি সব কিছু??

#প্রেম করে পালিয়ে বিয়ে করা এক মেয়ের গল্পটা জানি, কি নিদারুণ অত্যাচার সহ্য করে একদিন গলায় বিষ ঢেলে দিলো। ভালোবাসার জন্যে ঘর ছেড়েছিলো, সফলতা আসেনি কখনও।

#দেশ সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েটার গল্পটা জানি। শুধু গায়ের রঙটা কালো বলে প্রেমিকের বাবা মায়ের হাজারো অবহেলার কথা মাথায় তুলে নিয়ে রিলেশনটা ব্রেকাপ করতে হয়েছিলো। সেরা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড গলায় ঝুলিয়েও সে সুখী হতে পারছে না।

#ক্যারিয়ার গঠনের জন্য যে মেয়ে, তার বাবা মাকে বিয়ের কথা উচ্চারণ করতে দেয়নি, সে মেয়েটির শেষ পর্যন্ত বিয়েই হয়নি। টাকা পয়সা সব আছে কিন্তু স্বামী সংসার নেই।

#চাকুরী না পাওয়া তরুণের গল্পটাও করুণ। বেকার থাকার সময়ে প্রেমিকার বিয়ের আয়োজনটা থামাতে পারে নাই। চাকুরীটা হাতে পাওয়ার আগেই বাবা মারা গেলো। "সফলতা মানেই সুখ" বাক্যটা তার কাছে সম্পূর্ণ মিথ্যা।

#পুলিশের একজন এসপি-কে জানি, যিনি ভাগ্যের গেড়াকলে পড়ে; সন্তান হারিয়েছেন, স্ত্রীকে হারিয়েছেন, সংসার ও চাকুরি সব হারিয়ে, এখন ক্ষমতাহীন নিঃস্ব জীবন-যাপন করছেন। সফলতা তার জীবনে সুখ আনতে আনতে পারেনি।

#একজন প্রফেসরের সাথে আমার কথা হয়েছিলো। তিনি বলেছিলেন, "বিবাহের চার বছর পর থেকে স্বামী অসুস্থ। আজ বারো বছর হলো দুই সন্তান ও অসুস্থ স্বামী নিয়ে সংসার করছি। জীবনে কি পেলাম?" সবই ছিলো, ভালো চাকুরী, দুই সন্তান। শুধু অর্থই জীবনের সব কিছু, একথা তার কাছে হাস্যকর।

#এক পরিচিত বড় ভাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়েও এখন হোমিওপ্যাথিক চিকিৎসক এবং হোমিওপ্যাথিক কলেজের প্রভাষক।

#একজন এম এ(ফার্স্ট ক্লাস ১৬তম)এলএল বি পাশ করে ওকালতি প্রাকটিস ও কলেজের প্রভাষক পদ ছেড়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক!

আসলে জগতে কে সুখে আছে? টাকায় সুখ দিয়েছে কয়জনকে? জীবনে সফলতা মানেই কি সুখ? একটা জীবনে সুখী হয়ে মারা গেছে ক'জন!!

সুখী দেখেছিলাম আমার এলাকার নসু পাগলাকে, সে এক বেলা পেট ভরে খেয়ে কি আয়েশী হাসিটাই না হেসেছিলো!! শুধু ভরা পেটেই যে সুখে থাকতে পারে তার চেয়ে সুখী আর কেও নাই!! আমরা যারা মানুষ, তাদের মন ভরে সুখ কখনো আসে না। আমরা কখনো পরিপূর্ণভাবে সুখী হতে পারি না। বাস্তবতা বড় ফ্যাকাশে, স্বপ্নের মতো রঙিন হয় না।

একটু সুখের জন্যে অনেক কিছুর দরকার নেই। চলুন, আমরা মনটাকে একটু ভালো করি, ক্ষমতা ও অর্থের দম্ভ থেকে সরে আসি, হিংসা, লোভ, স্বার্থপরতা ত্যাগ করি, সৃষ্টিকর্তার তরে নিজেকে সপে দিই; আর কাউকে না ঠকাই।

আমাদের জীবন সুখের হবে।
সংগৃহীত

10/03/2024
06/03/2024
26/02/2024

প্রযুক্তির এই যুগে কম্পিউটার প্রশিক্ষণ এনে দিতে পারে আপনার জীবনের সর্বোচ্চ সফলতা। কম্পিউটার শিখুন, সফল জীবন গড়ুন।

প্রশ্ন: মানুষকে (মাদারচোদ, বাইনচোদ বলে) গালিদেওয়ার হুকুম কি?উত্তর: প্রশ্নকারীর ভাষাগুলি নিকৃষ্ট হওয়া সত্ত্বেও এবিষয়ে কথা...
11/06/2023

প্রশ্ন: মানুষকে (মাদারচোদ, বাইনচোদ বলে) গালি
দেওয়ার হুকুম কি?

উত্তর: প্রশ্নকারীর ভাষাগুলি নিকৃষ্ট হওয়া সত্ত্বেও এ
বিষয়ে কথা বলার প্রয়োজন ব্যাপক।
প্রথমেই বলতে চাই যে, কোন মুমিন মুসলিম অন্য কাউকে কষ্ট দিতে পারে না। চাই সে গালির মাধ্যমেই হোক বা অন্য কোন মাধ্যমে।
যারা গালাগালি করে এরা মুনাফেক। কারন ইসলামে সে ব্যক্তি মুমিন নয় যার হাত ও মুখ থেকে অন্য ব্যাক্তি নিরাপদ নয়।
তাছাড়া, এখানে যে গালির কথা বলা হয়েছে তা আরও নিকৃষ্ট্য। যারা এ ভাষা ব্যাবহার করে তারা কি কখন ও ভেবে দেখেছে, যে সে কি বলছে?
মাদারচোদ- (মাদার+চোদ) তার মানে সে কি এখানে যাকে গালি দিচ্ছে তার মাকে (দু:খিত ভাষাটি ব্যবহার করার জন্য) জ্বেনা করতে চাচ্ছে নাউজুবিল্লা। নাকি সে এটা দ্বারা নিজের মাকে অন্যকে দ্বারা জ্বেনা করাতে চাচ্ছে। এর কি ব্যাক্ষ্যা তা ওই নিকৃষ্ট্য বেয়াদব ব্যাক্তিকেই ভাবতে হবে।
উপরের কথাটি পুনরায় পড়ুন।

এমনি ভাবে যারা বাইনচোদ (হিন্দিতে বেইনচোদ থেকে বাংলায় বাইনচোদ এসেছে। উল্লেখ্য যে বেইন অর্থ বোন ) শব্দটি ব্যাবহার করে তাদের কাছেও প্রশ্ন, তারা কি যাকে গালি দিচ্ছে তার বোনকে জ্বেনা করতে চায় নাকি তার নিজের বোনকে অন্যকে দ্বারা জ্বেনা করাতে চায়। নাউজুবিল্লাহ।

অনেকেই ভাবতে পারে, আমরা তো এভাবে ভেবে গালি দেই না, তাদের কে আমি বলতে চাই মানুষের মুখ দিয়ে কথা বের হবে অথচ তার কোন অর্থ থাকবে না সেটা কি হয়। যদি অর্থ থাকে তাহলে উক্ত দুটি অর্থ ছাড়া কোনও অর্থ আছে কি?
পৃথীবিতে বাক স্বাধীনতা কি এই জন্য যে, যার মুখে যা আসবে সে তাই বলবে। যদি তাই হত তবে কেন নবি (সা:) এর নামে কথা বলায় সমস্থ বিশ্ব আদালতে, মামলা মোকাদ্দমায় ছোটাছুটি করেছিল।

এখান থেকে কি এ কথা স্পষ্ট বোঝা যায় না যে, কোন মানুষ কথা বললে তার কোন না কোন অর্থ থাকবেই।

দু:খ জনক হলেও সত্য যে, যারা আজকে শিক্ষিত দাবি করছে তারাই সবচেয়ে বেশি অশিক্ষিতের মত গালি দিচ্ছে। আর এক দল আছে এরা কোন প্রতিবাদ তো দূরের কথা আরো হেসে সেটাকে সাপর্ট করছে।
কি দু:খ সে ব্যক্তি বুঝলই না যে তাকে কি বলে গালি দেওয়া হল। এর অর্থই বা কি।
ইসলামে যদি কোন ব্যাক্তি অন্যের মাকে গালি দেয় তবে তা তার নিজের দিকেই ফিরে আসে। অর্থাৎ মাদারচোদ বলে যে অন্যের মাকে জ্বেনা করতে চাবে সে প্রথমে নিজের মাকেই.......... উক্ত কাজ করতে চাইল নাউজুবিল্লাহ। এমনি ভাবে বেইনচোদ বা বাইনচোদ দ্বারা অন্যের বোনকে জ্বেনা করতে চাবে সে প্রথমে নিজের বোনকেই........উক্ত নিকৃষ্টতম কাজ করতে চাইবে। নাউজুবিল্লাহহ। কত নিকৃষ্ট।

অথচ একদল নিকৃষ্ট লোক উক্ত ককথাটি নির্দিধায় ব্যবহার করছে।

রাসূল (সা:) বলেছেন: কিয়ামতের পুর্বে শিক্ষা উঠে যাবে, মুর্খতা বর্ষন হবে।

কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষিতের সংখ্যা দিন দিন বেড়েই চলছে, তাহলে কি আল্লাহর রাসূল (সা) মিথ্যা বলেছেন নাউজুবিল্লাহ। তিনি মিথ্যা বলেন নি বরং বর্ত্মানে জেটাকে শিক্ষা বলা হচ্ছে তাই মুলত মুর্খতা যার বর্ষনের কথা রাসূল (সা) বলেছেন।
যে শিক্ষা মানুষকে নিকৃষ্ট ভাবে গালিগালাজ করাকে জায়েজ মনে করছে, যে শিক্ষা অন্যের মাকে, বোন কে নিয়ে অমানুষের মত মন্তব্যকে হালাল মনে করছে,
যে শিক্ষা অন্যের মা, বোন কে গালি দিতে গিয়ে নিজের মা, বোনের ইজ্জত নষ্ট করছে অথচ সে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করছে না সেটা কোন শিক্ষাই না।
আল্লাহর রাসূল (সা) বলেছেন: মোনাফেকের লক্ষন চারটি (অন্য এক বর্ননায় তিনটি)
কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে, ও বিবাদের সময় মুখদিয়ে নিকৃষ্ট ভাষা বলে। এরা মোনাফেক। যার স্থান জাহান্নামের নিন্মতর স্থরে অথচ পৌতলিকদের কেও নিন্মতর স্থরের কথা বলা হয় নি।

আল্লাহ তায়ালা বলেন :

তোমরা একে অন্যেকে সৎকাজ ও আল্লাহভিরুতার কাজে সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যকে সহায়তা কর না। আল্লাহকে ভয় কর। নিশ্চই আল্লাহ তায়ালা কঠোর শাস্তিদাতা।
(সূরা মাইদা: ২)।
অতেব হে মুসমান ভাই বোন দ্রুত সেই মহান আল্লাহর দিকে ফিরে আসো, যিনি তোমাকে অস্থিত্যহীন থেকে শুস্ক পোড়া মাটির ন্যায় হতে সৃষ্টি করেছেন, অতঃপর দুনিয়াতে বসবাসের তাওফিক দিয়েছেন, অতঃপর যার কাছে আবার তোমাকে ফিরে যেতে হবে।
যার দেওয়া মুখ দিয়ে নিকৃষ্ট ভাষা বলছ কাল কিয়ামতের মাঠে তার কাছে কি জবাব দিবে। তোমার কি বিবেক নেই, তোমার কি মনুসত্য নেই, তোমার কি হিতাহিত জ্ঞান নেই, তোমার কি বুদ্ধি নেই। তুমি মানুষ নাকি পশু।

আল্লাহ কি তাহলে তোমার কথাই বলেছেন:

আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম অবয়বে। অত:পর তাকে নামিয়ে দিয়েছি নিচ থেকে নিচে। ( তখন সে পশু, বরং পশুর চেয়েও খারাপ)।
অতএব, ফিরে এসো সেই মহান আল্লাহর দিকে।
ইয়া আল্লাহ তুমি আমাদের মুসলিম ভাই বোনদের কে এ ধরনের মোনাফিকি বাক্য বলা থেকে ফিরে আসার তাওফিক দান কর। এবং সুন্দর অর্থবহ কথা বলার তাওফিক দান কর।
=======আমিন======
আমি দু:খিত যে অনিচ্ছা সত্ত্বেও খারাপ ভাষাগুলো ব্যাবহার করতে হয়েছে। আমি এ জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি।.......সাওয়াবের নিয়তে শেয়ার করুন........
(সমাপ্ত)

Eye Twitching: ঘন ঘন লাফাচ্ছে ডান চোখ? জানেন কীসের ইঙ্গিত?চিকিৎসাবিজ্ঞান বলছে, সাধারণত কঠিন মানসিক চাপের মধ্য দিয়ে গেলে ...
23/05/2023

Eye Twitching: ঘন ঘন লাফাচ্ছে ডান চোখ? জানেন কীসের ইঙ্গিত?
চিকিৎসাবিজ্ঞান বলছে, সাধারণত কঠিন মানসিক চাপের মধ্য দিয়ে গেলে বা কম ঘুম হলে শরীরে বিভিন্ন উপায়ে তার প্রতিক্রিয়া দেখা যায়। চোখের পাতা লাফানো তারই লক্ষণ। আবার, চোখে কোনও অ্যালার্জি, ধূমপান-মদ্যপানে আসক্তির ফলেও এটা হতে পারে। ডাক্তারি পরিভাষায় একে 'মায়োকেমিয়া' (Myokemia) বলা হয়।

Eye Twitching: ঘন ঘন লাফাচ্ছে ডান চোখ? জানেন কীসের ইঙ্গিত?
নিজস্ব প্রতিবেদন: চোখ লাফানো (Eye Twitching) মানেই কি সর্বনাশ? নাকি 'অচ্ছে দিন'-র পূর্বাভাস। জ্যোতিষশাস্ত্রে যেমন ব্যাখ্যা রয়েছে। তেমনি রয়েছে বৈজ্ঞানিক ভিত্তিও। তবুও শুভ-অশুভ নিয়ে মনে আশঙ্কার মেঘ। অনেকেই বিশ্বাস করেন বাঁ চোখ লাফালে খারাপ কিছু ঘটে। দুশ্চিন্তার মধ্য দিয়ে দিন কাটে। অন্যদিকে ডান চোখ লাফানোর ফল ব্যক্তিবিশেষে নির্ভর করে। পুরুষদের ডান চোখ লাফানোর অর্থ মনের ইচ্ছা পূরণ হতে চলেছে। অন্যদিকে মহিলাদের ক্ষেত্রে ডান চোখ লাফানো অত্যন্ত অশুভ ইঙ্গিত বলে মনে করা হয়।

কিন্তু বাস্তবে প্রশ্ন, চোখের পাতা লাফায় কেন? চিকিৎসাবিজ্ঞান বলছে, সাধারণত কঠিন মানসিক চাপের (Stress) মধ্য দিয়ে গেলে বা কম ঘুম হলে শরীরে বিভিন্ন উপায়ে তার প্রতিক্রিয়া দেখা যায়। চোখের পাতা লাফানো তারই লক্ষণ। আবার, চোখে কোনও অ্যালার্জি, ধূমপান-মদ্যপানে আসক্তির ফলেও এটা হতে পারে। ডাক্তারি পরিভাষায় একে 'মায়োকেমিয়া' (Myokemia) বলা হয়। চিকিৎসকদের মতে, দিনে দু'বার চোখ নাচা স্বাভাবিক। কিন্তু মাত্রারিক্ত হলে চিকিৎসা করানো দরকার।*

*তবে উপায় কী?
চোখ লাফানো বন্ধ করতে হলে জীবনশৈলীতে (Lifestyle) আগে পরিবর্তন আনতে হবে। দীর্ঘক্ষণ মোবাইল-ল্যাপটপ স্ক্রিনে চোখ রাখা যাবে না। প্রতি ১০ মিনিট অন্তর অন্য়দিকে তাকিয়ে চোখকে বিরাম দিতে পরামর্শ চিকিৎসকদের। পাশাপাশি, পর্যাপ্ত জল ও খাবার রাখতে হবে। মদ্যপান কমাতে হবে। বাইরের ধুলোবালি থেকে চোখকে রক্ষা করতে প্রয়োজনে চশমা বানাতে হবে।

22/05/2023

স্বামী স্ত্রী ইংরেজি কী হবে?
এখানে স্বামী এবং স্ত্রী দুটি শব্দ,

যদি শব্দ দুটির আলাদা উত্তর দিতে হয় তাহলে

স্বামী ইংরেজি হবে "Husband" এবং

স্ত্রী ইংরেজি হবে "Wife"

কিন্তু শব্দ দুটিকে যদি একত্রে করা হয় তাহলে এর ইংরেজি টা হবে একটু ভিন্ন, সেক্ষেত্রে

স্বামী/স্ত্রী এর ইংরেজি হবে "Spousehood"।

আশা করি আপনি কাঙ্ক্ষিত উত্তরটি পেয়েছেন।

ধন্যবাদ।

অবাক হতে পারি এমন কিছু তথ্য জানাবেন কি?আজ ( ৭ জানুয়ারি ২০২৩ ) আমি টাইমস অফ ইন্ডিয়া ( Times of India ) তে একটা সংবাদ পড...
22/05/2023

অবাক হতে পারি এমন কিছু তথ্য জানাবেন কি?
আজ ( ৭ জানুয়ারি ২০২৩ ) আমি টাইমস অফ ইন্ডিয়া ( Times of India ) তে একটা সংবাদ পড়ে অবাক হলাম। এটি কোটি কোটি কভিড ( Covid) রোগেএ আক্রান্ত পুরুষদের দুশ্চিন্তায় ফেলে দেবে।

ভারতের বিশ্ববিখ্যাত মেডিক্যাল কলেজ AIIMS দিল্লি আরো কিছু মেডিক্যাল কলেজের সাথে কভিড নিয়ে একটি গবেষণা পত্র ( research paper) কিউরিয়াস জার্নাল অফ মেডিক্যাল সায়েন্সে প্রকাশিত হয়েছে। তাদের গবেষণায় দেখা গিয়েছে যে কভিডআক্রান্ত পুরুষদের দের বীর্যের গুণমান খুব কমে গেছে। তারা বন্ধত্য এর শিকার হয়।





অক্টোবর 2020 থেকে এপ্রিল 2021 এর মধ্যে AIIMS পাটনায় কোভিড -19 চিকিত্সার জন্য 19 থেকে 43 বছরের মধ্যে 30 জন পুরুষকে ভর্তি করা হয়েছিল। তাদের ওপর গবেষণা করা হয়। কিছুটা সময়ের ব্যবধানে তাদের বীর্যের পরীক্ষা করা হয়। প্রথম পরীক্ষা সংক্রমণের পরপরই করা হয়েছিল এবং একটি আড়াই মাসের ব্যবধানে সংগৃহীত বীর্যের উপর দ্বিতীয় পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা যায় যে যদিও SARS-CoV-2 বীর্যে উপস্থিত ছিল না, তবে এই পুরুষদের বীর্যের গুণমান প্রথম নমুনায় খারাপ ছিল। আড়াই মাসের ব্যবধানের পরেও এটি তার সর্বোত্তম পর্যায়ে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।

সব পুরুষ ই জানেন। তবুও বীর্যের বৈজ্ঞানিক সংজ্ঞা কমজনই জানেন। বীর্য হল শুক্রাণুযুক্ত তরল যা বীর্যপাতের সময় নির্গত হয়। একটি বীর্য বিশ্লেষণ শুক্রাণুর স্বাস্থ্যের তিনটি প্রধান কারণকে পরিমাপ করে: শুক্রাণুর সংখ্যা, শুক্রাণুর আকৃতি, শুক্রাণুর গতিবিধি, যা "শুক্রাণু গতিশীলতা" নামেও পরিচিত।

Address

Barisal

Telephone

01611489411

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডাঃ বলছিলাম আপনাদের posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ডাঃ বলছিলাম আপনাদের:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram