Homeopathy Heals- sexual health and skin disease clinic

Homeopathy Heals- sexual health and skin disease clinic সকল ধরনের সেক্সয়্যুাল এবং স্কিন ডিজিস এর স্থায়ী সমাধান ১০০% নিশ্চয়তার সাথে

জ্বরের কারনে ফার্মেসি থেকে একটা ওষুধ কিনে খাইছিলো।সেই ওষুধের Hypersensitivity reaction এ এমন অবস্থা হয়েছে।- আর সেই এক পি...
02/05/2024

জ্বরের কারনে ফার্মেসি থেকে একটা ওষুধ কিনে খাইছিলো।সেই ওষুধের Hypersensitivity reaction এ এমন অবস্থা হয়েছে।

- আর সেই এক পিস ওষুধের নাম "Napa"

এটা খুবই রেয়ার কেস এবং খুবই অল্প সংখ্যক মানুষের বডি প্যারাসিটামল, সিপ্রোফ্লক্সাসিন বা সালফোন্যামাইড গ্রুপের প্রতি হাইপারসেন্সিটিভ যার এক্সাক্ট কারন অদ্যোবধি অজানা।

এই কনডিশনের নাম: Stevens-Johnson Syndrome

Collected from 20 Minute Medical Skill Development

♦♦Polycystic Ovarian Syndrome (PCOS) ♦♦          পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম/পিসিওএস ---------------------------------...
22/12/2023

♦♦Polycystic Ovarian Syndrome (PCOS) ♦♦
পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম/পিসিওএস
----------------------------------------------------------------------
বেশ কয়েক বছর ধরে PCOS রোগীর সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। এটা নিয়ে আক্রান্ত দের মধ্যে রীতিমতো একটা আতংক কাজ করে। তাই এই রোগ সম্পর্কে বিস্তারিত জানা উচিত প্রতিটি নারীর।

♦PCOS কি?
----------------------
এটি একটি হরমোনজনিত ব্যধি। রিপ্রোডাক্টিভ এইজ বা প্রজনন সময়কালে প্রতি ১০০ জন নারীর মধ্যে ১৫-২০ জন এই রোগে আক্রান্ত হন। সহজ ভাষায় বলতে গেলে হরমোনের অসামঞ্জস্যতার জন্য শারীরিক পরিবর্তন এবং সেই সাথে আল্ট্রাসনোগ্রাফিতে ডিম্বাশয়ে প্রাপ্ত অনেকগুলো সিস্ট মিলে যে সামগ্রিক সমস্যার সৃষ্টি করে তাই পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম/ডিজিজ।

♦PCOS কেন হয়?
-----------------------------
এর নির্দিষ্ট কোনো কারন নেই কিন্তু কত গুলো রিস্ক ফ্যাক্টর আছে যেগুলো একজন নারীর মধ্যে বিদ্যমান থাকলে সে PCOS এ আক্রান্ত হতে পারে।

১) জেনেটিক বা বংশগত কারন। কোন নারীর মা, খালা, বোন এই রোগে আক্রান্ত হয়ে থাকলে তারও হবার সম্ভাবনা আছে।
২)অনিয়ন্ত্রিত জীবন যাপন যেমন অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, শারিরীক পরিশ্রমের অভাব,অতিরিক্ত ওজন, স্ট্রেসফুল জীবন ইত্যাদি।

♦ PCOS হলে ডিম্বাশয়ে এবং নারী শরীরে হরমোনের আধিক্যে কি কি ঘটে?
--------------------------------------------------------------------
__সাধারণ একজন সুস্থ নারীর দুইটা ডিম্বাশয়ের মধ্যে যেকোনো একটা থেকে প্রতিমাসে একটা ডিম বের হয়। এই ডিমের সাথে শুক্রাণুর মিললে গর্ভধারণ হয়। নারীর শরীরে পুরুষ হরমোন "এন্ড্রোজেন" অল্প পরিমাণে থাকে।কিন্তু এই পুরুষ হরমোন বেড়ে গেলে ডিম্বাশয়ের ভেতর ডিম্বাণু/ডিমের চারপাশে তরল জমে সিস্ট তৈরি করে এবং ডিম্বাণুকে বেড়ে উঠে ডিম্বাশয় থেকে বের হতে দেয়না(ওভুলেশন হয়না)। এই রকম সিস্ট যখন অনেকগুলো হয়ে যায় তখন তাকে পলিসিস্ট বলে। ডিম না বের হতে পারলে(ওভুলেশন না হলে) নিয়মিত মাসিক হতে পারেনা। আর তাই গর্ভধারণে ব্যর্থতা আসে।
__এই "এন্ড্রোজেন"নামক পুরুষ হরমোন বেড়ে গিয়ে নারীর শরীরে আরো কিছু উপসর্গ তৈরি করে। শরীরের বিভিন্ন স্থান যেমন ঠোঁটের উপরের অংশে, থুতনীতে, বুকে, পিঠে, হাটু থেকে গোড়ালি পর্যন্ত অবাঞ্চিত লোম গজায়। সেই সাথে মুখে প্রচুর ব্রণ উঠে।

♦PCOS এর প্রধান উপসর্গ /লক্ষণসমূহ
----------------------------------------------------------
১)অনিয়মিত মাসিক। ২-৩ মাস পর পর মাসিক হওয়া কিংবা মেডিসিন না খেলে মাসিক হয়না।

২)শরীরের বিভিন্ন স্থানে অবাঞ্চিত লোম গজানো।

৩)ব্রণ উঠা, চুল পরে যাওয়া।

৪)আল্ট্রাসনোগ্রাফিতে ডিম্বাশয় এর সাইজ বেড়ে যাওয়া, ডিম্বাশয়ের ভিতরে চারপাশে ছোট ছোট সিস্ট ছড়িয়ে থাকা।

♦PCOS এ দীর্ঘ দিন ভুগলে কি কি সমস্যা হয়?
------------------------------------------------------------------
১)ইনসুলিন রেসিস্টেন্স ডেভেলপ করে, ডায়াবেটিস হয়।
২)গর্ভধারণে ব্যর্থতা/বন্ধ্যাত্ব
৩)হার্টের অসুখ।
৪)মেজাজ পরিবর্তন।
৫)গর্ভপাত।
৬)উচ্চ রক্তচাপ।
৭)জরায়ু ক্যান্সার।

♦PCOS প্রতিরোধে করনীয়
----------------------------------------
লাইফ স্টাইল পরিবর্তন ঃ
--শারীরিক পরিশ্রম বাড়ানো
--ব্যায়াম করা
--ওজন কমানো
--খাদ্যাভাস পরিবর্তন করা ঃ শর্করা, চর্বি জাতীয় খাবার কম খাওয়া। শাক সবজি, মাছ বেশি করে খাওয়া।

♦PCOS এর চিকিৎসা কি?
----------------------------------------
চিকিৎসা বয়স এবং লক্ষণ অনুযায়ী আলাদা হয়।

♦এই রোগ পুরোপুরি নির্মূল হয়না। ডায়াবেটিস, হাই প্রেশার রোগের মতোই নিয়ম কানুন মেনে এবং সঠিক চিকিৎসা নিয়ে নিয়ন্ত্রণে রাখা যায় । তাই আতংকিত হবার কিছু নাই।দুশ্চিন্তায় রোগের প্রকোপ আরো বাড়ে।

08/12/2023

# ্ষণে_হোমিওপ্যাথি_চিকিৎসাঃ-

1. আঘাত পেয়ে যেকোন রোগ হলে- Arnica Mont 200

2. হঠাৎ আসা তরুণ যেকোন রোগে- Aconite Nap

3. গলায় মাছের কাটা বিধলে-Silicia 200

4. ধারালো অস্ত্র দিয়ে কেটে গেলে-Staphysagria ২০০

5. পিন, তারকাটা, পেরেক, লোহা বিধলে-Ledum Pal 200

6. অতিরিক্ত হাঁচি আসলে-Natrum Mur 30

7. যানবাহনে চড়ে বমি হলে-Cocculus Ind 30

8. ঘুমের মাঝে নাক ডাকলে- Opium-200

9. ঘুম না আসলে- Opium-30

10. অত্যধিক ঘুমের জন্য লেখা পড়ার ক্ষতি হলে-Ferrum Phos 3x

11. চোখের পাতায় বার বার অঞ্জলি/তেলেঙ্গা হলে-Staphysagria-200

12. যেকোন স্থানে, যেকোন ব্যথায়-Mag phos 6x

13. ক্ষুধা ও বলশক্তি বৃদ্ধির জন্য Nux Vom Q

14. খাবারে রুচি না থাকলে-Amloki Q

15. শরীরের কোন স্থান কেটে রক্তপাত ঘটলে-Calendula Q (বাহ্যিক)

16. বর্ষা/বৃষ্টির কারণে যেকোন রোগ হলে-Rhus Tox-30/200

17. আমাশয় হলে-Merc Sol-30/200

18. আমাশয়ে রক্ত গেলে-Merc Cor-200.

19. শরীরের যেকোন স্থান দিয়ে টাটকা লাল রক্ত স্রাব হলে- Sinaberis-200.

20. কি ঔষধ প্রয়োগ করবেন না জানলে-NuxVom- 30/200

21. নড়াচড়া বা চাপলে আরাম-RhusTox-30/200.

22. চুপচাপ থাকলে আরাম-Bryonia Alb-200.

23. স্কুল কলেজ/অবিবাহিত যুবকদের কামরিপু দমনের জন্য Cantharis-200/1m

24. গায়ক/বক্তার স্বর ভেঙ্গে গেলে-Custicum-30/Arg Nit-30.

25. স্মরণশক্তি লোপ পেলে-Anacardium orient-200.

26. খিটখিটে মেজাজ বদ-রাগি লোকদের যেকোন রোগে Camomila-30/200.

27. আগুন, গরম ও রৌদ্রজনিত যেকোনো রোগে বা সমস্যায়-Glonoine-30.

28. শুঁচিপায়ি রোগির জন্য- Syphillinum-10m

29. বাচ্চারা বিছানায় প্রস্রাব করলে-Cina 30.

30. মৌমাছি হুল ফুটালে-Apis Mel-30.

31. চুন খেয়ে জিহ্বা পুড়লে/সমস্যা হলে-Causticum-30.

32. পিঠে ব্যথায়-Lycopodium-200.

33. ঘাড় ব্যথার জন্য-Conium-200.

34. দুর্গন্ধযুক্ত যেকোন স্রাব হলে-Eshinesia-200.

35. সোরাইসিসের জন্য-Gynocardium Q

36. যা খায় তাই বমি করে, কোন খাবার হজম হয়না-Symphoricur pus 30

37. মাথায় যন্ত্রনা বা ব্রেনের যেকোন সমস্যায়- Kali Phos 6x

38. মহিলাদের জরায়ু ঝুলে গেলে-Sipia 200

39. মহিলাদের তল পেটে ব্যথা হলে-Colophylom Q

40. প্রস্রাব ধারনে অক্ষমতা-Causticum 200

41. গুরুপাক খাবার খেয়ে অসুখ হলে-Pulsitilla-30

42. যেকোনো বাতের জন্য -Guacum-200

43. শরীরে ক্যালসিয়ামের অভাব হলে-Calcaria phos-6x

44. শরীরে আইরনের অভাব হলে-Ferum phos-6x

45. শরীরে মাল্টিভিটামিনের প্রয়োজন হলে- Five Phos 6x/12x.

46. ছাত্র-ছাত্রীদের পড়তে গেলে মাথাব্যথা-Calcaria phos-200.

47. মুখ ও গলার ভিতর যেকোন রোগে- Marc Sol

48. ডেঙ্গু ও চিকনগুনিয়ার ঔষধ- Eupatorium Perfoliatum

49. হৃদরোগের মহা ঔষধ- Crataegus Oxyacantha..

#বিঃদ্রঃ- সংগৃহীত তথ্যগুলো শুধুমাত্র প্রাথমিক ধারণা পেতে সহযোগীতা করবে। বিশদভাবে জানতে হলে #মেটেরিয়া_মেডিকা _ও রেজিঃ হোমিও ফিজিসিয়ান_আবশ্যক।

# # # #নিয়মিত স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে একটি লাইক 👍, কমেন্ট বা শেয়ার করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন আশা করি।

06/12/2023

আল্লাহ ব্যাতিত তোমাদের কোনো বন্ধু ও সাহায্য কারী নেই। ❤️
[সূরা বাকারাহ--১০৭]

Address

Barishal
8200

Telephone

+8801934517092

Website

Alerts

Be the first to know and let us send you an email when Homeopathy Heals- sexual health and skin disease clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Homeopathy Heals- sexual health and skin disease clinic:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram