Azizia Homeo

Azizia Homeo (অনলাইনে রোগী দেখা হয়)

"হোমিও চিকিৎসা নিন, সুস্থ্য থাকুন অমলিন"

✓ইসলামী আদর্শ ভিত্তিক চিকিৎসা
✓বিদেশী ও দেশি ঔষধ দ্বারা চিকিৎসা
✓গোপনীয়তা রক্ষা করে চিকিৎসা
✓হিজামা/কাপিং থেরাপি চিকিৎসা
✓ইনবক্স করুন বা হোয়াটসঅ্যাপে কল করুন- 01712-998063, 01711-114420.

📌 হিজামার সংজ্ঞা: হিজামা (حجامة) বা কাপিং থেরাপি হলো নবীজি ﷺ নির্দেশিত একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি, যেখানে শরীর থেকে অপ্...
18/08/2025

📌 হিজামার সংজ্ঞা: হিজামা (حجامة) বা কাপিং থেরাপি হলো নবীজি ﷺ নির্দেশিত একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি, যেখানে শরীর থেকে অপ্রয়োজনীয় বা ক্ষতিকর রক্ত, টক্সিন ও জমে থাকা দূষিত পদার্থ বের করে দেয়া হয়। এটি সুন্নাহভিত্তিক চিকিৎসা এবং আজকাল আধুনিক গবেষণাতেও এর অনেক উপকারিতা প্রমাণিত হয়েছে।

📌 কিভাবে হিজামা করা হয়: হিজামা হলো শরীরের নির্দিষ্ট স্থানে কাপ (Cup) বসিয়ে ভ্যাকুয়াম তৈরি করে ত্বকের উপরের স্তর ও রক্তনালীর জমাট রক্ত, টক্সিন ও ক্ষতিকর পদার্থ বের করে আনা হয় । এটি একধরনের ডিটক্স থেরাপি যা রক্ত সঞ্চালন উন্নত করে এবং শরীরকে সুস্থ রাখে।

📖 হিজামার ইসলামী গুরুত্ব:
✓রাসূলুল্লাহ ﷺ বলেছেন: “তোমাদের চিকিৎসার সর্বোত্তম পদ্ধতি হলো হিজামা।” (সহিহ বুখারি, ৫৬৯৬).

✓তিনি আরও বলেছেন: “যে রাতে আমি মি’রাজে উঠেছিলাম, আমি প্রতিটি ফেরেশতার কাছ থেকে হিজামার উপকারিতা সম্পর্কে নির্দেশ পেয়েছি।” (সহিহ ইবনে মাজাহ, ৩৪৭৭)

🩺 হিজামার শারীরিক উপকারিতা:

🔹 ১. রক্ত পরিশোধন ও টক্সিন বের করা: শরীরে জমে থাকা দূষিত রক্ত ও টক্সিন বের করে দেয়।
রক্ত সঞ্চালন পরিষ্কার হয় → শরীর সতেজ ও শক্তিশালী হয়।
🔹 ২. ব্যথা উপশম: মাথাব্যথা, মাইগ্রেন, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, বাত ও জয়েন্ট ব্যথা কমায়। শরীরে জমে থাকা ব্যথার রাসায়নিক (Prostaglandins) কমাতে সাহায্য করে।
🔹 ৩. প্রদাহ (Inflammation) কমায়: শরীরের বিভিন্ন জায়গায় ফোলা, গেঁটে বাত, আর্থ্রাইটিসে উপকারী। ক্ষতিগ্রস্ত টিস্যু দ্রুত আরোগ্য লাভ করে।
🔹 ৪. রক্তচাপ নিয়ন্ত্রণ: অতিরিক্ত রক্তচাপ কমায় এবং রক্তের ঘনত্ব নিয়ন্ত্রণ করে। নিয়মিত হিজামা করলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমে।
🔹 ৫. হজমশক্তি উন্নত করে: লিভার ও পাকস্থলীর কার্যক্ষমতা বাড়ায়। গ্যাস্ট্রিক, অম্লতা, কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে।
🔹 ৬. হরমোনাল ব্যালান্স: পুরুষ ও নারীর হরমোনজনিত সমস্যা সমাধানে সহায়ক। বন্ধ্যত্ব (Infertility) চিকিৎসায় অনেক ক্ষেত্রে কার্যকর।
🔹 ৭. রোগ প্রতিরোধ ক্ষমতা (Immunity) বৃদ্ধি: শরীরে নতুন রক্ত তৈরি উদ্দীপিত করে। রোগ প্রতিরোধক কোষ (WBC) সক্রিয় হয়।
🔹 ৮. ত্বকের সমস্যা দূরীকরণ: ব্রণ, একজিমা, সোরিয়াসিস, অ্যালার্জি কমাতে সাহায্য করে। ত্বক উজ্জ্বল ও সুস্থ রাখে।
🔹 ৯. ডিটক্সিফিকেশন: কিডনি ও লিভারের ওপর চাপ কমায়। শরীর থেকে ইউরিক এসিড, কোলেস্টেরল ইত্যাদি ক্ষতিকর উপাদান বের করে।
🔹 ১০. রক্ত সঞ্চালন বৃদ্ধি: মাংসপেশী ও স্নায়ুতে বেশি অক্সিজেন ও পুষ্টি পৌঁছায়। পেশীর টান (Muscle stiffness) দূর হয়।

🧠 হিজামার মানসিক উপকারিতা:

🔹 ১. মানসিক চাপ (Stress) কমানো হিজামার সময় রক্ত থেকে টক্সিন ও অশুদ্ধ রক্ত বের হয় → এতে স্নায়ু শিথিল হয়। শরীরে এন্ডোরফিন (প্রাকৃতিক খুশির হরমোন) নিঃসৃত হয় → ফলে টেনশন ও মানসিক অস্থিরতা কমে।
🔹 ২. অবসাদ (Depression) ও উৎকণ্ঠা (Anxiety) হ্রাস: রক্তসঞ্চালন উন্নত হওয়ায় মস্তিষ্কে বেশি অক্সিজেন পৌঁছে → মন সতেজ হয়। গবেষণায় দেখা গেছে, হিজামা সেরোটোনিন ও ডোপামিন হরমোনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে, যা অবসাদ দূর করে।
🔹 ৩. ভালো ঘুম (Insomnia দূরীকরণ): হিজামা করার পর শরীর হালকা লাগে, মাথা ঝিম ধরে না → স্বাভাবিক ঘুম আসে।
যারা দীর্ঘদিন ঘুমের সমস্যা বা দুঃস্বপ্নে ভোগেন, তারা উপকৃত হন।
🔹 ৪. মনোযোগ ও স্মৃতিশক্তি বৃদ্ধি: মস্তিষ্কে রক্তসঞ্চালন বাড়ে, ব্রেন সেল বেশি সক্রিয় হয়। ফলে পড়াশোনা, নামাজে খুশু, কাজের প্রতি মনোযোগ ও স্মৃতিশক্তি উন্নত হয়।
🔹 ৫. মাথা হালকা ও সতেজ অনুভূতি: অনেকেই হিজামার পর বলেন মাথার ভেতরে চাপ কমে গেছে, চোখের দৃষ্টি পরিষ্কার, মন ফুরফুরে লাগছে।
🔹 ৬. রাগ ও অতিরিক্ত টেনশন নিয়ন্ত্রণ: হিজামা করার পর স্নায়ুর টান কমে যায় → রাগ কমে, ধৈর্য বাড়ে।

📌 হিজামার উপকারিতার সারসংক্ষেপ:

✅ রক্ত পরিশুদ্ধ ও সঞ্চালন বৃদ্ধি।
✅ ব্যথামুক্ত জীবন।
✅ সজীবতা ও কর্মক্ষমতা বৃদ্ধি।
✅ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি।
✅ মানসিক প্রশান্তি লাভ।

⚕️ আমাদের সেবা সমূহ:

১. শুকনো হিজামা (Dry Cupping) :শুধু ভ্যাকুয়াম তৈরি করা হয়, রক্ত বের করা হয় না। ব্যথা কমানো, পেশী শিথিল করা, রক্ত সঞ্চালন বাড়ানোর জন্য।

২. ভেজা হিজামা (Wet Cupping): ত্বকে হালকা চিরা করে সামান্য রক্ত বের করা হয়। টক্সিন দূরীকরণ, মাথাব্যথা, বাত, উচ্চ রক্তচাপ ইত্যাদিতে উপকারী।

৩. ফায়ার কাপিং (Fire Cupping): কাপে আগুন দিয়ে ভেতরের বাতাস বের করে দ্রুত ত্বকে বসানো হয়। চাইনিজ ট্র্যাডিশনে প্রচলিত, বর্তমানে ভ্যাকুয়াম পাম্প বেশি ব্যবহৃত হয়।

৪. ম্যাসেজ কাপিং (Massage Cupping): কাপ বসিয়ে কিছুক্ষণ সরানো হয়, এতে ডীপ টিস্যু ম্যাসেজের মতো উপকার পাওয়া যায়।

✓✓তাই আজই যোগাযোগ করুন আমাদের সেন্টারে:
#ডাঃ #মাওলানা #শরীফ #আব্দুল #আহাদ
ডিএইচএমএস (রেজিঃ ৩২৪২৫)
হোমিও কনসালটেন্ট ও হিজামা থেরাপিস্ট
বি.এ অনার্স, এম.এ, কামিল (হাদীস)

#প্রতিষ্ঠাতা #পরিচালক: আযীযিয়া হোমিও চিকিৎসালয় ও হিজামা সেন্টার, নেছারাবাদ মহিলা কামিল মাদ্রাসা সংলগ্ন, নেছারাবাদ কমপ্লেক্স, ঝালকাঠি।

#পরিচালক: হিজবুল্লাহ দাওয়াখানা, ঝালকাঠি এন.এস কামিল মাদ্রাসা, নেছারাবাদ কমপ্লেক্স, ঝালকাঠি।

#পরামর্শ #নিতে #হোয়াটসঅ্যাপে কল করুন অথবা #ইনবক্সে যোগাযোগ করুন- 01712-998063 অথবা 01711-114420

18/08/2025

🩺যে কোন ব্যথা নিরাময়ে ম্যাজিক এর মত কাজ করে "হিজামা কাপিং থেরাপি"

✅আপনি কি ঘাড় ব্যাথা,
✅পিঠে ব্যাথা,
✅মেরুদণ্ডে ব্যাথা,
✅কোমরে ব্যাথা,
✅হাটু ব্যাথা,
✅হাত-পা কামড়ানো সহ শরীর এর বিভিন্ন অঙ্গ-প্রতঙ্গের ব্যাথায় দীর্ঘদিন ভুগছেন? তাহলে আপনি হিজামা চিকিৎসা গ্রহণ করতে পারেন। আপনার শরীরের সকল প্রকার ব্যাথা কমিয়ে পরিপূর্ণ নিরাময় করে দিবে এবং আপনি ফিরতে পারবেন স্বাভাবিক জীবনে ইনশাআল্লাহ।
✓ হাদিসের আলোকে হিজামা বা কাপিং থেরাপি: হযরত আনাস (র.) থেকে হাদীছ এ আছে যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যে সব জিনিস দ্বারা চিকিৎসা করো তার মধ্যে সর্বোত্তম হলো হিজামা লাগানো।
📖[ সহীহ বুখারী, ৫৬৯৬]

🩺হিজামা একটি সুন্নাহ ভিত্তিক প্রাচীন চিকিৎসা ব্যাবস্থা আধুনিক পদ্ধতিতে অসংখ্য সহীহ হাদীস দ্বারা বর্নিত এবং আধুনিক মেডিকেল সাইন্স দ্বারাও প্রমানিত।

🩺হিজামা কেন করাবেন:

✓হিজামা টিস্যু থেকে বিষ মুক্ত করতে সহায়তা করে।
লিম্ফ্যাটিক সিস্টেম সক্রিয় করে।
✓রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
✓বড় রক্তনালী পরিষ্কার করে এবং রক্ত সঞ্চালন সক্রিয় করে।

✓হিজামা ( কাপিং) করলে যে সকল রোগ বা মানব শরীরের যে সকল সমস্যা থেকে আরোগ্য লাভ করা যায়:
✅ বাত ব্যথা
✅কোমর ব্যথা
✅চুল পড়া সমস্যা
✅হাতে-পায়ে ব্যাথা
✅হাঁটু ব্যাথা
✅পিঠে ব্যাথা
✅ব্রণ ও বিষব্রণ
✅কোমর ব্যথা
✅হাত-পায়ে ঝিঁঝিঁ ধরা
✅ হাত-পা চাবানো-কামড়ানো
✅ রিউমাটয়েড আর্থ্রাইটিস সহ সকল ধরনের ব্যথায়।
✅ঘুমের ব্যাঘাত
✅মাইগ্রেন জনিত দীর্ঘমেয়াদী মাথা ব্যাথা
✅উচ্চরক্তচাপ
✅মানসিক সমস্যা
✅সাধারণ মাথা ব্যাথা
✅ঘাড়ে ব্যাথা,
✅মাংসপেশীর ব্যাথা
✅দীর্ঘমেয়াদী পেট ব্যথা
✅সাইনুসাইটিস
✅কোলেস্টেরল
✅গ্যাস্ট্রিক
✅দীর্ঘমেয়াদী চর্মরোগ
✅ হরমোনাল সমস্যা
✅পেটের সমস্যা
✅ গ্যাস্ট্রিক, আলসার
✅কোষ্ঠ্য কাঠিন্য ও কোষ্ঠবদ্ধতা
✅শিরা ফুলে ওঠা
✅পুরুষত্বহীন
✅ ব্লাক ম্যাজিক (কালো যাদু)
✅বদ নজর
✅থাইরয়েড সমস্যা
✅হরমোন সমস্যা সহ আরও অনেক সমস্যার জন্য হিজামা অত্যন্ত কার্যকরী চিকিৎসা।

🩺কাপিং থেরাপি এমন এক চিকিৎসা পদ্ধতি, যার কোন প্রকার সাইড ইফেক্ট নেই।

🔴আমাদের সেবা সমুহ:

🩸 #হিজামা চিকিৎসা
🩸 #ওয়েট কাপিং।
🩸 #ড্রাই কাপিং।
🩸 #মেসেজ কাপিং।
🩸 #ফায়ার কাপিং।

#ডাঃ #মাওলানা #শরীফ #আব্দুল #আহাদ
ডিএইচএমএস (রেজিঃ ৩২৪২৫)
হোমিও কনসালটেন্ট ও হিজামা থেরাপিস্ট
বি.এ অনার্স, এম.এ, কামিল (হাদীস)

#প্রতিষ্ঠাতা #পরিচালক: আযীযিয়া হোমিও চিকিৎসালয় ও হিজামা সেন্টার, নেছারাবাদ মহিলা কামিল মাদ্রাসা সংলগ্ন, নেছারাবাদ কমপ্লেক্স, ঝালকাঠি।

#পরিচালক: হিজবুল্লাহ দাওয়াখানা, ঝালকাঠি এন.এস কামিল মাদ্রাসা, নেছারাবাদ কমপ্লেক্স, ঝালকাঠি।

#পরামর্শ #নিতে #হোয়াটসঅ্যাপে কল করুন অথবা #ইনবক্সে যোগাযোগ করুন- 01712-998063 অথবা 01711-114420

🩺যে কোন ব্যথা নিরাময়ে ম্যাজিক এর মত কাজ করে "হিজামা কাপিং থেরাপি"✅আপনি কি  ঘাড় ব্যাথা, ✅পিঠে ব্যাথা,✅মেরুদণ্ডে ব্যাথা,✅ক...
17/08/2025

🩺যে কোন ব্যথা নিরাময়ে ম্যাজিক এর মত কাজ করে "হিজামা কাপিং থেরাপি"

✅আপনি কি ঘাড় ব্যাথা,
✅পিঠে ব্যাথা,
✅মেরুদণ্ডে ব্যাথা,
✅কোমরে ব্যাথা,
✅হাটু ব্যাথা,
✅হাত-পা কামড়ানো সহ শরীর এর বিভিন্ন অঙ্গ-প্রতঙ্গের ব্যাথায় দীর্ঘদিন ভুগছেন? তাহলে আপনি হিজামা চিকিৎসা গ্রহণ করতে পারেন। আপনার শরীরের সকল প্রকার ব্যাথা কমিয়ে পরিপূর্ণ নিরাময় করে দিবে এবং আপনি ফিরতে পারবেন স্বাভাবিক জীবনে ইনশাআল্লাহ।
✓ হাদিসের আলোকে হিজামা বা কাপিং থেরাপি: হযরত আনাস (র.) থেকে হাদীছ এ আছে যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যে সব জিনিস দ্বারা চিকিৎসা করো তার মধ্যে সর্বোত্তম হলো হিজামা লাগানো।
📖[ সহীহ বুখারী, ৫৬৯৬]

🩺হিজামা একটি সুন্নাহ ভিত্তিক প্রাচীন চিকিৎসা ব্যাবস্থা আধুনিক পদ্ধতিতে অসংখ্য সহীহ হাদীস দ্বারা বর্নিত এবং আধুনিক মেডিকেল সাইন্স দ্বারাও প্রমানিত।

🩺হিজামা কেন করাবেন:

✓হিজামা টিস্যু থেকে বিষ মুক্ত করতে সহায়তা করে।
লিম্ফ্যাটিক সিস্টেম সক্রিয় করে।
✓রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
✓বড় রক্তনালী পরিষ্কার করে এবং রক্ত সঞ্চালন সক্রিয় করে।

✓হিজামা ( কাপিং) করলে যে সকল রোগ বা মানব শরীরের যে সকল সমস্যা থেকে আরোগ্য লাভ করা যায়:
✅ বাত ব্যথা
✅কোমর ব্যথা
✅চুল পড়া সমস্যা
✅হাতে-পায়ে ব্যাথা
✅হাঁটু ব্যাথা
✅পিঠে ব্যাথা
✅ব্রণ ও বিষব্রণ
✅কোমর ব্যথা
✅হাত-পায়ে ঝিঁঝিঁ ধরা
✅ হাত-পা চাবানো-কামড়ানো
✅ রিউমাটয়েড আর্থ্রাইটিস সহ সকল ধরনের ব্যথায়।
✅ঘুমের ব্যাঘাত
✅মাইগ্রেন জনিত দীর্ঘমেয়াদী মাথা ব্যাথা
✅উচ্চরক্তচাপ
✅মানসিক সমস্যা
✅সাধারণ মাথা ব্যাথা
✅ঘাড়ে ব্যাথা,
✅মাংসপেশীর ব্যাথা
✅দীর্ঘমেয়াদী পেট ব্যথা
✅সাইনুসাইটিস
✅কোলেস্টেরল
✅গ্যাস্ট্রিক
✅দীর্ঘমেয়াদী চর্মরোগ
✅ হরমোনাল সমস্যা
✅পেটের সমস্যা
✅ গ্যাস্ট্রিক, আলসার
✅কোষ্ঠ্য কাঠিন্য ও কোষ্ঠবদ্ধতা
✅শিরা ফুলে ওঠা
✅পুরুষত্বহীন
✅ ব্লাক ম্যাজিক (কালো যাদু)
✅বদ নজর
✅থাইরয়েড সমস্যা
✅হরমোন সমস্যা সহ আরও অনেক সমস্যার জন্য হিজামা অত্যন্ত কার্যকরী চিকিৎসা।

🩺কাপিং থেরাপি এমন এক চিকিৎসা পদ্ধতি, যার কোন প্রকার সাইড ইফেক্ট নেই।

🔴আমাদের সেবা সমুহ:

🩸 #হিজামা চিকিৎসা
🩸 #ওয়েট কাপিং।
🩸 #ড্রাই কাপিং।
🩸 #মেসেজ কাপিং।
🩸 #ফায়ার কাপিং।

#ডাঃ #মাওলানা #শরীফ #আব্দুল #আহাদ
ডিএইচএমএস (রেজিঃ ৩২৪২৫)
হোমিও কনসালটেন্ট ও হিজামা থেরাপিস্ট
বি.এ অনার্স, এম.এ, কামিল (হাদীস)

#প্রতিষ্ঠাতা #পরিচালক: আযীযিয়া হোমিও চিকিৎসালয় ও হিজামা সেন্টার, নেছারাবাদ মহিলা কামিল মাদ্রাসা সংলগ্ন, নেছারাবাদ কমপ্লেক্স, ঝালকাঠি।

#পরিচালক: হিজবুল্লাহ দাওয়াখানা, ঝালকাঠি এন.এস কামিল মাদ্রাসা, নেছারাবাদ কমপ্লেক্স, ঝালকাঠি।

#পরামর্শ #নিতে #হোয়াটসঅ্যাপে কল করুন অথবা #ইনবক্সে যোগাযোগ করুন-01712-998063 অথবা 01711-114420

“হোমিওপ্যাথি" চিকিৎসা কেন নিবেন?হোমিওপ্যাথি মানেই—০১. চিকিৎসা জীবনে উপযোগী ও নিরাপদ আশ্রয়।০২. সাময়িক স্বস্তি নয়, স্থায়ী ...
16/08/2025

“হোমিওপ্যাথি" চিকিৎসা কেন নিবেন?

হোমিওপ্যাথি মানেই—
০১. চিকিৎসা জীবনে উপযোগী ও নিরাপদ আশ্রয়।
০২. সাময়িক স্বস্তি নয়, স্থায়ী সমাধান।
০৩. প্রাকৃতিক ও প্রাচীন চিকিৎসা পদ্ধতি।
০৪. রোগের উপর ভিত্তি করে নয়, রোগীর মানসিক ও শরীরের পূর্ণ চিত্র দেখে চিকিৎসা প্রদান।
০৫. রোগের উপসর্গ নয়, রোগের মূল কারণ খুঁজে বের করে চিকিৎসা প্রদান।
০৬. দীর্ঘস্থায়ী বা পুরাতন রোগে খুবই কার্যকরী ও পার্শ্বপ্রতিক্রিয়াহীন।
০৭. রোগ চাপা না দিয়ে, ভেতর থেকে শিকড় উপড়ে ফেলা হয়।
০৮. শরীরকে প্রাকৃতিকভাবে সুস্থ হতে সাহায্য করে, রাসায়নিকভাবে নয়।
০৯. শরীরের ভেতরের প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতাকে জাগিয়ে তোলে।
১০. প্রতিটি রোগীকে আলাদা দৃষ্টিতে দেখে ব্যক্তিগত চিকিৎসা প্রদান করা হয়।
১১. সাশ্রয়ী, সহজলভ্য এবং পরিপূর্ণ সুস্থতায় প্রমাণিত পদ্ধতি।
১২. রোগ যেভাবে হয়, সেই পথেই প্রাকৃতিকভাবে রোগ দূর করা হয়।
১৩. শুধু ওষুধ নয়, রোগীর অনুভূতি, চিন্তা, আবেগ—সবকিছুকে গুরুত্ব দেওয়া হয়।
১৪. আপনার শরীরের ভেতরের ‘ডাক্তার’-কে জাগিয়ে তোলে।
১৫. চিকিৎসক ও রোগীর সম্পর্ক হয় বিশ্বাস, আস্থা ও সহমর্মিতার উপর।

"তাই আমি একজন হোমিও চিকিৎসক হয়ে গর্বিত"

#ডাঃ #মাওলানা #শরীফ #আব্দুল #আহাদ
ডিএইচএমএস (রেজিঃ ৩২৪২৫)
হিজামা থেরাপিস্ট
বি.এ অনার্স, এম.এ, কামিল (হাদীস)

প্রতিষ্ঠাতা পরিচালক: আযীযিয়া হোমিও চিকিৎসালয় ও হিজামা সেন্টার, নেছারাবাদ মহিলা কামিল মাদ্রাসা সংলগ্ন, নেছারাবাদ কমপ্লেক্স, ঝালকাঠি।

পরিচালক: হিজবুল্লাহ দাওয়াখানা, ঝালকাঠি এন.এস কামিল মাদ্রাসা, নেছারাবাদ কমপ্লেক্স, ঝালকাঠি।

অফলাইন বা অনলাইনে চিকিৎসা ও পরামর্শ নিতে হোয়াটসঅ্যাপে কল করুন অথবা ইনবক্সে যোগাযোগ করুন- 01712-998063 অথবা 01711-114420.

10/08/2025

হিজামা/কাপিং থেরাপি কেন গ্রহণ করবেন :
(হিজামাকে আঞ্চলিকভাবে শিংগা লাগানো বলা হয়)

০১) রোগ-ব্যধি সমুহকে প্রতিহত করার জন্য।
০২) রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য।
০৩) শরীরের রক্ত সঞ্চালনের গতি স্বাভাবিক রাখার জন্য।
০৪) শরীরের সকল দূষিত পদার্থ বের করার জন্য।
০৫) রোগাক্রান্ত হওয়া থেকে শরীরকে বাঁচিয়ে রাখার জন্য।
০৬) পার্শ্বপ্রতিক্রিয়াহীন একটি চিকিৎসা পদ্ধতি।
০৭) প্রায় বিলুপ্ত নববী (সুন্নতী) চিকিৎসাকে পুনরুজ্জীবিত করা ও সুন্নতের আমল হিসাবে গ্রহণ করা।
০৮) রোগাক্রান্ত ব্যক্তিকে তার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেয়ার জন্য।
০৯) শরীরের শিরা, উপ-শিরা ও অর্গাণ সমূহের কার্যকারিতা বৃদ্ধি করার জন্য।
১০) মানুষের সকল প্রকার শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক প্রশান্তি লাভ করার জন্য।
১১) তারুণ্য ও শারীরিক/যৌবন শক্তি বহাল রাখা এবং পুনরুদ্ধার করার জন্য।
১২) লাবণ্যতা বহাল রাখা ও অকাল বার্ধক্য রোধ করার জন্য।
১৩) প্রচলিত সকল ওষুধের উপর চাপ কমানো এবং ঔষধের কুফল থেকে রক্ষা করার জন্য।
১৪) বদ নজর, জিনের কুমন্ত্রণা, যাদু-টোনা, (সেহের) ও ব্ল্যাক ম্যাজিক সমস্যার সমাধানে দ্রুত কার্যকরী বিশেষ ভূমিকা রাখতে।

যোগাযোগ করুন-
আযীযিয়া হোমিও চিকিৎসালয় ও হিজামা সেন্টার
নেছারাবাদ মহিলা কামিল মাদ্রাসা সংলগ্ন
নেছারাবাদ কমপ্লেক্স, ঝালকাঠি।
01712-998063 01711-114420.

হিজামা/শিংগা/ক্যাপিং থেরাপির বিশেষ উপকার:✓ রক্ত পরিষ্কার  করে।✓ রক্ত সঞ্চালন স্বাভাবিক করে।✓শরীরের টক্সিন/অপ্রয়োজনীয় প...
08/08/2025

হিজামা/শিংগা/ক্যাপিং থেরাপির বিশেষ উপকার:

✓ রক্ত পরিষ্কার করে।
✓ রক্ত সঞ্চালন স্বাভাবিক করে।
✓শরীরের টক্সিন/অপ্রয়োজনীয় পদার্থ দূর করে।
✓রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
✓মাইগ্রেন/ মাথাব্যথা দূর করে।
✓দেহের সকল জয়েন্টের ব্যথা দূর করে।
✓ বাত থেকে মুক্তি লাভ।
✓ মানসিক চাপ কমায় ও অনিদ্রা দূর করতে সহায়তা করে।
✓ হরমোন ব্যালেন্স ও শারীরিক শক্তি বৃদ্ধি করে।
✓ হারানো সুন্নাহ জিন্দার মাধ্যমে বরকত লাভ হয়।

যোগাযোগ করুন-
আযীযিয়া হোমিও চিকিৎসালয় ও হিজামা সেন্টার
নেছারাবাদ মহিলা কামিল মাদ্রাসা সংলগ্ন
নেছারাবাদ কমপ্লেক্স, ঝালকাঠি।
01712-998063
01711-114420.

মধু, মধু, মধুসুন্দর বন ও স্থানীয় প্রাকৃতিক চাকের অল্প কিছু খাঁটি মধু আছে। যাদের লাগবে ইনবক্স অথবা 01712-998063 নম্বরে ক...
08/08/2025

মধু, মধু, মধু
সুন্দর বন ও স্থানীয় প্রাকৃতিক চাকের অল্প কিছু খাঁটি মধু আছে। যাদের লাগবে ইনবক্স অথবা 01712-998063 নম্বরে কল করুন।

27/07/2025

১. মানুষের সেবা করার মাঝে যে সুখ, তা দুনিয়ার কোনো সম্পদে নেই।
২. রোগীর চোখের কান্না, আর তার সুস্থতার দোয়া – চিকিৎসকের বড় প্রাপ্তি।

Address

Jhalokathi
Barishal

Telephone

+8801712998063

Website

Alerts

Be the first to know and let us send you an email when Azizia Homeo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram