29/09/2024
হিজামা (حِجَامَة) একটি নববী চিকিৎসা ব্যবস্থা। এটি আরবী শব্দ ‘আল-হাজম’ থেকে এসেছে। যার অর্থ চোষা বা টেনে নেওয়া। আধুনিক পরিভাষায় Cupping (কাপিং)। হিজামার মাধ্যমে দূষিত রক্ত (Toxin) বের করা হয়। এতে শরীরের মাংসপেশী সমূহের রক্ত প্রবাহ দ্রুততর হয়। পেশী, চামড়া, ত্বক ও শরীরের ভিতরের অরগান সমূহের কার্যকারিতা বৃদ্ধি পায়। ফলে শরীর সতেজ ও শক্তিশালী হয়।
এছাড়াও #হিজামা একটি বিজ্ঞানভিত্তিক জনপ্রিয় চিকিৎসা পদ্ধতি যা ইউনানী ও আয়ুর্বেদিক সিলেবাসের অন্তর্ভুক্ত। এটা রোগের জন্য চিকিৎসা এবং সুস্থ ব্যাক্তির জন্য রোগ প্রতিরোধক।
হাদিসঃ
🍁রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেন,"নিশ্চয়ই হিজামার মধ্যে রয়েছে নিরাময়(সহিহ বুখারী-৫২৯৪ / মুসলিম-২২০৫)
🍁রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন,"হিজামাকারী কতইনা উত্তম লোক,সে দুষিত রক্ত বের করে মেরুদণ্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে (সুনানে তিরমিযীঃ২০৫২)
🍁মানুষ চিকিৎসার জন্য যেসব উপায় অবলম্বন করে তন্মধ্যে হিজামাই হল সর্বোত্তম(আল হাকিম-৭৪৭০)
عَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ حَدَّثَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم عَنْ لَيْلَةَ أُسْرِىَ بِهِ أَنَّهُ لَمْ يَمُرَّ عَلَى مَلإٍ مِنَ الْمَلاَئِكَةِ إِلاَّ أَمَرُوْهُ أَنْ مُرْ أُمَّتَكَ بِالْحِجَامَةِ-
ইবনু মাসঊদ (রাঃ) হ’তে বর্ণিত, তিনি বলেন, মি‘রাজের রাত সম্পর্কে রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন যে, এই রাতে ফিরিশতাদের যে দলের সম্মুখ দিয়েই তিনি যাচ্ছিলেন তারা বলেছেন, ‘আপনার উম্মতকে হিজামার নির্দেশ দিন’। --[ইবনু মাজাহ হা/৩৪৭৯; তিরমিযী হা/২০৫২; মিশকাত হা/৪৫৪৪, সনদ ছহীহ।]
হিজামাতে যে সকল সমস্যায় উপকার হয়:
❐ রক্তদূষণ, উচ্চরক্তচাপ, ❐ ঘুমের ব্যাঘাত, স্মৃতিভ্রষ্টতা, মানসিক সমস্যা, ❐ মাইগ্রেন জনিত দীর্ঘমেয়াদী মাথা ব্যাথা, অস্থি সন্ধির ব্যাথা, পিঠে ব্যাথা, হাঁটু ব্যাথা, দীর্ঘমেয়াদী সাধারণ মাথা ব্যাথা, ঘাড়ে ব্যাথা, কোমর ব্যাথা, পায়ে ব্যাথা, মাংসপেশীর ব্যাথা, দীর্ঘমেয়াদী পেট ব্যথা, হাড়ের স্থানচ্যুতি জনিত ব্যাথা। ❐ সাইনুসাইটিস ❐ ব্রণ ❐ কোলেস্টেরল ❐ হাঁপানি , গ্যাস্ট্রিক পেইন, গ্যাস্ট্রিক আলসার ❐ বিষক্রিয়া ❐ দীর্ঘমেয়াদী চর্মরোগ ❐ ত্বকের নিম্নস্থিত বর্জ্য নিষ্কাশন ❐ ফোঁড়া-পাঁচড়া ❐ চুল পড়া ❐ স্পোর্টস ইঞ্জুরি ❐ হরমোনাল সমস্যা ❐ ইরেক্টিল ডিসফাংশন [ই.ডি], ❐ মাদকাসক্ত নিরাময়, এবং আরও অনেক সমস্যার জন্য হিজামা কার্যকরী ইনশাআল্লাহ।
Fawaedu Al Hijama_فواىٔد الحجامة_ফাওয়াইদুল হিজামা