Professor Dr Tarit Kumar Samadder

Professor Dr Tarit Kumar Samadder ক্যান্সার বিশেষজ্ঞ

10/08/2025
30/07/2025

দক্ষিণবঙ্গেের প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার তড়িৎ কুমার সমদ্দার স্যার প্রতি শনিবার থেকে বুধবার বরিশালে নিয়মিত রোগী দেখছেন ।

ভারত কিংবা ঢাকা নয়, এখন বরিশালেই ক্যান্সারের সব ধরনের আধুনিক চিকিৎসা সুবিধা পাওয়া যাচ্ছে।

কেমোথেরাপি, রেডিওথেরাপি, টার্গেট থেরাপি এবং ইমিউনোথেরাপি সহ টিউমার এবং ক্যান্সার সংশ্লিষ্ট সকল আধুনিক চিকিৎসার জন্য যোগাযোগ করুন -

সিরিয়ালের ঠিকানা -
* কনিকা ডায়াগনস্টিক সেন্টার - 01799326103
* মাইক্রোল্যাব মেডিক্যাল সার্ভিসেস - 01737481205
* মেডিনোভা মেডিক্যাল সার্ভিসেস - 01743586760

ক্যান্সার সনাক্তকরণে প্রধান ১০ টি লক্ষন জেনে নিন  :১. মলমূত্র ত্যাগের অভ্যাসের অস্বাভাবিক পরিবর্তন, পায়খানা/ মল অথবা মূত...
30/07/2025

ক্যান্সার সনাক্তকরণে প্রধান ১০ টি লক্ষন জেনে নিন :

১. মলমূত্র ত্যাগের অভ্যাসের অস্বাভাবিক পরিবর্তন, পায়খানা/ মল অথবা মূত্রের সাথে রক্ত আসা অথবা পায়খানার রঙ কালো হওয়া, অস্বাভাবিক ডায়রিয়া কিংবা কোষ্ঠকাঠিন্য - (যেমন মলদ্বারের ক্যান্সার , প্রসাবের থলির ক্যান্সার, কোলরেক্টাল ক্যান্সার ) ।

২. স্তনে ব্যাথা হওয়া এবং স্তনে চাকা অথবা পিন্ড হওয়া অথবা স্তনের কোন অংশে দীর্ঘস্থায়ী ব্যথা, বোটা থেকে রক্ত বা রস পরা, স্তনের চামড়া কুচকে যাওয়া বা কমলার খোসার মত মনে হলে ( যেমন স্তন ক্যান্সার )

৩. জরায়ুতে অস্বাভাবিক (Unusual bleeding) রক্তক্ষরণ হওয়া । (জরায়ু ক্যান্সার)

৪. খাবার হজমে সমস্যা বা গিলতে অসুবিধা বোধ করা, অল্প খাবারেই পেট ভরে যাওয়া এমনকি না খেলেও পেট ভরে আছে এমন অনুভব হওয়া। ( যেমন খাদ্যনালী ও খাদ্যথলীর ক্যান্সার)।

৫. কন্ঠসর ভেঙ্গে যাওয়া বা স্বর পরিবর্তন হওয়া, খুসখুসে কাশি অনুভূত হওয়া, সহজে না কমা এবং কফ বা থুথুর সাথে রক্ত আসা, গলায় যে কোন চাকা বা পিন্ড থাকা ( যেমন ফুসফুস ও স্বরযন্ত্রের ক্যান্সার)।

৬. দীর্ঘদিনের অল্প অল্প জ্বর কখনও কখনও ক্যান্সারের লক্ষন হতে পারে।

৭. দীর্ঘদিনের বা স্থায়ী মাথাব্যথা কখনও কখনও ব্রেইন টিউমারের লক্ষন হতে পারে ।

৮. কোন কারণ ছাড়া অত্যাধিক ভাবে ওজন কমে যাওয়া এবং ক্ষুধামন্দা হওয়া ।

৯. স্থায়ী শারীরিক অবসাদ এবং ক্লান্তি দেখা দেওয়া, সবসময় বমি অথবা বমি বমি ভাব হওয়া।

১০. তিল বা আচিলে উল্লেখযোগ্য কোন পরিবর্তন দেখা দেওয়া এবং শরীরের কোথাও কোন ঘা বা ক্ষত স্বাভাবিক ভাবে সেরে না উঠা।

এই লক্ষন গুলির যে কোনো একটা দেখা দিলে অতিসত্বর ক্যান্সার বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন ।

14/06/2025

আমেরিকায় ( যুক্তরাষ্ট্র) অনুষ্ঠিতব্য ক্যান্সার কনফারেন্স এবং বিশেষ প্রশিক্ষণ শেষে প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার তড়িৎ কুমার সমদ্দার স্যার আজ থেকে বরিশালে নিয়মিত রোগী দেখছেন ।
কেমোথেরাপি, রেডিওথেরাপি, টার্গেট থেরাপি এবং ইমিউনোথেরাপি সহ টিউমার এবং ক্যান্সার সংশ্লিষ্ট সকল আধুনিক চিকিৎসার জন্য যোগাযোগ করুন -

সিরিয়ালের ঠিকানা -
* কনিকা ডায়াগনস্টিক সেন্টার - 01799326103
* মাইক্রোল্যাব মেডিক্যাল সার্ভিসেস - 01737481205
* মেডিনোভা মেডিক্যাল সার্ভিসেস - 01743586760

21/05/2025

ক্যান্সার রোগীকে নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছেন অধ্যাপক ডাঃ তড়িৎ কুমার সমাদ্দার ।

সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির মাস শেষ করে এলো খুশির ঈদ। পবিত্র ঈদুল ফিতরের এই আনন্দঘন মুহূর্তে সবার জন্য রইলো আন্তরিক শুভেচ্...
30/03/2025

সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির মাস শেষ করে এলো খুশির ঈদ। পবিত্র ঈদুল ফিতরের এই আনন্দঘন মুহূর্তে সবার জন্য রইলো আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, থাকুক ভালোবাসা ও একতা। আপনার জীবন ভরে উঠুক সুখ, শান্তি ও সমৃদ্ধিতে।

✨ ঈদ মোবারক! ✨

সচেতন হোন !  সঠিক সময়ে ক্যান্সার বিশেষজ্ঞ এর পরামর্শ নিন।
11/03/2025

সচেতন হোন ! সঠিক সময়ে ক্যান্সার বিশেষজ্ঞ এর পরামর্শ নিন।

Raise awareness ✊
05/03/2025

Raise awareness ✊

বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডা তড়িৎ কুমার সমদ্দার স্যার আজ থেকে বরিশালে নিয়মিত রোগী দেখছেন ।কেমোথেরাপি, রেডিওথেরা...
24/02/2025

বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডা তড়িৎ কুমার সমদ্দার স্যার আজ থেকে বরিশালে নিয়মিত রোগী দেখছেন ।

কেমোথেরাপি, রেডিওথেরাপি, টার্গেট থেরাপি এবং ইমিউনো থেরাপির জন্য যোগাযোগ করুন -

সিরিয়ালের ঠিকানা -
* কনিকা ডায়াগনস্টিক সেন্টার - 01799326103
* মাইক্রোল্যাব মেডিক্যাল সার্ভিসেস - 01737481205
* মেডিনোভা মেডিক্যাল সার্ভিসেস - 01743586760

Address

Barishal
8200

Telephone

+8801737481205

Website

Alerts

Be the first to know and let us send you an email when Professor Dr Tarit Kumar Samadder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Professor Dr Tarit Kumar Samadder:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category