30/07/2025
ক্যান্সার সনাক্তকরণে প্রধান ১০ টি লক্ষন জেনে নিন :
১. মলমূত্র ত্যাগের অভ্যাসের অস্বাভাবিক পরিবর্তন, পায়খানা/ মল অথবা মূত্রের সাথে রক্ত আসা অথবা পায়খানার রঙ কালো হওয়া, অস্বাভাবিক ডায়রিয়া কিংবা কোষ্ঠকাঠিন্য - (যেমন মলদ্বারের ক্যান্সার , প্রসাবের থলির ক্যান্সার, কোলরেক্টাল ক্যান্সার ) ।
২. স্তনে ব্যাথা হওয়া এবং স্তনে চাকা অথবা পিন্ড হওয়া অথবা স্তনের কোন অংশে দীর্ঘস্থায়ী ব্যথা, বোটা থেকে রক্ত বা রস পরা, স্তনের চামড়া কুচকে যাওয়া বা কমলার খোসার মত মনে হলে ( যেমন স্তন ক্যান্সার )
৩. জরায়ুতে অস্বাভাবিক (Unusual bleeding) রক্তক্ষরণ হওয়া । (জরায়ু ক্যান্সার)
৪. খাবার হজমে সমস্যা বা গিলতে অসুবিধা বোধ করা, অল্প খাবারেই পেট ভরে যাওয়া এমনকি না খেলেও পেট ভরে আছে এমন অনুভব হওয়া। ( যেমন খাদ্যনালী ও খাদ্যথলীর ক্যান্সার)।
৫. কন্ঠসর ভেঙ্গে যাওয়া বা স্বর পরিবর্তন হওয়া, খুসখুসে কাশি অনুভূত হওয়া, সহজে না কমা এবং কফ বা থুথুর সাথে রক্ত আসা, গলায় যে কোন চাকা বা পিন্ড থাকা ( যেমন ফুসফুস ও স্বরযন্ত্রের ক্যান্সার)।
৬. দীর্ঘদিনের অল্প অল্প জ্বর কখনও কখনও ক্যান্সারের লক্ষন হতে পারে।
৭. দীর্ঘদিনের বা স্থায়ী মাথাব্যথা কখনও কখনও ব্রেইন টিউমারের লক্ষন হতে পারে ।
৮. কোন কারণ ছাড়া অত্যাধিক ভাবে ওজন কমে যাওয়া এবং ক্ষুধামন্দা হওয়া ।
৯. স্থায়ী শারীরিক অবসাদ এবং ক্লান্তি দেখা দেওয়া, সবসময় বমি অথবা বমি বমি ভাব হওয়া।
১০. তিল বা আচিলে উল্লেখযোগ্য কোন পরিবর্তন দেখা দেওয়া এবং শরীরের কোথাও কোন ঘা বা ক্ষত স্বাভাবিক ভাবে সেরে না উঠা।
এই লক্ষন গুলির যে কোনো একটা দেখা দিলে অতিসত্বর ক্যান্সার বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন ।