08/10/2025
আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার প্রধান কাজ হলো ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা। কখনো কখনো এই ব্যবস্থা শরীরের শত্রু আর নিজের কোষের মধ্যে পার্থক্য করতে পারেনা। আর তখনি নিজেই নিজের শরীরকে আক্রমণ করতে শুরু করে এই অবস্থাকে বলা হয় অটোইমিউন ডিজিজ।
এই রোগের সঠিক কোনো কারন এখন পর্যন্ত জানা না গেলেও গবেষণায় দেখা গেছে জেনেটিক ফ্যাক্টর, স্ট্রেস, হরমোনাল চেইঞ্জ, পরিবেশ গত প্রভাব এই সমস্যা হওয়ার পেছনে দায়ী থাকতে পারে। অটোইমিউন রোগের লক্ষন রোগের উপর নির্ভর করে আলাদা হয়ে থাকে। তবে কিছু সাধারণ লক্ষন দেখা দেয় যেমন:
▪️ স্কিনে র্যাশ বা ফুসকুড়ি
▪️ দীর্ঘমেয়াদি ক্লান্তি ও দুর্বলতা
▪️ হালকা জ্বর থাকা
▪️ জয়েন্ট ব্যথা বা ফোলাভাব
অটোইমিউন রোগের পুরোপুরি নিরাময় নেই, তবে সঠিক চিকিৎসা ও নিয়ম মেনে চললে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। নিজের শরীরের পরিবর্তনগুলো লক্ষ রাখুন, ছোট খাটো সমস্যাকেও গুরুত্বসহকারে দেখুন।
ডা. মোঃ আলী রুমি
মেডিসিন, উচ্চ রক্তচাপ এবং কিডনি রোগ
বিশেষজ্ঞ।
সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান
(নেফ্রোলজি বিভাগ)
শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল।