বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত একটি দক্ষতা ভিত্তিক প্রতিষ্ঠান এটি। ২০২০ সালে ১০ই ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। দেশের অগনিত বেকার জনগোষ্ঠিকে জনসম্পদে পরিনত করতে হলে প্রফেশনাল পড়ালেখার পাশাপাশি নির্দিষ্ট কোনো কাজে দক্ষ করা ছাড়া অন্য কোন বিকল্প পথ নেই। তাই একজন তরুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলি দক্ষ মানব সম্পদ ত
ৈরির এই কারিগরি প্রতিষ্ঠান এবং এমন একটি পেশা বাছাই করি যেটিতে দক্ষ হতে পারলে কখনো ১ দিনের জন্যও বেকার থাকতে হবে নাহ এবং যতদিন বেচেঁ থাকবে নিজের এবং পরিবারের জন্য কাজে লাগবে। পেশাটি হলো কেয়ারগিভিং বা নার্সিং। বর্তমান সারা বিশ্বে সবচেয়ে ডিমান্ডেবল একটি পেশা এটি। দেশের ভিতরে এবং বর্হিবিশ্বে এই পেশার জনপ্রিয়তা অনেক বেশি। উন্নত দেশগুলোতে বিশেষকরে কানাডা, ইউকে, আমেরিকা, অষ্ট্রেলিয়া এবং জাপানে এই পেশায় স্বল্প খরচে সহজেই ভিসা পাওয়া যায়। পাশাপাশি দেশের ভিতরে বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনিষ্টিক সেন্টার, প্যারালাইসিস সেন্টার, ডে-কেয়ার সেন্টার, হেল্থ কেয়ার সেন্টার, হোম কেয়ার সহ অসংখ্য জায়গায় চাকরির সুযোগ রয়েছে।
এই কোর্সটি ১ বছরের, যার ৮০% ই প্রাক্টিক্যাল । এর মধ্যে ১০ মাস আমাদের প্রতিষ্ঠানে এবং ২ মাস বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে ইন্টার্ণশীপ করানো হয়। মিনিমাম এসএসসি পাশ হলেই কোর্সটি করা যাবে। এসএসসি থেকে মাষ্টার্স পাশ পর্যন্ত যে কেই এই কোর্সটি করতে পারবে। আমরা যারা নাসির্ং (বিএসসি/ডিপ্লোমা) করতে না পারি, তাদের জন্য এটি চমৎকার একটি কোর্স। কেউ নার্সিং এ চান্স না পেলে তার যেন নাসির্ং পড়ার স্বপ্ন শেষ না হয়ে যায়, সেজন্যই বাংলাদেশ সরকার এই যুগোপযোগী কোর্সটি চালু করেছেন।
আমাদের এই প্রতিষ্ঠানটি দেশের অন্যান্য সকল প্রতিষ্ঠান থেকে ব্যতিক্রম। এখানে একজন শিক্ষার্থীর কোর্স শেষে তার নিশ্চিত চাকরির ব্যবস্থা করা হয়। তাই চাকরির বাজারে আমার একজন শিক্ষার্থী যেন কোন দিক থেকেই পিছিয়ে না থাকে সেজন্য কোর্সের পাশাপাশি তাকে প্রথম তিন মাসে স্পোকেন ইংলিশ শিখানো হয় এবং পরবর্তী তিন মাসে তাকে কম্পিউটার প্রশিক্ষন দেওয়া হয়। এছাড়াও, যে সকল শিক্ষার্থী এই কোর্স শেষে সরকারীভাবে জাপান যেতে চায় তাদেরকে আমরা জাপানিজ ভাষা শিখাই। বর্তমানে জাপানিজ ভাষার ৪র্থ ব্যাচ চলছে।
অত্র প্রতিষ্ঠানে কেয়ারগিভিং ছাড়াও কম্পিউটার অপারেশন, গ্রাফিক্স ডিজাইন, আইটি সাপোর্ট, হাউজ কিপিং, সিবিটি লেভেল-৪ সহ একধিক অকুপেশনের প্রশিক্ষণ প্রদান করা হয়।