Unicare Health and Technical Training Institute

Unicare Health and Technical Training Institute "দেশের বিশাল এই জনগোষ্ঠীকে দক্ষ জনসম্পদে পরিনত করার জন্য আমাদের প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করে যাচ্ছে"
" ISO সার্টিফাইড প্রতিষ্ঠান”
(2)

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত একটি দক্ষতা ভিত্তিক প্রতিষ্ঠান এটি। ২০২০ সালে ১০ই ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। দেশের অগনিত বেকার জনগোষ্ঠিকে জনসম্পদে পরিনত করতে হলে প্রফেশনাল পড়ালেখার পাশাপাশি নির্দিষ্ট কোনো কাজে দক্ষ করা ছাড়া অন্য কোন বিকল্প পথ নেই। তাই একজন তরুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলি দক্ষ মানব সম্পদ তৈরির এই কারিগরি প্রতিষ্ঠান এবং এমন একটি পেশা বাছাই করি যেটিতে দক্ষ হতে পারলে কখনো ১ দিনের জন্যও বেকার থাকতে হবে নাহ এবং যতদিন বেচেঁ থাকবে নিজের এবং পরিবারের জন্য কাজে লাগবে। পেশাটি হলো কেয়ারগিভিং বা নার্সিং। বর্তমান সারা বিশ্বে সবচেয়ে ডিমান্ডেবল একটি পেশা এটি। দেশের ভিতরে এবং বর্হিবিশ্বে এই পেশার জনপ্রিয়তা অনেক বেশি। উন্নত দেশগুলোতে বিশেষকরে কানাডা, ইউকে, আমেরিকা, অষ্ট্রেলিয়া এবং জাপানে এই পেশায় স্বল্প খরচে সহজেই ভিসা পাওয়া যায়। পাশাপাশি দেশের ভিতরে বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনিষ্টিক সেন্টার, প্যারালাইসিস সেন্টার, ডে-কেয়ার সেন্টার, হেল্থ কেয়ার সেন্টার, হোম কেয়ার সহ অসংখ্য জায়গায় চাকরির সুযোগ রয়েছে।
এই কোর্সটি ১ বছরের, যার ৮০% ই প্রাক্টিক্যাল । এর মধ্যে ১০ মাস আমাদের প্রতিষ্ঠানে এবং ২ মাস বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে ইন্টার্ণশীপ করানো হয়। মিনিমাম এসএসসি পাশ হলেই কোর্সটি করা যাবে। এসএসসি থেকে মাষ্টার্স পাশ পর্যন্ত যে কেই এই কোর্সটি করতে পারবে। আমরা যারা নাসির্ং (বিএসসি/ডিপ্লোমা) করতে না পারি, তাদের জন্য এটি চমৎকার একটি কোর্স। কেউ নার্সিং এ চান্স না পেলে তার যেন নাসির্ং পড়ার স্বপ্ন শেষ না হয়ে যায়, সেজন্যই বাংলাদেশ সরকার এই যুগোপযোগী কোর্সটি চালু করেছেন।
আমাদের এই প্রতিষ্ঠানটি দেশের অন্যান্য সকল প্রতিষ্ঠান থেকে ব্যতিক্রম। এখানে একজন শিক্ষার্থীর কোর্স শেষে তার নিশ্চিত চাকরির ব্যবস্থা করা হয়। তাই চাকরির বাজারে আমার একজন শিক্ষার্থী যেন কোন দিক থেকেই পিছিয়ে না থাকে সেজন্য কোর্সের পাশাপাশি তাকে প্রথম তিন মাসে স্পোকেন ইংলিশ শিখানো হয় এবং পরবর্তী তিন মাসে তাকে কম্পিউটার প্রশিক্ষন দেওয়া হয়। এছাড়াও, যে সকল শিক্ষার্থী এই কোর্স শেষে সরকারীভাবে জাপান যেতে চায় তাদেরকে আমরা জাপানিজ ভাষা শিখাই। বর্তমানে জাপানিজ ভাষার ৪র্থ ব্যাচ চলছে।
অত্র প্রতিষ্ঠানে কেয়ারগিভিং ছাড়াও কম্পিউটার অপারেশন, গ্রাফিক্স ডিজাইন, আইটি সাপোর্ট, হাউজ কিপিং, সিবিটি লেভেল-৪ সহ একধিক অকুপেশনের প্রশিক্ষণ প্রদান করা হয়।

🎉 **Caregiving for persons with special needs Level-2(NSDA)**📅 **Class start Date:** 05.10.25✅ **এই কোর্স কেন করবেন কোর্...
29/09/2025

🎉 **Caregiving for persons with special needs Level-2(NSDA)**

📅 **Class start Date:** 05.10.25

✅ **এই কোর্স কেন করবেন কোর্স করে সহজেই বিভিন্ন হেল্থ রিলেটেড এনজিও প্রতিষ্ঠান, ক্লিনিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে স্বাস্থ্যকর্মী হিসেবে চাকরির সুযোগ বাড়বে।

যারা কেয়ারগিভিং করেছেন তাদের জন্য এই কোর্স একেবারে সহজ এবং আপনার অভিজ্ঞতার ভ্যালু বাড়াবে। বেসিক হেল্থকেয়ার ও ফার্স্ট এইড নিয়েই তৈরি এই কোর্সের সিলেবাস।

যারা কেয়ারগিভিং অ্যাসেসর, তারাও এই অকুপেশনের অ্যাসেসর হতে পারবেন। তাদের জন্যও এটা খুবই গুরুত্বপূর্ণ।

☎️ **ফোন করুন:** 01701023956
🏨 **কর্পোরেট অফিস:**

ইউনিকেয়ার হেলথ এন্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট
কাশিপুর সুরভী পেট্রোল পাম্প সংলগ্ন, নথুল্লাবাদ, বরিশাল।

🌹 **ভর্তি চলছেই! সীমিত আসন! এখনই যোগাযোগ করুন।**

🎉 স্ব-অর্থায়নে  Beautification, Level-2 under NSDA (RPL)🍀 অ্যাসেসমেন্টঃ ১৮-১০-২০২৫🍂 প্রশিক্ষণার্থী মাত্রঃ ১২  জন।🍁 অ্যাস...
25/09/2025

🎉 স্ব-অর্থায়নে Beautification, Level-2 under NSDA (RPL)

🍀 অ্যাসেসমেন্টঃ ১৮-১০-২০২৫

🍂 প্রশিক্ষণার্থী মাত্রঃ ১২ জন।

🍁 অ্যাসেসমেন্টের পূর্বে ৩ দিন সরাসরি ক্লাস হবে।

🌺 অ্যাসেসমেন্ট ও ট্রেনিং ফি- ৩৫০০ টাকা।

🔰 অংশগ্রহন করার জন্য নিচের লিংক পূরণ করুনঃ
https://forms.gle/JJLEZNbHMMURCgwb6

🌳 যেকোনো প্রয়োজনে ফোন করুনঃ 01333463100

🎉 **Microfinance operation, Level-3(NSDA)**🌟 **RPL Assessment📅 **Assessment Date:** 11.10.25✅ **কেন করবেন এই কোর্স?*** ব...
24/09/2025

🎉 **Microfinance operation, Level-3(NSDA)**

🌟 **RPL Assessment

📅 **Assessment Date:** 11.10.25

✅ **কেন করবেন এই কোর্স?**

* বাংলাদেশের চাকরির বাজারে – দেখাতে পারবেন আপনি workplace microfinance-এ competent।

* বিদেশি কোম্পানি / NGO / project এ কাজের সময় – employer বুঝবে আপনার workplace communication skill আছে।

* NSDA Certified হওয়ায় সরকারিভাবে বৈধ এবং স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে কাজে দেয়।

👉 সহজভাবে বললে, RPL করলে আপনার বিদ্যমান মাইক্রো ফিন্যান্স দক্ষতাকে সার্টিফিকেটের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হবে, যা চাকরি, ক্যারিয়ার ও আত্মবিশ্বাস—সব ক্ষেত্রেই কাজে দেবে।
https://docs.google.com/forms/d/1r4LfmsGut8k7QnjM5yhOOC-hlNplufTcl1yQ2CjGdE0/edit?chromeless=1

☎️ **ফোন করুন:** 01601-060802

🏨 **কর্পোরেট অফিস:**

ইউনিকেয়ার হেলথ এন্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট
কাশিপুর সুরভী পেট্রোল পাম্প সংলগ্ন, নথুল্লাবাদ, বরিশাল।

🌹 **ভর্তি চলছেই! সীমিত আসন! এখনই যোগাযোগ করুন।**

🎉 **English for Work, Level-2 (NSDA)**🌟 **RPL Assessment📅 **Assessment Date:** 11.10.25✅ **কেন করবেন এই কোর্স?*** বাংলাদ...
23/09/2025

🎉 **English for Work, Level-2 (NSDA)**

🌟 **RPL Assessment

📅 **Assessment Date:** 11.10.25

✅ **কেন করবেন এই কোর্স?**

* বাংলাদেশের চাকরির বাজারে – দেখাতে পারবেন আপনি workplace English-এ competent।

* বিদেশি কোম্পানি / NGO / project এ কাজের সময় – employer বুঝবে আপনার workplace communication skill আছে।

* NSDA Certified হওয়ায় সরকারিভাবে বৈধ এবং স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে কাজে দেয়।

👉 সহজভাবে বললে, RPL করলে আপনার বিদ্যমান ইংরেজি দক্ষতাকে সার্টিফিকেটের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হবে, যা চাকরি, ক্যারিয়ার ও আত্মবিশ্বাস—সব ক্ষেত্রেই কাজে দেবে।

☎️ **ফোন করুন:** 01688847407

🏨 **কর্পোরেট অফিস:**

ইউনিকেয়ার হেলথ এন্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট
কাশিপুর সুরভী পেট্রোল পাম্প সংলগ্ন, নথুল্লাবাদ, বরিশাল।

🌹 **ভর্তি চলছেই! সীমিত আসন! এখনই যোগাযোগ করুন।**

🎉 **Primary Health Care Service, Level-2 (NSDA)**🌟 **RPL Assessment📅 **Assessment Date:** 11.10.25✅ **কেন করবেন এই কোর্স...
23/09/2025

🎉 **Primary Health Care Service, Level-2 (NSDA)**

🌟 **RPL Assessment

📅 **Assessment Date:** 11.10.25

✅ **কেন করবেন এই কোর্স?**

Primary Healthcare Service কোর্স করে সহজেই বিভিন্ন হেল্থ রিলেটেড এনজিও প্রতিষ্ঠান, ক্লিনিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে স্বাস্থ্যকর্মী হিসেবে চাকরির সুযোগ বাড়বে।

যারা কেয়ারগিভিং করেছেন তাদের জন্য এই কোর্স একেবারে সহজ এবং আপনার অভিজ্ঞতার ভ্যালু বাড়াবে। বেসিক হেল্থকেয়ার ও ফার্স্ট এইড নিয়েই তৈরি এই কোর্সের সিলেবাস।

যারা কেয়ারগিভিং অ্যাসেসর, তারাও এই অকুপেশনের অ্যাসেসর হতে পারবেন। তাদের জন্যও এটা খুবই গুরুত্বপূর্ণ।

☎️ **ফোন করুন:** 01602155991

🏨 **কর্পোরেট অফিস:**

ইউনিকেয়ার হেলথ এন্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট
কাশিপুর সুরভী পেট্রোল পাম্প সংলগ্ন, নথুল্লাবাদ, বরিশাল।

🌹 **ভর্তি চলছেই! সীমিত আসন! এখনই যোগাযোগ করুন।**

20/09/2025

ভিন্ন ভিন্ন অকুপেশনের প্রশিক্ষনার্থীদের চলমান ক্লাসের কিছু স্থির চিত্র।



15/09/2025

🎉 আপনি কি সহকারী নার্সিং / কেয়ারগিভিং এর ০১ বছর মেয়াদি সম্পূর্ণ কোর্সটি করতে চাচ্ছেন?
🎉 ৪৩ তম ব্যাচে ভর্তি চলছে, ক্লাস শুরু ০১লা অক্টোবর ২০২৫।
🌹 ০১ বছর কোর্সের মধ্যে ০৬ মাস শেরেবাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে ইন্টার্ণশীপ রয়েছে।
🎉 আসন সংখ্যা মাত্র ২০ জন (১৬ জন মেয়ে + ০৪ জন ছেলে)। ভর্তির ক্ষেত্রে কোনো ধরনের সুপারিশ গ্রহনযোগ্য নয়। আবেদনকৃত প্রথম ২০ জনকে ভর্তি নেয়া হবে।
👉রেজিষ্ট্রেশন লিংক: -https://forms.gle/nr7ZxckxyftgVwYs6
☎️ ভর্তির জন্য ফোন করুন এই নাম্বারেঃ 01314-190733.
🏨 কর্পোরেট অফিসঃ
ইউনিকেয়ার হেল্থ এন্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট
কাশিপুর সুরভী পেট্রোল পাম্প সংলগ্ন, নথুল্লাবাদ, বরিশাল।
Web: uhtti.edu.bd, E-mail: uhtti.barishal@gmail.com, Mob: 01612-011003.

✅ নব যোগদানকৃত ৩০ জন প্রশিক্ষকদের প্রতি অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। আপনাদের জন্য শুভ...
10/09/2025

✅ নব যোগদানকৃত ৩০ জন প্রশিক্ষকদের প্রতি অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। আপনাদের জন্য শুভকামনা। আশা করি নিজের সর্বোচ্চটাই প্রতিষ্ঠানকে দিবেন। TVET সেক্টরে আপনাদের উত্তোরত্তর উন্নতি ও সফলতা কামনা করছি।
fans Skill Development, CBT&A Under NSDANational Skills Development AuthorityCBT & A HelplineBangladesh TVET Trainer Association - BTTAAssessors & Trainers-NSDA & BTEBUnicare BarishalSkills for Industry Competitiveness and Innovation Program - SICIPBTEB and NSDA All Family ��(NTVQF,BNQF,Trainer,Assessor,RPL,RTO,SEIP,Asset)NSDA Assessors & Trainers Family

Address

Holding No. 1136, Sharif Mansion (3rd Floor), Near Kashipur Surovi Petrol Pump, Notullahbad, Barishal.
Barishal
8200

Alerts

Be the first to know and let us send you an email when Unicare Health and Technical Training Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Unicare Health and Technical Training Institute:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram