Unicare Health and Technical Training Institute

Unicare Health and Technical Training Institute "দেশের বিশাল এই জনগোষ্ঠীকে দক্ষ জনসম্পদে পরিনত করার জন্য আমাদের প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করে যাচ্ছে"
" ISO সার্টিফাইড প্রতিষ্ঠান”
(2)

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত একটি দক্ষতা ভিত্তিক প্রতিষ্ঠান এটি। ২০২০ সালে ১০ই ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। দেশের অগনিত বেকার জনগোষ্ঠিকে জনসম্পদে পরিনত করতে হলে প্রফেশনাল পড়ালেখার পাশাপাশি নির্দিষ্ট কোনো কাজে দক্ষ করা ছাড়া অন্য কোন বিকল্প পথ নেই। তাই একজন তরুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলি দক্ষ মানব সম্পদ ত

ৈরির এই কারিগরি প্রতিষ্ঠান এবং এমন একটি পেশা বাছাই করি যেটিতে দক্ষ হতে পারলে কখনো ১ দিনের জন্যও বেকার থাকতে হবে নাহ এবং যতদিন বেচেঁ থাকবে নিজের এবং পরিবারের জন্য কাজে লাগবে। পেশাটি হলো কেয়ারগিভিং বা নার্সিং। বর্তমান সারা বিশ্বে সবচেয়ে ডিমান্ডেবল একটি পেশা এটি। দেশের ভিতরে এবং বর্হিবিশ্বে এই পেশার জনপ্রিয়তা অনেক বেশি। উন্নত দেশগুলোতে বিশেষকরে কানাডা, ইউকে, আমেরিকা, অষ্ট্রেলিয়া এবং জাপানে এই পেশায় স্বল্প খরচে সহজেই ভিসা পাওয়া যায়। পাশাপাশি দেশের ভিতরে বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনিষ্টিক সেন্টার, প্যারালাইসিস সেন্টার, ডে-কেয়ার সেন্টার, হেল্থ কেয়ার সেন্টার, হোম কেয়ার সহ অসংখ্য জায়গায় চাকরির সুযোগ রয়েছে।
এই কোর্সটি ১ বছরের, যার ৮০% ই প্রাক্টিক্যাল । এর মধ্যে ১০ মাস আমাদের প্রতিষ্ঠানে এবং ২ মাস বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে ইন্টার্ণশীপ করানো হয়। মিনিমাম এসএসসি পাশ হলেই কোর্সটি করা যাবে। এসএসসি থেকে মাষ্টার্স পাশ পর্যন্ত যে কেই এই কোর্সটি করতে পারবে। আমরা যারা নাসির্ং (বিএসসি/ডিপ্লোমা) করতে না পারি, তাদের জন্য এটি চমৎকার একটি কোর্স। কেউ নার্সিং এ চান্স না পেলে তার যেন নাসির্ং পড়ার স্বপ্ন শেষ না হয়ে যায়, সেজন্যই বাংলাদেশ সরকার এই যুগোপযোগী কোর্সটি চালু করেছেন।
আমাদের এই প্রতিষ্ঠানটি দেশের অন্যান্য সকল প্রতিষ্ঠান থেকে ব্যতিক্রম। এখানে একজন শিক্ষার্থীর কোর্স শেষে তার নিশ্চিত চাকরির ব্যবস্থা করা হয়। তাই চাকরির বাজারে আমার একজন শিক্ষার্থী যেন কোন দিক থেকেই পিছিয়ে না থাকে সেজন্য কোর্সের পাশাপাশি তাকে প্রথম তিন মাসে স্পোকেন ইংলিশ শিখানো হয় এবং পরবর্তী তিন মাসে তাকে কম্পিউটার প্রশিক্ষন দেওয়া হয়। এছাড়াও, যে সকল শিক্ষার্থী এই কোর্স শেষে সরকারীভাবে জাপান যেতে চায় তাদেরকে আমরা জাপানিজ ভাষা শিখাই। বর্তমানে জাপানিজ ভাষার ৪র্থ ব্যাচ চলছে।
অত্র প্রতিষ্ঠানে কেয়ারগিভিং ছাড়াও কম্পিউটার অপারেশন, গ্রাফিক্স ডিজাইন, আইটি সাপোর্ট, হাউজ কিপিং, সিবিটি লেভেল-৪ সহ একধিক অকুপেশনের প্রশিক্ষণ প্রদান করা হয়।

🎉 **Primary Health Care Service, Level-2 (NSDA)**🌟 **RPL Assessment (3 Days Online, 2 Days Offline Training)**📅 **Assess...
15/07/2025

🎉 **Primary Health Care Service, Level-2 (NSDA)**

🌟 **RPL Assessment (3 Days Online, 2 Days Offline Training)**

📅 **Assessment Date:** 26 July 2025

✅ **কেন করবেন এই কোর্স?**

Primary Healthcare Service কোর্স করে সহজেই বিভিন্ন হেল্থ রিলেটেড এনজিও প্রতিষ্ঠান, ক্লিনিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে স্বাস্থ্যকর্মী হিসেবে চাকরির সুযোগ বাড়বে।

যারা কেয়ারগিভিং করেছেন তাদের জন্য এই কোর্স একেবারে সহজ এবং আপনার অভিজ্ঞতার ভ্যালু বাড়াবে। বেসিক হেল্থকেয়ার ও ফার্স্ট এইড নিয়েই তৈরি এই কোর্সের সিলেবাস।

যারা কেয়ারগিভিং অ্যাসেসর, তারাও এই অকুপেশনের অ্যাসেসর হতে পারবেন। তাদের জন্যও এটা খুবই গুরুত্বপূর্ণ।

☎️ **ফোন করুন:** 01673-045012

🏨 **কর্পোরেট অফিস:**

ইউনিকেয়ার হেলথ এন্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট
কাশিপুর সুরভী পেট্রোল পাম্প সংলগ্ন, নথুল্লাবাদ, বরিশাল।

🌹 **ভর্তি চলছেই! সীমিত আসন! এখনই যোগাযোগ করুন।**

🎉 Food & Beverage Production, Level-4 (NSDA) 🌹 Registration date - 15/07/25 ( আসন সংখ্যা সীমিত) 🪷 Assessment Date: 27 Ju...
14/07/2025

🎉 Food & Beverage Production, Level-4 (NSDA)

🌹 Registration date - 15/07/25 ( আসন সংখ্যা সীমিত)

🪷 Assessment Date: 27 July 2025 (Sunday)

👉রেজিষ্ট্রেশন লিংক: -https://forms.gle/gMHtqgh4Xe3gVn9E8

☎️ ফোন করুন এই নাম্বারেঃ 01717-580755

🏨 কর্পোরেট অফিসঃ

ইউনিকেয়ার হেল্থ এন্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট
কাশিপুর সুরভী পেট্রোল পাম্প সংলগ্ন, নথুল্লাবাদ, বরিশাল।

12/07/2025

CBT&AM, Level - 4
Re-assessment
Date- 26-07-2025
Contact - 01717580755

🎯 **আপনার ঘরোয়া খাবার সংরক্ষণের দক্ষতাকে স্বীকৃতি দিন!**📣 **Domestic Food Preservation (Level-3) | RPL Assessment** 🔖Ass...
30/06/2025

🎯 **আপনার ঘরোয়া খাবার সংরক্ষণের দক্ষতাকে স্বীকৃতি দিন!**
📣 **Domestic Food Preservation (Level-3) | RPL Assessment** 🔖
Assessment date - 26/07/2025

✅ আপনি কি ঘরে বসেই আচার, জ্যাম, প্যাকেটজাত খাবার তৈরি করতে পারেন?
✅ আপনার কি খাবার সংরক্ষণের দক্ষতা আছে, কিন্তু সার্টিফিকেট নেই?
✅ চাকরি বা ব্যবসায়িক প্রয়োজনে স্বীকৃতি পেতে চান?

তাহলে এখনই সময় 👉 **RPL (Recognition of Prior Learning)** এর মাধ্যমে আপনার অভিজ্ঞতাকে সরকারি স্বীকৃত সনদে রূপ দিন!

📌 কোর্স নাম: Domestic Food Preservation – Level 3
📌 মূল্যায়ন পদ্ধতি: RPL (কোনো ক্লাস নয়, সরাসরি দক্ষতা যাচাই)
📌 সনদ: সরকার অনুমোদিত NTVQF Certificate
📌 সুযোগ: নারী উদ্যোক্তা, গৃহিণী, হোম কুক এবং যাদের আছে খাবার সংরক্ষণের বাস্তব অভিজ্ঞতা

🚀 সনদ নিয়ে নিজের ব্যবসা শুরু করুন বা জব পেতে আরও এক ধাপ এগিয়ে যান!
📞 যোগাযোগ করুন: 01717580755

📍 অবস্থান: ইউনিকেয়ার হেল্থ এন্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট,,কাশিপুর সুরোভি পেট্রোল পাম্প সংলগ্ন শরীফ ম্যানশন, ৪র্থ তলা, নথুল্লাবাদ , বরিশাল
🔗 বিস্তারিত জানতে কল করুন নির্দিষ্ট নম্বরে।

📢 আসন সংখ্যা সীমিত — এখনই নিশ্চিত করুন আপনার জায়গা!

\ #ভর্তি #ঘরোয়খাবার

30/06/2025

# # # 🎓 আগেই শিখেছেন? এখন সরকারি সার্টিফিকেট নিন — কোন ক্লাস ছাড়াই!
# # 📝 RPL Assessment-এ অংশ নিয়ে নিন আপনার দক্ষতার স্বীকৃতি!
---
🔥 এখন আপনি *Graphic Design | Computer Operation | Digital Marketing* এর উপর সরাসরি *RPL অ্যাসেসমেন্ট* দিয়ে পাবেন
*NSDA অনুমোদিত সরকারি সার্টিফিকেট!*
---
# # # # ✨ যে কোর্সগুলোর জন্য RPL সুযোগ রয়েছে:
🔶 *Graphic Design (Level-3)*
🔷 *Computer Operation (Level-2)*
🔶 **Digital Marketing for Freelancing
(Level -3)**
---
# # # ✅ RPL Assessment এর উপকারিতা:
✔️ কোন ক্লাস করতে হবে না
✔️ আগে শেখা কাজের প্র্যাকটিকাল যাচাই
✔️ সরকারি সার্টিফিকেট
✔️ চাকরি ও ফ্রিল্যান্সিং-এ বাড়তি সুবিধা
✔️ কম খরচে দক্ষতার স্বীকৃতি
---
# # # 🧑‍💼 কারা আবেদন করতে পারবেন?
যারা ইতিমধ্যে প্র্যাকটিক্যাল কাজ পারেন বা পূর্বে কোথাও থেকে শেখা আছে — তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ।
---
# # # 📅 সময় সীমিত!
আগামী ব্যাচের জন্য আসন সংখ্যা সীমিত, এখনই আবেদন করুন 👇👇
https://forms.gle/jwkZR9okygnJiv2B6
📍 লোকেশন: ইউনিকেয়ার হেল্থ এন্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট,,কাশিপুর সুরোভি পেট্রোল পাম্প সংলগ্ন শরীফ ম্যানশন, ৪র্থ তলা, নথুল্লাবাদ , বরিশাল ।
📞 যোগাযোগ: 01887474232
📩 কল করুন বিস্তারিত জানতে
---
🔰 নিজের অভিজ্ঞতাকে আজই আনুন সার্টিফিকেটের আওতায়।
👉 **RPL দিন, স্বীকৃতি নিন, ক্যারিয়ার গড়ুন!

29/06/2025

🎉 **Primary Health Care Service, Level-2 (NSDA)**

🌟 **RPL Assessment (3 Days Online, 2 Days Offline Training)**

Assessment Fee : ** 3450 Taka.

📅 **Assessment Date:** 26 July 2025

✅ **কেন করবেন এই কোর্স?**

Primary Healthcare Service কোর্স করে সহজেই বিভিন্ন হেল্থ রিলেটেড এনজিও প্রতিষ্ঠান, ক্লিনিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে স্বাস্থ্যকর্মী হিসেবে চাকরির সুযোগ বাড়বে।

যারা কেয়ারগিভিং করেছেন তাদের জন্য এই কোর্স একেবারে সহজ এবং আপনার অভিজ্ঞতার ভ্যালু বাড়াবে। বেসিক হেল্থকেয়ার ও ফার্স্ট এইড নিয়েই তৈরি এই কোর্সের সিলেবাস।

যারা কেয়ারগিভিং অ্যাসেসর, তারাও এই অকুপেশনের অ্যাসেসর হতে পারবেন। তাদের জন্যও এটা খুবই গুরুত্বপূর্ণ।

☎️ **ফোন করুন:** 01673-045012 ( Nasib Ahmed )

🏨 **কর্পোরেট অফিস:**

ইউনিকেয়ার হেলথ এন্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট
কাশিপুর সুরভী পেট্রোল পাম্প সংলগ্ন, নথুল্লাবাদ, বরিশাল।

🌹 **ভর্তি চলছেই! সীমিত আসন! এখনই যোগাযোগ করুন।**

🎉 *Primary Health Care Service, Level-2 (NSDA)*🌟 *RPL Assessment (3 Days Online, 2 Days Offline Training)*📅 *Assessment ...
29/06/2025

🎉 *Primary Health Care Service, Level-2 (NSDA)*

🌟 *RPL Assessment (3 Days Online, 2 Days Offline Training)*

📅 *Assessment Date:* 26 July 2025

✅ *কেন করবেন এই কোর্স?*

Primary Healthcare Service কোর্স করে সহজেই বিভিন্ন হেল্থ রিলেটেড এনজিও প্রতিষ্ঠান, ক্লিনিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে স্বাস্থ্যকর্মী হিসেবে চাকরির সুযোগ বাড়বে।

যারা কেয়ারগিভিং করেছেন তাদের জন্য এই কোর্স একেবারে সহজ এবং আপনার অভিজ্ঞতার ভ্যালু বাড়াবে। বেসিক হেল্থকেয়ার ও ফার্স্ট এইড নিয়েই তৈরি এই কোর্সের সিলেবাস।

যারা কেয়ারগিভিং অ্যাসেসর, তারাও এই অকুপেশনের অ্যাসেসর হতে পারবেন। তাদের জন্যও এটা খুবই গুরুত্বপূর্ণ।

☎️ *ফোন করুন:* 01673-045012

🏨 *কর্পোরেট অফিস:*

ইউনিকেয়ার হেলথ এন্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট
কাশিপুর সুরভী পেট্রোল পাম্প সংলগ্ন, নথুল্লাবাদ, বরিশাল।

🌹 *ভর্তি চলছেই! সীমিত আসন! এখনই যোগাযোগ করুন।*

🎉 Primary Health Care Service, Level-2 (NSDA) 🌹 RPL Assessment (3 Days Online, 2 Days Offline Training) 🪷 Assessment Dat...
28/06/2025

🎉 Primary Health Care Service, Level-2 (NSDA)
🌹 RPL Assessment (3 Days Online, 2 Days Offline Training)
🪷 Assessment Date: 26 July 2025.
☎️ ফোন করুন এই নাম্বারেঃ 01673-045012
🏨 কর্পোরেট অফিসঃ
ইউনিকেয়ার হেল্থ এন্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট
কাশিপুর সুরভী পেট্রোল পাম্প সংলগ্ন, নথুল্লাবাদ, বরিশাল।

Address

Barishal

Alerts

Be the first to know and let us send you an email when Unicare Health and Technical Training Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Unicare Health and Technical Training Institute:

Share