
23/08/2025
রক্তদানের সময় যে পাঁচটি টেষ্ট হয় -
১) হেপাটাইটিস বি
২) হেপাটাইটিস সি
৩) এইচ আইভি এইডস
৪) সিফিলিস
৫) ম্যালেরিয়ার জীবাণু
এই ৫ টা টেস্টকে একসাথে স্কিনিং টেষ্ট বলে। এগুলা করার পর এবং রোগীর রক্তের সাথে রক্তদাতার রক্ত নিয়ে ক্রসম্যাচিং করা হয়। ক্রসম্যাচিং এবং স্কিনিং - দুইটাই ঠিক হলে তারপর রোগীকে রক্ত দেওয়া হয়।
আপনি যতবারই রক্তদান করবেন ততোবার ই স্কিনিং টেষ্ট + ক্রসম্যাচিং হবে আপনার রক্তের। সুতরাং প্রতিবার রক্তদানের সময় আপনি জানতে পারছেন আপনি নিজে সুস্থ আছেন কি না। স্কিনিং টেষ্টে যদি ভাইরাস ধরা পড়ে উপরিউক্ত ৫ টি টেষ্টের মাধ্যমে তাহলে আপনার রক্ত রোগীকে দেয়া যাবে না।
তাই, অন্যের উপকার + নিজের সুস্থতা যাচাই এর জন্য হলে ও স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসুন 😊
বাঁচবে রোগী,হাসবে প্রাণ
যদি আপনি করেন রক্তদান।
রক্তদানে সচেতন হোন এবংরক্তদান এর মাধ্যমে জীবন বাচাতে সাহায্য করুন।।।