25/06/2025
Collected
বাবু হামাগুড়ি দিতে শিখছে⁉️ এই সাবধানতা গুলো না জানলে বিপদ❗ আসুন শেয়ার করি।
একদিন দেখবেন, আপনার বাবু নিজের মতো করে হামাগুড়ি দিতে শুরু করেছে।
হাত-পায়ের খেলা, পেছনে গড়িয়ে যাওয়া, ধীরে ধীরে সামনে এগিয়ে যাওয়া—এই সময়টা একটা বিশেষ মুহূর্ত, কিন্তু সতর্কতা জরুরি।
📌জেনে রাখুন কিছু বাস্তব পরামর্শ—
✅বিছানার চেয়ে মেঝে ভালো, তবে...
▪️মেঝে যেন পরিষ্কার ও ধুলাবালিমুক্ত থাকে। নরম কাপড়ের ম্যাট বা বেবি ফোম ব্যবহার করতে পারেন।
✅খুব বেশি ঠাণ্ডা মেঝে? No, no.
▪️বেশি ঠাণ্ডা মেঝে শিশুর কাশি বা সর্দি বাড়াতে পারে। গরমের দিনে পাতলা কাপড়, শীতকালে মোটা ম্যাট ব্যবহার করুন।
✅ছোট জিনিস হাতের কাছে রাখবেন না
▪️বোতামের টুকরো, মুদ্রা, বা পুঁতির মতো জিনিস খুব সহজেই মুখে ঢুকিয়ে ফেলতে পারে।
✅কনফার্ম করুন, দেয়ালে বা ফার্নিচারে কোন ধারালো কোণা যেনো না থাকে
▪️হামাগুড়ির সময় ধাক্কা লেগে মাথা বা চোখে আঘাত লাগতে পারে। কভার বা ফোম ব্যবহার করুন।
✅বিদ্যুতের লাইন বা সুইচবোর্ড যেন ধরতে না পারে
▪️শিশুর নাগালের মধ্যে থাকা সকেট বা তারগুলো বন্ধ করে দিন বা কোনো কিছু দিয়ে ঢেকে দিন।
✅চোখের আড়ালে যেতে দিবেন না
▪️হামাগুড়ি দেওয়া মানেই চলাফেরা শুরু—একটু চোখ ফেরালেই দুর্ঘটনা হতে পারে।
✅বাবুর উৎসাহে বাধা দিবেন না
▪️ভয় দেখিয়ে বা বারবার থামিয়ে দিলে তার সাহস কমে যেতে পারে। বরং তার পাশে থেকে নিরাপদে অনুপ্রেরণা দিন।
✅মোজা পরে রাখবে নাকি খালি পা?
▪️স্লিপারি মেঝেতে মোজা বিপজ্জনক হতে পারে। হামাগুড়ির সময় খালি পা সবচেয়ে ভালো, গ্রিপ ভালো থাকে।
✅নিয়মিত ম্যাসাজ ও খেলা করানো দরকার
▪️হাঁটুর গাঁট শক্ত হওয়া, পায়ের গ্রিপ উন্নত হওয়া—এইসব হামাগুড়ি শেখার পেছনে ভূমিকা রাখে।
✅সব বাচ্চা একভাবে শেখে না
▪️কেউ আগে বসে, কেউ আগে হামাগুড়ি দেয়, কেউ সরাসরি হাঁটতে শুরু করে—তুলনা নয়, পর্যবেক্ষণ জরুরি।
#বাচ্চা