30/09/2023
হাঁটু ব্যথা কি?
হাঁটু মূলত একটি জটিল অস্থিসন্ধি, যা ফিমার, প্যাটেলা এবং টিবিয়া নামক ৩টি হাঁড়ের সমন্বয়ে গঠিত। এছাড়াও এই জয়েন্ট অনেক মাংশপেশি ও সন্ধিবন্ধনীর সাহায্যে সংযুক্ত। হাঁটুর জয়েন্টের ভেতরটা সায়নোভিয়াল মেমব্রেন বা ঝিল্লি দিয়ে ঢাকা থাকে। এই সায়নোভিয়াল মেমব্রেন সায়নোভিয়াল ফ্লুইড তৈরি করে, যা হাঁটুর ঘর্ষণজনিত ক্ষয় রোধ করে। হাঁটুর জয়েন্টের চারপাশে থাকে সূক্ষ্ম নার্ভের জালিকা যা হাঁটুতে তৈরি হওয়া ব্যথার অনুভূতি ব্রেইনে পাঠিয়ে দেয় এবং আমরা হাঁটুতে ব্যথা অনুভব করি।
হাঁটু ব্যথার লক্ষণ বা উপসর্গঃ-
১. হাঁটু ভেঙ্গে বসা যায় না।
২. টয়লেটে বা বসে নামাজ পড়তে কষ্ট হয়।
৩. হাঁটুর উপরের পায়ের মাংসপেশি শুকিয়ে বা চিকন হয়ে যায়।
৪. তীব্র ব্যথা হয়।
৫. হাঁটু বার বার ফুলে যায়।
৬. বসা থেকে উঠলে বেশি ব্যথা হয়।
৭. চলা ফেরার সময় দুই জয়েন্টের মাঝখানে ঘর্ষণের ফলে এক ধরনের কট কট শব্দ অনুভব হয়।
৮. সিঁড়ি দিয়ে উপরে উঠতে এবং নামতে ব্যথা অনুভব হয়।
৯. সকালে ঘুম থেকে ওঠার পর দেখা যায় হাঁটুর জয়েন্ট শক্ত হয়ে আছে,ফলে তীব্র ব্যথা অনুভব হয়।
১০. হাঁটুর মধ্যে গরম গরম অনুভব হওয়া ও হাঁটতে গিয়ে ভারসাম্য রাখতে না পারা।
হাঁটু ব্যথা কেন হয়?
হাঁটু ব্যথার অনেক কারণ রয়েছে, এর মধ্যে অন্যতম কারণ হলো, বয়সজনিত কারণ বা অস্টিও আর্থ্রাইটিস।
এ ছাড়াও রয়েছে আঘাত জনিত, বাত ব্যথা এবং লিগামেন্ট, মিনিস্কাস ও টেন্ডন ইনজুরি, অস্থিসন্ধির মাঝে দূরত্ব কমে যাওয়া, অতিরিক্ত শারীরিক ওজন, মাংসপেশির দুর্বলতা, পেশা জনিত কারণ, জয়েন্ট ইনফেকশন, হাড়ের ক্ষয়, এসি এল ইনজুরি, টেন্ডোনাইটিস ইত্যাদি।
হাঁটুর ব্যথায় করণীয়ঃ-
১. ব্যথা অবস্থায় হাঁটুকে বিশ্রাম দিতে হবে।
২. দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা বা বসে থাকা যাবে না।
৩. সিঁড়ি দিয়ে ওঠানামা কম করতে হবে।
৪. ব্যথা অবস্থায় হাইকমোড ব্যবহার করতে হবে।
৫. ব্যথা অবস্থায় বসে নামাজ পড়তে হবে।
৬. বসা থেকে ওঠার সময় সাপোর্ট নিয়ে উঠতে হবে।
৭. হাঁটার সময় হাঁটুর সাপোর্ট হিসাবে- নি ক্যাপ, নি ব্রেস, ওয়াকিং এইড ইত্যাদি ব্যবহার করা যেতে পারে।
চিকিৎসাঃ-
ফিজিওথেরাপিঃ-
ব্যথা নিরাময় এবং জয়েন্টের স্বাভাবিক মুভমেন্ট ফিরিয়ে আনার জন্য ফিজিওথেরাপি একটি আধুনিক ও পার্শ্বপ্রতিক্রিয়াবিহীন চিকিৎসা পদ্ধতি।
এই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এখন দেশ-বিদেশের হাজার হাজার রোগী সুস্থ হয়ে উঠছেন।
এখনো যারা দীর্ঘদিন যাবত হাঁটু ব্যথায় ভুগছেন আর দেরি না করে সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা নিন, দেখবেন হাঁটু ব্যথা আর নেই।