Physiotherapist Syed Foyjul Islam

Physiotherapist Syed Foyjul Islam Physiotherapy and Rehabilitation expert

01/12/2025

চলছে স্ট্রোক আক্রান্ত রুগীর পূনর্বাসন চিকিৎসা।

আমাদের ঠিকানা:

সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল,
জাগুয়া কালিজিরা, বরিশাল।
মোবাইল: ০১৭০৬২২৭৮৮১

জমজম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, রুপাতলী হাউজিং এস্টেট, রুপাতলী, বরিশাল।
মোবাইল: ০১৭০৬২২৭৮৮১

চরমোনাই ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার,
বিশ্বাসের হাট (মার্কেটের ২য় তলা) চরমোনাই, বরিশাল।
মোবাইল: ০১৬৭৩৯৬৪২৫৬, ০১৮৮৮০৪৬১১৪।

29/11/2025

اللَّهُمَّ رَبَّ النَّاسِ، أَذْهِبِ الْبَاسَ، اشْفِهِ وَأَنْتَ الشَّافِي، لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ، شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا

আল্লাহ সকল অসুস্থ ব্যক্তিকে শেফা দান করুন, আমীন।

পায়ের গোড়ালী ব্যথা যেমন Plantar Fasciitis, Achilles Tendinitis বা দীর্ঘসময় দাঁড়িয়ে কাজ করার কারণে হলে ফিজিওথেরাপি সবচেয়ে...
14/11/2025

পায়ের গোড়ালী ব্যথা যেমন Plantar Fasciitis, Achilles Tendinitis বা দীর্ঘসময় দাঁড়িয়ে কাজ করার কারণে হলে ফিজিওথেরাপি সবচেয়ে নিরাপদ ও কার্যকর চিকিৎসা পদ্ধতি। এটি ব্যথার কারণ ঠিক করে দীর্ঘমেয়াদে আরাম দেয়।

🦶 পায়ের গোড়ালী ব্যথায় ফিজিওথেরাপির উপকারিতা

1. ব্যথা দ্রুত কমায়

2. ইনফ্লেমেশন ও ফোলাভাব কমায়

3. পায়ের পেশি শক্তিশালী করে

4. Ankle joint-এর মুভমেন্ট ঠিক রাখে

5. Plantar fascia ও Achilles tendon-এর টান কমায়

6. হাঁটার ভুল ভঙ্গি (gait) ঠিক করে

7. পায়ের আর্চ সাপোর্ট উন্নত করে

8. হিলের উপর অতিরিক্ত চাপ কমায়

9. Trigger point ব্যথা কমায়

10. Soft tissue flexibility বাড়ায়

11. ভারসাম্য (balance) উন্নত করে

12. পুনরায় ব্যথা হওয়ার ঝুঁকি কমায়

13. হাঁটা ও দৈনন্দিন কাজে আরাম দেয়

আমাদের ঠিকানা:

সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল,
জাগুয়া কালিজিরা, বরিশাল।
মোবাইল: ০১৭০৬২২৭৮৮১

জমজম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, রুপাতলী হাউজিং এস্টেট, রুপাতলী, বরিশাল।
মোবাইল: ০১৭০৬২২৭৮৮১

চরমোনাই ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার,
বিশ্বাসের হাট (মার্কেটের ২য় তলা) চরমোনাই, বরিশাল।
মোবাইল: ০১৬৭৩৯৬৪২৫৬, ০১৮৮৮০৪৬১১৪।

04/11/2025

আমাদের ঠিকানা:

সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল,
জাগুয়া কালিজিরা, বরিশাল।
মোবাইল: ০১৭০৬২২৭৮৮১

জমজম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, রুপাতলী হাউজিং এস্টেট, রুপাতলী, বরিশাল।
মোবাইল: ০১৭০৬২২৭৮৮১

চরমোনাই ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার,
বিশ্বাসের হাট (মার্কেটের ২য় তলা) চরমোনাই, বরিশাল।
মোবাইল: ০১৬৭৩৯৬৪২৫৬, ০১৮৮৮০৪৬১১৪।

🩺⚕️ভুয়া ফিজিওথেরাপি চেনার উপায়- ১) কোন ডিগ্রী নেই, বলবে আমি ট্রেনিং করেছি২) মাঝে মাঝে ১/২ জন বড় ডাক্তারের সাথে কাজ করেছি...
15/10/2025

🩺⚕️ভুয়া ফিজিওথেরাপি চেনার উপায়-
১) কোন ডিগ্রী নেই, বলবে আমি ট্রেনিং করেছি
২) মাঝে মাঝে ১/২ জন বড় ডাক্তারের সাথে কাজ করেছি বলবে
৩) সব রোগেই একই এক্সারসাইজ দিবে
৪) ফিজিশিয়ানের সিল মেরে টিক চিহ্ন দেয়া ফিজিওথেরাপি বা মেশিন চালাবে
৫) খুব সস্তায় ফিজিওথেরাপি দেবে
৬) বাসায়- অফিসে- ঘরে - বাইরে সবখানে শুধু হোম কল করতে চাইবে।
৭) তার ফিজিওথেরাপি ডিগ্রী "ট্রেনিং" এ সীমাবদ্ধ থাকবে।

প্রতিবন্ধী (Differently Abled) ব্যক্তিদের জন্য ফিজিওথেরাপি (Physiotherapy) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসা ব্যবস্থা। এ...
09/10/2025

প্রতিবন্ধী (Differently Abled) ব্যক্তিদের জন্য ফিজিওথেরাপি (Physiotherapy) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসা ব্যবস্থা।

এটি সংক্ষেপে নিম্নলিখিত প্রধান সুবিধাগুলো প্রদান করে:

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ফিজিওথেরাপির উপকারিতা

১. শারীরিক কার্যকারিতা ও গতিশীলতা বৃদ্ধি

পেশী শক্তি ও নিয়ন্ত্রণ: দুর্বল পেশীগুলোকে শক্তিশালী করে এবং পেশীর নিয়ন্ত্রণ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, যা শরীরের নড়াচড়ার মান উন্নত করে।

স্প্যাস্টিসিটি (পেশীর টান) হ্রাস: কিছু ধরনের প্রতিবন্ধকতার (যেমন সেরিব্রাল পালসি) কারণে হওয়া অতিরিক্ত পেশী টান বা স্প্যাস্টিসিটি কমাতে সাহায্য করে, ফলে ব্যথা ও অস্বস্তি কমে।

ভারসাম্য ও সমন্বয়: শরীরের ভারসাম্য বজায় রাখা এবং বিভিন্ন অঙ্গের নড়াচড়ার মধ্যে সঠিক সমন্বয় আনতে সহায়তা করে, যা পড়ে যাওয়ার ঝুঁকি কমায়।

২. স্বাধীন জীবনযাপন ও অংশগ্রহণ বৃদ্ধি
দৈনন্দিন কাজে স্বাধীনতা: হাঁটা, বসা, দাঁড়ানো, এবং দৈনন্দিন জীবনের মৌলিক কাজগুলো (যেমন পোশাক পরা, খাওয়া) করার জন্য প্রয়োজনীয় দক্ষতাগুলো পুনরুদ্ধার বা উন্নত করতে সাহায্য করে, ফলে অন্যের ওপর নির্ভরতা কমে।

সহায়ক সরঞ্জাম ব্যবহার: হুইলচেয়ার, ওয়াকার, বা ব্রেসের (Brace) মতো সহায়ক সরঞ্জামগুলো সঠিকভাবে ব্যবহার করার প্রশিক্ষণ দেয়।

৩. দীর্ঘমেয়াদী জটিলতা প্রতিরোধ
জয়েন্ট ও হাড়ের স্বাস্থ্য: দীর্ঘমেয়াদী স্থিরতা বা ভুল অঙ্গবিন্যাসের কারণে সৃষ্ট জয়েন্টের শক্ত হওয়া (Contracture) বা হাড়ের বিকৃতি (যেমন স্কোলিওসিস) প্রতিরোধ বা কমাতে সাহায্য করে।

শ্বাস-প্রশ্বাসের উন্নতি: বিশেষ করে পেশীর দুর্বলতা বা শ্বাসযন্ত্রের সমস্যায় আক্রান্তদের জন্য ফুসফুসের কার্যকারিতা বাড়ানোর জন্য শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম শেখানো হয়।

মোটকথা, ফিজিওথেরাপি প্রতিবন্ধী ব্যক্তির শারীরিক সীমাবদ্ধতাগুলো কাটিয়ে উঠতে এবং জীবনের সর্বোচ্চ মান অর্জনে সহায়তা করে। 💪

গ্রাজুয়েট ফিজিওথেরাপি চিকিৎসকের কাছ থেকে সঠিক ও এভিডেন্স বেজড ফিজিওথেরাপি চিকিৎসা এবং সুন্নতি হিজামা/কাপিং করাতে আজই আমাদের চিকিৎসা কেন্দ্রে চলে আসুন।

আমাদের ঠিকানা:

সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল,
জাগুয়া কালিজিরা, বরিশাল।
মোবাইল: ০১৭০৬২২৭৮৮১

জমজম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, রুপাতলী হাউজিং এস্টেট, রুপাতলী, বরিশাল।
মোবাইল: ০১৭০৬২২৭৮৮১

চরমোনাই ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার,
বিশ্বাসের হাট (মার্কেটের ২য় তলা) চরমোনাই, বরিশাল।
মোবাইল: ০১৬৭৩৯৬৪২৫৬, ০১৮৮৮০৪৬১১৪।

পায়ের গোড়ালির ব্যথায় ফিজিওথেরাপি খুবই কার্যকরী এবং নিরাপদ চিকিৎসা পদ্ধতি। এটি ব্যথার কারণ শনাক্ত করে সেই অনুযায়ী চিকিৎসা...
07/10/2025

পায়ের গোড়ালির ব্যথায় ফিজিওথেরাপি খুবই কার্যকরী এবং নিরাপদ চিকিৎসা পদ্ধতি। এটি ব্যথার কারণ শনাক্ত করে সেই অনুযায়ী চিকিৎসা দেয়, শুধু ব্যথানাশক ওষুধের ওপর নির্ভর করতে হয় না।

পায়ের গোড়ালির ব্যথায় ফিজিওথেরাপির প্রধান উপকারীতাগুলো নিচে সংক্ষেপে দেওয়া হলো:

১. ব্যথা উপশম: ফিজিওথেরাপি ব্যথা কমাতে সাহায্য করে, বিশেষ করে যদি ব্যথা প্ল্যান্টার ফ্যাসাইটিস (Plantar Fasciitis) বা অন্য কোনো মাংসপেশি বা লিগামেন্টের সমস্যার কারণে হয়।
২. পেশি শক্তিশালী করা: পায়ের গোড়ালি ও পায়ের পাতার আশেপাশের দুর্বল পেশিগুলিকে শক্তিশালী করে, যা গোড়ালির ওপর চাপ কমাতে সাহায্য করে।
৩. গতিশীলতা বৃদ্ধি: এটি পা ও গোড়ালির জয়েন্টের গতিশীলতা (mobility) এবং নমনীয়তা (flexibility) ফিরিয়ে আনতে সাহায্য করে।
৪. কারণ অনুযায়ী চিকিৎসা: ফিজিওথেরাপিস্ট আপনার ব্যথার সঠিক কারণ নির্ণয় করে সেই অনুযায়ী ব্যক্তিগত পুনর্বাসন প্রোগ্রাম তৈরি করেন।
৫. পুনরাবৃত্তির ঝুঁকি হ্রাস: সঠিক ব্যায়াম এবং স্ট্র্যাচিং শেখানোর মাধ্যমে সমস্যাটি ভবিষ্যতে আবার হওয়ার ঝুঁকি কমায়।
৬. ম্যানুয়াল থেরাপি: ফিজিওথেরাপিস্ট হাতে কিছু বিশেষ থেরাপি যেমন- ম্যাসেজ বা জয়েন্ট মবিলাইজেশন দিতে পারেন, যা ব্যথা কমাতে এবং টিস্যুর নিরাময়ে সাহায্য করে।
মোটকথা, ফিজিওথেরাপি গোড়ালির ব্যথার মূল কারণগুলির ওপর কাজ করে আপনাকে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যেতে সাহায্য করে। তবে, একজন যোগ্য ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়া জরুরি।

গ্রাজুয়েট ফিজিওথেরাপি চিকিৎসকের কাছ থেকে সঠিক ও এভিডেন্স বেজড ফিজিওথেরাপি চিকিৎসা এবং সুন্নতি হিজামা/কাপিং করাতে আজই আমাদের চিকিৎসা কেন্দ্রে চলে আসুন।

আমাদের ঠিকানা:

সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল,
জাগুয়া কালিজিরা, বরিশাল।
মোবাইল: ০১৭০৬২২৭৮৮১

জমজম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, রুপাতলী হাউজিং এস্টেট, রুপাতলী, বরিশাল।
মোবাইল: ০১৭০৬২২৭৮৮১

চরমোনাই ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার,
বিশ্বাসের হাট (মার্কেটের ২য় তলা) চরমোনাই, বরিশাল।
মোবাইল: ০১৬৭৩৯৬৪২৫৬, ০১৮৮৮০৪৬১১৪।

06/10/2025

পুরো পুরি প্যারালাইসড থেকে ফিজিওথেরাপি নিয়ে নামাজ আদায়:

স্ট্রোকে এ আক্রান্ত হয়ে পুরোপুরি প্যারালাইসড হয়ে যাওয়া রুগী যখন দীর্ঘদিন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দুই রাকা'ত নফল নামাজ আদায় করে দেখান, তখন যে কতো বড় মানুষিক প্রশান্তি পাওয়া যায় সেটা ভাষায়প্রকাশ করার নয়।
আলহামদুলিল্লাহ ❤️

গাছ থেকে পড়ে যাওয়ার পর যে ধরনের আঘাত লাগে, তাতে ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শুধু ব্যথা কমাতেই স...
06/10/2025

গাছ থেকে পড়ে যাওয়ার পর যে ধরনের আঘাত লাগে, তাতে ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শুধু ব্যথা কমাতেই সাহায্য করে না, আঘাতের কারণে শরীরের যে কার্যকারিতা বা স্বাভাবিক নড়াচড়ার ক্ষমতা নষ্ট হয়, তা পুনরুদ্ধারেও সাহায্য করে।
গাছ থেকে পড়ে গিয়ে ব্যথা পেলে

ফিজিওথেরাপির প্রধান উপকারিতাগুলো হলো:
১. ব্যথা কমানো (Pain Management)

ফিজিওথেরাপিস্টরা ম্যানুয়াল থেরাপি, ইলেকট্রোথেরাপির বিভিন্ন যন্ত্র (যেমন- TENS, আল্ট্রাসাউন্ড, হট ও কোল্ড কম্প্রেস) ব্যবহার করে ব্যথা এবং ফোলা কমাতে সাহায্য করেন।

অনেক সময় দীর্ঘমেয়াদী ব্যথানাশক ওষুধ এড়াতে ফিজিওথেরাপি একটি নিরাপদ ও কার্যকর বিকল্প।

২. গতিশীলতা এবং নমনীয়তা পুনরুদ্ধার (Restoring Mobility and Flexibility)

আঘাতের পর জয়েন্ট বা গাঁট শক্ত হয়ে যেতে পারে এবং মাংসপেশির টান লাগতে পারে। ফিজিওথেরাপি নির্দিষ্ট ব্যায়াম এবং স্ট্রেচিং করিয়ে শরীরের নড়াচড়ার ক্ষমতা বা Range of Motion (ROM) ফিরিয়ে আনতে সাহায্য করে।

পড়ে যাওয়ার ফলে যদি কোনো হাড় ভেঙে যায় বা অপারেশন হয়, তবে ফিজিওথেরাপি পুনর্বাসনে (Rehabilitation) সহায়তা করে যাতে শরীরের সেই অংশটি আবার স্বাভাবিকভাবে কাজ করতে পারে।

৩. পেশী শক্তি এবং ভারসাম্য বৃদ্ধি (Increasing Muscle Strength and Balance)

ব্যথার কারণে দীর্ঘ সময় বিশ্রাম নিলে মাংসপেশি দুর্বল হয়ে যায়। ফিজিওথেরাপিস্ট রোগীর শারীরিক অবস্থা অনুযায়ী উপযোগী শক্তিবর্ধক ব্যায়াম (Strengthening Exercises) শিখিয়ে দেন, যা দুর্বল পেশীগুলোকে আবার শক্তিশালী করে তোলে।

পড়ে যাওয়ার ফলে ভারসাম্য নষ্ট হতে পারে বা পড়ে যাওয়ার ভয় তৈরি হতে পারে। ফিজিওথেরাপির মাধ্যমে ভারসাম্য এবং সমন্বয় উন্নত করার বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়, যা পরবর্তীতে আবার পড়ে যাওয়ার ঝুঁকি কমায়।

৪. স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসা (Return to Normal Activities)

ফিজিওথেরাপি চিকিৎসার মূল লক্ষ্য হলো রোগীকে তার দৈনন্দিন কাজকর্মে (Activities of Daily Living) এবং অন্যান্য স্বাভাবিক কার্যক্রমে (যেমন: হাঁটা, সিঁড়ি ওঠা, কাজ করা) ফিরিয়ে আনা।

ফিজিওথেরাপিস্ট রোগীর অগ্রগতি অনুযায়ী চিকিৎসার পরিকল্পনা সাজান, যাতে রোগী ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পায় এবং দ্রুত সুস্থ হয়ে ওঠে।

গুরুত্বপূর্ণ কথা:
গাছ থেকে পড়ে গেলে বা কোনো বড় আঘাত পেলে, সবার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। যদি হাড় ভেঙে যায় বা গুরুতর আঘাত লাগে, তবে প্রথমে সেই আঘাতের সঠিক চিকিৎসা (যেমন- প্লাস্টার, অপারেশন) নিশ্চিত করতে হবে। এরপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী একজন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে চিকিৎসা শুরু করা উচিত। নিজের ইচ্ছামতো কোনো ম্যাসাজ বা টানাটানি করলে হিতে বিপরীত হতে পারে।

গ্রাজুয়েট ফিজিওথেরাপি চিকিৎসকের কাছ থেকে সঠিক ও এভিডেন্স বেজড ফিজিওথেরাপি চিকিৎসা এবং সুন্নতি হিজামা/কাপিং করাতে আজই আমাদের চিকিৎসা কেন্দ্রে চলে আসুন।

আমাদের ঠিকানা:

সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল,
জাগুয়া কালিজিরা, বরিশাল।
মোবাইল: ০১৭০৬২২৭৮৮১

জমজম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, রুপাতলী হাউজিং এস্টেট, রুপাতলী, বরিশাল।
মোবাইল: ০১৭০৬২২৭৮৮১

চরমোনাই ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার,
বিশ্বাসের হাট (মার্কেটের ২য় তলা) চরমোনাই, বরিশাল।
মোবাইল: ০১৬৭৩৯৬৪২৫৬, ০১৮৮৮০৪৬১১৪।

হাটু ব্যথায় ফিজিওথেরাপি খুবই কার্যকর চিকিৎসা। এর মূল উপকারিতাগুলো নিচে দেওয়া হলো:হাঁটুর ব্যথায় ফিজিওথেরাপির উপকারিতা (সং...
06/10/2025

হাটু ব্যথায় ফিজিওথেরাপি খুবই কার্যকর চিকিৎসা। এর মূল উপকারিতাগুলো নিচে দেওয়া হলো:
হাঁটুর ব্যথায় ফিজিওথেরাপির উপকারিতা (সংক্ষেপে)
১. ব্যথা উপশম: বিভিন্ন থেরাপি (যেমন: গরম/ঠান্ডা সেঁক, ম্যানুয়াল থেরাপি) ব্যবহার করে দ্রুত ব্যথা কমায় এবং ফোলা নিয়ন্ত্রণ করে।
২. নমনীয়তা বৃদ্ধি: নির্দিষ্ট স্ট্রেচিং ও ব্যায়ামের মাধ্যমে হাঁটুর নড়াচড়া ও সচলতা (Range of Motion) উন্নত করে।
৩. পেশি শক্তিশালীকরণ: হাঁটু জয়েন্টের চারপাশের পেশিগুলিকে (যেমন কোয়াড্রিসেপস) শক্তিশালী করে হাঁটুর স্থিতিশীলতা বাড়ায়।
৪. অস্ত্রোপচার এড়ানো: অনেক ক্ষেত্রেই ফিজিওথেরাপি সঠিকভাবে নিলে অস্ত্রোপচার এড়িয়ে স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব হয়।
৫. আঘাত থেকে মুক্তি: আঘাত, অপারেশন বা বাতের (Osteoarthritis) মতো দীর্ঘমেয়াদী সমস্যা থেকে দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা (Rehabilitation) পেতে সাহায্য করে।
মোটকথা, ফিজিওথেরাপি হাঁটু জয়েন্টের কার্যক্ষমতা পুনরুদ্ধার করে এবং ভবিষ্যতে আঘাতের ঝুঁকি কমায়।

গ্রাজুয়েট ফিজিওথেরাপি চিকিৎসকের কাছ থেকে সঠিক ও এভিডেন্স বেজড ফিজিওথেরাপি চিকিৎসা এবং সুন্নতি হিজামা/কাপিং করাতে আজই আমাদের চিকিৎসা কেন্দ্রে চলে আসুন।

আমাদের ঠিকানা:

সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল,
জাগুয়া কালিজিরা, বরিশাল।
মোবাইল: ০১৭০৬২২৭৮৮১

জমজম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, রুপাতলী হাউজিং এস্টেট, রুপাতলী, বরিশাল।
মোবাইল: ০১৭০৬২২৭৮৮১

চরমোনাই ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার,
বিশ্বাসের হাট (মার্কেটের ২য় তলা) চরমোনাই, বরিশাল।
মোবাইল: ০১৬৭৩৯৬৪২৫৬, ০১৮৮৮০৪৬১১৪।

হিজামা (কাপিং থেরাপি) একটি প্রাচীন বিকল্প চিকিৎসা পদ্ধতি, যা সাধারণত দূষিত রক্ত বের করে বা কাপের মাধ্যমে নেগেটিভ চাপ সৃষ...
04/10/2025

হিজামা (কাপিং থেরাপি) একটি প্রাচীন বিকল্প চিকিৎসা পদ্ধতি, যা সাধারণত দূষিত রক্ত বের করে বা কাপের মাধ্যমে নেগেটিভ চাপ সৃষ্টি করে শরীরের রক্ত সঞ্চালন উন্নত করার জন্য ব্যবহৃত হয়।

এই পদ্ধতির মাধ্যমে নিম্নলিখিত বেশ কিছু রোগ এবং শারীরিক সমস্যায় উপকার পাওয়া যায়:

​প্রধান উপকারিতা এবং যে রোগগুলোতে হিজামা ব্যবহৃত হয়:

​ব্যথা উপশম ও পেশি-সংক্রান্ত সমস্যা: এটি হিজামার অন্যতম প্রধান ব্যবহার।
​দীর্ঘস্থায়ী পিঠ, ঘাড় ও কোমরের ব্যথা।
​মাইগ্রেন সহ বিভিন্ন ধরনের মাথাব্যথা।
​আর্থ্রাইটিস (অস্থি-সন্ধির প্রদাহ) এবং হাঁটু ব্যথা।
​মাংসপেশীর টান, শক্ত ভাব (Spasticity) ও খিঁচুনি উপশমে সাহায্য করে।

​রক্ত সঞ্চালনের উন্নতি: কাপিংয়ের মাধ্যমে ত্বকের নিচে রক্ত টেনে আনা হয়, যা শরীরের ঐ নির্দিষ্ট স্থানের রক্ত প্রবাহকে দ্রুত করে। এর ফলে জমে থাকা বিষাক্ত পদার্থ (Toxins) অপসারণে সহায়তা হতে পারে।
​উচ্চ রক্তচাপ (Hypertension): কিছু গবেষণায় দেখা গেছে, হিজামা রক্তনালী প্রসারিত করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে পরোক্ষভাবে সাহায্য করতে পারে।

​স্নায়বিক ও মানসিক স্বাস্থ্য:
​অনিদ্রা (Insomnia) এবং ঘুমের ব্যাঘাত দূর করতে।
​মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে সাহায্য করে।
​অন্যান্য শারীরিক সমস্যা:
​ফাইব্রোমায়ালজিয়া (Fibromyalgia)
​কিছু ক্ষেত্রে ত্বকের সমস্যা, যেমন ব্রণ (Acne)।

সার্টিফাইড হিজামা চিকিৎসকের কাছ থেকে সুন্নতি হিজামা/কাপিং করাতে আজই আমাদের চিকিৎসা কেন্দ্রে চলে আসুন।

আমাদের ঠিকানা:

সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল,
জাগুয়া কালিজিরা, বরিশাল।
মোবাইল: ০১৭০৬২২৭৮৮১

জমজম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, রুপাতলী হাউজিং এস্টেট, রুপাতলী, বরিশাল।
মোবাইল: ০১৭০৬২২৭৮৮১

চরমোনাই ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার,
বিশ্বাসের হাট (মার্কেটের ২য় তলা) চরমোনাই, বরিশাল।
মোবাইল: ০১৬৭৩৯৬৪২৫৬, ০১৮৮৮০৪৬১১৪।

✅✅বর্তমানে অধিকাংশ রোগীদের অবস্থা:নিউরোলজি চিকিৎসার জন্য অধ্যাপক, অর্থোপেডিক্স চিকিৎসার জন্য অধ্যাপক, সার্জারীর জন্য অধ্...
28/09/2025

✅✅বর্তমানে অধিকাংশ রোগীদের অবস্থা:

নিউরোলজি চিকিৎসার জন্য অধ্যাপক,
অর্থোপেডিক্স চিকিৎসার জন্য অধ্যাপক,
সার্জারীর জন্য অধ্যাপক,
আর ফিজিওথেরাপি চিকিৎসার জন্য যদু আর কদু।

😔😔 াকায় চিকিৎসা নিয়ে, রোগীর অবস্থা ১২ টা বাজিয়ে পরে তাদের মনে পড়ে ভালো #ফিজিওথেরাপি_চিকিৎসা লাগবে, এর ভিতরে যা ঘটার তা ঘটে গেছে।
এদেশের এমন রুগী একবার চিন্তাও করেনা, যে চিকিৎসা দিচ্ছে তার যোগ্যতা কি???

✡️মনে রাখবেন, ফিজিওথেরাপি চিকিৎসা মানেই মেশিন, গরম তাপ আর ব্যায়াম না।

✳️ফিজিওথেরাপি চিকিৎসা হলো আধুনিক ও গবেষণালব্দ চিকিৎসা পদ্ধতি।

বি:দ্র:- ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়ার আগে অবশ্যই আপনার ফিজিওথেরাপি চিকিৎসা ( #বিপিটি/ #বিএসপিটি) ডিগ্রি আছে কি না দেখে নিবেন।
প্রয়োজনে ভিজিটিং কার্ড চেয়ে নিবেন এবং ডিগ্রিগুলো দেখনেন।

Address

Barishal

Telephone

+8801706227881

Website

Alerts

Be the first to know and let us send you an email when Physiotherapist Syed Foyjul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Physiotherapist Syed Foyjul Islam:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram