22/10/2025
গতকাল একজন স্বনামধন্য মেকাপ আর্টিস্ট তাসনিম তমার অতিমাত্রায় ডায়েট এর কারণে মৃ....ত্যু বরণ করার খবরটা দেখে এত খারাপ লাগছিল😔। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম ডেসপারেটলি ওজন কমাতে চায় অনেক মানুষ আমাদের জীমে আসেন। তাদের সরাসরি কখনও এভাবে জিজ্ঞেস করা হয়নি-
দ্রুত ওজন কমাতে গিয়ে ধাপে ধাপে মৃ.....ত্যুর দিকে আগাচ্ছেন না তো?
আমাদের জীমে যখনই কেউ ওয়েট লস করার টার্গেট নিয়ে আসেন আমি কখনও তাদের বলি না এক মাসে ১০কেজি/ ৫কেজি কমানোর গ্যারান্টি দিচ্ছি। কারণ সবার বডির মেকানিজম কিন্তু এক না। আপনার ফিজিক্যাল কন্ডিশন , ফুড হ্যাবিট, লাইফস্টাইল, জেনেটিক ইস্যু ইত্যাদির উপর নির্ভর করছে আপনার বডি কিভাবে রেসপন্স করবে। খুব তাড়াতাড়ি ওজন কমাতে গিয়ে বডিকে চ্যালেঞ্জ করে বসলে সমস্যা হওয়ার সম্ভাবনা ৯৭%। আমাকে অনেকে বলেছেন সাপ্লিমেন্ট সাজেস্ট করতে যেন দ্রুত ওজন কমে। আমি একটা উত্তরই দিয়েছি- "ন্যাচারাল ওয়েতে ট্রাই করুন।" এমন কোন কাজই নেই যেখানে আপনি তাড়াহুড়ো করে ভালো ফলাফল আনতে পারবেন।
ডায়েট কথাটা উচ্চারণে যতটা সহজ এর অর্থ ততটাই ভারী। না খেয়ে থাকলেই ওজন কমে না। প্রয়োজনী পুষ্টি উপাদান না পেলে আপনার শরীর ঠিকভাবে কাজ করবে না। শরীরকে যদি একটা ইঞ্জিনের সাথে তুলনা করি তাহলে খাবারকে সেই ইঞ্জিনের জ্বালানী
হিসেবে তুলনা করা যায়। সব তেলে যেমন ইঞ্জিন সক্রিয় হয় না এবং ভুল ধরনের তেলে ইঞ্জিন তার কার্যক্ষমতা হারায় ঠিক তেমনি সঠিক খাবারে আপনার শরীর ভালো ভাবে রেসপন্স করবে আর ভুল/ অপর্যাপ্ত / অস্বাস্থ্যকর খাবারে আপনার শরীর কার্যক্ষমতা হারাবে। আপনার শরীরের প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করার পরই আপনি সুস্থ থাকতে পারবেন। কম খেলে হবে না, স্বাস্থ্যকর খাবার খেতে হবে- তাও প্রয়োজন অনুযায়ী।
আর জীম করা যতটা সহজ মনে তার ততটা সহজ না। সঠিক পরামর্শ / গাইড লাইন ছাড়া জীম আপনার জন্য হুমকি স্বরূপ। ইদানীং আমরা লক্ষ্য করেছি অনেক আপুরা পর্যাপ্ত জ্ঞান না থাকার পরও ট্রেইনারের সহায়তা ছাড়া জীম প্ল্যান নিচ্ছেন, শুধু মাত্র টাকা বাঁচাতে। ইউটিউব দেখে বা অন্যদের ওয়ার্কআউট দেখে যদি সঠিকভাবে ওয়ার্কআউট করা যেত তাহলে লাখ লাখ টাকা খরচ করে কেউ এ বিষয়ে পড়াশোনা করত না।
আপনার আগে বুঝতে হবে , আপনি কি নিজের জন্য ওয়ার্কআউট করবেন? নাকি অন্যদের সাথে ফ্লেক্স করার বা অন্যদের খুশি করার জন্য? যদি আপনি নিজের জন্য জীমে আসেন তবে ওয়েলকাম ❤️। একটু ধৈর্য , স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আর অনুশীলনের মাধ্যমে আপনার লক্ষ্যে যেতে পারবেন। আর উত্তর যদি পরের দুটোর একটাও হয় তাহলে অবশ্যই জীম আপনার জন্য না। সুস্থ থাকার জন্য ফিট থাকার জন্য পর্যাপ্ত খাবার খেয়ে ওয়ার্কআউট করুন।
এবার আসি মানুষের বুলিং এ।
শুনুন , কিছু মানুষ থাকেই এমন। এরা নিজেরা অনেক না পাওয়া / হতাশা নিয়ে থাকতে থাকতে মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ে। তখন অন্যদের কষ্ট দেয়ার কোন মাধ্যম খুঁজে বের করে এবং সেই মাধ্যম ব্যবহার করে যখন অন্যদের কষ্ট দিতে সক্ষম হয় তখন তারা আনন্দ/ স্বস্তি অনুভব করে। আপনি তাদের বুলিং বা হেইট স্পিচে যখন রেসপন্স করেন তখন তারা সফল হয়। এখন আপনিই ভেবে দেখেন নিজের স্বস্তি চান না অন্যের। দয়া করে যারা হেইট স্পিচ বা বুলিংকে অস্ত্র হিসেবে ব্যবহার করে তাদের প্রতি আপনি সহানুভূতিশীল মনোভাব পোষণ করুন🙂। কারণ তারা যে মানসিক ভাবে অসুস্থ সেটা তারা অনুভব করতে পারছে না বা তাদের নিকটস্থ কেউ বুঝতে পারছে না, না জানি কত না পাওয়ার দুঃখ তাদের মনের মধ্যে আছে 🙂। সম্ভব হলে মানসিক ডাক্তারের দুই একটা সেশনের খচর আপনার পক্ষ থেকে উপহার দিন। কিন্তু কখনোই এদের কথায় রেসপন্স করবেন না।