Dr.Farhana Perveen

Dr.Farhana Perveen Obstetrician -Gynecologist (OBGYN) Dr.Farhana Parveen
Assistant professor depertment of obs and gynae sher e Bangla Medical College,Barishal.

আজ ১৭ মে,বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ আতঙ্কের নাম।কারণ এই উচ্চ রক্তচাপ থেকেই প্রি একলেম্পসিয়া অথবা ...
17/05/2024

আজ ১৭ মে,বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস।
গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ আতঙ্কের নাম।কারণ এই উচ্চ রক্তচাপ থেকেই প্রি একলেম্পসিয়া অথবা একলেম্পসিয়া হয়ে মা এবং শিশুর জীবন ভয়ঙ্কর ঝুঁকিতে পরতে পারে।

👉প্রি-এক্লাম্পসিয়ার লক্ষণ

√উচ্চ রক্তচাপ ছাড়াও প্রি-এক্লাম্পসিয়ার অন্যান্য লক্ষণ বা উপসর্গগুলোর মধ্যে রয়েছে-

√প্রস্রাবে অতিরিক্ত প্রোটিন বা কিডনির সমস্যা

√তীব্র মাথাব্যথা

√দৃষ্টিশক্তির পরিবর্তন, চোখে ঝাপসা দেখা, দৃষ্টি বা আলোর প্রতি সংবেদনশীলতা

√আকস্মিক ওজন বৃদ্ধি ও ফুলে যাওয়া – বিশেষ করে মুখ, পা ও হাতে পানি আসা

√বমি বমি ভাব বা বমি হওয়া

√ফুসফুসে তরল জমে শ্বাসকষ্ট শুরু হওয়া

👉কি করণীয় :-
১)
প্রি-এক্লামসিয়া আক্রান্ত রোগীকে নিয়মিত চেকআপ করাতে হবে।
২) খাবারের সঙ্গে আলাদা লবণ খাওয়া বন্ধ করতে হবে

৩)প্রোটিন এবং ক্যালোরিযুক্ত খাবার খেতে হবে

৪)রাতেগড়ে ৮ ঘণ্টা এবং দিনে ২ ঘণ্টা ঘুমাতে হবে

৫)পা ফুলে গেলে পা দুটো বালিশের উপর উঁচু করে রেখে ঘুমাতে হবে

৬)ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঘুমের ওষুধ এবং প্রেসারের ওষুধ খেতে হবে

ডা: ফারহানা পারভীন
সহকারী অধ্যাপক
স্ত্রী, প্রসূতি ও বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ ও সার্জন
শের-ই-বাংলা মেডিকেল কলেজ বরিশাল
চেম্বার -ইসলামী ব্যাংক হাসপাতাল, বরিশাল

গর্ভাবস্থায় মনে রাখবেন আপনি যে কাজ করছেন তা “প্রেগন্যান্সি সেফ” কিনা জেনে নিন। ভারি কোন কাজ একদম করতে যাবেন না। মনে রাখব...
14/05/2024

গর্ভাবস্থায় মনে রাখবেন আপনি যে কাজ করছেন তা “প্রেগন্যান্সি সেফ” কিনা জেনে নিন। ভারি কোন কাজ একদম করতে যাবেন না। মনে রাখবেন প্রথম তিন মাস খুব সাবধানী হতে হবে কারণ এই তিন মাসেই এবরশনের হার সবচাইতে বেশি থাকে। সেই সাথে এমন খাবার খাবেন না যা বাচ্চার জন্য খারাপ হবে। পেঁপে, আনারসের সাথে সাথে কাঁচা বা আধা সিদ্ধ প্রোটিন যেমন মাছ, মাংস, ডিম এসব পরিহার করে চলতে হবে। প্রোটিন ভালো করে রান্না করে তবেই খাবেন। সেই সাথে গলিত চিজ বা এই জাতীয় খাবার পরিহার করে চলবেন। প্রথম ৩ মাস খেতে কষ্ট হয়, কিছু খেতে ইচ্ছা করেনা তাও বাচ্চার কথা চিন্তা করে যতটা সম্ভব ততটা স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করবেন।

ডা:ফারহানা পারভীন
সহকারী অধ্যাপক
স্ত্রী, প্রসূতি ও বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ ও সার্জন
শের-ই-বাংলা মেডিকেল কলেজ বরিশাল
চেম্বার -ইসলামী ব্যাংক হাসপাতাল, বরিশাল

শুধু একদিন নয়,বছরের ৩৬৫ দিনই হোক মা দিবস পৃথিবীর সকল মা'কে জানাই আন্তর্জাতিক মা দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা।ডা:ফারহানা পা...
12/05/2024

শুধু একদিন নয়,বছরের ৩৬৫ দিনই হোক মা দিবস পৃথিবীর সকল মা'কে জানাই আন্তর্জাতিক মা দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা।

ডা:ফারহানা পারভীন
সহকারী অধ্যাপক
স্ত্রী, প্রসূতি ও বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ ও সার্জন
শের-ই-বাংলা মেডিকেল কলেজ বরিশাল
চেম্বার -ইসলামী ব্যাংক হাসপাতাল, বরিশাল

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে জেনে নেই গর্ভাবস্থায় থ্যালাসেমিয়া সম্পর্কে -👉থ্যালাসেমিয়া একটি মারাত্মক জন্মগত রক্তরোগ। ...
09/05/2024

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে জেনে নেই গর্ভাবস্থায় থ্যালাসেমিয়া সম্পর্কে -

👉থ্যালাসেমিয়া একটি মারাত্মক জন্মগত রক্তরোগ। স্বামী-স্ত্রী এ রোগের বাহক হলে তাঁদের সন্তান থ্যালাসেমিয়া নিয়ে জন্মাতে পারে। সাধারণত এ রোগের বাহকদের কোনো লক্ষণ থাকে না। এরা স্বাভাবিক জীবনযাপন করে।

👉স্বামী ও স্ত্রী দুজনে থ্যালাসেমিয়া রোগের বাহক হলেই শুধু সন্তানের থ্যালাসেমিয়া রোগ হওয়ার আশঙ্কা থাকে

👉থ্যালাসেমিয়া এখন এক নীরব মহামারি, যাতে প্রতিবছর হাজার হাজার শিশুর মৃত্যু হচ্ছে
👉সচেতনতার অভাবে আমাদের দেশে দিন দিন থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে।এজন্য বিয়ের আগেই স্বামী-স্ত্রীর থ্যালাসেমিয়া আছে কি না, তা পরীক্ষা বাধ্যতামূলক আইন করে দেয়া সময়ের দাবি।

ডা:ফারহানা পারভীন
সহকারী অধ্যাপক
স্ত্রী, প্রসূতি ও বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ ও সার্জন
শের-ই-বাংলা মেডিকেল কলেজ বরিশাল
চেম্বার ইসলামি ব্যাংক হাসপাতাল, বরিশাল

গর্ভকালে কোনো গর্ভবতী নারীর এক ফোঁটা রক্তপাত হলেও তা গর্ভকালীন রক্তপাতজনিত সমস্যা। এটি একটি বিশেষ স্বাস্থ্য সমস্যা, যা হ...
04/05/2024

গর্ভকালে কোনো গর্ভবতী নারীর এক ফোঁটা রক্তপাত হলেও তা গর্ভকালীন রক্তপাতজনিত সমস্যা। এটি একটি বিশেষ স্বাস্থ্য সমস্যা, যা হতে পারে গর্ভাবস্থার প্রথম তিন মাস, মাঝের তিন মাস বা একেবারে শেষ সময়ে বা সন্তান ডেলিভারির সময়েও। তবে সময়মতো সঠিক চিকিৎসা নিলে জটিলতা এড়ানো যায়।

👉মনে রাখুন, গর্ভকালীন রক্তপাত মানেই কিন্তু অ্যাবরশন বা মিসক্যারেজ নয়

👉গর্ভাবস্থায় একটু একটু রক্তপাত হলে অনেকে তেমন পাত্তা দেন না বা বিষয়টিকে হালকা মনে করে এড়িয়ে যান। এটা কিন্তু ঠিক নয়। মনে রাখতে হবে, পুরো গর্ভাবস্থায় এক ফোঁটা রক্ত যাওয়াও স্বাভাবিক নয়। তাই সামান্য রক্ত গেলে বা আপনা-আপনি রক্ত যাওয়া বন্ধ হয়ে গেলেও চিকিৎসকের শরণাপন্ন হতে হবে

👉গর্ভাবস্থায় রক্তপাত এড়াতে কিছু করণীয় হলো :

❏ গর্ভাবস্থায় পূর্ণ বিশ্রামে থাকতে হবে।

❏ ভারী কাজ করা যাবে না।

❏ দুশ্চিন্তামুক্ত ও সদা হাসিখুশি থাকতে হবে।

❏ তলপেটে আঘাত, চাপ লাগা বা এমন কোনো কাজ করা যাবে না।

❏ দূরবর্তী স্থানে বা ঝুঁকিপূর্ণ ভ্রমণ করা যাবে না।

❏ সহবাস থেকে বিরত থাকাই শ্রেয়।

❏ থাইরয়েড, ডায়াবেটিস, ইনফেকশন ইত্যাদি থাকলে তার চিকিৎসা নিতে হবে।

❏ নিয়মিত চেকআপ করাতে হবে এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে।

ডা:ফারহানা পারভীন
সহকারী অধ্যাপক
স্ত্রী, প্রসূতি ও বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ ও সার্জন
শের-ই-বাংলা মেডিকেল কলেজ বরিশাল
চেম্বার -ইসলামী ব্যাংক হাসপাতাল, বরিশাল

গর্ভাবস্থায় ক্লান্তি বোধ করা বেশ স্বাভাবিক একটি লক্ষণ। তবে এর পাশাপাশি নিচের লক্ষণগুলো থাকলে দ্রুত গাইনী ডাক্তারের শরণাপ...
01/05/2024

গর্ভাবস্থায় ক্লান্তি বোধ করা বেশ স্বাভাবিক একটি লক্ষণ। তবে এর পাশাপাশি নিচের লক্ষণগুলো থাকলে দ্রুত গাইনী ডাক্তারের শরণাপন্ন হবেন—

👉আগে থেকেই থাইরয়েডের সমস্যা থাকা

👉মাথা ঘুরানো অথবা অজ্ঞান হয়ে যাওয়া

👉বুক ধড়ফড় করা

👉চেহারা ফ্যাকাশে দেখানো

👉পেটের উপরিভাগে ব্যথা

👉অস্বাভাবিক পিপাসা অনুভব করা এবং ঘন ঘন প্রস্রাব হওয়া

👉প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া

👉প্রচণ্ড মাথাব্যথা

👉শ্বাসকষ্ট হওয়া

👉পায়ের পাতা অথবা হাত ফুলে যাওয়া

👉চোখে দেখতে সমস্যা হওয়া। যেমন: চোখে ঝাপসা দেখা, আলোর ঝলকানি দেখা, একই জিনিস দুইটি করে দেখা অথবা কিছুক্ষণের জন্য কিছুই দেখতে না পারা[

👉ডিপ্রেশনের লক্ষণসমূহ প্রকাশ পাওয়া

ডা:ফারহানা পারভীন
সহকারী অধ্যাপক
স্ত্রী, প্রসূতি ও বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ ও সার্জন
শের-ই-বাংলা মেডিকেল কলেজ বরিশাল
চেম্বার -ইসলামী ব্যাংক হাসপাতাল, বরিশাল

30/04/2024

বেশির ভাগ নারীই সন্তান ধারণের সময় যে ফিটনেস হারান, তা আর কখনোই ফিরে পান না। গর্ভাবস্থায় ১০ থেকে ১২ কেজি ওজন বৃদ্ধি পাওয়া স্বাভাবিক। পরে আগের ওজন আবার সঠিক খাদ্যাভ্যাস ও ব্যায়ামের মাধ্যমে ফিরে পাওয়া যায়।

27/04/2024

৪০-এ পা রাখার পর, শারীরিক জটিলতার কারণে নারীরা ক্লান্ত বোধ করে থাকেন। একমাত্র নিয়মিত ব্যায়াম এটি থেকে মুক্তি দিতে পারে। দিনে ৩০ মিনিট রাখুন শরীর চর্চার জন্য

26/04/2024

গরমের সময় ফুড পয়জনিং বেশি হয়। এ সময় খাবার দ্রুত পচে যায় বলে এতে জীবাণু সহজে সংক্রমিত হয়। এ জন্য বাসি বা পচা খাবার, অস্বাস্থ্যকর ও জীবাণুযুক্ত খাবার, গরমে নষ্ট হয়ে যাওয়া খাবার খাওয়া উচিত নয়

25/04/2024

অল্প বয়সে খেলাধুলার অভাবে ওজন বৃদ্ধি পরবর্তীকালের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ইত্যাদির ঝুঁকি বাড়ায়

হিটস্ট্রোক হলে বা অচেতন হয়ে গেলে যত দ্রুত সম্ভব চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই সময়ের মধ্যে যে কাজগুলো করতে হবে তা হলো:১....
24/04/2024

হিটস্ট্রোক হলে বা অচেতন হয়ে গেলে যত দ্রুত সম্ভব চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই সময়ের মধ্যে যে কাজগুলো করতে হবে তা হলো:

১. হিটস্ট্রোকে আক্রান্ত ব্যক্তিকে অপেক্ষাকৃত ঠান্ডা বা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে নিয়ে যেতে হবে। রোগীর শরীর থেকে অপ্রয়োজনীয় কাপড় খুলে ফেলতে হবে।

২. রোগীর শরীরে বাতাস করতে হবে। কাপড় ঠান্ডা পানিতে ভিজিয়ে গা মুছে ফেলতে হবে।

৩. শরীরের তাপমাত্রা কমাতে বগল, ঘাড়, পিঠ ও কুচকিতে আইসপ্যাক ব্যবহার করতে হবে।

নিজে সুস্থ থাকুন, এই গরমে শিশু এবং বয়স্কদের যত্ন নেয়ার চেষ্টা করুন

ডা:ফারহানা পারভীন
সহকারী অধ্যাপক
স্ত্রী,প্রসূতি ও বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ ও সার্জন
শের-ই-বাংলা মেডিকেল কলেজ বরিশাল
চেম্বার -ইসলামী ব্যাংক হাসপাতাল, বরিশাল

23/04/2024

গরমে কৃত্রিম চিনি দিয়ে ঠান্ডা শরবত বানিয়ে খেলে কোনো লাভই নেই। সেটা আরও ক্ষতিকর। চেষ্টা করুন গরমের মৌসুমী ফল খেতে। ইলেক্ট্রোলাইট রয়েছে যেমন শশা, ডাব বা অন্য কিছু ফল খান। দেশীয় রসালো ফলগুলো খাওয়ার চেষ্টা করুন।

Address

Islami Bank Hospital
Barishal

Telephone

+8801747532080

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Farhana Perveen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Farhana Perveen:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category