17/05/2024
আজ ১৭ মে,বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস।
গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ আতঙ্কের নাম।কারণ এই উচ্চ রক্তচাপ থেকেই প্রি একলেম্পসিয়া অথবা একলেম্পসিয়া হয়ে মা এবং শিশুর জীবন ভয়ঙ্কর ঝুঁকিতে পরতে পারে।
👉প্রি-এক্লাম্পসিয়ার লক্ষণ
√উচ্চ রক্তচাপ ছাড়াও প্রি-এক্লাম্পসিয়ার অন্যান্য লক্ষণ বা উপসর্গগুলোর মধ্যে রয়েছে-
√প্রস্রাবে অতিরিক্ত প্রোটিন বা কিডনির সমস্যা
√তীব্র মাথাব্যথা
√দৃষ্টিশক্তির পরিবর্তন, চোখে ঝাপসা দেখা, দৃষ্টি বা আলোর প্রতি সংবেদনশীলতা
√আকস্মিক ওজন বৃদ্ধি ও ফুলে যাওয়া – বিশেষ করে মুখ, পা ও হাতে পানি আসা
√বমি বমি ভাব বা বমি হওয়া
√ফুসফুসে তরল জমে শ্বাসকষ্ট শুরু হওয়া
👉কি করণীয় :-
১)
প্রি-এক্লামসিয়া আক্রান্ত রোগীকে নিয়মিত চেকআপ করাতে হবে।
২) খাবারের সঙ্গে আলাদা লবণ খাওয়া বন্ধ করতে হবে
৩)প্রোটিন এবং ক্যালোরিযুক্ত খাবার খেতে হবে
৪)রাতেগড়ে ৮ ঘণ্টা এবং দিনে ২ ঘণ্টা ঘুমাতে হবে
৫)পা ফুলে গেলে পা দুটো বালিশের উপর উঁচু করে রেখে ঘুমাতে হবে
৬)ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঘুমের ওষুধ এবং প্রেসারের ওষুধ খেতে হবে
ডা: ফারহানা পারভীন
সহকারী অধ্যাপক
স্ত্রী, প্রসূতি ও বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ ও সার্জন
শের-ই-বাংলা মেডিকেল কলেজ বরিশাল
চেম্বার -ইসলামী ব্যাংক হাসপাতাল, বরিশাল