রোগ নিরাময় with Dr. Fahad Khan

রোগ নিরাময় with Dr. Fahad Khan Dr. Md. Sonologist at Life Care Clinic. BMDC Reg.No. A-123499

Fahad Khan
MBBS( DU ),CMU( USG )
Trained in Newborn & Child health
Ex-HMO at Sher-E-Bangla Medical College & Hospital,Barisal
General Physician at Upakul Diagnostic and Consultation Centre.

20/07/2025

বর্তমানে একটা ভয়াবহ ভাইরাস জ্বরের প্রকোপ চলছে। তীব্র জ্বর আসবে। ১০৩°/১০৪° এর মতো উঠে যাবে। সাথে শরীরের বিভিন্ন জায়গায় তীব্র ব্যথা হবে। আর ভয়াবহ রকমের দূর্বলতা থাকবে। প্রেসার লো করবে।
ব্লাড টেস্ট করালে দেখা যায় এটা ডেংগু ও না, চিকনগুনিয়া ও না। কিন্তু ভয়াবহ এক জ্বর। হসপিটালাইজড ও হওয়া লাগতে পারে। আর জ্বর সেরে গেলেও শরীরের ব্যথা সহজে সারে না।
সকলে সাবধানে থাকুন। সুস্থ থাকুন।

05/07/2025

জ্বর হলে শুরুতেই কোন প্রকার #এন্টিবায়োটিক সেবন করবেন না। (সিপ্রোফ্লক্সাসিন,এজিথ্রোমাইসিন,ইরিথ্রমাইসিন, সেফিক্সিম ও অন্যান্য) এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে।

জ্বর কোন রোগ নয়,জ্বর হচ্ছে রোগের
উপসর্গ। জ্বর বছরে একবার বা দুবার আসা দেহের জন্য খুবই ভালো( ) তৈরি হয়!
(Except Covid 19 Different)

কিন্তু দীর্ঘদিন অবধি জ্বর আসা দেহের জন্য ক্ষতিকর অর্থাৎ রোগ এসে বাসর ঘর বেঁধেছে।
সাধারণত or ছাড়া জ্বর আসে না।
সেটা ভাইরাল,ব্যাক্টেরিয়াম,প্যারাসাইট জন্য হতে পারে!

কিন্তু বর্তমানে,
বেশিরভাগ ডেংঙ্গু জ্বর ও সিজোনাল জ্বর, কোভিড ১৯.
যেগুলো মেইন প্যাথোজেনিক ভাইরাল।
Viral disease এ এন্টিব্যাক্টেরিয়াম এন্টিবায়োটিক ব্যবহার করা ইমোনিটির জন্য ক্ষতিকর।

#ভাইরাস জনিত -
Dengue ভাইরাস জনিত কারণে তীব্র জ্বর,সর্দি কাশি,শ্বাস কস্ট,পাতলা পায়খানা,খাবার অরুচি,ঘ্রাণশক্তি হ্রাস,শরীর দূর্বলতা অন্যান্য সমস্যা হতে পারে।

Rotavirus+Norovirus (পানির মত পায়খানা, বমি ও সাথে জ্বর দেখা যেতে পারে),Enteric adenovirus+Astrovirus(পাতলা পায়খানার সাথে পেটে ব্যাথা বা পেট কামড়ানো মুচাড়ানো দেখা দিতে পারে)

জ্বর যে কারণেই হোক,
শুধু মাত্র মানে প্যারাসিটামল জাতীয় মেডিসিন সেবন করুন,
অন্যান্য মেডিসিনের সেবনের আগে আপনার নিকটস্থ রেজিস্ট্রার চিকিৎসক এর পরামর্শ নিন।
জ্বর বা শরীর ব্যাথায় প্যারাসিটামল ব্যাতীত কোন প্রকার ব্যাথানাশক মেডিসিন বা সাপোজেটরী গ্রহণ করবেন না।এতে ইন্টারনাল বা এক্সাটারনাল ব্লেডিং হতে পারে।

®ডা. মো: গোলাম মোস্তফা (লিখন)

এই ছবিতে ৭৩ বছর বয়সী একজন মহিলার সিটি স্ক্যান দেখানো হয়েছে যার পেটে ৩০ বছর বয়সী একটি ক্যালসিফাইড ভ্রূণ পাওয়া গেছে।ক্...
21/06/2025

এই ছবিতে ৭৩ বছর বয়সী একজন মহিলার সিটি স্ক্যান দেখানো হয়েছে যার পেটে ৩০ বছর বয়সী একটি ক্যালসিফাইড ভ্রূণ পাওয়া গেছে।

ক্যালসিফাইড ভ্রূণ, যা লিথোপেডিয়ন নামেও পরিচিত, একটি বিরল অবস্থা যেখানে গর্ভাবস্থায় একটি ভ্রূণ মারা যায় কিন্তু মায়ের শরীর থেকে বের করে দেওয়া হয় না। সময়ের সাথে সাথে, শরীর মৃত ভ্রূণকে ক্যালসিয়াম দিয়ে আবদ্ধ করে, মূলত এটিকে ক্যালসিফাইড অবস্থায় সংরক্ষণ করে। এটি সাধারণত ঘটে যখন দ্বিতীয় ত্রৈমাসিকে ভ্রূণ মারা যায় এবং শরীর গর্ভাবস্থাকে অস্বাভাবিক বলে চিনতে ব্যর্থ হয়, তাই ভ্রূণটি জরায়ুতে থেকে যায়।

©Copied

ছোট বাচ্চাদের লিচু, বাদাম খেতে দেয়ার আগে সাবধান থাকুন।নাহলে হতে পারে জীবনঘাতি সমস্যা।গতকাল চেম্বারে ২ বছরের বাচ্চার এক্স...
01/06/2025

ছোট বাচ্চাদের লিচু, বাদাম খেতে দেয়ার আগে সাবধান থাকুন।নাহলে হতে পারে জীবনঘাতি সমস্যা।
গতকাল চেম্বারে ২ বছরের বাচ্চার এক্সরে এটি।বিস্তারিত সামনের পোস্টে আসছে।

বর্তমানে বর্ষা মৌসুমের শুরু থেকেই ডেঙ্গু জ্বর ভয়াবহ আকার ধারন করেছে। সকলকে সাবধানে থাকার অনুরোধ রইলো।চিকিৎসা বিষয়ক যেকোন...
23/05/2025

বর্তমানে বর্ষা মৌসুমের শুরু থেকেই ডেঙ্গু জ্বর ভয়াবহ আকার ধারন করেছে। সকলকে সাবধানে থাকার অনুরোধ রইলো।

চিকিৎসা বিষয়ক যেকোনো পরামর্শ ও তথ্যের জন্য পেজটি ফলো করুন এবং ইনবক্সে মেসেজ দিন।

ডা: ফাহাদ খান (এম.বি.বি.এস)

ছবিটিতে একটি শিশুর পেটের কেন্দ্রে (নাভির স্থানে) একটি ফুলে ওঠা অংশ দেখা যাচ্ছে, যা নাভির হার্নিয়া (Umbilical Hernia) নি...
20/05/2025

ছবিটিতে একটি শিশুর পেটের কেন্দ্রে (নাভির স্থানে) একটি ফুলে ওঠা অংশ দেখা যাচ্ছে, যা নাভির হার্নিয়া (Umbilical Hernia) নির্দেশ করে।

মূল বৈশিষ্ট্য:

অবস্থান: নাভির উপর।

চেহারা: গম্বুজ আকারের, নরম ও ফোলা।

শিশুদের মধ্যে সাধারণ: এটি তখন হয় যখন অন্ত্রের বা পেটের টিস্যু নাভির পেশীর দুর্বল অংশ দিয়ে বাইরে বের হয়ে আসে।

গুরুত্বপূর্ণ তথ্য:

এটি সাধারণত ব্যথাহীন এবং শিশু কাঁদলে, কাশলে বা চাপ প্রয়োগ করলে আরও বেশি স্পষ্ট হয়।

বেশিরভাগ ক্ষেত্রেই এটি নিজে থেকেই সেরে যায়, বিশেষ করে ১–২ বছর বয়সের মধ্যে।

তবুও একজন শিশু বিশেষজ্ঞ বা শিশু সার্জনের পরামর্শ নেওয়া জরুরি যাতে নিশ্চিত হওয়া যায় যে এটি জটিল কিছু নয় (যেমন হার্নিয়া আটকে যাওয়া বা পেঁচিয়ে যাওয়া)।

কখন সতর্ক হবেন:

ফুলে থাকা অংশটি যদি শক্ত, ব্যথাযুক্ত বা কালচে/লালচে হয়ে যায়।

শিশুটি ব্যথা পাচ্ছে বলে মনে হয়, বমি করে, বা খাওয়া বন্ধ করে দেয়।

ডা. মো. ফাহাদ খান
এম.বি.বি.এস

নবজাতক বাচ্চাদের জন্মগত একটি সমস্যা। বিস্তারিত জানতে পেজে চোখ রাখুন।
19/05/2025

নবজাতক বাচ্চাদের জন্মগত একটি সমস্যা। বিস্তারিত জানতে পেজে চোখ রাখুন।

ডা.স্নিগ্ধা তালুকদারের ওয়াল থেকে,"গত এডমিশনে একটি রোগী আসে শায়েস্তাগঞ্জ থেকে পেটে ব্যথা ,পেট ফোলা নিয়ে। History নিয়ে ...
18/05/2025

ডা.স্নিগ্ধা তালুকদারের ওয়াল থেকে,

"গত এডমিশনে একটি রোগী আসে শায়েস্তাগঞ্জ থেকে পেটে ব্যথা ,পেট ফোলা নিয়ে। History নিয়ে জানতে পারলাম,১৫ দিন আগে বাচ্চা নষ্ট হওয়ার জন্য তার D&c হয়েছে। উৎকট গ ন্ধে এডমিশন রুমে কেউ রোগীর কাছে যেতে পারছিল না, আমাদের জন্য রুমে থাকাটাই কষ্টকর হয়ে যাচ্ছিল। পরীক্ষা করার পর দেখা গেল, জ রায়ুর মুখ দিয়ে গলগল করে পুঁ জ আসছে এবং বাচ্চার একটা ভা ঙ্গা হা ড্ডি পাওয়া গেল। আমরা ধারণা করে নিলাম, D&c করার সময় অবশ্যই জ রায়ু ছি দ্র করে ফেলা হয়েছে। এক্সরে করার পর রোগীর সারা পেটে ছড়ানো ছিটানো বাচ্চার গুঁ ড়া গুঁ ড়া হা ড্ডি পাওয়া গেল। Surgery ডিপার্টমেন্ট যখন সেটা অ পারেশন করলো, দেখা গেল ঘটনা আসলেই তাই। জ রায়ু ছি দ্র করে বাচ্চার সবগুলো হা ড় রোগীর peritoneal cavity তে (ছবিতে এগুলো বের করে আনা হয়েছে)।

রোগীর লোকদের এত সা হস কিভাবে হয় যে তারা এরকম D&c বাসায় করাতে পারে?"

যারা রেবিস সম্পর্কে ভালো জানেন না তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা।Dr.Fahad KhanMBBS,Du
15/05/2025

যারা রেবিস সম্পর্কে ভালো জানেন না তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা।

Dr.Fahad Khan
MBBS,Du

পায়ের কর্ন দেখতে ঠিক এরকম হয়© Dr.Md.Fahad Khan
07/05/2025

পায়ের কর্ন দেখতে ঠিক এরকম হয়

© Dr.Md.Fahad Khan

চিকিৎসা বিষয়ক যেকোনো পরামর্শ ও তথ্যের জন্য পেজে মেসেজ করুন।বি:দ্র - রিপোর্ট দেখানোর জন্য ক্লিয়ার ছবি দিবেন।
03/05/2025

চিকিৎসা বিষয়ক যেকোনো পরামর্শ ও তথ্যের জন্য পেজে মেসেজ করুন।
বি:দ্র - রিপোর্ট দেখানোর জন্য ক্লিয়ার ছবি দিবেন।

ছবিতে দেখানো চামড়ার সমস্যাটি হার্পিস জোস্টার (Herpes Zoster) বা শিঙ্গেলস এর লক্ষণ। এটি ভাইরাসজনিত একটি চর্মরোগ, যা সাধার...
02/05/2025

ছবিতে দেখানো চামড়ার সমস্যাটি হার্পিস জোস্টার (Herpes Zoster) বা শিঙ্গেলস এর লক্ষণ। এটি ভাইরাসজনিত একটি চর্মরোগ, যা সাধারণত:

ছোট ছোট পানিভর্তি ফোসকা (blisters),

একই জায়গায় গুচ্ছাকারে দেখা যায়,

অনেক সময় ব্যথা, জ্বালাপোড়া বা চুলকানিও থাকে,

একপাশে সীমাবদ্ধ থাকে (dermatomal distribution)।

এই রোগটি ভ্যারিসেলা-জোস্টার ভাইরাস (VZV) এর কারণে হয়, যা আগের চিকেনপক্স রোগের পর শরীরে সুপ্ত অবস্থায় থেকে পরে সক্রিয় হয়।

যা করা উচিত:

যত দ্রুত সম্ভব একজন চর্মরোগ বিশেষজ্ঞ বা চিকিৎসকের পরামর্শ নিন।

ভাইরাস প্রতিরোধে অ্যান্টিভাইরাল ওষুধ (যেমন Acyclovir) প্রয়োগ দ্রুত শুরু করলে উপকার পাওয়া যায়।

ফোসকাগুলো খোঁটাবেন না, ইনফেকশন হতে পারে।

চিকিৎসা বিষয়ক যেকোনো পরামর্শ ও তথ্যের জন্য পেজটি ফলো করুন।

Address

Upokul Diagnostic & Consultation Centre, Barguna
Barishal
8700

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

+8801770614756

Website

Alerts

Be the first to know and let us send you an email when রোগ নিরাময় with Dr. Fahad Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to রোগ নিরাময় with Dr. Fahad Khan:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category