05/07/2025
জ্বর হলে শুরুতেই কোন প্রকার #এন্টিবায়োটিক সেবন করবেন না। (সিপ্রোফ্লক্সাসিন,এজিথ্রোমাইসিন,ইরিথ্রমাইসিন, সেফিক্সিম ও অন্যান্য) এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে।
জ্বর কোন রোগ নয়,জ্বর হচ্ছে রোগের
উপসর্গ। জ্বর বছরে একবার বা দুবার আসা দেহের জন্য খুবই ভালো( ) তৈরি হয়!
(Except Covid 19 Different)
কিন্তু দীর্ঘদিন অবধি জ্বর আসা দেহের জন্য ক্ষতিকর অর্থাৎ রোগ এসে বাসর ঘর বেঁধেছে।
সাধারণত or ছাড়া জ্বর আসে না।
সেটা ভাইরাল,ব্যাক্টেরিয়াম,প্যারাসাইট জন্য হতে পারে!
কিন্তু বর্তমানে,
বেশিরভাগ ডেংঙ্গু জ্বর ও সিজোনাল জ্বর, কোভিড ১৯.
যেগুলো মেইন প্যাথোজেনিক ভাইরাল।
Viral disease এ এন্টিব্যাক্টেরিয়াম এন্টিবায়োটিক ব্যবহার করা ইমোনিটির জন্য ক্ষতিকর।
#ভাইরাস জনিত -
Dengue ভাইরাস জনিত কারণে তীব্র জ্বর,সর্দি কাশি,শ্বাস কস্ট,পাতলা পায়খানা,খাবার অরুচি,ঘ্রাণশক্তি হ্রাস,শরীর দূর্বলতা অন্যান্য সমস্যা হতে পারে।
Rotavirus+Norovirus (পানির মত পায়খানা, বমি ও সাথে জ্বর দেখা যেতে পারে),Enteric adenovirus+Astrovirus(পাতলা পায়খানার সাথে পেটে ব্যাথা বা পেট কামড়ানো মুচাড়ানো দেখা দিতে পারে)
জ্বর যে কারণেই হোক,
শুধু মাত্র মানে প্যারাসিটামল জাতীয় মেডিসিন সেবন করুন,
অন্যান্য মেডিসিনের সেবনের আগে আপনার নিকটস্থ রেজিস্ট্রার চিকিৎসক এর পরামর্শ নিন।
জ্বর বা শরীর ব্যাথায় প্যারাসিটামল ব্যাতীত কোন প্রকার ব্যাথানাশক মেডিসিন বা সাপোজেটরী গ্রহণ করবেন না।এতে ইন্টারনাল বা এক্সাটারনাল ব্লেডিং হতে পারে।
®ডা. মো: গোলাম মোস্তফা (লিখন)