
12/07/2025
**********লেখা আহ্বান *********
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, শিক্ষা বিজ্ঞান ও সামাজিক সংস্থা “এশো” এর ১ যুগপূর্তি উপলক্ষে 'প্রত্যয়' ম্যাগাজিনের ৩য় সংখ্যা প্রকাশের জন্য লেখা আহবান করা হচ্ছে। আপনার লেখা গল্প, কবিতা, ছড়া, কৌতুক, রম্য রচনা, বিজ্ঞানভিত্তিক-শিক্ষামূলক-খেলাধুলা বিষয়ক লেখা, ছোটবেলার স্মরণীয় ঘটনা, সাফল্য বা ইতিবাচক ঘটনার সংবাদ আপনার নাম, প্রাতিষ্ঠানিক ঠিকানা (শ্রেণি এবং স্কুল) ও মোবাইল নম্বরসহ পাঠিয়ে দিন ১৮ জুলাই, ২০২৫ এর মধ্যে esso.org@gmail.com মেইলে বা আমাদের ফেসবুক পেইজে। প্রয়োজনে যোগাযোগ করুন ০১৫২১-৫৪৯৫২০ নাম্বারে।