Kotha Bondhu - Mental Health Support Society

Kotha Bondhu - Mental Health Support Society এটা একটি নন প্রফিট অর্গানাইজেশন।
বিনামূল্যে মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ক পরামর্শ দেয়া আমাদের মূল লক্ষ্য।

26/08/2025

যিনি আপনাকে নিচে নামাতে চাইছেন, তিনি ইতিমধ্যেই আপনার নিচেই আছেন। তাই তাকে নিয়ে ভেবে সময় নষ্ট না করে নিজেকে সময় দিন।

জিয়ানুর কবির
ক্লিনিক্যাল সাইকোলজিষ্ট।

24/08/2025

মানুষের সম্পর্ক টাকা-পয়সার অভাবে নয় বরং শারীরিক ও মানসিক নির্যাতন এবং অবহেলায় নষ্ট হয়।

জিয়ানুর কবির
ক্লিনিক্যাল সাইকোলজিষ্ট।

21/08/2025

কিছু মানুষকে জীবনে আবার স্বাগত না জানিয়েও ক্ষমা করতে হয়। ক্ষমা না করতে পারলে তারা ট্রমা হয়ে থেকে যায়।

17/08/2025

লোকে কি বলে তা শুনে সময় নষ্ট করবেন না, কারণ নিজের সম্পর্কে আপনিই ভালো জানেন ও বুঝেন।

মনে রাখবেন কুকুর ঘেউ ঘেউ করলেও সিংহ কখনোই ফিরে তাকায় না।

জিয়ানুর কবির
ক্লিনিক্যাল সাইকোলজিষ্ট।

13/08/2025

ধরেন কোনো অলৌকিক উপায়ে জানতে পারলেন, ২৪ ঘণ্টা পরে আপনি মারা যাবেন! এই ২৪ ঘন্টায় আপনি কী কী করবেন?

কষ্টকে মহাসাগরে ভাসিয়ে দিতে চাইলে, আগে তাকে বিদায় জানাতে হবে হৃদয়ের নীরব প্রাঙ্গণে। মুছে ফেলো তার সব রং, সব গন্ধ, সব পদচ...
11/08/2025

কষ্টকে মহাসাগরে ভাসিয়ে দিতে চাইলে, আগে তাকে বিদায় জানাতে হবে হৃদয়ের নীরব প্রাঙ্গণে। মুছে ফেলো তার সব রং, সব গন্ধ, সব পদচিহ্ন—যেন সে আর তোমাকে চিনতে না পারে। এক অদৃশ্য কলসীতে ভরে দাও তোমার অশ্রু, আক্ষেপ আর দীর্ঘশ্বাস, তারপর বন্ধ করে দাও এমন সিলমোহরে, যা ভাঙতে পারে না সময়ও। সমুদ্রের বুকে যখন ঢেউ গুনে চলবে তার অনন্ত প্রার্থনা, তখন তোমার কষ্ট স্রোতের সাথে মিশে যাবে দূর দিগন্তে—যেখানে না আছে দিক, না আছে ঠিকানা, আছে কেবল মুক্তি।

10/08/2025

অনেকেই জানতে চান, আমি কীভাবে আমার আবেগ নিয়ন্ত্রণ করব?"

আবেগ নিয়ন্ত্রণ অনুশীলনের বিষয়, বিশেষ করে:

-কথা বলার আগে একটু বিরতি নিয়ে ভেবে কথা বলুন।

-অভ্যাসগতভাবে প্রতিক্রিয়া জানানোর আগে একটু বিরতি নিয়ে ভেবে করুন।

-অসাড় হয়ে যাওয়ার আগে বা পরিস্থিতি এড়িয়ে যাওয়ার আগে একটু বিরতি নিয়ে ভেবে করুন।

-সোসাল মিডিয়ায় কিছু লেখা বা পোস্ট করার আগে একটু বিরতি নিয়ে ভেবে পোস্ট করুন।

- কোন মন্তব্য করার আগে একটু বিরতি নিয়ে ভেবে মন্তব্য করুন।

মূল বার্তা হল "বিরতি অনুশীলন করা।"

জিয়ানুর কবির
ক্লিনিক্যাল সাইকোলজিষ্ট।

05/08/2025

দৈনন্দিন যে মানসিক চাপ দেখা দেয়, তা এড়িয়ে যেতে পারবেন না। আপনার স্বাস্থ্য এবং মানসিক সুস্থতার উপর প্রভাব ফেলার আগে, মানসিক চাপ ব্যবস্থাপনার জন্য বিভিন্ন সাইকোলজিক্যাল দক্ষতা ব্যবহার করতে অভ্যস্ত হতে হবে।

নিজে থেকে না পারলে, প্রয়োজনে প্রফেশনাল সহায়তা নিন।

জিয়ানুর কবির
ক্লিনিক্যাল সাইকোলজিষ্ট।

29/07/2025

মানুষের জীবনে সবকিছুই থাকে,
কিন্তু মনের কথা খুলে বলবার মতো একটা মানুষ থাকে না। 😅

Edit by : kazi Nahid

28/07/2025

আমাদের মধ্যে যাদের জীবনে ট্রমা আছে। আমরা নিজেদেরকে লজ্জিত করব না বা শাস্তি দেব না। আমাদের জীবনে ধমকদাতা এবং নির্যাতনকারীরা এভাবেই আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল।

আরোগ্যলাভের জন্য একটি নির্ভরযোগ্য নিয়ম হল: আপনার নির্যাতনকারীরা যা করেছে বা বলেছে নিজের সাথে এমন আচরণ করবেন না বা তা নিজেকে বলবেন না।

জিয়ানুর কবির
ক্লিনিক্যাল সাইকোলজিষ্ট।

23/07/2025

#কিভাবে_মানসিক_ট্রমা_ম্যানেজনেন্ট_করবেন?

অনেক মানুষ গতকালের ঘটনার পর ট্রমাটাইজ হয়েছেন। এসব ব্যক্তির পরিবারের মানুষ, কাছের মানুষ, সমাজকর্মী নার্স, এনজিও কর্মী, ছাত্র—শিক্ষক যে কোন ব্যক্তিই এই সময়ে অল্প ট্রেনিং নিয়ে প্রাথমিক মানসিক সহায়তা দিতে পারেন।

#যে_কাজগুলো_করবেন:
 এই সময়ে যাদের সহযোগিতা লাগতে পারে তাদের সাথে যোগাযোগ করুন, তাদের চাহিদা এবং উদ্বেগ সম্পর্কে জানতে চান।
 তাদের কথা শুনুন এবং তাদের শান্ত হতে সাহায্য করুন।
 সহমর্মিতা প্রকাশ করুন।
 তাদের কথা শোনার সময় মাঝে মাঝে নিরব থাকুন। নিরব থাকলে কী বলতে হবে তা ভাবতে সময় পাবেন, তাদের অনুভূতি অনুভব করার জন্য স্থান পাবেন, নিজস্ব গতিতে এগিয়ে যাওয়ার অনুমতি পাবেন।
 এই সময়ে মানুষের মৌলিক চাহিদা এবং সেবাসমূহ খুঁজে পেতে সহযোগিতা করা জরুরী।
 সমস্যার সাথে মানিয়ে নিতে তাদের প্রয়োজনিয় তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন।
 তাদের প্রিয়জন প্রিয়জন এবং সামাজিক সহায়তার সাথে সংযুক্ত করার চেষ্টা করতে হবে।
 তাদেরকে মনে করতে সাহায্য করুন যা করলে তারা একটু ভাল অনুভব করবে।
 তাদের বয়স, লিঙ্গ এবং সংস্কৃতি অনুযায়ি সঠিক দূরত্ব বজায় রেখে তার কাছাকাছি বসুন।
 তাদেরকে বুঝতে দিন যে আপনি শুনছেন, যেমন:মাথা ঝাঁকান এবং “হুমম্ বলুন।
 এই সময় আপনি যে কোন পরিস্থিতিতে ধৈর্য্য ধরুন এবং শান্ত থাকুন।
 এই সময়ে যথেষ্ট বিশ্রাম নেয়া, যতটা পারা যায় নিয়মিত খাদ্যগ্রহণ/আহার এবং পানি পান করা, পরিবার এবং বন্ধুদের সাথে কথা বলা এবং সময় কাটানো, নিয়মিত ব্যায়াম করা এবং গোসল ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার ব্যপারে অনুরোধ করতে পারেন।
 তারা যেন প্রতিদিন নিজেকে শান্ত রাখতে রিলাক্সেশন ও দুইবার অনলাইন দেখে মাইন্ডফুলনেন্স মেডিটেশন প্রাকটিস করতে পারেন সেটাও খেয়াল রাখবেন।
 তাদের নিজস্ব শক্তি এবং নিজেদের তারা কিভাবে সাহায্য করতে পারে তা স্বীকার করুন ।

়ে_যা_করা_যাবে_না:
 এই সময়ে তাদের মানসিক সহায়তা নেয়ার জন্য কোনভাবেই জোর করা যাবেনা।
 কাউকে তার ঘটনা বলার জন্য চাপ প্রয়োগ করা যাবে না ।
 কথা বলার সময় কারও ঘটনার মাঝে বাধাঁ দিবেন না বা তাড়া দিবেন না (যেমন—নিজের ঘড়ি দেখবেন না বা দ্রুত কথা বলবেন না )।
 হুট করে ব্যক্তির অবস্থা সম্পর্কে কোন মন্তব্য করবেন না, শুধু শুনুন, তারা কি করেছে এবং কি করেনি এবং কি বোধ করছে তা নিয়ে তাদের বিচার করবেন না।
 কখনোই এটা বলবেন না: “আপনার এভাবে বোধ করা উচিত হচ্ছে না” অথবা “আপনার নিজেকে ভাগ্যবান মনে করা উচিত যে আপনি বেঁচে গেছেন”।
 এই সময়ে যা আপনি জানেন না তা নিয়ে কিছু বলতে যাবেন না।
 খুব বেশি কৌশলগত শব্দ ব্যবহার করা যাবে না। অন্য কারোও গল্প তাদের কাছে করবেন না।
 আপনার নিজের সমস্যার কথা বলবেন না।
 মিথ্যা আশ্বাস দিবেন না বা ভরসা দিবেন না।
 এটা ভাববেন না বা ভাব নিবেন না যে সকলের সব সমস্যার সমাধান করতে চেষ্টা করবেন।
 তাদের শক্তি এবং নিজেদের সাহায্য করার মানসিকতা কেড়ে নিবেন না।

এর পরেও যারা তিব্র মানসিক চাপে থাকবেন তাদের জন্য প্রফেশনাল মনোবিজ্ঞানীদের সহায়তা নিতে পারেন।

জিয়ানুর কবির
ক্লিনিক্যাল সাইকোলজিষ্ট।

Address

Dhaka. Bangladesh
Barishal

Telephone

+8801939902846

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kotha Bondhu - Mental Health Support Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram