Islam Dental Care / ইসলাম ডেন্টাল কেয়ার

Islam Dental Care / ইসলাম ডেন্টাল কেয়ার A Modern Dental Clinic with Modern Technology. A qualitiful dental care for your family and children

🦷মার্কারী ফিলিংয়ের ক্ষতিকর দিকঃ🦷মার্কারী ফিলিং (Mercury Filling) – যেটিকে সাধারণত অ্যামালগাম ফিলিং (Amalgam Filling) বল...
05/08/2025

🦷মার্কারী ফিলিংয়ের ক্ষতিকর দিকঃ

🦷মার্কারী ফিলিং (Mercury Filling) – যেটিকে সাধারণত অ্যামালগাম ফিলিং (Amalgam Filling) বলা হয় – এতে পারদ (mercury), রূপা (silver), টিন (tin), তামা (copper) ইত্যাদি ধাতব উপাদান থাকে। যদিও এটি বহু বছর ধরে দাঁতের ক্ষয় পূরণে ব্যবহৃত হয়ে আসছে, তবে এতে থাকা পারদের জন্য কিছু স্বাস্থ্য ঝুঁকি রয়েছে।

🛑 মার্কারী ফিলিংয়ের ক্ষতিকর দিকসমূহ:
1. পারদ বাষ্প নির্গমন করে
অ্যামালগাম ফিলিং থেকে খুব অল্প পরিমাণে পারদ বাষ্প নির্গত হতে পারে, বিশেষত চিবানো, দাঁত ঘষাঘষি করা বা গরম পানীয় খাওয়ার সময়।

দীর্ঘমেয়াদে এটি ফুসফুস দিয়ে শরীরে ঢুকে স্নায়ুতন্ত্র ও কিডনিতে প্রভাব ফেলতে পারে।

2. অ্যালার্জি বা সংবেদনশীল প্রতিক্রিয়া
কিছু মানুষ পারদের প্রতি সংবেদনশীল হতে পারে, যার ফলে মুখে জ্বালা, ফোলাভাব বা অন্যান্য অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে।

3. গর্ভবতী নারীদের জন্য ঝুঁকিপূর্ণ
গর্ভাবস্থায় মার্কারী শরীরে প্রবেশ করলে গর্ভের শিশুর মস্তিষ্কের বিকাশে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।

4. পরিবেশ দূষণ
ফিলিং বাদ দেওয়ার সময় বা ফেলায় মার্কারী পরিবেশে মিশে যায় এবং জলজ প্রাণী ও পরিবেশে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে।

5. কোনো কোনো ক্ষেত্রে মানসিক সমস্যা
দীর্ঘমেয়াদি মার্কারী এক্সপোজারে মাথাব্যথা, মনোযোগে সমস্যা, হতাশা বা স্মৃতিশক্তি দুর্বল হওয়ার মতো মানসিক উপসর্গ দেখা দিতে পারে।

✅ বিকল্প হিসেবে কী ব্যবহার করা যায়?
💊কম্পোজিট ফিলিং (Composite resin) – দাঁতের রঙের সঙ্গে মেলে, মার্কারী নেই।

💊গ্লাস আয়োনোমার (Glass Ionomer) – শিশুদের দাঁতের জন্য ভালো বিকল্প।

💊সেরামিক বা পোরসেলিন ফিলিং – দীর্ঘস্থায়ী ও দেখতে ভালো।

🔍মার্কারী ফিলিং এখনও অনেক দেশে নিরাপদ ও কার্যকর হিসেবে বিবেচিত হয়, তবে যাদের স্বাস্থ্য ঝুঁকি বেশি বা যাঁরা পরিবেশ-সচেতন, তাঁদের জন্য বিকল্প ফিলিং বেছে নেওয়া অধিক উত্তম।

ইসলাম ডেন্টাল কেয়ার, বান্দ রোড, বরিশাল।

Baby Teeth Eruption Timeline: Month-by-Month Guide 👶🦷
31/07/2025

Baby Teeth Eruption Timeline:

Month-by-Month Guide 👶🦷

আগামী ১৫ ই মার্চ ২০২৫ রোজ শনিবার।জাতীয় ভিটামিন এ প্লাস  ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।৬-১১ মাসের সকল শিশুদেরকে একটি নীল রংয়ের...
06/03/2025

আগামী ১৫ ই মার্চ ২০২৫ রোজ শনিবার।

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
৬-১১ মাসের সকল শিশুদেরকে একটি নীল রংয়ের এবং ১ থেকে ৫ বছরের সকল শিশুদেরকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
যথা সময়ে সকল শিশুদেরকে টিকা কেন্দ্রে নিয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য অনুরোধ রইলো

অবশ্যই শিশুদেরকে ভরা পেটে নিয়ে যাবেন
যারা পোস্ট দেখছেন অবশেষে শেয়ার করে দিবেন যাতে সবাই খাওয়াতে পারে 🥰

রমজানের শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে যাক সকলের মাঝে। এই পবিত্রতার মাসে সকল ভেদাভেদ ভুলে সকলকে আপন করে নিই, একে অপরের...
01/03/2025

রমজানের শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে যাক সকলের মাঝে। এই পবিত্রতার মাসে সকল ভেদাভেদ ভুলে সকলকে আপন করে নিই, একে অপরের হক আদায় করি।

রমজান মুবারক।

ইসলাম ডেন্টাল কেয়ার এর পক্ষ থেকে সকল বন্ধু, পরিবার ও শুভানুধ্যায়ীদের জানাই মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা। 🕋 🕌

ইসলাম ডেন্টাল কেয়ার এর পক্ষ থেকে সকল বন্ধু, পরিবার ও শুভানুধ্যায়ীদের জানাই মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ...
16/12/2024

ইসলাম ডেন্টাল কেয়ার এর পক্ষ থেকে সকল বন্ধু, পরিবার ও শুভানুধ্যায়ীদের জানাই মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ... ✌🇧🇩 💝

ব্রাশ করার নিয়ম বলতে কিছু আছে?অনেকেই হয়তো এটাই ভাবছেন যে "ব্রাশ করবো, এটার আবার নিয়ম কিসের? ব্রাশ যে করছি এটাই তো অনে...
14/12/2024

ব্রাশ করার নিয়ম বলতে কিছু আছে?
অনেকেই হয়তো এটাই ভাবছেন যে "ব্রাশ করবো, এটার আবার নিয়ম কিসের? ব্রাশ যে করছি এটাই তো অনেক!!" আসলে এটা আমাদের ধারণাগত ভুল। কারণ প্রতিটা কাজেরই কিছু নিয়ম আছে, ব্রাশের ক্ষেত্রেও নিয়ম রয়েছে।
১। প্রথমেই একটি সফট ব্রিসেলের ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করতে
হবে।
২। আপনার মুখের সাইজের সাথে মিল রেখে ব্রাশ সিলেক্ট করতে
হবে।
৩। ব্রাশকে ৪৫ ডিগ্রী এঙ্গেলে রেখে ব্রাশ করুন।
৪। ধীরে ধীরে ব্রাশকে পেছন থেকে সামনের দিকে নিন।
৫। দাঁতের ভেতর, বাহির ও মাড়ির দাঁতগুলো ভালো ভাবে ব্রাশ
করুন।
৬। প্রতিদিন ২ বার ভালোভাবে ব্রাশ করতে হবে।

Islam Dental Care / ইসলাম ডেন্টাল কেয়ার।
বান্দ রোড, শের ই বাংলা মেডিকেল ইমার্জেন্সি গেট এর বিপরীতে।, বান্দ রোড, বরিশাল।
যোগাযোগঃ 01712098479

"নববর্ষের নতুন সূর্য্য সবার জীবনে নিয়ে আসুক আনন্দ, সৌভাগ্য এবং সাফল্যের আলো"সবাইকে নববর্ষের শুভেচ্ছাশুভ নববর্ষ-১৪৩১ 😊
14/04/2024

"নববর্ষের নতুন সূর্য্য
সবার জীবনে নিয়ে আসুক
আনন্দ, সৌভাগ্য এবং
সাফল্যের আলো"

সবাইকে নববর্ষের শুভেচ্ছা

শুভ নববর্ষ-১৪৩১ 😊

ইসলাম ডেন্টাল কেয়ার এর পক্ষ থেকে সকল ভিউয়ার্স, মেম্বারস, বন্ধু, পরিবার ও শুভানুধ্যায়ীদের জানাই ঈদুল ফিতর এর আন্তরিক শুভে...
10/04/2024

ইসলাম ডেন্টাল কেয়ার এর পক্ষ থেকে সকল ভিউয়ার্স, মেম্বারস, বন্ধু, পরিবার ও শুভানুধ্যায়ীদের জানাই ঈদুল ফিতর এর আন্তরিক শুভেচছা ও অভিনন্দন। :)

💫 🌠🌟 💥 " ঈদ মোবারক " 🎉 🎊 🎆 💖


শুভেচ্ছান্তে,
ডাঃ মোঃ তানভীর ইসলাম।
বি ডি এস (ডি. ইউ)
বিএমডিসি রেজিঃ নং- ৫৭৮০।

৬ মার্চ ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে ২০২৪
06/03/2024

৬ মার্চ ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে ২০২৪

আজ অমর ২১শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি রইল গভীর শ্রদ্ধাঞ্জলি...
20/02/2024

আজ অমর ২১শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি রইল গভীর শ্রদ্ধাঞ্জলি...

ডেঙ্গুঃ  আতংকিত হবার কিছু নেই। প্রয়োজন সতর্কতা ও সময়মত নিয়ম মেনে চলা...
30/07/2023

ডেঙ্গুঃ আতংকিত হবার কিছু নেই। প্রয়োজন সতর্কতা ও সময়মত নিয়ম মেনে চলা...

ইসলাম ডেন্টাল কেয়ার এর পক্ষ থেকে সকল ভিউয়ার্স, মেম্বারস, বন্ধু, পরিবার ও শুভানুধ্যায়ীদের জানাই ঈদুল আজহার আন্তরিক শুভেচছ...
30/06/2023

ইসলাম ডেন্টাল কেয়ার এর পক্ষ থেকে সকল ভিউয়ার্স, মেম্বারস, বন্ধু, পরিবার ও শুভানুধ্যায়ীদের জানাই ঈদুল আজহার আন্তরিক শুভেচছা ও অভিনন্দন। :)

💫 🌠🌟 💥 " ঈদ মোবারক " 🎉 🎊 🎆 💖


শুভেচ্ছান্তে,
ডাঃ মোঃ তানভীর ইসলাম।
বি ডি এস (ডি. ইউ)
বিএমডিসি রেজিঃ নং- ৫৭৮০।

Address

Barishal
8200

Opening Hours

Monday 10:00 - 21:00
Tuesday 10:00 - 21:00
Wednesday 10:00 - 21:00
Thursday 10:00 - 21:00
Saturday 10:00 - 21:00
Sunday 10:00 - 21:00

Telephone

8801712098479

Alerts

Be the first to know and let us send you an email when Islam Dental Care / ইসলাম ডেন্টাল কেয়ার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Islam Dental Care / ইসলাম ডেন্টাল কেয়ার:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram